বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

অক্টোবর 2019 সম্পাদনা

  উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। যে-কেউ এই বিশ্বকোষে গঠনমূলক সম্পাদনা করতে পারেন। তবে, অনুগ্রহ করে কোনো নিবন্ধ বা উইকিপিডিয়া পাতায় বিজ্ঞাপনী বা প্রচারণামূলক উপকরণ বা তথ্যাদি যোগ করবেন না , যেমনটি আপনি করেছেন হিজিবিজি-এ। বিজ্ঞাপন এবং উইকিপিডিয়াকে "প্রচারমাধ্যম" হিসেবে ব্যবহার করা থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে। অনুগ্রহ করে স্বাগত পাতা দেখে নিন এবং উইকিপিডিয়া সম্পর্কে জানুন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:০৬, ১৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

রাজ্য জ্যোতি নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা সম্পাদনা

 

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য রাজ্য জ্যোতি নামক পাতাটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। এটি দ্রুত অপসারণের জন্য বিচারধারার স১ অনুচ্ছেদ অনুযায়ী করা হয়েছে, কারণ এই পাতাটিতে পূর্বেও কখনো গঠনমূলক কোনো তথ্য সংযোজিত হয়নি, অথবা নিবন্ধের অধিকাংশ স্থানে স্পষ্টত অর্থহীন শব্দ ব্যবহার করা হয়েছে। আপনি যদি পরীক্ষা করার জন্য এই নিবন্ধটি তৈরী করে থাকেন, তবে অনুগ্রহ করে খেলাঘর পাতায় আপনার এই ধরনের পরীক্ষাগুলো সম্পন্ন করুন। এই বিষয়ে কোনো তথ্য জানার থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে যেয়ে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোনো নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে, কোনো দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। — Meghmollar2017আলাপ০৩:৪৮, ২৯ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

মার্চ 2021 সম্পাদনা

  উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। যে-কেউ এই বিশ্বকোষে গঠনমূলক সম্পাদনা করতে পারেন। তবে, অনুগ্রহ করে কোনো নিবন্ধ ও উইকিপিডিয়া পাতায় বিজ্ঞাপন বা প্রচারণামূলক উপকরণ অথবা তথ্যাদি যোগ করবেন না, যেমনটি আপনি রাজ্য জ্যোতি-এ করেছেন। বিজ্ঞাপন এবং উইকিপিডিয়াকে প্রচারমাধ্যম হিসেবে ব্যবহার করা থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে। অনুগ্রহ করে স্বাগত পাতা দেখে নিন এবং উইকিপিডিয়া সম্পর্কে জানুন। ধন্যবাদ। — Meghmollar2017আলাপ০৩:৪৮, ২৯ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

জানুয়ারি 2022 সম্পাদনা

  প্রিয় ব্যবহারকারী, আমি NahidSultan। আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, আমি এক/একাধিক বাহ্যিক লিঙ্ক বা স্প্যাম হিসেবে বিবেচিত হতে পারে এমন লেখা সরিয়েছি যা আপনি সালমান খান পাতায় যোগ করেছিলেন, কারণ এটি একটি বিশ্বকোষের জন্য অনুপযুক্ত। আপনি যদি মনে করেন আমি ভুল করেছি, অথবা আপনার যদি এ বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে আপনি আমার আলাপ পাতায় একটি বার্তা রাখতে পারেন, অথবা লিঙ্ক সম্পর্কে আমাদের নির্দেশিকাগুলি একনজর দেখতে পারেন। আপনাকে ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:৪৮, ২১ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন