বাঙালি কায়স্থ
চিত্র:Maharaja Pratapaditya Ray-4.jpg
"কলিকাতার কায়স্থ", ১৯ শতকের প্রকাশিত একটি বই থেকে
ভাষা
বাংলা, হিন্দি, পাঞ্জাবি, মারাঠি, ওড়িয়া, অসমীয়া, মৈথিলিউর্দু
ধর্ম
হিন্দুধর্ম

বাঙালি কায়স্থ হল সনাতন ধর্মালম্বীদের একটি জাতি বিশেষ। সেন আমল থেকে ব্রাহ্মনের ঠিক পরেই কায়স্থরা গতানুগতিক ভাবে উচ্চজাতি হিসেবে গণ্য হত। [১] [২] বর্তমান কালেও ব্রাহ্মণ, কায়স্থ ও বৈদ্যদের উচ্চজাতি হিসেবে গণ্য করা হয়।[৩] [৪] কায়স্থ বলতেও এক শ্রেণীর উচ্চপদস্থ রাজকর্মচারীদের বোঝানো হতো, পরে জাতিবাচক সংজ্ঞায় পরিণত হয়। কায়স্থ নামে এক সম্প্রদায়ের মানুষ মহারাষ্ট্র, বাংলা ও উত্তর ভারতের বিভিন্ন জায়গায় বসবাস করে। গ্রামবাংলায় উচ্চজাতি বলতে 'বামুন-কায়েত' [৫] [৬] [৭] শব্দটি ব্যবহৃত হয়ে আসছে

  1. "তথ্য সূত্র, পৃ : ২৮" 
  2. "তথ্য সূত্র, পৃ : ২৫৯" 
  3. "তথ্য সূত্র" 
  4. "তথ্য সূত্র" 
  5. "উদ্ধৃতি,পৃ :১৬৩" 
  6. "উদ্ধৃতি,পৃ:১৩" 
  7. "উদ্ধৃতি,পৃ:১০" 
"Sreema1990/খেলাঘর"-এর ব্যবহারকারী পাতায় ফিরুন।