ভাষা স্মৃতিস্তম্ভ
ভাষা স্মৃতিস্তম্ভ হল দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্কে অবস্থিত একটি স্মৃতিস্তম্ভ। এটি বাঙালি সাহিত্যিক ও ঢাকা ও শিলচরের ভাষা আন্দোলনের শহিদদের প্রতি উৎসর্গিত।
অবস্থান | দেশপ্রিয় পার্ক, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত |
---|---|
নকশাকারক | শুভাপ্রসন্ন |
ধরন | স্মৃতিস্তম্ভ |
খোলার তারিখ | ২০ ফেব্রুয়ারি, ২০১১ |
নিবেদিত | বাঙালি সাহিত্যিক ও ঢাকা ও শিলচরের বাংলা ভাষা আন্দোলনের শহিদ |
২০১১ সালের ২০ ফেব্রুয়ারি তদনীন্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন।[১] স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী অমলা শঙ্কর, সংগীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, ইন্দ্রাণী সেন, অনুপ ঘোষাল, সৈকত মিত্র, নির্মলা মিশ্র ও সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়।[২]
ভাষা স্মৃতিস্তম্ভ কলকাতার দ্বিতীয় বাংলা ভাষা শহিদ স্মারক। কলকাতার প্রথম ভাষা শহিদ স্মারকটি ১৯৯৮ সালে মধ্য কলকাতার এসপ্ল্যানেড অঞ্চলে অবস্থিত সুরেন্দ্রনাথ পার্কের ভাষা উদ্যান অংশে স্থাপিত হয়েছিল।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Language memorial inaugurated in Kolkata
- ↑ "Language memorial inaugurated in Kolkata"। ২২ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১৩।
- ↑ আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সাড়ম্বরে পালিত হচ্ছে বিশ্বের ১৮৮টি দেশে।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]