ভারতের অর্থমন্ত্রী

ভারতের মন্ত্রী বা মন্ত্রীসভার সদস্য

ভারতের অর্থমন্ত্রী হলেন ভারত সরকারের অর্থ মন্ত্রণালয়ের প্রধান। কেন্দ্রীয় মন্ত্রিসভার সবচেয়ে সিনিয়র অফিসগুলির মধ্যে একটি, অর্থমন্ত্রী সরকারের আর্থিক নীতির জন্য দায়ী। এর অংশ হিসাবে, অর্থমন্ত্রীর একটি মূল দায়িত্ব হল সংসদে বার্ষিক কেন্দ্রীয় বাজেট পেশ করা, যা আসন্ন আর্থিক বছরে কর এবং ব্যয়ের জন্য সরকারের পরিকল্পনার বিশদ বিবরণ দেয়। বাজেটের মাধ্যমে অর্থমন্ত্রী বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে বরাদ্দের রূপরেখাও তুলে ধরেন। মাঝে মাঝে, তাকে অর্থ প্রতিমন্ত্রী এবং নিম্ন-পদস্থ উপমন্ত্রী অর্থমন্ত্রী দ্বারা সহায়তা করা হয়।

ভারতের অর্থমন্ত্রী
দায়িত্ব
নির্মলা সীতারামন

৩১ মে ২০১৯ থেকে
অর্থ মন্ত্রক
সম্বোধনরীতিমাননীয়
সংক্ষেপেFM
এর সদস্যকেন্দ্রীয় মন্ত্রিসভা
নিয়োগকর্তাভারতের রাষ্ট্রপতি, ভারতের প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে
সর্বপ্রথমআর. কে. শানমুখম চেট্টি
গঠন১৫ আগস্ট ১৯৪৭

মোরারজী দেসাই, চরণ সিং, বিশ্বনাথ প্রতাপ সিং এবং মনমোহন সিংহ এর মতো এমন অনেক অর্থমন্ত্রী রয়েছেন যারা প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং আর ভেঙ্কটারমন এবং প্রণব মুখার্জির মতো রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। এরপর থেকে আরও বেশ কয়েকজন প্রধানমন্ত্রী অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন।

