ভিঞ্চি দা
ভিঞ্চি দা ২০১৯ সালের একটি বাংলা ভাষার ভারতীয় রোমাঞ্চকর চলচ্চিত্র। এটি এসভিএফ - এর ব্যানারের পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়। প্রধান চরিত্রে ছিলেন রুদ্রনিল ঘোষ, ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য, রিদ্ধি সেন, গৌতম মৈত্র এবং সোহিনী সরকার।[১][২][৩] চলচ্চিত্রটি ২০১৯ সালে ১২ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
ভিঞ্চি দা | |
---|---|
![]() ভিঞ্চি দা চলচ্চিত্রের বাণিজ্যিক পোস্টার | |
পরিচালক | সৃজিত মুখোপাধ্যায় |
প্রযোজক | এসভিএফ এন্টারটেনমেন্ট |
কাহিনিকার | রুদ্রনিল ঘোষ সৃজিত মুখোপাধ্যায় |
শ্রেষ্ঠাংশে | রুদ্রনিল ঘোষ সোহিনী সরকার ঋত্বিক চক্রবর্তী অনির্বাণ ভট্টাচার্য রিদ্ধি সেন গৌতম মিত্র |
সুরকার | কথা ও গান: অনুপম রায় আবহ সঙ্গীত : ইন্দ্রদীপ দাশগুপ্ত |
চিত্রগ্রাহক | সুদীপ্ত মজুমদার |
মুক্তি |
|
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
কাহিনী
সম্পাদনাভিঞ্চি দা (রুদ্রনীল) নিখুঁত প্রস্থেটিক মেকআপ আর্টিস্ট হয়েও বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করার সুযোগ পায় না। বিতাড়িত হতে হতে হয়ে পড়ে কোণঠাসা। পাড়ার নাটকের দল আর বিয়ের কনের মেকআপ করে সন্তুষ্ট হতে হয় তাকে। ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতি জমা হয় ক্ষোভ। স্বপ্ন দেখে ইতালীয় রেনেসাঁ যুগের লিওনার্দো দ্য ভিঞ্চির মতো সে-ও আঁকবে মোনালিসা। প্রেমিকা জয়া (সোহিনী) তার মোনালিসার মডেল। ঠিক এ রকম এক অবস্থায় আদি বোস খুঁজে বের করে ভিঞ্চিদাকে। প্রস্তাব দেয় ফিল্মের জন্য প্রস্থেটিক মেকআপ করার। ভিঞ্চিদা রাজি হয়। কিন্তু, সে একটা ফাঁদে জড়িয়ে পড়ে। একটার পর একটা ‘অপরাধমূলক কার্যক্রম’ সংঘটিত হতে থাকে। এরপর আদি বোস অপরাধীদের সেই কৃত্রিম মেকআপ ব্যবহার করেন এবং একই অপরাধ করেন, যাদের অভিযুক্ত করা হয়েছে। এই ঘটনার দ্বারা ভিঞ্চিদা এবং তার প্রেমের আগ্রহ জয়া'র (সোহিনী) জীবনও দ্বারা প্রভাবিত হয়।
অভিনয়ে
সম্পাদনা- রুদ্রনীল ঘোষ- ভিঞ্চি দা
- ঋত্বিক চক্রবর্তী- আদি বসু হিসাবে
- অনির্বাণ ভট্টাচার্য- ডিসিপি দেবদত্ত পোদ্দার
- সোহিনী সরকার- জয়া হিসাবে
- ভরত কৌল- শ্যাম সুন্দর আগরওয়াল
- ঋদ্ধি সেন- কিশোর আদি বসু
- সৃজিত মুখোপাধ্যায়- স্কুল প্রধান শিক্ষক হিসেবে
- গৌতম মিত্র - অপরাধী আইনজীবী হিসেবে
সংগীত
সম্পাদনাভিঞ্চি দা | |
---|---|
কর্তৃক সংগীত | |
মুক্তির তারিখ | ২০১৯ |
ঘরানা | বৈশিষ্ট্যযুক্ত চলচ্চিত্র সঙ্গীত |
সঙ্গীত প্রকাশনী | এসভিএফ |
সব গান অনুপম রায় লিখিত ও সুরারোপিত এবং চলচ্চিত্রটির আবহ সঙ্গীত পরিচালনা করেছেন লিখেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত।
নং. | শিরোনাম | গীতিকার | সুরকার | কণ্ঠশিল্পী | দৈর্ঘ্য |
---|---|---|---|---|---|
১. | "তোমার মনের ভেতর" | অনুপম রায় | অনুপম রায় | মাইনুল আহসান নোবেল | |
২. | "আবহ সঙ্গীত" | ইন্দ্রদীপ দাশগুপ্ত | |||
৩. | "শান্ত হও" | অনুপম রায় | অনুপম রায় | ||
৪. | "গ্যাস বেলুন" | অনুপম রায় | অনুপম রায়, নবারুণ বসু |
অভ্যর্থনা
সম্পাদনাসমালোচনামূলক প্রতিক্রিয়া
সম্পাদনাদ্য টাইমস অব ইন্ডিয়ার দেবলিনা সেন ছবিটিকে ৫ স্টারের মধ্যে ৩.৫ স্কোর করেছেন এবং বলেছেন "একটি চলচ্চিত্রের জন্য যা আপনাকে দ্রুত গতিতে মুগ্ধ করে রাখে, এর একটি পূর্বাভাসযোগ্য সমাপ্তি আছে। ভিঞ্চি দা একটি আকর্ষণীয় অপরাধমূলক চলচ্চিত্র, যার চিত্রনাট্যে নাটকের ডলপস রয়েছে।"[৪] দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে "ভিঞ্চি দা" ভারতে 'থ্রিলার' ধারার প্রতিটি কাঁচের ছাদ ভেঙ্গে দেয় এবং অপরাধ এবং প্রায়শ্চিত্তের ধারণার একেবারে মূল অংশে প্রবেশ করে শার্ডের স্বাদ গ্রহণ করে।"[৫] বিজনেস স্ট্যান্ডার্ড লিখেছেন "ভিঞ্চি দা" একটি উল্লেখযোগ্য কাজ যেভাবে এটি নৈতিকতার রেখাগুলিকে অস্পষ্ট করে দেখানোর জন্য একটি চতুর মানুষ কত সহজে ডান দিক থেকে ভুলের দিকে ঝাঁপিয়ে পড়তে পারে৷ এবং শক্তিশালীরা কীভাবে দুর্বলকে হেরফের করতে পারে৷ এটিও অসাধারণ৷ অপরাধ এবং শিল্পের মধ্যে এবং অপরাধী এবং তার বিবেকের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক দেখায়।"[৬]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Here's all you need to know about Srijit's next 'Vinci Da'"। The Times of India। ২২ অক্টোবর ২০১৮। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৯।
- ↑ "'Vinci Da' poster: Srijit's upcoming thriller will teach you 'The Art Of Revenge'"। The Times of India। ১০ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "কলকাতার রাস্তায় চলছে সৃজিতের ভিঞ্চি দার শুটিং..."। Eenadu India (Bengali ভাষায়)। ১ নভেম্বর ২০১৮। ১৪ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "Vinci Da Movie Review"। The Times of India। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৩-১১-২১।
- ↑ "'Vinci Da' movie review: The most original thriller of India"। The New Indian Express। সংগ্রহের তারিখ ২০২৩-১১-২১।
- ↑ "'Vinci Da' most original thriller of India (Review)"। বিজনেস স্ট্যান্ডার্ড। ১৩ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০২৩।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে ভিঞ্চি দা (ইংরেজি)