ভজনপুর ইউনিয়ন

পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার একটি ইউনিয়ন

ভজনপুর ইউনিয়ন পরিষদ বাংলাদেশের রংপুর বিভাগের পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।

ভজনপুর
ইউনিয়ন
৬ নং ভজনপুর ইউনিয়ন পরিষদ
ভজনপুর রংপুর বিভাগ-এ অবস্থিত
ভজনপুর
ভজনপুর
ভজনপুর বাংলাদেশ-এ অবস্থিত
ভজনপুর
ভজনপুর
বাংলাদেশে ভজনপুর ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৬°২৮′২১″ উত্তর ৮৮°২৮′৪৫″ পূর্ব / ২৬.৪৭২৫০° উত্তর ৮৮.৪৭৯১৭° পূর্ব / 26.47250; 88.47917 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাপঞ্চগড় জেলা
উপজেলাতেঁতুলিয়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানমোঃ মসলিম উদ্দিন
আয়তন
 • মোট১২ বর্গকিমি (৫ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট১৭,৫২৮
 • জনঘনত্ব১,৫০০/বর্গকিমি (৩,৮০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৫০৩০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

প্রশাসনিক কাঠামো

সম্পাদনা

ভজনপুর ইউনিয়ন তেতুলিয়া উপজেলার আওতাধীন ৬ নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম তেতুলিয়া থানার অধীন। এটি জাতীয় সংসদের ১ নং নির্বাচনী এলাকা পঞ্চগড়-১ এর অংশ। এই ইউনিয়ন নিন্মলিখিত গ্রাম নিয়ে গঠিত:

  • ভুতিপুকুর
  • খালপাড়া
  • ডাংগা পাড়া
  • বগুলাহাটী
  • ভাংগিপাড়া
  • প্রধানগছ
  • সারাপি গছ
  • কুড়ানুগছ
  • খুনিয়াগছ
  • গিতালছ
  • ডিমাগছ
  • ডাক্তারপাড়া
  • বৈরাগীগছ
  • চান্দিয়াগছ
  • পুহাতুগছ
  • মালিগছ
  • পূর্ব বামন পাড়া
  • পশ্চিম বামন পাড়া
  • ডাংগাপাড়া
  • সর্দারপাড়া
  • ফকিরপাড়া
  • বানিয়াপাড়া
  • ভজনপুর
  • নয়াবাড়ী
  • গোলাব্দিগছ
  • ভেলুপাড়া
  • কাউরুগছ
  • গনাগছ
  • সিপাহীপাড়া
  • ভদ্বেশ্বর
  • মুর্খাগছ
  • ব্রহ্মতোল
  • কৃর্তনপাড়া
  • শামিত্মনগর

প্রাক্তন চেয়ারম্যানবৃন্দ

সম্পাদনা
  • মরহুম আজগর আলী
  • মরহুম নেজাম উদ্দীন
  • মরহুম খাদেম আলী
  • মোঃ ইমদাদুল হক
  • মোঃ একরামুল হক
  • মোঃ আব্দুল জব্বার
  • মরহুম মোস্তফা কামাল স্বপন
  • মোঃ মকছেদ আলী

জনসংখ্যা

সম্পাদনা

জনসংখ্যা ১৭,৫২৮ জন। যার মধ্যে পুরুষের সংখ্যা ৯,১৫২ জন ও মহিলার সংখ্যা ৮,৩৭৬ জন।

শিক্ষা

সম্পাদনা

এই ইউনিয়নের উল্লেখ যর্গ্য শিক্ষা প্রতিষ্ঠান-

  • বেগম ফখরুন নেছা ফাযিল মাদ্রাসা ভজনপুর
  • ভজনপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়
  • বেগম খালেদা জিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ভজনপুর
  • গিতালগছ উচ্চ বিদ্যালয়
  • ভজনপুর কিন্ডার গার্ডেন

এ ছাড়াও রয়েছে অসংখ্য সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কিন্টার গার্ডেন

যোগাযোগব্যবস্থা

সম্পাদনা

ভজনপুর ইউনিয়নের যোগাযোগের প্রধান রাস্তা হচ্ছে ঢাকা- বাংলাবান্ধা এন৫ (বাংলাদেশ) জাতীয় মহাসড়ক। তেতুলিয়া উপজেলা পরিষদ থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার। ইজিবাইক, ভ্যান, পাগলু ও মটর সাইকেল প্রধান বাহন। বর্তমানে বাংলাদেশ সরকার কর্তৃক রেল ব্যবস্থা চালু করার উদ্যোগ নেয়া হয়েছে। যা কিছু কাল পরে বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাতায়াতের সুবিধা বহন করবে।

করতোয়া নদী ভজনপুর ইউনিয়নের একমাত্র নদী।

তথ্যসূত্র

সম্পাদনা