ব্যাংক আলফালাহ্
বাংলাদেশের ব্যাংক
ব্যাংক আলফালাহ্ লিমিটেড পাকিস্তানের একটি প্রাইভেট ব্যাংক, যার মালিকানায় রয়েছে আবু ধাবি গ্রুপ। পাকিস্তানের ১৯৮৪ সালের কোম্পানী আইন অনুসারে এটি একটি পাবলিক লিমিটেড কোম্পানী হিসেবে ১৯৯৭ সালের ২১ জুন তারিখে নিবন্ধিত হয় এবং কার্যক্রম শুরু করে ঐ বছরেরই ১ নভেম্বর তারিখে।
ধরন | পাবলিক লিমিটেড কোম্পানি |
---|---|
শিল্প | ব্যাংকিং মূলধন বাজার |
প্রতিষ্ঠাকাল | ২১ জুন ১৯৯৭ |
সদরদপ্তর | করাচী, পাকিস্তান |
প্রধান ব্যক্তি | শেখ হামদান বিন মুবারাক আল নাহিয়ান (চেয়ারম্যান) |
পণ্যসমূহ | Loans, credit cards, Savings, Consumer Banking etc. |
আয় | পাকিস্তানি রূপী ৩৫.৫৬১ বিলিয়ন (২০০৯)[১] |
পাকিস্তানি রূপী ৮৯৭.০৩ মিলিয়ন (২০০৯)[১] | |
কর্মীসংখ্যা | ৭,৪৬২ (২০০৯)[১] |
ওয়েবসাইট | ব্যাংক আলফালাহ্.কম |
ইতিহাস
সম্পাদনাবাংলাদেশে কার্যক্রম
সম্পাদনা১৭.৮৮ মিলিয়ন ডলার দিয়ে শামিল ব্যাংক অব বাহরাইন ক্রয়ের মাধ্যমে ২০০৫ সালের ১৬ মে থেকে এটি বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে। পাকিস্তানের বাহিরে এটিই ছিলো তাদের প্রথম ব্যাংকিং কার্যক্রমের সম্প্রসারণ।
কার্যক্রম
সম্পাদনাএই ব্যাংকটি বর্তমানে যেসব কার্যক্রম পরিচালনা করছে তার মধ্যে রয়েছে:
- বাণিজ্যিক ব্যাংকিং
- ইসলামী ব্যাংকিং
- কার্ড পরিসেবা[২]
- কনয্যুমার লোন
- এটিএম পরিসেবা
শাখা এবং অন্যান্য কর্মকাণ্ড
সম্পাদনাবর্তমানে (২০১২) পাকিস্তানের অভ্যন্তরে ব্যাংকটির শাখার সংখ্যা ৪৭১টি। এছাড়াও এটি আফগানিস্তান, বাংলাদেশ এবং বাহরাইন-এ তাদের কার্যক্রম পরিচালনা করে।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনাবহি:সংযোগ
সম্পাদনা- ব্যাংক আলফালাহ্, পাকিস্তান
- ব্যাংকের প্রশাসনিক ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১০ জুন ২০০৬ তারিখে