বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম সম্পাদনা

দরিদ্রতার পেছনে শিশুরা এবং শিশু শ্রম!! সম্পাদনা

শুভক্ষণ! আপনার লেখা দরিদ্রতার পেছনে শিশুরা এবং শিশু শ্রম!! নিবন্ধটিকে দারিদ্র্য এবং শিশুশ্রম শিরোনামে স্থানান্তর করা হয়েছে। নতুন শিরোনামে পরবর্তী সকল উন্নয়ন কাজ করার অনুরোধ করছি।⋯Aishik Rehman (আলাপ) ১২:১৫, ৮ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

আপনাকে অনেক ধন্যবাদ, আপনি কি আমাকে কিছু টিপস দিতে পারেন যে আমি কীভাবে আমার লেখার জন্য একটি শিরোনাম নিতে পারি? আমি নতুন। -- Rahul Roy (Abir) (আলাপ) ১৩:৪৮, ৮ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
শিরোনাম নির্ধারণ খুব একটা কঠিন কাজ না। শিরোনাম নির্ধারণে কিওয়ার্ড খুঁজে বের করতে পারেন। যেমন দরিদ্রতার পেছনে শিশুরা এবং শিশু শ্রম!! শিরোনামটি উপযুক্ত না হওয়ার কারণ-
  • এতে অহেতুক তিনটা আশ্চর্যবোধক (!!!) চিহ্ন দেওয়া হয়েছে। এগুলো দরকার নেই। শিরোনাম যতটা সম্ভব সহজ করার চেষ্টা করবেন।
  • এখানে মূল বিষয় কী? অবশ্যই দারিদ্র্য এবং শিশুশ্রম। তাহলে এটাকেই কেন আমরা শিরোনাম হিসেবে নিব না? এটা অধিক সহজ, অর্থবোধক এবং উত্তম।
  • প্রবন্ধটির জন্য পাঠকের যে রকম শব্দ দিয়ে খুঁজবার সম্ভাবনা খুব বেশি সেরকম শব্দই শিরোনাম হিসেবে নির্বাচন করতে হবে। সহজটাই তো খুঁজবে লোকজন। দরিদ্রতার পেছনে শিশুরা এবং শিশু শ্রম!! এতবড় লেখা লিখে কেউ গুগলে সার্চ করবেনা।
  • শিরোনাম এমন হতে হবে যাতে তা সুনিশ্চিতভাবে প্রবন্ধকে নির্দেশ করে এবং এমন ভাবে নির্বাচন করতে হবে যাতে সদৃশ অন্যান্য প্রবন্ধের সাথে সাযুজ্য বজায় থাকে।। দরিদ্রতার পেছনে শিশুরা এবং শিশু শ্রম!! নিবন্ধের কথা বললে দারিদ্র্যের পিছনে শিশুরা কথাটি কি ঠিক? না, কারণ নিবন্ধের বিষয় হল শিশুদের উপর দারিদ্র্যের প্রভাব, দারিদ্র্যের পিছনে শিশুরা নয়।
এগুলো আসলে আপনার খুব একটা কাজে দিবে না; নিতান্তই সাধারণ কথাবার্তা (●'◡'●)। তবে আপনার যদি শিরোনাম নির্ধারণে অসুবিধা হয় কখনও, কোনরকম দ্বিধাদ্বন্ধ ছাড়াই আমাকে জানাবেন। ⋯Aishik Rehman (আলাপ) ১৩:৩৬, ১৩ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
আরেকটা বিষয় আমার আলাপ ব্যতীত অন্য কোথাও আমাকে বার্তা দিতে চাইলে অবশ্যই বার্তার শুরুতে আমাকে {{উ|Aishik Rehman}} লিখে মেনশন করবেন, নয়তো আমি নোটিফিকেশন পাব না। দেখলেনই তো আপনার ৮ আগস্টের বার্তা চোখে পড়েছে আজ একমাস পরে! সেটাও হুট করে আপনার আপনার আলাপ পাতায় এমনিতেই এসেছিলাম বলে! -- ⋯Aishik Rehman (আলাপ) ১৩:৪০, ১৩ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

