ব্লগার (সেবা)
ব্লগার একটি উন্মুক্ত ব্লগ তৈরির প্ল্যাটফর্ম, যার মাধ্যমে ব্যক্তিগত কিংবা বাণিজ্যিক ব্লগ মুক্তভাবে তৈরি করা যায়। "ব্লগার" প্ল্যাটফর্মটি ডেভেলপ করেছেন পাইরা ল্যাবস, কিন্তু ২০০৩ সালে গুগল এই প্ল্যাটফর্মটিকে কিনে নেয় এবং গুগলের নিজস্ব সার্ভারে এটিকে হোস্ট করে। ব্লগার-এর স্বয়ংক্রিয় সাব-ডোমেইন হচ্ছে .blogspot.com। একজন নিবন্ধিত ব্যবহারকারী একটি এ্যাকাউন্টে ১০০ টি ব্লগ তৈরি করতে পারেন বিনামূল্যে।
![]() | |
সাইটের প্রকার | ব্লগিং প্ল্যাটফর্ম |
---|---|
মালিক | গুগল |
ওয়েবসাইট | www |
বাণিজ্যিক | হ্যা |
নিবন্ধন | উন্মুক্ত |
চালুর তারিখ | ২৩ আগস্ট ১৯৯৯[১] |
বর্তমান অবস্থা | সক্রিয় |
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "The Story of Blogger"। Blogger.com। অক্টোবর ৮, ২০০৩। সংগ্রহের তারিখ ডিসেম্বর ২৫, ২০১১।