– তানভির (আলাপ) ১২:০১, ৩১ অক্টোবর ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধের গঠনশৈলী সম্পাদনা

সুপ্রিয় তপু মন্ডল, বাংলা উইকিপিডিয়ায় আপনার অবদানের জন্য ধন্যবাদ। সম্প্রতি লক্ষ্য করলাম, আপনি স্বজাত্যবোধ নিবন্ধটি তৈরি করেছেন। নিবন্ধের তথ্য/উপাত্ত নিয়ে কোন সমস্যা নেই, তবে এর গঠনশৈলী বা ফরম্যাট টা উইকিপিডিয়ার প্রচলিত নিবন্ধের গঠনশৈলী অনুযায়ী হওয়া উচিত। হয়তো ইতোমধ্যে জানেন যে, উইকিপিডিয়ার সব নিবন্ধই একটি নির্দিষ্ট গঠনশৈলী বা ফরম্যাট মেনে লিখা হয়। এটি নিবন্ধটি পড়া বা তথ্য উপস্থাপনের সুবিধার জন্যই করা হয়ে থাকে। একজন উইকিপিডিয়ান হিসেবে আপনার প্রতি তাই আমার অনুরোধ থাকবে, যেকোন নিবন্ধ যা আপনি তৈরি করবেন তা যেন উইকিপিডিয়ার নিবন্ধের গঠনকাঠামো অনুযায়ী হয়। এ বিষয়ে এই নীতিমালাটি দেখতে পারেন। অথবা আপনার তৈরি করা নিবন্ধটির বিষয়ে ইংরেজি উইকির নিবন্ধ Ethnocentrism ও দেখতে পারেন। উইকিপিডিয়ায় আপনার অবদান অব্যাহত থাকুক :)  – তানভির (আলাপ) ০৬:১৭, ২৩ জুন ২০১৫ (ইউটিসি)উত্তর দিন


খাঁন টিপু সুলতান নিবন্ধে সম্পাদনা বিষয়ে সম্পাদনা

খাঁন টিপু সুলতান নিবন্ধটিতে আপনার সম্পাদনার জন্য ধন্যবাদ। কিন্তু আপনার সম্পাদনায় কিছু ধ্বংসপ্রবণতা লক্ষণীয় হওয়ায় আপনার সম্পাদনাটি রিভার্ট করা হল।এইখানে গেলে আপনি বুঝতে পারবেন আপনি কি ভুল করেছেন। আমার মনে হয় আপনি সাহায্য:সূচী দেখলে আপনি উপকৃত হবেন। ইকবাল হোসেন (আলাপ) ১৪:৩৪, ২৫ জুন ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

'খাঁন টিপু সুলতান' নিবন্ধ বিষয়ক সম্পাদনা

আপনি 'এড. খাঁন টিপু সুলতান' শিরোনামে একটি নিবন্ধ তৈরি করেছেন; কিন্তু এডভোকেট কারো নামাংশ নয় বিধায় নিবন্ধটি 'খাঁন টিপু সুলতান' শিরোনামে স্থানান্ত করা হয়েছে। অনুগ্রহ করে 'এড. খাঁন টিপু সুলতান' সম্পর্কিত আপনার সমস্ত সংস্কার / সম্পাদনা খাঁন টিপু সুলতান সিবন্ধটিতে সম্পাদন করুন এবং 'এড. খাঁন টিপু সুলতান' নিবন্ধটিতে কোনরূপ সম্পাদনা হতে বিরত থাকুন (নিবন্ধটিকে বর্তমান রূপেই রাখতে সহায়তা করুন)। - Ashiq Shawon (আলাপ) ১৫:২৮, ২৫ জুন ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

সতর্কবার্তা সম্পাদনা

বিভিন্ন নিবন্ধে লাগানো ট্যাগ অপসারণ করায় আপনাকে সতর্ক করা হচ্ছে। আপনার সৃষ্ট হবিবুর রহমান নিবন্ধে লাগানো ট্যাগ নিজেই সরাসরি অপসারণ করেছেন; ইতিপূর্বেও একই কাজ আপনি একধিকবার আপনার সৃষ্ট একাধিক নিবন্ধের ক্ষেত্রে করেছেন। দয়া করে এধরণের কর্মকান্ড হতে বিরত থাকুন এবং নিবন্ধের মানোন্নয়ন করে এগুলোকে স্ট্যান্ডার্ড লেভেলে আনুন। - Ashiq Shawon (আলাপ) ১৫:৩৯, ২৫ জুন ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

কপিরাইট সতর্কতা সম্পাদনা

প্রিয় ব্যবহারকারী, আপনার তৈরি কয়েকটি নিবন্ধে কপিরাৈইট ট্যাগ লাগানো হয়েছে, কারণ এটি উইকিপিডিয়ার কপিরাইট সংক্রান্ত নীতিমালা অনুসরণ করেনি। লেখাগুলো বিভিন্ন লিংক থেকে সরাসরি কপি করা। অনুগ্রহপূর্বক খেয়াল রাখুন, কপিরাইটকৃত লেখা মুক্ত হিসেবে অনুমতি প্রাপ্ত না হলে তা উইকিপিডিয়ায় ব্যবহার করা যায় না। আইনগত কারণে আমরা তাই কোনো ওয়েবসাইট থেকে কপিরাইটকৃত লেখা বা ছবি গ্রহণ করতে পারি না, এবং এধরনের যে-কোনো প্রকার সংযোজন দ্রুততার সাথে অপসারণ করা হয়। তবে আপনি বহিস্থ কোনো ওয়েবসাইটের লেখাকে সূত্র হিসেবে উল্লেখ করতে পারেন। উইকিপিডিয়া কপিরাইট লঙ্ঘনকে খুব সতর্কভাবে ও মনোযোগের সাথে বিবেচনা করে, এবং বারংবার কপিরাইট লঙ্ঘনকারীদের সম্পাদনায় বাধা প্রদান করা হয়। কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতায় আপনাকে স্বাগতম। যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:২৪, ২৬ জুন ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

