ভিলহেল্ম কনরাড রন্টগেন
ভিলহেল্ম কনরাড রন্টগেন[১] (জার্মান ভাষায় Wilhelm Conrad Röntgen ভিল্হেল্ম্ কন্রাট্ র্যন্ট্গ্ন্) (মার্চ ২৭, ১৮৪৫ – ফেব্রুয়ারি ১০, ১৯২৩) একজন জার্মান পদার্থবিজ্ঞানী যিনি পদার্থবিজ্ঞানে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। তিনি এক্স রশ্মির আবিষ্কারক যাকে তার নামানুসারে রঞ্জন রশ্মিও বলা হয়।
ভিলহেল্ম কনরাড রন্টগেন | |
---|---|
![]() ভিলহেল্ম কনরাড রন্টগেন | |
জন্ম | মার্চ ২৭, ১৮৪৫ লেনেপ, প্রুশিয়া |
মৃত্যু | ১০ ফেব্রুয়ারি ১৯২৩ নিউনিখ জার্মানি | (বয়স ৭৭)
জাতীয়তা | ![]() |
কর্মক্ষেত্র | পদার্থবিজ্ঞান |
প্রতিষ্ঠান | স্ট্রাসবুর্গ বিশ্ববিদ্যলয় হোহেনহাইম University of Giessen ভুজবুর্গ বিশ্ববিদ্যলয় মিউনিখ বিশ্ববিদ্যলয় |
প্রাক্তন ছাত্র | ইটিএইচ জুরিখ, জুরিখ বিশ্ববিদ্যলয় |
পিএইচডি ছাত্ররা | হেরমান মার্খ |
পরিচিতির কারণ | এক্স রশ্মি |
উল্লেখযোগ্য পুরস্কার | ![]() |
স্বাক্ষর |
শিক্ষাজীবনসম্পাদনা
রন্টগেন ইটিএইচ জুরিখে যন্ত্র প্রকৌশল নিয়ে পড়াশোনা করেন। তিনি ১৮৬৯ সালে জুরিখ বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন।
কর্মজীবনসম্পাদনা
১৮৭৪ সালে রন্টগেন স্ট্রাসবুর্গ বিশ্ববিদ্যালয় এ প্রভাষক হিসেবে যোগদান করেন।
পুরস্কার ও সম্মাননাসম্পাদনা
এক্স রশ্মি আবিষ্কার এবং এবং এ ধরণের রশ্মির যথোপযুক্ত ব্যবহারিক প্রয়োগে সফলতা অর্জনের জন্য তিনি ১৯০১ সালে পদার্থবিজ্ঞানে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। ২০০৪ সালে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব পিওর অ্যান্ড কেমিস্ট্রি তার নামে ১১১তম মৌলের নামকরণ করে রন্টগেনিয়াম।
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ বাংলায় অনেক সময় তাঁর নাম উইলিয়াম রন্টজেন লেখা হয়। এ নিবন্ধে ব্যবহৃত বানানে উইকিপিডিয়ার জার্মান শব্দ প্রতিবর্ণীকরণের নীতি অনুসরণ করা হয়েছে।
- ↑ Kevles, Bettyann Holtzmann (১৯৯৬)। Naked to the Bone Medical Imaging in the Twentieth Century। Camden, NJ: Rutgers University Press। পৃষ্ঠা 19–22। আইএসবিএন 0813523583।
- ↑ Sample, Sharron (2007-03-27)। "X-rays"। The electromagnetic spectrum। NASA। সংগ্রহের তারিখ 2007-12-03। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য)