ভারতের বর্তমান অর্থমন্ত্রী হলেন নির্মলা সীতারামন

অর্থমন্ত্রীদের তালিকা সম্পাদনা

ক্রম প্রতিকৃতি নাম কার্যালয়ে অবস্থানকাল দৈর্ঘ্য রাজনৈতিক দল
(দল)
প্রধানমন্ত্রী
  আর. কে. শানমুখম চেট্টি ১৫ আগস্ট ১৯৪৭[১] ১৭ আগস্ট ১৯৪৮ ১ বছর, ২ দিন ভারতীয় জাতীয় কংগ্রেস জহরলাল নেহরু
  জহরলাল নেহরু ১৭ আগস্ট ১৯৪৮ ২২ সেপ্টেম্বর ১৯৪৮ ৩৬ দিন
  জন মাথাই ২২ সেপ্টেম্বর ১৯৪৮ ১ জুন ১৯৫০ ১ বছর, ২৫২ দিন
  সি. ডি. দেশমুখ ১ জুন ১৯৫০[২] ২৪ জুলাই ১৯৫৬ ৬ বছর, ৫৩ দিন
(২)   জহরলাল নেহরু ২৪ জুলাই ১৯৫৬ ৩০ আগস্ট ১৯৫৬ ৩৭ দিন
  টি.টি. কৃষ্ণমাচারী ৩০ আগস্ট ১৯৫৬ ১৪ ফেব্রুয়ারি ১৯৫৮ ১ বছর, ১৬৮ দিন
(২)   জহরলাল নেহরু ১৪ ফেব্রুয়ারি ১৯৫৮ ২২ মার্চ ১৯৫৮ ৩৬ দিন
  মোরারজী দেসাই ২৩ মার্চ ১৯৫৮ ৩১ আগস্ট ১৯৬৩ ৫ বছর, ১৬১ দিন
(৫)   টি.টি. কৃষ্ণমাচারী ৩১ আগস্ট ১৯৬৩ ৩১ ডিসেম্বর ১৯৬৫ ২ বছর, ১২২ দিন জহরলাল নেহরু
গুলজারিলাল নন্দ
লাল বাহাদুর শাস্ত্রী
  শচীন্দ্র চৌধুরী ১ জানুয়ারি ১৯৬৬ ১২ মার্চ ১৯৬৭ ১ বছর, ৭০ দিন লাল বাহাদুর শাস্ত্রী
ইন্দিরা গান্ধী
(৬)   মোরারজী দেসাই ১৩ মার্চ ১৯৬৭ ১৬ জুলাই ১৯৬৯ ২ বছর, ১২৫ দিন ইন্দিরা গান্ধী
  ইন্দিরা গান্ধী ১৬ জুলাই ১৯৬৯ ২৭ জুন ১৯৭০ ৩৪৬ দিন
  যশবন্তরাও চবন ২৭ জুন ১৯৭০ ১০ অক্টোবর ১৯৭৪ ৪ বছর, ১০৫ দিন
১০   চিদম্বরম সুব্রহ্মণ্যম ১০ অক্টোবর ১৯৭৪ ২৪ মার্চ ১৯৭৭ ২ বছর, ১৬৫ দিন
(৬)   মোরারজী দেসাই ২৪ মার্চ ১৯৭৭ ২৬ মার্চ ১৯৭৭ ২ দিন জনতা পার্টি মোরারজী দেসাই
১১ হিরুভাই এম. প্যাটেল ২৬ মার্চ ১৯৭৭ ২৪ জানুয়ারি ১৯৭৭ −৬১ দিন
১২   চরণ সিং ২৪ জানুয়ারি ১৯৭৭ ১৬ জুলাই ১৯৭৯ ২ বছর, ১৭৩ দিন
(৬)   মোরারজী দেসাই ১৬ জুলাই ১৯৭৯ ২৮ জুলাই ১৯৭৯ ১২ দিন
১৩   হেমবতী নন্দন বহুগুণা ২৮ জুলাই ১৯৭৯ ১৯ অক্টোবর ১৯৭৯ ৮৩ দিন জনতা পার্টি (ধর্মনিরপেক্ষ) চরণ সিং
(১২)   চরণ সিং ১৯ অক্টোবর ১৯৭৯ ১৪ জানুয়ারি ১৯৮০ ৮৭ দিন
১৪   আর. ভেঙ্কটরমন ১৪ জানুয়ারি ১৯৮০ ১৫ জানুয়ারি ১৯৮২ ২ বছর, ১ দিন ভারতীয় জাতীয় কংগ্রেস ইন্দিরা গান্ধী
১৫   প্রণব মুখোপাধ্যায় ১৫ জানুয়ারি ১৯৮২ ৩১ ডিসেম্বর ১৯৮৪ ২ বছর, ৩৫১ দিন
১৬   বিশ্বনাথ প্রতাপ সিং ৩১ ডিসেম্বর ১৯৮৪ ২৪ জানুয়ারি ১৯৮৭ ২ বছর, ২৪ দিন রাজীব গান্ধী
