ভার্টিগো (চলচ্চিত্র)
ভার্টিগো (ইংরেজি: Vertigo, অনুবাদ 'শিরঘূর্ণন') হল অ্যালফ্রেড হিচকক রচিত ও পরিচালিত ১৯৫৮ সালের মার্কিন নোয়া মনস্তাত্ত্বিক রোমহর্ষক চলচ্চিত্র। এটি বোইলো-নারসেজাকের ১৯৫৪ সালের উপন্যাস দঁত্র লে মোর্ত অবলম্বনে নির্মিত। চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা করেছেন অ্যালেক কোপেল ও স্যামুয়েল এ. টেইলর। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জেমস স্টুয়ার্ট, যাকে একজন সাবেক গোয়েন্দা পুলিশ জন "স্কটি" ফার্গুসন চরিত্রে দেখা যায়। স্কটি তার দায়িত্ব পালনকালে একটি ঘটনার পর উচ্চতাভীতি ও শিরঘূর্ণনের কারণে নির্ধারিত সময়ের পূর্বেই অবসরে যেতে বাধ্য হন। স্কটিকে তার পরিচিত গ্যাভিন এলস্টার তাকে সাম্প্রতিক সময়ে অদ্ভুত আচরণ করা গ্যাভিনের স্ত্রী ম্যাডেলিনের (কিম নোভাক) পিছনে তদন্ত করা জন্য ব্যক্তিগত তদন্তকারী হিসেবে নিয়োগ দেন।
ভার্টিগো | |
---|---|
পরিচালক | অ্যালফ্রেড হিচকক |
প্রযোজক | অ্যালফ্রেড হিচকক |
চিত্রনাট্যকার |
|
উৎস | পিয়ের বোইলো তোমা নারসেজাক কর্তৃক দঁত্র লে মোর্ত |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | বার্নার্ড হারমান |
চিত্রগ্রাহক | রবার্ট বার্কস |
সম্পাদক | জর্জ টমাজিনি |
প্রযোজনা কোম্পানি | অ্যালফ্রেড জে. হিচকক প্রডাকশন্স |
পরিবেশক | প্যারামাউন্ট পিকচার্স |
মুক্তি |
|
স্থিতিকাল | ১২৮ মিনিট |
দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | $২.৫ মিলিয়ন |
আয় | $৭.৩ মিলিয়ন[১] |
কুশীলব
সম্পাদনা- জেমস স্টুয়ার্ট - জন "স্কটি" ফার্গুসন
- কিম নোভাক - জুডি বার্টন ও ম্যাডেলিন এলস্টার
- বারবারা বেল গেডেস - মার্জরি "মিজ" উড
- টম হেলমোর - গ্যাভিন এলস্টার
- হেনরি জোন্স - করোনার
- রেমন্ড বেইলি - স্কটির ডক্টর
- এলেন কর্বি - ম্যাকিট্রিক হোটেলের ব্যবস্থাপক
- কনস্ট্যান্টিন শেইন - বইয়ের দোকানের মালিক পপ লেইবেল
- লি প্যাট্রিক - ম্যাডেলিনের ভুল উঠে পড়া গাড়ির মালিক
মুক্তি
সম্পাদনাভার্টিগো চলচ্চিত্রটির উদ্বোধনী প্রদর্শনী হয় ১৯৫৮ সালের ৯ই মে সান ফ্রান্সিস্কোর ম্যাসন অ্যান্ড গ্রে'র (বর্তমানে অগাস্ট হল নাইটক্লাব) স্টেজ ডোর থিয়েটারে।[২] $২,৪৭৯,০০০ ব্যয়ের নির্মিত চলচ্চিত্রটি মুক্তির পর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে $২.৮ মিলিয়ন আয় করে,[৩][৪][৫] যা অ্যালফ্রেড হিচককের অন্যান্য চলচ্চিত্রের তুলনায় অনেক কম।[২]
অনুপ্রাণিত কর্ম
সম্পাদনা- কলঙ্গরাই বিলাক্কম, ভার্টিগো অবলম্বনে নির্মিত ১৯৬৫ সালের তামিল চলচ্চিত্র।[৬]
- ওয়ান অন টপ অব দ্য আদার, লুসিও ফুলকি পরিচালিত ১৯৬৯ সালের জিয়ালো চলচ্চিত্র, যার অধিকাংশ ভার্টিগো থেকে অনুপ্রাণিত।[৭]
- অবসেশন, ব্রায়ান দে পালমা পরিচালিত ১৯৭৬ সালের চলচ্চিত্র, যার অধিকাংশই ভার্টিগো থেকে অনুপ্রাণিত, এমনকি তার ১৯৮৪ সালের রোমহর্ষক বডি ডাবল চলচ্চিত্রটিও ভার্টিগো ও রিয়ার উইন্ডো চলচ্চিত্রের সমন্বিত গল্প থেকে নেওয়া।
- হাই এংজাইটি, মেল ব্রুক্স পরিচালিত ১৯৭৭ সালের চলচ্চিত্র। এটি অ্যালফ্রেড হিচককের উৎকণ্ঠাধর্মী চলচ্চিত্রসমূহের ব্যঙ্গ, বিশেষ করে ভার্টিগো চলচ্চিত্রের।[৮]
- সান্স সোলেইল, ক্রিস মার্কারের ১৯৮৩ সালের এই ভিডিও প্রবন্ধে এই চলচ্চিত্রের সূত্র ব্যবহার করা হয়।[৯]
- "কারলোত্তা ভালদেজ", হার্ভি ড্যাঞ্জারের ১৯৯৭ সালের হোয়ার হ্যাভ অল দ্য মেরিমেকার্স গন? অ্যালবামের একটি গান, যেটাতে এই চলচ্চিত্রের কাহিনিসংক্ষেপ বিবৃত হয়েছে।[১০]
- "লাস্ট কাপ অব সরো", জোসেফ কানের ১৯৯৭ সালের ফেইথ নো মোর-এর মিউজিক ভিডিও। এতে গায়ক মাইক প্যাটনকে স্কটি ফার্গুসন চরিত্রে এবং জেনিফার জেসন লেইকে ম্যাডেলিন চরিত্রে দেখা যায়।[১১]
- দ্য টেস্টামেন্ট অব জুডিথ বার্টন, ওয়েন্ডি পাওয়ার্স ও রবিন ম্যাকলিওডের ২০১২ সালের উপন্যাস, যেটাতে কিভ নোভাকের অভিনীত চরিত্রের পূর্বের গল্প বলা হয়।[১২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Vertigo (1958)"। বক্স অফিস মোজো। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২০।
- ↑ ক খ ওইলার ২০০০, পৃ. ১৭৪
- ↑ মোনাকো ২০১০, পৃ. ১৫৩
- ↑ লেভ ২০০৬, পৃ. ২০৩-৪
- ↑ ক্যানিং ২০১০
- ↑ "The Illustrated Weekly of India" (ইংরেজি ভাষায়)। অক্টোবর ৯, ১৯৮৭। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২০ – গুগল বুকস-এর মাধ্যমে।
- ↑ শিপকা ২০১১, পৃ. ১০৭।
- ↑ প্যারিস ২০০৮, পৃ. ২২১
- ↑ "markertext.com : Chris Marker : Sans Soleil"। মার্কারটেক্সট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২০।
- ↑ "Harvey Danger: Where Have All The Merrymakers Gone?" (ইংরেজি ভাষায়)। স্পুটনিক মিউজিক। ৮ জুলাই ২০০৯। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২০।
- ↑ Faith No More (১৯৯৭)। "Last Cup of Sorrow"। ইউটিউব। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২০।
- ↑ টমসন, ডেভিড (জুন ১০, ২০১২)। "Haunted by Hitchcock's 'Vertigo'"। San Francisco Chronicle (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২০।
উৎস
সম্পাদনা- এলিয়ট, মার্ক (২০০৬)। Jimmy Stewart: a biography। হারমনি বুকস। আইএসবিএন 978-1-4000-5221-9।
- ওইলার, ড্যান (১৯৯৯)। Vertigo: The Making of a Hitchcock Classic। লন্ডন: টাইটান বুকস।
- ওইলার, ড্যান (২০০০)। Vertigo: The Making of a Hitchcock Classic। ম্যাকমিলান। আইএসবিএন 978-0-312-26409-3।
