বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

ব্যবহারকারীর উদ্দেশ্যে সম্পাদনা

সম্মানিত ব্যবহারকারী, আশা করি ভাল আছেন। উইকিপিডিয়ার যেকোন বিষয়ে আলোচনা করতে আপনি আলাপ পাতাটি ব্যবহার করতে পারেন। আপনার মূল্যবান উপদেশের জন্য আমি কৃতজ্ঞ থাকব।

Ranak Ahammad Shaon (আলাপ) ০২:২৬, ৫ মে ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

সাহায্য চাই সম্পাদনা

 
এই সাহায্যের আবেদনটির উত্তর প্রদান করা হয়েছে। আপনার যদি আরও সাহায্যের প্রয়োজন হয়, তবে আপনি আপনার আলাপ পাতায় আরেকটি প্রশ্ন করতে পারেন, অথবা আপনি সাহায্যকারী ব্যবহারকারীর আলাপ পাতায় সরাসরি প্রশ্ন করতে পারেন।

আমি উইকিপিডায়ার একজন নতুন ব্যবহারকারী। অনুগ্রহপূবর্ক সাহায্য করুন।কিভাবে একটি বাংলা নিবন্ধকে অন্যভাষার নিবন্ধের সাথে সংযোজন করতে হয়?

উত্তর সম্পাদনা

বাংলা উইকিপিডিয়ার বাম পাশে "ভাষা" রয়েছে, সেখানে "আন্তঃউইকি সংযোগ দিন" এ ক্লিক করলে "পাতার সাথে সংযোগ" আসবে, ভাষার স্থানে যে ভাষার উইকিপিডিয়ার সাথে সংযোগ করতে চান সে ভাষা লিখবেন, (ধরুন ইংরেজি উইকির সাথে সংযোগ দিতে চান তাহলে ভাষার স্থানে English বা en লিখলে enwiki সিলেক্ট করবেন) তারপর পাতার স্থানে যে নিবন্ধের সাথে যুক্ত করতে চান সে নিবন্ধের নাম, লক্ষ করুন প্রায় একই(কাছাকাছি) নামে অনেক নিবন্ধ থাকতে পারে তাই নিবন্ধ সিলেক্ট করার আগে ভাল করে নাম দেখে সিলেক্ট করুন। এর পর পাতার সাথে সংযোগ ক্লিক করুন সেখানে আপনার পছন্দের ভাষার নিবন্ধের নামের উপর ক্লিক করলে ওই পাতায় যাবে, যদি যায় তাহলে নিশ্চিত করুন ক্লিক করুন। পরবর্তিতে কোন সমস্যা হলে আমার আলাপ পাতায় বার্তা রেখে আসতে পারেন। উইকিপিডিয়ায় সম্পাদনা শুভ হোক। ধন্যবাদ। :) Foysol (আলাপ) ০৪:৫৮, ৫ মে ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ সম্পাদনা

শ্রদ্ধেয় ফয়সাল ভাই, মূল্যবান উপদেশ প্রদানের জন্য অসংখ্য ধন্যবাদ। Ranak Ahammad Shaon (আলাপ) ১৩:৪১, ৫ মে ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

 
সুপ্রিয় Ranak Ahammad Shaon,

উইকিমিডিয়া বাংলাদেশের আয়োজনে ও জাগো নিউজের সহযোগিতায় চলছে বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯। অংশ নিন, নিবন্ধ লিখুন ও পুরস্কার জিতুন। ১ জুলাই থেকে শুরু হওয়া প্রতিযোগিতাটি চলবে ৩১ আগস্ট পর্যন্ত। ধন্যবাদ।

আয়োজক কমিটির পক্ষে,
নাহিদ সুলতান (আলাপ)
বৃহস্পতিবার ৫:৫৫, ০৪ জুলাই ২০১৯ (ইউটিসি)

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ সম্পাদনা

 

সুপ্রিয় অবদানকারী,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১। এ প্রতিযোগিতার মাধ্যমে নির্দিষ্ট তালিকা হতে বাংলা উইকিপিডিয়ার বিদ্যমান নিবন্ধসমূহের মানোন্নয়ন করা হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তথা গত ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত পূর্বের নিবন্ধ প্রতিযোগিতায় আপনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন, তাই এ বছরের প্রতিযোগিতায়ও আপনাকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আয়োজক দলের পক্ষে — অংকন (আলাপ) ~~