১৭   রাজীব গান্ধী ২৪ জানুয়ারি ১৯৮৭ ২৫ জুলাই ১৯৮৭ ১৮২ দিন
১৮   এন. ডি. তিওয়ারি ২৫ জুলাই ১৯৮৭ ২৫ জুন ১৯৮৮ ৩৩৬ দিন
১৯   শঙ্কররাও চবন ২৫ জুন ১৯৮৮ ২ ডিসেম্বর ১৯৮৯ ১ বছর, ১৬০ দিন
২০ মধু দণ্ডবতে ২ ডিসেম্বর ১৯৮৯ ১০ নভেম্বর ১৯৯০ ৩৪৩ দিন জনতা দল বিশ্বনাথ প্রতাপ সিং
২১   যশবন্ত সিনহা ২১ নভেম্বর ১৯৯০ ২১ জুন ১৯৯১ ২১২ দিন সমাজবাদী জনতা পার্টি (রাষ্ট্রীয়) চন্দ্র শেখর
২২   মনমোহন সিং ২১ জুন ১৯৯১ ১৬ মে ১৯৯৬ ৪ বছর, ৩৩০ দিন ভারতীয় জাতীয় কংগ্রেস পি. ভি. নরসিমা রাও
২৩   যশবন্ত সিং ১৬ মে ১৯৯৬ ১ জুন ১৯৯৬ ১৬ দিন ভারতীয় জনতা পার্টি অটল বিহারী বাজপেয়ি
২৪   পালনিয়াপ্পান চিদম্বরম ১ জুন ১৯৯৬ ২১ এপ্রিল ১৯৯৭ ৩২৪ দিন Tamil Maanila Congress এইচ. ডি. দেবেগৌড়া
২৫   ইন্দ্র কুমার গুজরাল ২১ এপ্রিল ১৯৯৭ ১ মে ১৯৯৭ ১০ দিন জনতা দল ইন্দ্র কুমার গুজরাল
(২৪)   পালনিয়াপ্পান চিদম্বরম ১ মে ১৯৯৭ ১৯ মার্চ ১৯৯৮ ৩২২ দিন Tamil Maanila Congress
(২১)   যশবন্ত সিনহা ১৯ মার্চ ১৯৯৮ ১ জুলাই ২০০২ ৪ বছর, ১০৪ দিন ভারতীয় জনতা পার্টি অটল বিহারী বাজপেয়ি
(২৩)   যশবন্ত সিং ১ জুলাই ২০০২ ২২ মে ২০০৪ ১ বছর, ৩২৬ দিন
(২৪)   পালনিয়াপ্পান চিদম্বরম ২২ মে ২০০৪ ৩০ নভেম্বর ২০০৮ ৪ বছর, ১৯২ দিন ভারতীয় জাতীয় কংগ্রেস মনমোহন সিংহ
(২২)   মনমোহন সিংহ ৩০ নভেম্বর ২০০৮ ২৪ জানুয়ারি ২০০৯ ৫৫ দিন
(১৫)   প্রণব মুখোপাধ্যায় ২৪ জানুয়ারি ২০০৯ ২৬ জুন ২০১২ ৩ বছর, ১৫৪ দিন
(২২)   মনমোহন সিংহ ২৬ জুন ২০১২ ৩১ জুলাই ২০১২ ৩৫ দিন
(২৪)   পালনিয়াপ্পান চিদম্বরম ৩১ জুলাই ২০১২ ২৬ মে ২০১৪ ১ বছর, ২৯৯ দিন
২৬   অরুণ জেটলি ২৬ মে ২০১৪ ১৪ মে ২০১৮ ৩ বছর, ৩৫৩ দিন ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী
২৭   পিযূষ গোয়েল
১৪ মে ২০১৮ ২২ আগস্ট ২০১৮ ১০০ দিন
(২৬)   অরুণ জেটলি ২৩ আগস্ট ২০১৮ ২৩ জানুয়ারি ২০১৯ ১৫৩ দিন
(২৭)   পিযূষ গোয়েল
২৩ জানুয়ারি ২০১৯ ১৫ ফেব্রুয়ারি ২০১৯ ২৩ দিন
(২৬)   অরুণ জেটলি ১৬ ফেব্রুয়ারি ২০১৯ ৩০ মে ২০১৯ ১০৩ দিন
২৮   নির্মলা সীতারামন ৩০ মে ২০১৯ বর্তমান ৪ বছর, ৩১০ দিন

তথ্যসূত্র সম্পাদনা

  1. "COUNCIL OF MINISTERS" (পিডিএফ) 
  2. "Archived copy"। ২২ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০১৬ 

বহিঃসংযোগ সম্পাদনা