ব্রজেন্দ্র কুমার সিংহ
ব্রজেন্দ্র কুমার সিংহ (জন্ম : ১৯৩২) প্রয়াণ ৩১ শে আগস্ট ২০১৯ উত্তর পূর্ব ভারতের একজন শক্তিমান কবি। আসামের হাইলাকান্দি জেলায় তার জন্ম। তিনি মূলত মণিপুরী ভাষার কবি হলেও বাংলাতে সাহিত্য চর্চা করেন। মণিপুরী (বিষ্ণুপ্রিয়া) ভাষায় ২০টির অধিক কাব্যগ্রন্থ বেরিয়েছে। তিনি হাইলাকান্দি এস এস কলেজের অধ্যক্ষ ছিলেন। [১] বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে তিনি ১৯৭১ সালের ১৭ নভেম্বর বাংলাদেশ : ১৯৭১ নামে একটি কবিতা রচনা করেন, যেটি ভিখারি বালকের গান' নামক কাব্য সংকলনে গ্রন্থিত।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Desk, Taranga Barta (২০১৯-০৮-৩১)। "হাইলাকান্দি এসএস কলেজের প্রাক্তন অধ্যাপক কবি ব্রজেন্দ্র কুমার সিনহা প্রয়াত -" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০১-১২।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |