ব্রিটিশ পদাতিক বাহিনী
(ব্রিটিশ আর্মি ইনফেন্ট্রি থেকে পুনর্নির্দেশিত)
ব্রিটিশ সেনা বাহিনীর পদাতিক শাখা ১৯টি রেজিমেন্টের ৫১টি পদাতিক ব্যাটালিয়ন নিয়ে গঠিত। এদের মধ্যে ৩৭টি ব্যাটালিয়ন ‘নিয়মিত’ বাহিনীর অংশ এবং বাকি ১৪টি ‘টেরিটোরিয়াল’ (সংরক্ষিত) বাহিনীর অংশ। রয়েল জিব্রাল্টা রেজিমেন্ট ‘নিয়মিত’ ও ‘টেরিটোরিয়াল’ বাহিনীর সমন্বয়ে গঠিত যেখানে ৩টি নিয়মিত এবং ১টি টেরিটোরিয়াল কম্পানি।

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |