থাইল্যান্ড ব্যাংক

(ব্যাংক অব থাইল্যান্ড থেকে পুনর্নির্দেশিত)

থাইল্যান্ড ব্যাংক (বিওটি) (সংক্ষেপন: ธ ป ท।; থাই: ธนาคารแห่งประเทศไทย, </noinclude> আরটিজিএসthanakhan haeng prathet thai ) হচ্ছে থাইল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক[২]

থাইল্যান্ড ব্যাংক
ธนาคารแห่งประเทศไทย
থাইল্যান্ডের অভিভাবক খ্যাত দেবতা 'সিয়াম দেবাধিরাজের' প্রতীক সম্বলিত সীলমোহর, যেখানে দেবাধিরাজ একটি মানি ব্যাগ এবং একটি রাজদণ্ড ধারণ করে আছেন।
থাইল্যান্ডের অভিভাবক খ্যাত দেবতা 'সিয়াম দেবাধিরাজের' প্রতীক সম্বলিত সীলমোহর, যেখানে দেবাধিরাজ একটি মানি ব্যাগ এবং একটি রাজদণ্ড ধারণ করে আছেন।
প্রধান কার্যালয়ফেরা নাখন জেলা, ব্যাংকক, থাইল্যান্ড
প্রতিষ্ঠিত১৯৪২; ৮২ বছর আগে (1942)
মালিকানা১০০% রাষ্ট্রীয় মালিকানাধীন
গভর্নরশেঠপুত সুতিবার্তনারুয়েপুত
এর কেন্দ্রীয় ব্যাংকথাইল্যান্ড
মুদ্রাথাই বাত
THB (আইএসও ৪২১৭)
সঞ্চয়$২৫৮.১০৪ বিলিয়ন (২০২০)[১]
ওয়েবসাইটwww.bot.or.th

ইতিহাস সম্পাদনা

থাইল্যান্ড ব্যাংক (বিওটি) প্রথমে 'থাই জাতীয় ব্যাংকিং ব্যুরো' হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৪২ সালের ২৮ এপ্রিল ''থাইল্যান্ড ব্যাংক আইন' পাস করে কেন্দ্রীয় ব্যাংকের সমস্ত দায়-দায়িত্ব থাইল্যান্ড ব্যাংকের উপর অর্পিত হয়। ১৯৪৪ সালের ১০ ডিসেম্বর থাইল্যান্ড ব্যাংক আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে।[৩]

ভূমিকা ও দায়িত্ব সম্পাদনা

থাইল্যান্ড ব্যাংকের মুখ্য ভূমিকা ও দায়িত্ব হচ্ছে থাইল্যান্ডের মানুষের জীবনযাত্রার মান ধারাবাহিকভাবে উন্নতি সাধনের লক্ষ্যে টেকসই অর্থনৈতিক বিকাশের জন্য স্থিতিশীল আর্থিক পরিবেশ নিশ্চিত করা।[৪]

গভর্নর সম্পাদনা

থাইল্যান্ড ব্যাংকের প্রধান নির্বাহীকে গভর্নর বলা হয়।[৫] গভর্নরের মেয়াদ পাঁচ বছরের এবং টানা দুই মেয়াদের বেশি নয়। সরকারের অর্থমন্ত্রী থাই মন্ত্রিসভায় একজন প্রার্থীকে গভর্নর হিসেবে মনোনীত করেন। মন্ত্রিসভা প্রার্থীর অনুমোদনের জন্য একটি প্রস্তাব করা হয় এবং প্রস্তাব পাস হলে এটি অনুমোদনের জন্য রাজার কাছে উপস্থাপিত হয়। থাই রাজার অনুমোদন পেলে উক্ত প্রার্থী গভর্নর নিয়োগ পান।

