বছর

(বৎসর থেকে পুনর্নির্দেশিত)

এক বছর বলতে সূর্যকে ঘিরে কক্ষপথে পৃথিবী ঘোরার সময় একই ঘটনা দুইবার ঘটার মধ্যে সময়ের ব্যবধানকে বোঝায়। যেকোন গ্রহের ক্ষেত্রেই এই সংজ্ঞা প্রযোজ্য। যেমন - মঙ্গল গ্রহের বছর বলতে মঙ্গল গ্রহের জন্য এক বছরকে বোঝায়।

একবছর দিনের নির্দিষ্ট সময়ে সূর্যের অবস্থান বদল ইলাস্ট্রেশন

প্রতীক সম্পাদনা

প্রতীক a সম্পাদনা

এসআই উপসর্গ গুণক সম্পাদনা

Ka বা কিলোবর্ষ (kiloannus জন্য), এক হাজার (১০) বছর সমান সময়ের একটি একক

Ma বা মেগাবর্ষ (megaannus-এর জন্য), দশ লক্ষ (১০) বছর সমান সময়ের একটি একক।

Ga বা গিগাবর্ষ (gigaannus-এর জন্য), একশো কোটি (১০) বছর সমান সময়ের একটি একক।

Ta বা টেরাবর্ষ (teraannus-এর জন্য), এক লক্ষ কোটি (১০১২) বছর সমান সময়ের একটি একক।

Pa বা পিটাবর্ষ (petaannus-এর জন্য), দশ কোটি কোটি (১০১৫) বছর সমান সময়ের একটি একক।

Ea বা এক্সাবর্ষ (exaannus-এর জন্য), দশ হাজার কোটি কোটি (১০১৮) বছর সমান সময়ের একটি একক।

প্রতীকসমূহ y এবং yr সম্পাদনা

এসআই সংক্ষেপ নয় এসআই-পূর্বনির্ধারিত সমতুল্য মাত্রার ক্রম
kyr ka
  • হাজার বছর
myr Ma
  • দশ লাখ বছর
byr Ga
  • শত কোটি বছর
kya বা tya "ka ago"
mya "Ma ago"
bya বা gya "Ga ago"

তথ্যসূত্র সম্পাদনা