ব্রিট ডিলম্যান

জার্মান হুইলচেয়ার বাস্কেটবল খেলোয়াড়

ব্রিট ডিলম্যান (ইংরেজি: Britt Dillmann; জন্ম:এপ্রিল ১৯৬৩) একজন ১.০ পয়েন্ট জার্মান হুইলচেয়ার বাস্কেটবল খেলোয়াড়।

ব্রিট ডিলম্যান
ব্যক্তিগত তথ্য
জাতীয় দলজার্মানি
জন্ম (1963-04-04) ৪ এপ্রিল ১৯৬৩ (বয়স ৬০)
ক্রীড়া
দেশজার্মানি
ক্রীড়ামহিলা হুইলচেয়ার বাস্কেটবল
বিভাগমহিলা হুইলচেয়ার বাস্কেটবল
সাফল্য ও খেতাব
প্যারালিম্পিক ফাইনাল১৯৮৮ গ্রীষ্মের প্যারালিম্পিক,
২০১২ গ্রীষ্মের প্যারালিম্পিক

তিনি জার্মান হুইলচেয়ার বাস্কেটবল লীগে আরএসভি লাহন-ডিলের হয়ে খেলতেন এবং বহুবার তাঁর দেশের হয়ে হুইলচেয়ার বাস্কেটবল দলের প্রতিনিধিত্বব করেছেন, ১৯৮৮ সালে, সিওলে গ্রীষ্মকালীন প্যারালিম্পিকে রৌপ্যপদক জিতেছিলেন [১] এবং লন্ডনে ২০১২ গ্রীষ্মের প্যারালিম্পিকে স্বর্ণপদক জয়[২]। এই উল্লেখ সফলতার জন্য জার্মানির রাষ্ট্রপতি জোয়াচিম গৌক জার্মানি দলকে জার্মানের সর্বোচ্চ ক্রীড়া সম্মান, সিলবারনেস লরবার্ব্লাট (সিলভার লরেল লিফ) দিয়ে ভূষিত করেছিলেন।

আরও পড়ুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Strohkendl, Horst। The 50th Anniversary of Wheelchair Basketball: A History। পৃষ্ঠা 33। আইএসবিএন 9783830954415। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৩ 
  2. "Britt Dillmann - Athletics | Paralympic Athlete Profile"International Paralympic Committee (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৩