গভর্নরদের তালিকা সম্পাদনা

ক্রম নাম দায়িত্ব গ্রহণ দায়িত্ব হস্তান্তর
যুবরাজ ভিভাধনঞ্জয় ২৭ নভেম্বর ১৯৪২ ১৬ অক্টোবর ১৯৪৬
সেরম ভিঞ্চিচাকুল ১৭ অক্টোবর ১৯৪৬ ২৪ নভেম্বর ১৯৪৭
লেং শ্রীসোমওংসে ২৫ নভেম্বর ১৯৪৭ ২ সেপ্টেম্বর ১৯৪৮
(১) যুবরাজ ভিভাধনঞ্জয় ৩ সেপ্টেম্বর ১৯৪৮ ২ ডিসেম্বর ১৯৪৮
(৩) লেং শ্রীসোমওংসে ৩ ডিসেম্বর ১৯৪৮ ৩ আগস্ট ১৯৪৯
দেজ স্নিডভংস ৪ আগস্ট ১৯৪৯ ২৯ ফেব্রুয়ারি ১৯৫২
(২) সেরম ভিঞ্চিচাকুল ১ মার্চ ১৯৫২ ২৪ জুলাই ১৯৫৫
কাসেম শ্রীফায়াক ২৫ জুলাই ১৯৫৫ ২৩ জুলাই ১৯৫৮
জোটে গুনা-কাসেম ২৪ জুলাই ১৯৫৮ ৩ মে ১৯৫৯
পুই উংফাকর্ন ১১ জুন ১৯৫৯ ১৫ আগস্ট ১৯৭১
বিসুধি নিম্মনহেইমিন ১৬ আগস্ট ১৯৭১ ২৩ মে ১৯৭৫
স্নোহ উনাকুল ২৪ মে ১৯৭৫ ৩১ অক্টোবর ১৯৭৯
১০ নুকুল প্রুচুবমোহ ১ নভেম্বর ১৯৭৯ ১৩ সেপ্টেম্বর ১৯৮৪
১১ কামছর্ন সাথিরাকুল ১৪ সেপ্টেম্বর ১৯৮৪ ৫ মার্চ ১৯৯০
১২ চভালিট থানাচানন ৬ মার্চ ১৯৯০ ৩০ সেপ্টেম্বর ১৯৯০
১৩ বিজিত সুপিনিত ১ অক্টোবর ১৯৯০ ১ জুলাই ১৯৯৬
১৪ রেরংচাই মারাকানন্ড ১৩ জুলাই ১৯৯৬ ২৮ জুলাই ১৯৯৭
১৫ চৈবত উইবুনসওয়াত ৩১ জুলাই ১৯৯৭ ৪ মে ১৯৯৮
১৬ এমআর চাটমঙ্গোল সোনাকুল ৭ মে ১৯৯৮ ৩০ মে ২০০১
১৭ এমআর প্রিডিয়াথর্ন দেবাকুলা ৩১ মে ২০০১ ৬ অক্টোবর ২০০৬
১৮ তারিসা ওয়াটানাগসে ৪ নভেম্বর ২০০৬ ৩০ সেপ্টেম্বর ২০১০
১৯ প্রসন্ন ত্রৈরতভোরাকুল ১ অক্টোবর ২০১০ ৩০ সেপ্টেম্বর ২০১৫
২০ বীরঠাই সান্তিপ্রভূব ১ অক্টোবর ২০১৫ ৩০ সেপ্টেম্বর ২০২০
২১ শেঠপুত সুতিবার্তনারুয়েপুত ১ অক্টোবর ২০২০ বর্তমান

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Total reserves (includes gold, current US$) - Thailand"World Bank। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২১ 
  2. "About BOT"www.bot.or.th (ইংরেজি ভাষায়)। ২০২১-০৭-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৩ 
  3. "History of the Bank of Thailand"Bank of Thailand। ৯ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২১ 
  4. "Roles and Responsibilities of the Bank of Thailand"Bank of Thailand (BOT)। Bank of Thailand (BOT)। ১৫ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২১ 
  5. "List of Governors of the Bank of Thailand"Bank of Thailand। ১২ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২১