ভদ্রঘাট ইউনিয়ন

সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার একটি ইউনিয়ন
ইউনিয়ন পরিচিতিঃ ভদ্রঘাট
অবস্থান আয়তন জনসংখ্যা শিক্ষার হার
রাজশাহী ২৩ বর্গ কিমি ২৬৭৩১ ৮৫%
সিরাজগঞ্জ,কামারখন্দ - - -

ভদ্রঘাট ইউনিয়ন বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার একটি ইউনিয়ন।

অবস্থান ও সীমানা সম্পাদনা

ভদ্রঘাট ইউনিয়ন উত্তর বঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ জেলায় অবস্থিত। এটি কামারখন্দ উপজেলার একটি ইউনিয়ন। ভদ্রঘাটের উত্তরে রায়গঞ্জ থানা, পূর্বে ঝাওয়াইল, দক্ষিণে কামারখন্দ ও জামতৈল এবং পশ্চিমে করতোয়া নদী প্রবাহিত।

ইতিহাস সম্পাদনা

প্রশাসনিক এলাকা সম্পাদনা

ভদ্রঘাট ইউনিয়ন পরিষদ।

আয়তন ও জনসংখ্যা সম্পাদনা

ভদ্রঘাট ইউনিয়নের আয়তন প্রায় ২৩ বর্গ কিলোমিটার। এটি ২৭টি গ্রামের সমন্বয়ে গঠিত। এর জনসংখ্যা ২৬৭৩১ জন।(২০১১)

শিক্ষা সম্পাদনা

শিক্ষার হার : ৮৫ শতাংশ (২০০১ এর শিক্ষাজরিপ)

শিক্ষা প্রতিষ্ঠান

  • সরকারি প্রাথমিক বিদ্যালয় ১২টি
  • বেসরকারি বিদ্যালয় ৯ টি
  • মাদ্রাসা ১০ টি
  • কলেজ ১ টি

দর্শনীয় স্থান সম্পাদনা

  • পলাশডাঙ্গা যুব শিবিরের ক্যাম্প। ১৯৭১ সালের ৬ জুন পাবনা জেলার সিরাজগঞ্জ মহকুমার কামারখন্দ থানার ভদ্রঘাট গ্রামের বসাকপাড়ায় হারান বসাকের বাড়ীতে পলাশডাঙ্গা যুব শিবির গঠিত হয়। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত এলাকা।
  • ইছামতি নদীর উপর গড়ে উঠা কালিঞ্জা ব্রিজ।
  • বীর ভদ্রঘাট বিল

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব সম্পাদনা

কবির বিন আনোয়ার,সচিব, পানি সম্পদ মন্ত্রণালয়।

জনপ্রতিনিধি সম্পাদনা

বর্তমান চেয়ারম্যান- আব্দুল মালেক খান

তথ্যসূত্র সম্পাদনা

[১]

বহিঃসংযোগ সম্পাদনা

  1. http://bhadraghatup.sirajganj.gov.bd/bn/site/page/DbS3-%E0%A6%8F%E0%A6%95-%E0%A6%A8%E0%A6%9C%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%AD%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%98%E0%A6%BE%E0%A6%9F