- ক্যানিং, বব (২০১০)। ব্লক, অ্যালেক্স বেন; উইলসন, লুসি অট্রি, সম্পাদকগণ। George Lucas's Blockbusting: A Decade-By-Decade Survey of Timeless Movies Including Untold Secrets of Their Financial and Cultural Success। হার্পারকলিন্স। আইএসবিএন 978-0-06-177889-6।
- ক্লেইন, রিচার্ড বি. (২০০৫)। কোলস, ফেলিস জেন, সম্পাদক। In memory of Richard B. Klein: essays in contemporary philology। রোম্যান্স মনোগ্রাফস, মিসিসিপি বিশ্ববিদ্যালয়।
- ক্রাফট, জেফ; লেভান্থাল, অ্যারন (২০০২)। Footsteps in the Fog: Alfred Hitchcock's San Francisco। সান্তা মনিকা প্রেস। আইএসবিএন 978-1-891661-27-3।
- জোন্স, ড্যান (২০০২)। The Dime Novel and the Master of Suspense: The Adaptation of D'Entre Les Morts Into Vertigo। সেন্ট পল, মিনেসোটা: সেন্ট টমাস বিশ্ববিদ্যালয়।
- ত্রুফো, ফ্রঁসোয়া; হিচকক, অ্যালফ্রেড (১৯৮৫)। Hitchcock। নিউ ইয়র্ক: সিমন অ্যান্ড সুস্টার। ওসিএলসি 273102।
- প্যারিস, জেমস রবার্ট (২০০৮)। It's Good to Be the King: The Seriously Funny Life of Mel Brooks। জন উইলি অ্যান্ড সন্স। আইএসবিএন 978-0-470-22526-4।
- মেমার, ব্রুস (২০০৮)। Film Production Technique: Creating the Accomplished Image (৫ম সংস্করণ)। সেনগেজ লার্নিং। আইএসবিএন 978-0-495-41116-1।
- মোনাকো, পল (২০১০)। A History of American Movies: A Film-By-Film Look at the Art, Craft, and Business of Cinema। স্ক্রেয়ারক্রো প্রেস। আইএসবিএন 978-0-8108-7434-3।
- ম্যাকগিলিগান, প্যাট্রিক (২০০৩)। Alfred Hitchcock: A Life in Darkness and Light। রিগ্যানবুকস।
- লেভ, পিটার (২০০৬)। Transforming the Screen, 1950–1959। Volume 7 of History of the American Cinema। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া প্রেস। আইএসবিএন 978-0-520-24966-0।
- শিপকা, ড্যানি (২০১১)। Perverse Titillation: The Exploitation Cinema of Italy, Spain and France, 1960–1980 (illustrated সংস্করণ)। ম্যাকফারল্যান্ড অ্যান্ড কোম্পানি। আইএসবিএন 978-0-7864-4888-3।
- শোন, টম (২০০৪)। Blockbuster: How Hollywood Learned to Stop Worrying and Love the Summer। সিমন অ্যান্ড সুস্টার। আইএসবিএন 978-0-7432-6838-7।
- সিপস, টমাস এম. (২০১০)। Horror Film Aesthetics: Creating The Visual Language of Fear। ম্যাকফারল্যান্ড। আইএসবিএন 978-0-7864-4972-9।
বহিঃসংযোগ
সম্পাদনা- অলমুভিতে ভার্টিগো (ইংরেজি)
- আমেরিকান ফিল্ম ইন্সটিটিউট ক্যাটালগে ভার্টিগো
- ইন্টারনেট মুভি ডেটাবেজে ভার্টিগো (ইংরেজি)
- মেটাক্রিটিকে ভার্টিগো (ইংরেজি)
- রটেন টম্যাটোসে ভার্টিগো (ইংরেজি)