ভগা খিরিকী (ইংরেজি: Broken Window) জাহ্নু বরুয়া পরিচালিত ২০১৮-এর ২৬ অক্টোবরে মুক্তি লাভ করা একটি অসমীয়া চলচ্চিত্রপ্রিয়াংকা চোপড়ার পার্পেল পেবল পিকচার্স এবং শাহনাব আলমের ইস্টার্লি এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত ছবিটি প্রযোজনা করেছেন প্রিয়াংকা চোপড়া, ডঃ মধু চোপড়া এবং শাহনাব আলম। সঙ্গীত ইবসনলাল বরুয়ার। এই চলচ্চিত্রটিকে ২৫ অক্টোবর থেকে দ্বিতীয় গুয়াহাটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উদ্বোধন করা হয়।[১][২]

ভগা খিরিকী
পরিচালকজাহ্নু বরুয়া
প্রযোজকপ্রিয়াংকা চোপড়া
ডঃ মধু চোপড়া
শাহনাব আলম
চিত্রনাট্যকারজাহ্নু বরুয়া
শ্রেষ্ঠাংশেজেরিফা ওয়াহিদ
সীমা বিশ্বাস
সুরকারইবসনলাল বরুয়া
পরিবেশকপার্পেল পেবল পিকচার্স
মুক্তি২৬ অক্টোবর ২০১৮
দেশভারত
ভাষাঅসমীয়া

কাহিনী সম্পাদনা

অভিনয়ে[২] সম্পাদনা

  • জেরিফা ওয়াহিদ
  • সীমা বিশ্বাস
  • জয় কাশ্যপ
  • সঞ্জয় খারঘরীয়া
  • কাস্বী শর্মা
  • মহম্মদ আলি শাহ
  • বিষ্ণু খারঘরীয়া

কলা-কুশলী[২] সম্পাদনা

  • সঙ্গীত এবং রচনা- ইবসন লাল বরুয়া
  • কণ্ঠ- অনিন্দিতা পাল
  • কলা নির্দেশনা- ফটিক বরুয়া
  • কার্যবাহী প্রযোজক- শরতাজ আলম

প্রযোজনা এবং বিকাশ সম্পাদনা

২০১৭ত শাহনাব আলমের প্রযোজনায় 'ভগা খিরিকী' স্টুডিওর মধ্যে পড়ে ছিল। পরে প্রিয়াংকা চোপড়া ছবিটির বিষয়ে জানতে পেরে এখানে টাকা বিনিয়োগ করতে আগ্রহী হন। প্রিয়াংকা চোপড়া এবং তাঁর মা মধু চোপড়ার মালিকানাধীন পার্পেল পেবল পিকচার্স এবং শাহনাব আলমের ইস্টার্লি এন্টারটেইনমেন্ট যৌথভাবে ছবিটির প্রযোজনা করে। প্রায় ৩.৫ কোটি টাকায় ভগা খিরিকী নির্মাণ করা হয়।[১][৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ছবি গৃহলৈ আহি আছে জাহ্নু বরুয়ার শেহতীয়া ছবি 'ভগা খিরিকী"। ২৩ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৮ 
  2. "Priyanka Chopra's Assamese production Bhoga Khirikee"। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৮ 
  3. "Bhoga Khirikee- A Jahnu Barua Film"। ৪ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৮