ব্লুমিংটন, ইন্ডিয়ানা
ব্লুমিংটন হল মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যের কেন্দ্রীয় অঞ্চলের মনরো কাউন্টির একটি শহর ও কাউন্টি আসন।[১] জনসংখ্যা ২০২০ সালের আদমশুমারি অনুযায়ী ৭৯,১৬৮ জন ছিল।[২] এটি ইন্ডিয়ানার সপ্তম বৃহত্তম শহর এবং ইন্ডিয়ানাপোলিস মহানগর এলাকার বাইরে চতুর্থ বৃহত্তম শহর। মনরো কাউন্টি হিস্ট্রি সেন্টারের মতে, ব্লুমিংটন শহরটি "দর্শনীয় দক্ষিণ ইন্ডিয়ানার প্রবেশদ্বার" নামে পরিচিত।[৩]

তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Find a County"। National Association of Counties। মে ৩১, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "US Census QuickFacts"। US Census। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২২।
- ↑ Monroe County History Center। "A Short History of Bloomington & Monroe County"। City of Bloomington, Indiana। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২২।