বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

--অভ্যর্থনা কমিটি বট (আলাপ) ১২:৫৬, ৯ নভেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

ভৌতিক গল্প নিবন্ধ সম্পর্কে সম্পাদনা

ভাইয়া, বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য ধন্যবাদ। আপনি ভৌতিক গল্প শিরোনামে নতুন একটি নিবন্ধ তৈরি করেছেন। কিন্তু একই বিষয়বস্তুর ভৌতিক সাহিত্য নামে একটি নিবন্ধ অনেক আগেই তৈরি করা হয়েছে। তাই "ভৌতিক গল্প" নামে নতুন নিবন্ধ অপ্রয়োজনীয়।

তাছাড়া, ভৌতিক গল্প শব্দবন্ধটির অর্থ সীমিত। বরং ভৌতিক কাহিনী বা সাহিত্য বললে গল্প-উপন্যাস দুটোই বোঝানো হয়। ইংরেজিতে দেখবেন en:Horror fiction আছে, Horror story বা novel নয়। এভাবে নিবন্ধটির নামকরণ অযৌক্তিক। সুতরাং নিবন্ধটিতে আর কাজ না করলে ভালো হয়, সম্ভব হলে অপসারণ ট্যাগ দিতে পারেন। আর "ভৌতিক সাহিত্য" নিবন্ধে গঠনমূলক সম্পাদনা করতে পারেন। মুহাম্মদ (আলাপ) ০১:১৬, ১ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

আমন্ত্রণ সম্পাদনা

 

উইকিপ্রকল্প ইসলামে অংশগ্রহণ করার জন্য আপনাকে আমন্ত্রণ জানানো হচ্ছে, এটি ইসলামমুসলমানদের সাথে সম্পর্কিত নিবন্ধসমূহের মানোন্নয়ন ও সংস্কারের জন্য উৎসর্গীকৃত একটি প্রকল্প।

বর্তমানে আমরা এ প্রকল্পের উন্নতিকল্পে কাজ করছি; আপনিও আমাদের সাথে স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করে ইসলামী নিবন্ধগুলিকে মানসম্মত পর্যায়ে আনতে সাহায্য করতে পারেন। ধন্যবাদ আপনাকে; আপনার উইকি সম্পাদনা শুভ হোক।

-- Muḥammad (আলাপ) ০৯:১৪, ২১ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ছোট ও উৎসবিহীন নিবন্ধ সম্পাদনা

ভাই, উইকিতে আপনাকে স্বাগতম। লক্ষ্য করছি আপনি ইসলাম সম্পর্কিত কিছু নিবন্ধ তৈরি করছেন। এর জন্ম আপনাকে ধন্যবাদ। কিন্তু নিবন্ধ গুলো ছোট এবং কোন রেফারেন্স নেই। দয়াকরে নিবন্ধ গুলো আরও একটু বড় করার চেষ্টা করুন যাতে নিবন্ধের বিষয়বস্তু সম্পর্কে ধারণা পাওয়া যায় এবং অনুবাদ করার সময় ইংরেজি উইকির রেফারেন্স গুলো কপি করে নিবন্ধে পেস্ট করবেন। ধন্যবাদ। কায়সার আহমাদ (আলাপ) ০৩:৫২, ৩০ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

কিছু পরামর্শ সম্পাদনা

আপনি  ভিজুয়াল এডিটর দিয়ে যেভাবে তথ্যসূত্র কপিপেস্ট করছেন তেমনই করুন । নিবন্ধের প্রয়োজনে ইংরেজি উইকি থেকে তথ্যসূত্র কপি করা লাগলে দ্বিতীয় বন্ধনীর }} আগে |language=ইংরেজি লিখে দিন।

উদাহরণ: {{ওয়েব উদ্ধৃতি|....... বিভিন্ন লেখা.... }} এই রকম টেমপ্লেটে মধ্যে সেখানে ইচ্ছা |language=ইংরেজি দিলেই হল। যেমন: {{ওয়েব উদ্ধৃতি|....... বিভিন্ন লেখা.... |language=ইংরেজি}} (নমুনা)। আর বহিঃসংযোগের ক্ষেত্রে :
* [www.omuk.kom অমুক] হলে এই রকম * [www.omuk.kom অমুক] {{en}} দিবেন। বিঃদ্রঃ তথ্যসূত্র ও বহিঃসংযোগের ওয়েবসাইট বাংলা ভাষার হলে এই সব কিছুই দিতে হবে না।

ইংরেজি তথ্যসূত্র দিলে উক্তিসহ যোগ করবেন না। উক্তিসহ দিলে বাংলায় অনুবাদ করে দিবেন । দ্বিতীয় বন্ধনীর }} আগে </nowiki>|trans-title=     বসান । trans-title= অংশে মূল শিরোনামের অনুবাদ দিতে হয়; অর্থাৎ মূল শিরোনাম যদি হয় "History of Bangladesh" তাহলে trans-title= হবে "বাংলাদেশের ইতিহাস" । এটা করতে পারলে সবচেয়ে  ভাল হয় । আর সম্পাদনা সম্পর্কিত যেকোন পরামর্শের জন্য আমার আলাপ পাতায় বার্তা রাখতে পারেন ।--- Muḥammad (আলাপ) ১৫:১০, ৩ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

কিছু বহিঃসংযোগ সম্পাদনা

"তথ্যসূত্র যোগ করা" সম্বন্ধে কিছু বাঙলা ভিডিও ।

ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন সম্পাদনা

 

সুপ্রিয় Tahmid Hossain Mubin,

আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী  সকলের জন্যই মুক্ত। 

উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। 

ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন  ও  উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন।

প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার

  • প্রথম পুরস্কার - ৳  ৩০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • দ্বিতীয় পুরস্কার - ৳ ২০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো
  • তৃতীয় পুরস্কার - ৳ ১০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • পঞ্চম থেকে দশম পুরস্কার - ৳ ৫০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো

বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার  পাঠানো হবে  ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে।  বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। 

প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম।

শুভেচ্ছা সহ,
জয়ন্ত দা
১৩:৪০, ৩১ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

বোর্ড নির্বাচনে প্রার্থী হবার জন্য আহ্বান সম্পাদনা

সুপ্রিয় Tahmid Hossain Mubin,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টি উইকিমিডিয়া ফাউন্ডেশনের কার্যক্রম তদারকি করে। উপলব্ধ আসনগুলি পূরণ করার জন্য সম্প্রদায়ের প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন। প্রার্থীদের মনোনয়নপত্র গ্ৰহণ ৯ জুন ২০২১ তারিখে শুরু হয়েছে। আপনিও একজন প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে এই পাতাটি পড়ুন এবং যোগ্য হলে নিশ্চিন্তে এই পাতায় আপনার মনোনয়নপত্র জমা দিন, সারাবিশ্বের উইকিমিডিয়া সম্প্রদায় আপনার অপেক্ষায়!!
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:২৪, ১০ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন