ভারমিলিয়ন হ্রদ

কানাডার আলবার্টা প্রদেশের হ্রদ

দ্য ভারমিলিয়ন হ্রদ মূলত কানাডার আলবার্টার প্রদেশের ব্যানফ জাতীয় উদ্যানে অবস্থিত ছিল তিনটি সারিবদ্ধ হ্রদের সমষ্টি। প্রাকৃতিকভাবে ভারমিলিয়ন হ্রদ কানাডিয় রকি পর্বতমালা অঞ্চলের মধ্যে অবস্থিত।[১] হ্রদ তিনটি বো নদী'র উপত্যাকায় নর্কয়ে পর্বতের পাদদেশে ব্যানফ শহরের পশ্চিমে অবস্থিত। তৃতীয় হ্রদে একটি উষ্ণ প্রসবণ আছে। ভারমিলিয়ন হ্রদের উত্তর দিক দিয়ে ট্রান্স-কানাডা হাইওয়ে এবং দক্ষিণ সীমায় কানাডিয়ান প্যাসিফিক রেলওয়ে চলে গেছে।

ভারমিলিয়ন হ্রদ
ভারমিলিয়ন হ্রদে রান্ডল ও সালফার পর্বতের প্রতিচ্ছবি
অবস্থানব্যানফ জাতীয় উদ্যান, ব্যানফ,আলবার্টা
স্থানাঙ্ক৫১°১০′৪১″ উত্তর ১১৫°৩৫′৫৬″ পশ্চিম / ৫১.১৭৮০৬° উত্তর ১১৫.৫৯৮৮৯° পশ্চিম / 51.17806; -115.59889
প্রাথমিক অন্তর্প্রবাহবো নদী
প্রাথমিক বহিঃপ্রবাহবো নদী
অববাহিকার দেশসমূহকানাডা
পৃষ্ঠতল অঞ্চল০.৪৮ বর্গকিলোমিটার (০.১৯ বর্গমাইল)

ইতিহাস সম্পাদনা

১৯৮৩ সালে পার্কস কানাডা কর্তৃপক্ষের অর্থায়নে প্রত্নবিদ ডেরিল ফিডজ এই হ্রদের কিছু জায়গায় প্রত্নতাত্বিক অভিযান পরিচালনা করেন। এসময় ১০,৮০০ বছর পুরনো গলিত লাভা হতে সৃষ্ঠ কাঁচ হতে তৈরী 'অবসিডিয়ান' ব্যবহার্য যন্ত্র আবিষ্কার হয়েছিল। যা তুষারযুগে এই অঞ্চলে মানুষ্য কর্মকাণ্ডের প্রমাণ বহন করে।[২]

কর্মকাণ্ড সম্পাদনা

হ্রদে নৌকাচালনা, বন্যপ্রাণী দর্শন, হ্রদের তীরে রাত্রী যাপনের জন্য ক্যাম্পিং করা হয়।[১]

চিত্রশালা সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Site Profile: Vermilion Lakes"abheritage। ২০০৭-১১-০৯। ২০০৭-১১-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১১-৩০ 
  2. "Ice age era tools found near Banff"The Montreal Gazette (ইংরেজি ভাষায়)। ১৯৮৩-১০-০৮। সংগ্রহের তারিখ ২০২০-১১-৩০ – news.google.com-এর মাধ্যমে।