ব্রায়ান অলড্রিজ

ক্রিকেটার

ব্রায়ান লেসলি অলড্রিজ, কিউএসএম (জন্ম: ৩০ জুন, ১৯৪০) ক্রাইস্টচার্চে জন্মগ্রহণকারী নিউজিল্যান্ডের অবসরপ্রাপ্ত পেশাদার ক্রিকেট খেলোয়াড় ও পেশাদার ক্রিকেট আম্পায়ার। এছাড়াও তিনি নিউজিল্যান্ড ক্রিকেটের পরিচালনায় জাতীয় আম্পায়ারিং ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন।

ব্রায়ান লেসলি অলড্রিজ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামব্রায়ান লেসলি অলড্রিজ
জন্ম (1940-06-30) ৩০ জুন ১৯৪০ (বয়স ৮৩)
ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড
আম্পায়ারিং তথ্য
টেস্ট আম্পায়ার২৬ (১৯৮৬–১৯৯৫)
ওডিআই আম্পায়ার৪৫ (১৯৮৬–১৯৯৫)
উৎস: Cricinfo, ১৭ অক্টোবর ২০১৪

১৯৮৬ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত সময়কালে অলড্রিজ ২৬টি টেস্ট খেলা ও ৪৫টি একদিনের আন্তর্জাতিক খেলা পরিচালনা করেছেন।[১] তন্মধ্যে সেরা ঘটনা ছিল, ইংল্যান্ডপাকিস্তানের মধ্যে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ১৯৯২ সালের ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল খেলাটি ওয়েস্ট ইন্ডিয়ান আম্পায়ার স্টিভ বাকনরের সাথে পরিচালনা করা।[২]

ক্রিকেট প্রশাসনে তার অনবদ্য ভূমিকার কথা স্বীকার করে তাকে ২০১২ সালে নববর্ষের সম্মাননা হিসেবে কুইন্স সার্ভিস মেডেল প্রদান করা হয়।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Brian Aldridge"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৪ 
  2. "Umpire backs Shoaib action"BBC News। ২১ ফেব্রুয়ারি ২০০১। সংগ্রহের তারিখ ২০০৮-০৬-৩০ 
  3. "New Year Honours List 2012"Department of the Prime Minister and Cabinet। ৩১ ডিসেম্বর ২০১১। ২ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১১ 

বহিঃসংযোগ সম্পাদনা