ভগবন্ত শেখর

পঞ্চকোট রাজ্যের রাজা

ভগবন্ত শেখর পঞ্চকোট রাজ্য শাসনকারী শেখর রাজবংশের সপ্তম রাজা ছিলেন।

ভগবন্ত শেখর
পঞ্চকোট রাজ্যের রাজা
রাজত্ব৩৩৩-৩৫২
পূর্বসূরিশঙ্কর শেখর
উত্তরসূরিঅনিরুদ্ধ শেখর
বংশধরঅনিরুদ্ধ শেখর
বাহাদুর শেখর
রাজবংশশেখর রাজবংশ
পিতাশঙ্কর শেখর
ধর্মব্রাহ্মণ্য ধর্ম

সংক্ষিপ্ত পরিচিতি সম্পাদনা

ভগবন্ত শেখর পঞ্চকোট রাজ্য শাসনকারী শেখর রাজবংশের ষষ্ঠ রাজা শঙ্কর শেখরের জ্যেষ্ঠ পুত্র ছিলেন। তিনি ৩৩৩ খ্রিষ্টাব্দ হতে ৩৫২ খ্রিষ্টাব্দ পর্য্যন্ত রাজ্য শাসন করেন। অনিরুদ্ধ শেখর ও বাহাদুর শেখর নামক তার দুই পুত্র ছিল। এই শান্তিপ্রিয় রাজার রাজত্বকালে একবার প্রজাবিদ্রোহ সংগঠিত হলেও জায়গীরদারদের সাহায্যে এই বিদ্রোহ দ্রুত দমন করা হয়।[১]:৩২

তথ্যসূত্র সম্পাদনা

  1. রাখালচন্দ্র, চক্রবর্তী (২০১৩) [১৯৩৩]। দিলীপ কুমার গোস্বামী, সম্পাদক। পঞ্চকোট ইতিহাস (চতুর্থ সংস্করণ)। বজ্রভূমি প্রকাশনী, বিদ্যাসাগর পল্লী, সাউথ লেক রোড, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ -৭২৩১০১। 
ভগবন্ত শেখর
রাজত্বকাল শিরোনাম
পূর্বসূরী
শঙ্কর শেখর
পঞ্চকোট রাজ্যের রাজা
৩৩৩-৩৫২
উত্তরসূরী
অনিরুদ্ধ শেখর