ব্রহ্মপুত্র উপত্যকা

ব্রহ্মপুত্র উপত্যকা হচ্ছে হিমালয় পর্বতশ্রেণীর পূর্ব এবং উত্তরপূর্ব পর্বতশ্রেণী সমূহের মধ্যে অবস্থিত একটি অঞ্চল।

ব্রহ্মপুত্র উপত্যকা ও গাঙ্গেয় ব-দ্বীপের স্যাটেলাইট দৃশ্য

এই উপত্যকাটি পশ্চিম ব্রহ্মপুত্র উপত্যকার অন্তর্গত যার সাথে রয়েছে ধুবড়ী, গোয়ালপাড়া এবং কামরূপ অঞ্চল; মধ্য ব্রহ্মপুত্র উপত্যকা অঞ্চলের মধ্যে অন্তর্গত রয়েছে দরং, নগাঁও এবং শোণিতপুর জেলা; এবং, পূর্বাঞ্চলীয় ব্রহ্মপুত্র উপত্যকা অঞ্চলের মধ্যে অন্তর্গত রয়েছে লখিমপুর, ডিব্রুগড় এবং শিবসাগরউত্তরবঙ্গের তিস্তা নদীও ব্রহ্মপুত্র নদে এসে পতিত হয়েছে।

ব্রহ্মপুত্র উপত্যকা তার বর্ষাবন-জাতীয় জলবায়ুর জন্য পৃথিবীর কতিপয় সবথেকে উৎপাদনশীল মাটির মধ্যে একটি। আসাম থেকে ব্রহ্মপুত্র নদ এসে বঙ্গ দিয়ে প্রবাহিত হয়েছে, যেখানে এটা গঙ্গা নদীর সাথে মিলিত হয়ে বিশ্বের বৃহত্তম ব-দ্বীপ সৃষ্টি করেছে এবং পরিশেষে দক্ষিণ দিক দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে।[]

আরো দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Goswami, Homeswar (১৯৮৫)। Population Trends in the Brahmaputra Valley। Mittal Publications। পৃষ্ঠা 206। 

আরো পড়তে

সম্পাদনা
  • Das, Bhuban Mohan (১৯৯৭)। The Brahmaputra valley population। পৃষ্ঠা 156।