উইকি শিশুদের ভালোবাসে ২০২১ (তথ্য প্রদানের অনুরোধ) সম্পাদনা

উইকি শিশুদের ভালোবাসে ২০২১
১ অক্টোবর - ১৫ অক্টোবর, ২০২১

 

উইকি শিশুদের ভালোবাসে ২০২১ (উইকি লাভস চিল্ড্রেন) প্রতিযোগিতায় অংশগ্রহণপূর্বক শিশু প্রসঙ্গে নিবন্ধ তৈরির মাধ্যেম বাংলা উকিপিডিয়াকে সমৃদ্ধ করার প্রচেষ্টায় আপনাকে আন্তরিক ধন্যবাদ। অনুগ্রহ করে এই ফর্মটি পূরণ করুন এবং পুরস্কার ও সনদপত্র প্রদান সহ পরবর্তী ধাপগুলি সম্পন্ন করতে আমাদেরকে সহযোগিতা করুন৷

আপনার যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, তাহলে নির্দ্বিধায় আয়োজকদের সাথে যোগাযোগ করুন।


শুভেচ্ছান্তে,
Aishik Rehman
আয়োজক, উইকি লাভস চিল্ড্রেন
১৮:৪২, ১৭ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Aishik Rehman: দেরিতে জমা দেওয়ার জন্য আমি অত্যন্ত দুঃখিত. -- Rahul Roy (Abir) (আলাপ) ১২:১৭, ৩ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

উইকি শিশুদের ভালোবাসে ২০২১ পদক সম্পাদনা

 

উইকি শিশুদের ভালোবাসে ২০২১ পদক

প্রিয় Rahul Roy (Abir),
বাংলা উইকিপিডিয়ায় সম্প্রতি আয়োজিত, ‘উইকি শিশুদের ভালোবাসে ২০২১’ শীর্ষক নিবন্ধ লিখন প্রতিযোগিতায় অংশগ্রহণ করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রতিযোগিতায় শিশু বিষয়ক নিবন্ধ তৈরির মাধ্যমে বাংলা উইকিপিডিয়ার অগ্রযাত্রা ত্বরান্বিত করতে ভূমিকা রাখায়, শুভেচ্ছাস্মারক হিসেবে আপনাকে এই উইকিপদকটি প্রদান করা হলো। আশা করি বাংলা উইকিপিডিয়ার পথচলায় আপনার সরব ভূমিকা অব্যাহত থাকবে। সুস্থ, সুন্দর ও নিরাপদে থাকুন।
শুভেচ্ছান্তে,
Aishik Rehman
আয়োজক, উইকি লাভস চিল্ড্রেন
০৭:৪১, ২ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ । -- Rahul Roy (Abir) (আলাপ) ১২:১৯, ৩ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

দারিদ্র্য ও শিশুশ্রম নিবন্ধটি সম্পর্কে সম্পাদনা

@Rahul Roy (Abir) আপনার তৈরি করা দারিদ্র্য ও শিশুশ্রম নিবন্ধটিতে একটি সমস্যা পরিলক্ষিত হয়েছে। আপনার তৈরিকৃত নিবন্ধটির উপাদান বা উপাত্ত কোনো উৎস থেকে প্রতিলিপি করে এখানে আনা হয়েছে। উক্ত নিবন্ধে সম্পাদনা করার মাধ্যমে সমস্যাটির সমাধান করুন। এছাড়া যেকোনো প্রয়োজনে আপনার মেন্টরকে জানান অথবা আমার আলাপ পাতায় বার্তা দিন। ধন্যবাদ। Aishik Rehman (আলাপ) - ১৪:১২, ৩০ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

দারিদ্র্য ও শিশুশ্রম নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা

 

দারিদ্র্য ও শিশুশ্রম নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/দারিদ্র্য ও শিশুশ্রম পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। — হাসিব (আলাপ) ২০:৩৭, ৪ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন