ব্যবহারকারী আলাপ:Tahmid/সংগ্রহশালা ১

সাম্প্রতিক মন্তব্য: Aftabuzzaman কর্তৃক ৬ বছর পূর্বে "স্বয়ংক্রিয় পরীক্ষণ" অনুচ্ছেদে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

বিষয়শ্রেণী সম্পাদনা

প্রিয় সুধী, উইকিতে আপনার অবদানের জন্য ধন্যবাদ। বিষয়শ্রেণী সম্পর্কে একটি কথা, যেখানে উপবিষয়শ্রেণী যুক্ত আছে সেখানে মুল বিষয়শ্রেণী দয়াকরে যুক্ত করবেন না। যেমন ইসলাম যেখানে আছে সেখানে ইসলাম ধর্ম যুক্ত করা, ধর্মীয় উপাধি উপাধির উপবিষয়শ্রেণী। প্রয়োজনে ইংরেজি নিবন্ধের বিষয়শ্রেণী দেখতে পারেন, আরও জানতে উইকিপিডিয়া:বিষয়শ্রেণীকরণ দেখতে পারেন। ধন্যবাদ >>কায়সার আহমাদ (আলাপ) ০৫:০৯, ২১ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

গণহারে টেমপ্লেট যোগ সম্পাদনা

জনাব, আপনি গণহারে টেমপ্লেট যোগ করছেন যা করার দরকার নেই। এই কাজটি আমরা বট দিয়েও করতে পারি। আর আপনি এই কাজ করতে যেয়ে সাম্প্রতিক পরিবর্তন ভাসিয়ে দিচ্ছেন। সময় ব্যয় করে টেমপ্লেট যোগ না করে নিবন্ধ সম্পাদনা করেন। ধন্যবাদ --আফতাব (আলাপ) ১৬:৫৬, ২৫ জুলাই ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

সুপ্রিয় আফতাবুজ্জামান,

নিবন্ধের আলাপ পাতায় টেমপ্লেটগুলো যে বট ব্যবহার করে লাগানে যেতে পারে তা আমার জানা ছিল না। বিষয়টি সম্পর্কে জানানোর জন্য আসংখ্য ধন্যবাদ।T@hmid02016 (আলাপ) ০১:২৯, ২৬ জুলাই ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য একটি পদক সম্পাদনা

  বিশেষ পদক
বাংলা উইকিপিডিয়াতে নিয়মিত ধৈর্যসহকারে নিবন্ধে সম্পাদনার মাধ্যমে সেগুলোর মানোন্নন করে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার জন্য আপনাকে এই পদক দিলাম। Apurba2017 (আলাপ) ১০:৩৪, ২৮ আগস্ট ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

বিষয়শ্রেণীতে সম্পাদনা সম্পাদনা

নীল, বাদামী, ধূসর প্রভৃতি বিষয়শ্রেণীতে দেখলাম "মূল বিষয়শ্রেণী" টেমপ্লেট যোগ করেছেন, কিন্তু "নীলের বর্ণচ্ছটা" জাতীয় টেমপ্লেটগুলো মুছে দেয়ার কারণ কী? ইলাস্ট্রেশন হিসেবে ইংরেজি ও অন্যান্য উইকির বিষয়শ্রেণীতেও টেমপ্লেটগুলো ব্যবহৃত হয়েছে। এছাড়া একাধিক টেমপ্লেট থাকলে কোনো সমস্যা হয়না। আর আপনার ডিভাইসে অনুল্লেখ্য অপশন যদি থাকে তবে এরকম সম্পাদনায় সেটা ক্লিক করে রাখবেন। টুকিটাকির পাশাপাশি নিবন্ধগুলোতে গঠনমূলক সম্পাদনা আশা করছি। রেজওয়ান (আলাপ) ১৫:৪০, ৯ সেপ্টেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

গানের নিবন্ধ প্রসঙ্গে সম্পাদনা

সুধী, বাংলা উইকিপিডিয়ায় আপনার নিরলস অবদানের জন্য ধন্যবাদ। সম্প্রতি আপনাকে গানের নিবন্ধ তৈরি করতে দেখা যাচ্ছে। সঙ্গীত রেকর্ড বা সঙ্গীত রেকর্ডের তালিকার ক্ষেত্রে সেই রেকর্ডের শিল্পীর নামে যদি কোন নিবন্ধ না থাকে এবং কেন বিষয়টি গুরুত্বপূর্ণ তা নির্দেশ না করে, তবে সেই নিবন্ধ দ্রুত অপসারণের জন্য বিচারধারার আওতাভূক্ত। এই অপসারণ এড়াতে প্রথমে আপনার করণীয় হবে আপনার প্রণীত গানের নিবন্ধের শিল্পী 'আলেক্সান্দ্রা স্তান' ('আলেকজান্দ্রা স্টান' নয়) এর নিবন্ধ তৈরি করা। বাংলা উইকিপিডিয়ায় আপনার পথচলা আরও বেগবান হোক। -- ওয়াকিম (আলাপ) ০৯:১২, ১৫ অক্টোবর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

@Wakim32: আমাকে বিষয়টি জানানোর জন্য ধন্যবাদ। আমি বর্তমানে একটি নিবন্ধ নিয়ে কাজ করছি। নিবন্ধটি লেখা শেষ হলে সংগীত শিল্পীর নামে নিবন্ধটি তৈরি করব। আর আপনার উল্লেখিত নামের বানান "আলেক্সান্দ্রা স্তান" কোথায় পেয়েছেন জানালে খুশি হব। কারণ ইংরেজী উইকিতে প্রদত্ত নাম Alexandra এর জন্য বাংলাতে "আলেকজান্দ্রা"ই লেখা রয়েছে। বাউন্ডুলে দার্শনিক (আলাপ) ০৯:২৫, ১৫ অক্টোবর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
উইকিপিডিয়া:বাংলা ভাষায় রোমানীয় শব্দের প্রতিবর্ণীকরণ দেখুন অথবা এই ভিডিওটি দেখুন।-- ওয়াকিম (আলাপ) ০৯:২৮, ১৫ অক্টোবর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
আপনার সুপরামর্শ/উপদেশ-এর জন্য অনেক ধন্যবান। আশা করি ভবিষ্যতেও যদি আমার কোনো ভুল হয় তবে আপনি এভাবেই সাহায্য করবেন। বাউন্ডুলে দার্শনিক (আলাপ) ১৩:২৭, ১৫ অক্টোবর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ভয় সম্পাদনা

@তাহমীদ ভাই, আপনি মুহাম্মাদের সমালোচনা পাতায় কেন লেখতে গেলেন? ভয় পাননি? আপনি তো বাংলাদেশেই থাকেন, তাছাড়া আপনি ২০০৪ সালে অর্থাৎ বেশী আগেনা জন্মগ্রহণ করেছেন। প্রতিভা মনির (আলাপ) ০৬:৫৮, ২ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

@প্রতিভা মনির: মুহাম্মাদের সমালোচনা নিবন্ধটি সম্পাদনা করা যাবে না এরকম কোনো কথা সম্ভবত বাংলাদেশের সংবিধানে বা উইকিপিডিয়ার নীতিমালাতে লেখা নেই। তাই যে কেউই পাতাটি সম্পাদনা করতে পারে। বাউন্ডুলে দার্শনিক (আলাপ) ০৭:০৬, ২ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
@তাহমীদ ভাই, এদেশে এমনিতেই অনেক প্রবলেম, অনেক জিহাদী জঙ্গী আছে, একটু ভাবুন, পুলিশ দূর্নীতিবাজ, সবই তো ফাউল। প্রতিভা মনির (আলাপ) ০৭:১০, ২ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
@প্রতিভা মনির: আপনার কথা শুনে হাসি এল। এইসবের ভয়ে কেউ উইকিপিডিয়াতে সম্পাদনা বন্ধ করে দেবে বলে কি আপনার মনে হয়? ইংরেজি উইকিতেও এই নিবন্ধটি রয়েছে। তাই বলে কি কেউ তা সম্পাদনা করছে না? সেখানে সারা বিশ্বের লোকরা নিবন্ধটি দেখছে। বাংলাদেশের জঙ্গীগোষ্ঠি তবে কি সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা ঐ নিবন্ধে সম্পাদনাকারীদের খুজে বের করে তাদের পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেবে? যাই হোক, রাজনৈতিক আলোচনা করার স্থান উইকিপিডিয়া নয়। তাই এরকম কোনো আলোচনাও এখানে করা উচিত নয়। [একটি কথা: আমার নাম "তাহমিদ (তাহমীদ নয়)। অনুগ্রহপূর্বক ভবিষ্যতে কোথাও আমার নাম লিখার প্রয়োজন হলে "তাহমিদ" লিখেবেন (তাহমীদ লিখবেন না)।] বাউন্ডুলে দার্শনিক (আলাপ) ০৭:২৫, ২ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
@বাউন্ডুলে দার্শনিক ভাই, বাংলাদেশী জঙ্গীরা বিদেশের ভিসা পাবেনা তাতো জানি, কিন্তু আমরাও তো বিদেশের ভিসা পাবোনা, এদেশেই থাকতে হবে, আমি বাংলাদেশকে প্রগতিবাদী হিসেবে দেখতে চেতাম, কিন্তু অভিজিৎ রায় সহ বহু নাস্তিক ব্লগারের নৃশংস হত্যাকাণ্ডের পর আমি উইকিপিডিয়ায় সাহস করেই লেখালেখি শুরু করি, আবার পরে এলাকার তাবলীগের লোকদের আহ্বান (দাঁড়ি রাখা, টুপী পরা, পায়জামা-পাঞ্জাবি পরার) দেখে আমি খুবই দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম, ফলশ্রুতিতে আমি উইকিপিডিয়াতে ধ্বংসাত্মক কাজ-কর্ম শুরু করি এবং সকপাপেট বানাই (দেখুন), অনেক কিছুই বানাই, খুবই ভয় লাগে এদেশে, ভারতে কোনো ভয় নেই, ভারতে অনেক নাস্তিক আছেন যেমনঃ পিনাক দা, অরিন্দম দা সহ আরো অনেকে (ওদের প্রোফাইল দেখুন)। প্রতিভা মনির (আলাপ) ০৭:৪০, ২ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
@প্রতিভা মনির: দয়া করে এই সব আলোচনা এখানে করবেনা না। কে নাস্তিক কে আস্তিক তার সমালোচনা করা আমাদের কাজ না। আপনি যদি ভয় পান তবে নিজ পরিচয় গোপন করে লিখুন। উইকিতে লিখতে গেলে পরিচয় প্রকাশ করা বাধ্যতামূলক নয়। আফতাব (আলাপ) ২১:০০, ২ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আফতাব ভাইকে সমর্থন করছি। বাউন্ডুলে দার্শনিক (আলাপ) ০০:৪০, ৩ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

নতুন তথ্য সম্পাদনা

@তাহমিদ ভাই, কামাল হাসান এর আলাপ পাতায় নতুন তথ্য (রেফারেন্স সহ) দিয়েছি। প্রতিভা মনির (আলাপ) ১১:২২, ১৩ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

@তাহমিদ ভাই, হিন্দি ভাষায় कमल हासन এর উচ্চারণ কমল হাসন নয় কামাল হাসানই, হিন্দি ভাষায় क এর উচ্চারণ 'কা', বাংলা 'ক' নয়। প্রতিভা মনির (আলাপ) ১১:৩৬, ১৩ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
@তাহমিদ ভাই, বিভিন্ন ভারতীয় বাংলা পত্রিকায় কারীনা কাপুরের উচ্চারণ করিনা কাপুর দেখেছি। প্রতিভা মনির (আলাপ) ১১:৪০, ১৩ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

স্বয়ংক্রিয় পরীক্ষণ সম্পাদনা

 

হ্যালো Tahmid02016, আপনার অ্যাকাউন্টের সাথে স্বয়ংক্রিয় পরীক্ষণের সুবিধা যোগ করা হয়েছে, কারণ আপনি বিভিন্ন সময়ে মানসম্পন্ন ও গ্রহণযোগ্য সব নিবন্ধ সৃষ্টি করে চলেছেন। এই অধিকার আপনার সম্পাদনায় কোনো প্রভাব ফেলবে না। এটি শুধুমাত্র নতুন পাতা ও সম্পাদনা টহল বা পরীক্ষণের চাপ কমাবে। এই সুবিধাটি সম্পর্কে আরও জানতে উইকিপিডিয়া:স্বয়ংক্রিয় পরীক্ষণ পাতাটি দেখতে পারেন। এছাড়া আপনার কোনো প্রশ্ন থাকলে তা আমার আলাপ পাতায় রাখতে পারেন। আপনার সম্পাদনা আনন্দময় হোক! আফতাব (আলাপ) ১৬:৪৫, ২২ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

"Tahmid/সংগ্রহশালা ১"-এর ব্যবহারকারী পাতায় ফিরুন।