June 2015 সম্পাদনা

  স্বাগতম, আলাপ পাতা অথবা উইকিপিডিয়ার এমন কোন পাতা যেখানে মুক্ত আলোচনার সুযোগ রয়েছে, যেমন ব্যবহারকারী আলাপ:NahidSultan, সেখানে মন্তব্য প্রদানের পর আপনার স্বাক্ষর যোগ করুন। পর পর চারটি টিল্ড চিহ্ন ( ~~~~ ) লেখার মাধ্যমে আপনি এটি করতে পারেন। এর মাধ্যমে আপনার সাক্ষর, ব্যবহারকারী নাম অথবা আইপি ঠিকানা এবং স্বাক্ষর করার সময় যুক্ত হয়ে যাবে। এছাড়া আপনি সম্পাদনা পাতার উপরের টুলবার হতে স্বাক্ষর বাটনে   ক্লিক করার মাধ্যমেও এটি করতে পারেন। স্বাক্ষর ব্যবহার করার ফলে উইকিপিডিয়ার অন্যান্য সম্পাদকরা জানতে পারবে যে ঐ নির্দিষ্ট মন্ত্যব্যটি কার দ্বারা এবং কখন যোগ করা হয়েছে। ধন্যবাদ যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:৫৯, ২৭ জুন ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

হবিবুর রহমান নিবন্ধ অপসারণ সম্পাদনা

গত ১ বছরের বেশি সময় থেকে হবিবুর রহমান নিবন্ধটি মান উন্নয়নের জন্য অনুরাধ করা হচ্ছে। অন্য ওয়েবসাইটের লেখা সরাসরি উইকিপিডিয়াতে যুক্ত করা যায় না। আগামী ১৫ জুন ১০১৬ এর মধ্যে নিবন্ধটির মান উন্নয়ন করা না হলে পরবর্তী যে কোনো দিন অপসারণ করা হবে। ---- নাসির খান সৈকতআলাপ ০৬:০৩, ৮ জুন ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের তালিকা নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের তালিকা নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারন নীতিমালা অনুসারে অপসারনের যোগ্য কিনা এই বিষয়ে মতামততের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের তালিকা পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারন প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চ মানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ত্ব দেওয়া হবে।

অপসারন প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবে। অপসারন প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারন প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। --জয়ন্ত (আলাপ - অবদান) ১৮:১০, ৬ আগস্ট ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

উইকিমিডিয়ার ভবিষ্যৎ নির্ধারণী প্রক্রিয়ায় আপনার মন্তব্য প্রয়োজন :) সম্পাদনা

সুপ্রিয় Tapu Mondol,
আগামী ১৫ বছরে আমাদের লক্ষ্য কী হওয়া উচিত, আমরা নিজেদের কোথায় দেখতে চাই এবং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কী হতে পারে - এই প্রশ্নগুলোর উত্তর নির্ণয় করতে উইকিপিডিয়া/উইকিমিডিয়ার সাথে জড়িত সবার (পাঠক, সম্পাদক, স্বেচ্ছাসেবক ও অন্যান্য অবদানকারী) সার্বিক মতামত প্রয়োজন। দয়া করে কৌশল নির্ধারণী আলোচনায় আপনার মত প্রকাশ করুন। উইকিপিডিয়া বা উইকিমিডিয়ার বাংলা প্রকল্পগুলোর ব্যাপারে আপনার যেকোন মতামতকে আমরা স্বাগত জানাই। ধন্যবাদ।

কৌশল নির্ধারণী আলোচনার সমন্বয়কদের পক্ষে,
নাহিদ (আলাপ), তানভির (আলাপ) ও জয়ন্ত (আলাপ)
বুধবার ১৮:১২, ২২ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

বোর্ড নির্বাচনে প্রার্থী হবার জন্য আহ্বান সম্পাদনা

সুপ্রিয় Tapu Mondol,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টি উইকিমিডিয়া ফাউন্ডেশনের কার্যক্রম তদারকি করে। উপলব্ধ আসনগুলি পূরণ করার জন্য সম্প্রদায়ের প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন। প্রার্থীদের মনোনয়নপত্র গ্ৰহণ ৯ জুন ২০২১ তারিখে শুরু হয়েছে। আপনিও একজন প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে এই পাতাটি পড়ুন এবং যোগ্য হলে নিশ্চিন্তে এই পাতায় আপনার মনোনয়নপত্র জমা দিন, সারাবিশ্বের উইকিমিডিয়া সম্প্রদায় আপনার অপেক্ষায়!!
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:২৪, ১০ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন