ব্রিটিশ ভারতের এজেন্সিসমূহ

ব্রিটিশ ভারতে অবস্থিত এজেন্সিগুলি ছিল মূলত আভ্যন্তরীণ স্বায়ত্তশাসিত বা অর্ধ-স্বায়ত্তশাসিত একক। এই এককগুলির বাহ্যিক বিষয়বস্তু ও বৈদেশিক সম্পর্ক মূলত ভারতের গভর্নর-জেনারেল দ্বারা নিয়ন্ত্রিত হত।[১] এই এজেন্সিগুলির মধ্যে ছিল মূলত দুই ধরনের অঞ্চল, একটি হলো দেশীয় রাজ্য যা ছিল পুরোপুরিভাবে স্বায়ত্তশাসিত এবং স্বয়ং প্রধান রাজ্য এবং যেখানে ব্রিটিশদের দূত হিসেবে একজন কার্যকরী ভাইসরয় নিযুক্ত হতেন। আবার আরেকটি ছিল উপজাতি অধ্যুষিত অঞ্চল যেখানে স্বায়ত্তশাসন না থাকার ফলে তার ব্রিটিশ সাম্রাজ্যেরই অংশ থাকার সাথে সাথে সমস্ত আইন শৃঙ্খলা পুরোপুরি ভাবে তাদের দ্বারা নিয়ন্ত্রিত হত। অরক্ষিত অঞ্চল অথবা দেশীয় রাজ্যগুলির ব্রিটিশ দূত বা এজেন্ট মূলত ওই অঞ্চলের বাইরেই বসবাস করতেন এবং ওই অঞ্চল রাজ্যের বাসিন্দা হতেন না। তবে ব্রিটিশ জেলাগুলির ক্ষেত্রে এই নিয়ম ছিল উল্টো প্রতিটি জেলা সমাহর্তা ঐ জেলাতেই বসবাস করে নিজের কার্যনির্বাহক করতেন।

ঔপনিবেশিক ভারত
British Indian Empire
ঔপনিবেশিক ভারত
ওলন্দাজ ভারত১৬০৫–১৮২৫
দিনেমার ভারত১৬২০–১৮৬৯
ফরাসি ভারত১৭৬৯-১৯৫৪
পর্তুগিজ ভারত
(১৫০৫–১৯৬১)
কাসা দা ইন্দিয়া১৪৩৪–১৮৩৩
পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি১৬২৮–১৬৩৩
ব্রিটিশ ভারত
(১৬১২–১৯৪৭)
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি১৬১২–১৭৫৭
কোম্পানি রাজ১৭৫৭–১৮৫৮
ব্রিটিশ রাজ১৮৫৮–১৯৪৭
বার্মায় ব্রিটিশ শাসন১৮২৪–১৯৪৮
দেশীয় রাজ্য১৭২১–১৯৪৯
ভারত বিভাজন
১৯৪৭

এইসকল এজেন্সিগুলোর ক্ষেত্রে অসামরিক এবং অপরাধমূলক ন্যায়বিচার সাধারণত স্থানীয়ভাবে তৈরী আইনের ভিত্তিতে প্রতিপালিত হত। ব্রিটিশশাসিত প্রদেশগুলির মতো এখানে ভারতীয় দণ্ড বিধি বলবৎ হতো না।

এজেন্সির তালিকা সম্পাদনা

ব্রিটিশ ভারতের ইতিহাসে এজেন্সিগুলো রাজনৈতিক সুবিধার্থে গঠন, একীভূতকরণ বা বিলুপ্তির ঘটনা বিরল নয়৷[২] এজেন্সিগুলি ছিলো:

তথ্যসূত্র সম্পাদনা

  1. Great Britain India Office. The Imperial Gazetteer of India. Oxford: Clarendon Press, 1908.
  2.   এই নিবন্ধটি একটি প্রকাশন থেকে অন্তর্ভুক্ত পাঠ্য যা বর্তমানে পাবলিক ডোমেইনেচিসাম, হিউ, সম্পাদক (১৯১১)। "British Empire"। ব্রিটিশ বিশ্বকোষ (১১তম সংস্করণ)। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস।