ভবভূষণ মিত্র
ভবভূষণ মিত্র (ছদ্মনাম স্বামী সত্যানন্দ পুরি) (১৮৮১–২৭ জানুয়ারি, ১৯৭০) ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিযুগের বিপ্লবী যিনি সমাজকর্মী থেকে মুক্তিসংগ্রামী হয়েছিলেন। তার জন্ম ব্রিটিশ ভারতের অধুনা বাংলাদেশের ঝিনাইদহ জেলার বলরামপুরে। পিতা শ্যামাচরণ মিত্র ছিলেন একজন চিন্তাবিদ, বক্তা ও দার্শনিক। ভবভূষণ স্বামী বিবেকানন্দের শিক্ষা দ্বারা ব্যাপকভাবে অনুপ্রাণিত হয়েছিলেন। [১]
ভবভূষণ মিত্র Bhavabhushan Mitra | |
---|---|
ভবভূষণ মিত্র | |
জন্ম | |
মৃত্যু | ২৭ জানুয়ারি ১৯৭০ কলকাতা, ভারত |
অন্যান্য নাম | জগদ্গুরু,সত্যানন্দ |
প্রতিষ্ঠান | যুগান্তর, ভারতীয় জাতীয় কংগ্রেস, ভারতীয় স্বাধীনতা লীগ |
আন্দোলন | ভারতের স্বাধীনতা আন্দোলন, গদর বিদ্রোহ, ভারতীয় স্বাধীনতা লীগ, ভারত ছাড় আন্দোলন |
তিনি আলিপুর বোমা মামলায় অভিযুক্ত হলেও মামলা চলাকালীন বেশ কিছুদিন আত্মগোপন করে থাকতে সমর্থ হন। পরে মুম্বাই বন্দরে গ্রেপ্তার হন এবং একটি অতিরিক্ত মামলার রায়ে তার দ্বীপান্তর হয়। পরবর্তীকালে মূলত সন্ন্যাসীর জীবনযাপন করলেও স্বাধীনতা আন্দোলনের বহু কর্মীকে তিনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রেরণা যুগিয়েছেন।[২]
জন্ম ও শিক্ষাজীবন
সম্পাদনাভবভূষণ মিত্রের জন্ম যশোর জেলার বলরামপুরে।[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Bhavabhushan Mitra"। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০৪।
- ↑ ক খ সুবোধ সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, নভেম্বর ২০১৩, পৃষ্ঠা ৫১২, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-১৩৫-৬