বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম সম্পাদনা

কীভাবে সম্পাদনা করতে হবে সম্পাদনা

সুপ্রিয় Zubair Alam Adib, আপনাকে উইকিপিডিয়ায় স্বাগত জানাই। আপনি অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণের সময় একটি প্রশ্ন রেখেছেন, (যদিও তা উপযুক্ত জায়গা নয়) তবু আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করছি।

  • প্রথমত আপনি উইকিপিডিয়ায় নতুন, এবং সেজন্য ধৈর্যধারণ ও আস্থা রাখার পরামর্শ দেব। নতুন অবস্থায় কিছু বুঝে উঠতে না পারার কারণে ভুলভ্রান্তি হতেই পারে। এতে আস্থা হারাবেন না। আমরা সবাই এই প্রক্রিয়ার মধ্য দিয়ে এসেছি, আমাদেরও ভুল হয়। কাজেই আস্থা রাখুন।
  • উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য সার্বজনীনভাবে এই টিউটোরিয়ালটি আপনাকে সহায়তা করবে।
  • নিবন্ধ প্রতিযোগিতার বিষয়ে স্পেসিফিক টিউটোরিয়াল পাবেন এখানে
  • নতুন হিসেবে আপনার নীড়পাতায় একজন মেন্টরের নাম দেখতে পাবেন। আপনি তার আলাপ পাতায় যেকোনো প্রশ্ন করতে পারেন। এছাড়া আমার আলাপ পাতাতেও আপনি নির্দ্বিধায় প্রশ্ন রাখতে পারেন। প্রতিযোগিতা সংক্রান্ত প্রশ্ন কিংবা সাহায্যের জন্য এখানে বার্তা রাখতে পারেন। আমরা সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করব।
  • আপনার কোথায় সমস্যা হচ্ছে৷ সেটি এখানে, ফেসবুকে বাংলা উইকিপিডিয়ার গ্রুপে, বলতে পারেন। সেখানে আমিসহ অনেক সক্রিয় ও অভিজ্ঞ সম্পাদকেরা রয়েছি। আমরা আপনাকে সহায়তা করার চেষ্টা করব।

সবশেষে, বলতে হয়, অনুশীলন মানুষকে দক্ষ করে। উইকিপিডিয়ায় সম্পাদনা করা জারি রাখুন, বিষয়গুলো আপনার জন্য সহজ হয়ে যাবে। শুভকামনা রইল। — Meghmollar2017আলাপ১৩:১৩, ৪ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন