বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম সম্পাদনা

শাকিল (আলাপ · অবদান) ১১:৫০, ১৪ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ অনুবাদ সম্পূর্ণ করার বিষয়ে সম্পাদনা

সুধী! আপনি এবার উইকিপিডিয়া:অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২২ এ অংশগ্রহণ করেছেন এবং নদী নিবন্ধটি অনুবাদ করার কাজ হাতে নিয়েছেন। কিন্তু আপনি প্রায় গত ১৩ দিন ধরে নিবন্ধটিতে কোনোরূপ অনুবাদ বা সম্পাদনা করেননি। প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের তুলনায় নিবন্ধ সংখ্যা সীমিত। যেহেতু নিবন্ধটিতে অনেকদিন ধরে কোনো কাজ করা হয়নি তাই এটি অন্য ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হতে পারে। এজন্য, প্রতিযোগিতার নিয়মানুসারে নিবন্ধটির অনুবাদ সম্পূর্ণ করুন এবং শেষ হলে এখানে জমা দিন। ধন্যবাদ। -- মোঃ মারুফ হাসান (আলাপ) ১৫:৫৪, ২৪ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২২ নিবন্ধ পর্যালোচনা অবহিতি সম্পাদনা

সুপ্রিয়, বাংলা উইকিপিডিয়ার অমর একুশে নিবন্ধ মানোন্নয়ন প্রতিযোগিতায় অংশ নেওয়ায় আপনাকে অভিনন্দন। আপনি দি আয়রন ব্রিজ নিবন্ধটি সাবলীলভাবে অনুবাদ না করেই জমা দিয়েছেন এবং যান্ত্রিক অনুবাদ পরিলক্ষিত হচ্ছে। প্রতিযোগিতার নিয়মানুযায়ী, নিবন্ধ সম্পূর্ণ অনুবাদ করতে হবে, অসম্পূর্ণ-অর্ধ বা যান্ত্রিক অনুবাদ গ্রহণযোগ্য হবে না। তাই আপনার নিবন্ধটি এই মুহুর্তে গৃহীত হয়নি। অনুগ্রহপূর্বক অনুবাদ সম্পূর্ণ করুন। ⋯Aishik Rehman (আলাপ) ০৯:১০, ২০ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আপনার নিবন্ধটি গৃহীত হয়নি/নদী সম্পাদনা

সুপ্রিয়, বাংলা উইকিপিডিয়ার অমর একুশে নিবন্ধ মানোন্নয়ন প্রতিযোগিতায় অংশ নেওয়ায় আপনাকে অভিনন্দন। আপনি নদী নিবন্ধটি সাবলীলভাবে অনুবাদ না করেই জমা দিয়েছেন এবং যান্ত্রিক অনুবাদ পরিলক্ষিত হচ্ছে। প্রতিযোগিতার নিয়মানুযায়ী, নিবন্ধ সম্পূর্ণ অনুবাদ করতে হবে, অসম্পূর্ণ-অর্ধ বা যান্ত্রিক অনুবাদ গ্রহণযোগ্য হবে না। তাই আপনার নিবন্ধটি এই মুহুর্তে গৃহীত হয়নি। অনুগ্রহপূর্বক অনুবাদ সম্পূর্ণ করুন।⋯Aishik Rehman (আলাপ) ১৬:৫৬, ২৪ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আপনার নিবন্ধটি গৃহীত হয়নি/ডিম্বগ্রন্থিচ্ছেদন সম্পাদনা

সুপ্রিয়, বাংলা উইকিপিডিয়ার অমর একুশে নিবন্ধ মানোন্নয়ন প্রতিযোগিতায় অংশ নেওয়ায় আপনাকে অভিনন্দন। আপনি ডিম্বগ্রন্থিচ্ছেদন নিবন্ধটি সাবলীলভাবে অনুবাদ না করেই জমা দিয়েছেন এবং যান্ত্রিক অনুবাদ পরিলক্ষিত হচ্ছে। প্রতিযোগিতার নিয়মানুযায়ী, নিবন্ধ সম্পূর্ণ অনুবাদ করতে হবে, অসম্পূর্ণ-অর্ধ বা যান্ত্রিক অনুবাদ গ্রহণযোগ্য হবে না। তাই আপনার নিবন্ধটি এই মুহুর্তে গৃহীত হয়নি। অনুগ্রহপূর্বক অনুবাদ সম্পূর্ণ করুন। ⋯Aishik Rehman (আলাপ) ১৬:৫৬, ২৪ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

অনুচ্ছেদ অনুবাদ নিয়ে আপনার অভিজ্ঞতা আমাদের জানান এবং সরঞ্জামটি উন্নত করে তুলতে সহায়তা করুন সম্পাদনা

সুপ্রিয় Shubhraprakash Chowdhury

আমি উজোমা অজুরুম্বা, উইকিমিডিয়া ফাউন্ডেশনের ল্যাঙ্গুয়েজ দলের সাথে কমিউনিটি রিলেশনস স্পেশালিস্ট হিসেবে কাজ করছি। আমাদের দল অনুচ্ছেদ অনুবাদ সরঞ্জাম উন্নতকরণ নিয়ে কাজ করছে। আমরা বাংলা উইকিপিডিয়ায় সাম্প্রতিক অবদানে এই সরঞ্জামের ব্যভার দেখেছি। আপনার মূল্যবান অবদানের ভিত্তিতে, আমরা অনুচ্ছেদ অনুবাদ সরঞ্জাম ব্যবহারের ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা নিয়ে আরো জানতে চাই। এর মাধ্যমে আমরা সরঞ্জামটি উন্নত করে তুলতে পারব।

আমার দল অত্যন্ত খুশি হবে যদি আপনি পৃথিবীর যেকোনো স্থানের সময় অনুযায়ী আগামী ১০ই মের মধ্যে এই জরিপটিতে অংশগ্রহণ করতে পারেন। এর মাধ্যমে আমরা সরঞ্জামটি উন্নত করব এবং আপনাকে আরো ভালোভাবে সহায়তা করতে পারব। গোপনীয়তার বিবৃতির লিঙ্ক

ধন্যবাদ, এবং আমরা আপনার অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

UOzurumba (WMF) (আলাপ) ০৩:০৭, ৪ মে ২০২২ (ইউটিসি) ফাউন্ডেশনের ল্যাঙ্গুয়েজ দলের পক্ষ থেকে, অনুবাদ করেছেন User: Ankan (WMF)উত্তর দিন