ভিকার আহমেদ (মৃত্যু:এপ্রিল ২০১৫) ভিনি ভিকারুদ্দিন নামেও পরিচিত, তিনি ছিলেন ইসলামী চরমপন্থী দল ছাত্র ইসলামিক আন্দোলন ভারতের সহযোগী এবং হরকাত-উল-জিহাদ আল-ইসলামীর সাথে যুক্ত, দরগাহ জিহাদ ও শাহাদাত এর একজন কর্মী। [১] তিনি মক্কা মসজিদ বোমা হামলার সন্দেহভাজন। তিনি অন্ধ্রপ্রদেশ পুলিশ থেকে পলাতক ছিলেন [২] তবে জুলাই ২০১০ সালে তাকে ধরা হয়েছিল।

২০০৯ ও ২০১০ সালে হায়দরাবাদ পুলিশে মারাত্মক হামলায় জড়িত থাকার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। ২০০৯ এর ঘটনায় হায়দরাবাদের ফালকনুমা এলাকায় হামলাকারীরা গুলি চালালে একজন পুলিশ মারা গিয়েছিলেন এবং অপর আহত হন, ২০১০ সালে মোটরসাইকেলে চড়ে দু'জন পুলিশি পিকেটে গুলি চালালে এক পুলিশ নিহত ও তিনজন আহত হওয়ার খবর পাওয়া যায়। হায়দরাবাদের ওল্ড সিটি এলাকার শালিবান্দা । [৩]

বেকারউদ্দীন কারাগার থেকে হায়দরাবাদ কোর্টে যাওয়ার পথে এপ্রিল ২০১১এ তেলঙ্গানার নলগোন্ডা জেলার আলায়ারের কাছে সন্দেহভাজন সিমি কর্মী নিহত হয়েছিল। নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের পাল্টানোর জন্য একটি অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করার সময় তাদের মধ্যে একজন মারা যান। [৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "What were Vikar and his associates up to?"The Hindu। ৪ ডিসেম্বর ২০০৮। ৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৯ 
  2. "Police offer Rs 5 lakh reward for Vikaruddin"Indian Express। ১৭ মে ২০১০। 
  3. Bhattacharya, Pallab (১৬ মে ২০১০)। "'Terror attack' kills policeman in Hyderabad"The Daily Star। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৮ 
  4. "Suspected Terrorists Killed in Encounter in Telangana"। NDTV। ৮ এপ্রিল ২০১৫।