ভবানীপুর দক্ষিণ কলকাতা শহরের একটি প্রাচীনতম অঞ্চল। এটি আচার্য জগদীশচন্দ্র বসু রোড-এর দক্ষিণে অবস্থিত এবং বালিগঞ্জের পর দক্ষিণ কলকাতার সর্ববৃহৎ লোকালয়।

ভবানীপুরের আশুতোষ মুখার্জী রোড

চিকিৎসা সুবিধা সম্পাদনা

 
এসএসকেএম হাসপাতাল

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

  • আশুতোষ কলেজ, এস পি মুখার্জী রোড
  • ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ, এলগিন রোড
  • বেলতলা বালিকা বিদ্যালয়, বেলতলা রোড
  • গোখলে মেমোরিয়াল স্কুল, হরিশ মুখার্জী রোড
  • বেলমন্দির, রাজা রামমোহন রায় রোড
  • সাউথ সাবার্বান স্কুল (প্রধান)
  • ইউনাইটেড মিশনারি বালিকা উচ্চ বিদ্যালয়, মুখার্জী রোড
  • মিত্র ইনস্টিটিউশন, হরিশ মুখার্জী রোড
  • হার্টলির উচ্চ / প্রাঃ. স্কুল, শরৎচন্দ্র বসু রোড
  • ক্যাথিড্রাল মিশন হাই স্কুল, এলগিন রোড
  • দক্ষিণ কলকাতা বালিকা বিদ্যালয়
  • দক্ষিণ কলকাতা মহিলা কলেজ
  • খালসা উচ্চ বিদ্যালয়
  • আচার্য জগদীশ চন্দ্র বসু কলেজ
  • স্যার রমেশ চন্দ্র মিত্র বালিকা (উচ্চ) বিদ্যালয়

দর্শনীয় স্থান সম্পাদনা

 
ক্যালকাটা ক্লাব
 
এলগিন রোডে ফোরাম মল
  • ক্যালকাটা ক্লাব - ১৯০৭ সালে প্রতিষ্ঠিত
  • সাউথ ক্লাব - ১৯২০ সালে প্রতিষ্ঠিত কলকাতার প্রিমিয়ার টেনিস ক্লাব
  • আশুতোষ মুখোপাধ্যায়ের বাড়ি
  • নেতাজি ভবন, এলগিন রোড
  • সত্যজিৎ রায়ের ভাড়া বাড়ি
  • গিরিশ মুখার্জী রোডে উত্তম কুমারের বাড়ি
  • স্বামী নারায়ণ মন্দির
  • লক্ষ্মী নারায়ণ মন্দির
  • নর্দার্ন পার্ক

যোগাযোগ সম্পাদনা

কলকাতা মেট্রো লাইন ১ এই অঞ্চলের ওপর দিয়ে গিয়েছে। এখানে ৩টি স্টেশন রয়েছে। রবীন্দ্রসদন মেট্রো স্টেশন , নেতাজি ভবন মেট্রো স্টেশনযতীন দাস পার্ক মেট্রো স্টেশন

উল্লেখযোগ্য বাসিন্দা সম্পাদনা

 
ভবানীপুর থেকে নেতাজী সুভাষ চন্দ্র বসু

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Gurh Tegh Bahadur Medical Service Centre Hospital"। ৩১ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৯ 

বহিঃসংযোগ সম্পাদনা

  উইকিভ্রমণ থেকে ভবানীপুর (কলকাতা) ভ্রমণ নির্দেশিকা পড়ুন।