ব্লো-ব্জাং-থুব-ব্স্তান-'জিগ্স-মেদ-র্গ্যা-ম্ত্শো (তৃতীয় জাম্যাং ঝেপা)

ব্লো-ব্জাং-থুব-ব্স্তান-'জিগ্স-মেদ-র্গ্যা-ম্ত্শো (তিব্বতি: བློ་བཟང་ཐུབ་བསྟན་འཇིགས་མེད་རྒྱ་མཚོওয়াইলি: blo bzang thub bstan 'jigs med rgya mtsho) (১৭৯২-১৮৫৫) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের তৃতীয় 'জাম-দ্ব্যাংস-ব্ঝাদ-পা (ওয়াইলি: 'jam-dbyangs bzhad-pa) উপাধিধারী বৌদ্ধ লামা ছিলেন। তিনি তিব্বতের আমদো অঞ্চলের ব্লা-ব্রাং-ব্ক্রা-শিস-'খ্যিল বৌদ্ধবিহারের (তিব্বতি: བླ་བྲང་བཀྲ་ཤིས་འཁྱིལ་ওয়াইলি: bla-brang bkra-shis-'khyil) সাতাশতম প্রধান ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী

সম্পাদনা

ব্লো-ব্জাং-থুব-ব্স্তান-'জিগ্স-মেদ-র্গ্যা-ম্ত্শো ১৭৯২ খ্রিষ্টাব্দে তিব্বতের আমদো অঞ্চলের গ্ন্যান-থোগ্স (ওয়াইলি: gnyan thogs) নামক গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল রিন-ছেন-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: rin chen rgya mtsho) এবং মাতার নাম ছিল ম্খার-মো-স্ক্যিদ (ওয়াইলি: mkhar mo skyid)। সাত বছর বয়সে ব্লো-ব্জাং-ছোস-ক্যি-ন্যি-মা (ওয়াইলি: blo bzang chos kyi nyi ma) নামক তৃতীয় থু'উ-ব্ক্বান (ওয়াইলি: thu'u bkwan) উপাধিধারী লামা তাকে দ্কোন-ম্ছোগ-'জিগ্স-মেদ-দ্বাং-পো (ওয়াইলি: dkon mchog 'jigs med dbang po) নামক দ্বিতীয় 'জাম-দ্ব্যাংস-ব্ঝাদ-পা (ওয়াইলি: 'jam-dbyangs bzhad-pa) উপাধিধারী বৌদ্ধ লামার পুনর্জন্ম রূপে চিহ্নিত করেন। তেরো বছর বয়সে দ্কোন-ম্ছোগ-ব্স্তান-পা'ই-স্গ্রোন-মে (ওয়াইলি: dkon mchog bstan pa'i sgron me) নামক তৃতীয় গুং-থাং লামা উপাধিধারী বৌদ্ধ ভিক্ষু তাকে শ্রমণের শপথ প্রদান করেন। ১৮০৯ খ্রিষ্টাব্দে তিনি লাসা যাত্রা করে দ্রেপুং বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ের গোমাং মহাবিদ্যালয়ে শিক্ষালাভের উদ্দেশ্যে ভর্তি হন। একুশ বছর বয়স হলে সপ্তম পাঞ্চেন লামা তাকে ভিক্ষুর শপথ প্রদান করেন। ছাব্বিশ বছর বয়সে তাকে ব্লা-ব্রাং-ব্ক্রা-শিস-'খ্যিল বৌদ্ধবিহারের সাতাশতম প্রধান হিসেবে অধিষ্ঠিত করা হয়। তার জীবদ্দশায় রোং-বো (ওয়াইলি: rong bo) বিহারের সঙ্গে ব্লা-ব্রাং-ব্ক্রা-শিস-'খ্যিল বৌদ্ধবিহারের বেশ কয়েক বারবিরোধ উপস্থিত হয়, কিন্তু তার কূটনৈতিক বুদ্ধির হলে ব্লা-ব্রাং-ব্ক্রা-শিস-'খ্যিল বৌদ্ধবিহারের পক্ষে সকল বিরোধের মীমাংসা ঘটে।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Dorje, Sonam (2011-01)। "The Third Jamyang Zhepa, Tubten Jigme Gyatso"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ 2014-10-27  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)

আরো পড়ুন

সম্পাদনা

Nietupski, Paul. 2011. Labrang Monastery: A Tibetan Buddhist Community on the Inner Asian Borderlands, 1709-1958. Plymouth: Lexington Books, pp. 135–139.

পূর্বসূরী
দ্কোন-ম্ছোগ-'জিগ্স-মেদ-দ্বাং-পো
ব্লো-ব্জাং-থুব-ব্স্তান-'জিগ্স-মেদ-র্গ্যা-ম্ত্শো
তৃতীয় 'জাম-দ্ব্যাংস-ব্ঝাদ-পা
উত্তরসূরী
স্কাল-ব্জাং-থুব-ব্স্তান-দ্বাং-ফ্যুগ