ভারতের স্থাপত্য

ভারতীয় স্থাপত্য ভারতের ইতিহাস সংস্কৃতিধর্মব্যবস্থা থেকে সঞ্জাত।[১] সময়ের সঙ্গে সঙ্গে ভারতীয় স্থাপত্য উন্নতি লাভ করেছে এবং ভারতের বহুসহস্রাব্দ-প্রাচীন ইতিহাসে বিশ্বের বিভিন্ন অঞ্চল ও দেশের সঙ্গে সাংস্কৃতিক আদানপ্রদানের সুবাদের একাধিক বহিঃপ্রভাবকে সাঙ্গীকৃত করেছে।[১] যে স্থাপত্যরীতি ভারতে অনুশীলিত হয় তা দেশের প্রতিষ্ঠিত ঐতিহ্য ও বহিরাগত সাংস্কৃতিক সংযোগের পরীক্ষানিরীক্ষা ও প্রয়োগের ফসল।[১]

তাজমহল – একটি ইউনেস্কো বিশ্বঐতিহ্য ভবন – পত্নী মুমতাজ মহলের স্মৃতিতে শাহজাহান কর্তৃক নির্মিত।
গোপুরম নামে পরিচিত দ্রাবিড় মন্দির দ্বার
রণকপুর জৈন আদিনাথ মন্দিরের অঙ্গসজ্জা

প্রাচ্য সভ্যতা প্রাচীন হলেও আধুনিক ভারত রাষ্ট্রে বিভিন্ন সমকালীন মূল্যবোধেরও প্রতিফলন দেখা যায়।[১] ১৯৯১ সালের অর্থনৈতিক সংস্কারের পর যখন ভারত বিশ্ব অর্থনীতির সঙ্গে আরও ঘনিষ্ঠ সূত্রে আবদ্ধ হয় তখন দেশের নগরাঞ্চলীয় স্থাপত্যের চরম উন্মেষ ঘটে।[১] বর্তমান যুগেও ঐতিহ্যশালী বাস্তুশাস্ত্র ভারতের স্থাপত্যে গভীর প্রভাব বিস্তার করে থাকে।[১]

চিত্রশালাসম্পাদনা

আরও দেখুনসম্পাদনা

টীকাসম্পাদনা

  1. See Raj Jadhav, pp. 7-13 in Modern Traditions: Contemporary Architecture in India.

তথ্যসূত্রসম্পাদনা

বহিঃসংযোগসম্পাদনা