--Oliur Rahman (আলাপ) ২০:৫২, ২৮ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি) == বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম ==উত্তর দিন

আপনার মানোন্নয়নকৃত বৃহদন্ত্র নিবন্ধটি গৃহীত হয়েছে সম্পাদনা

সুপ্রিয় Orsuhag,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অমর একুশে নিবন্ধ মানোন্নয়ন প্রতিযোগিতা ২০২১-এ অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার মানোন্নয়নকৃত বৃহদন্ত্র নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! ― অংকন (আলাপ) ১৮:৫১, ১৭ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা: তথ্য প্রদানের অনুরোধ সম্পাদনা

 

সুপ্রিয় অবদানকারী,
অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনি জেনে আনন্দিত হবেন যে, আপনার জমা দেয়া এক বা একাধিক নিবন্ধ প্রতিযোগিতায় গৃহীত হয়েছে। আপনাকে অভিনন্দন! আয়োজক দল পুরস্কার প্রদানের উদ্দেশ্যে তথ্য সংগ্রহ করছে। তাই আমরা আপনাকে এই ফর্মটি পূরণ করতে অনুরোধ করছি। দ্রষ্টব্য, গিফট ভাউচারের তথ্যাবলী ফর্মে প্রদত্ত ইমেইল ঠিকানাতে যাবে। যদি আপনি ইতোমধ্যেই ফর্মটি পূরণ করে থাকেন, তাহলে দয়া করে দ্বিতীয়বার পূরণ করবেন না। আপনার উইকি সম্পাদনা-যাত্রা শুভ হোক। প্রতিযোগিতার আয়োজক দলের পক্ষে — তানভির (আলাপ) ০৯:৫৭, ২৬ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ #২ সম্পাদনা

সুপ্রিয় Orsuhag,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনে ভোটার হওয়ার প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ড প্রকাশিত হয়েছে। ভোটারদের জন্য প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ডের বিস্তারিত এখানে পাওয়া যাবে। আপনি কি একজন সম্ভাব্য ভোটার, তাহলে এখনই অ্যাকাউন্টের যোগ্যতা যাচাই সরঞ্জামের মাধ্যমে পরীক্ষা করে এব্যাপারে নিশ্চিত হয়ে নিন।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৫৪, ১ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন

‎উইকিপিডিয়ার পাতায় চিত্র যোগ ২০২১ সম্পাদনা

 

সুপ্রিয় Orsuhag,
পৃথিবীর ৫০ টি দেশের ৫৬ টি সম্প্রদায়ের সাথে বাংলা উইকিপিডিয়ায়ও গত ১লা জুলাই থেকে শুরু হয়েছে উইকিপিডিয়ার পাতায় চিত্র যোগ ২০২১ প্রতিযোগিতা। উইকিমিডিয়া বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতাটি আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।
আন্তর্জাতিক এই ক্যাম্পেইনটির বৈশ্বিক পরিসংখ্যান অনুযায়ী প্রথম ছয়দিনে উন্নয়নকৃত নিবন্ধসংখ্যার হিসেবে বাংলা উইকিপিডিয়া অন্যান্য উইকিপিডিয়া সম্প্রদায়গুলোর ভেতরে শীর্ষ অবস্থানে ছিল। বাংলা উইকিপিডিয়ার পরে ছিল যথাক্রমে সার্বীয় উইকিপিডিয়া, মেসেডোনীয় উইকিপিডিয়া, তেলেগু উইকিপিডিয়া। কিন্তু সপ্তম দিনে এসে সার্বীয় উইকিপিডিয়া প্রথম, ইংরেজি উইকিপিডিয়া দ্বিতীয় এবং বাংলা উইকিপিডিয়া তৃতীয় অবস্থানে চলে আসে। পুরো পরিসংখ্যানটি দেখতে ক্লিক করুন এখানে তাছাড়া বৈশ্বিক পরিসংখ্যানে প্রথম দশজন প্রতিযোগীর ভেতর বাংলা উইকিপিডিয়ার অন্তত দুজন সম্পাদক রয়েছেন, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের।
বাংলা উইকিপিডিয়ার চিত্রবিহীন নিবন্ধগুলোতে চিত্র সংযোজনের মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশ নিয়ে উইকিপিডিয়াকে সমৃদ্ধ করতে সাহায্য করুন। প্রতিযোগিতায় অংশগ্রহণ ও নিয়মাবলি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এখানে

শুভেচ্ছান্তে,
আয়োজক দল
১৫:১০, ১২ জুলাই ২০২১ (ইউটিসি)

ইরিত্রিয়া সম্পাদনা

আপনি নিবন্ধটি নিয়ে কাজ করছেন? লক্ষ্য করুন আপনি কাজ না করলে, অন্যকে নিবন্ধটি অনুবাদের সুযোগ দেওয় হবে। -- আফতাবুজ্জামান (আলাপ) ২১:৫৩, ২৬ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আমি কাজ করছি। প্রথমে সম্পূর্ণ অনুবাদ করে, তারপর সম্পাদনা করব। -- Oliur Rahman ১৫:০১, ২৭ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আপনার মানোন্নয়নকৃত ইরিত্রিয়া নিবন্ধটি গৃহীত হয়েছে সম্পাদনা

সুপ্রিয় Orsuhag,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অমর একুশে নিবন্ধ মানোন্নয়ন প্রতিযোগিতা ২০২২-এ অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার মানোন্নয়নকৃত ইরিত্রিয়া নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! —শাকিল (আলাপ · অবদান) ০৫:১৯, ৩১ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আপনার মানোন্নয়নকৃত মানমন্দির নিবন্ধটি গৃহীত হয়েছে সম্পাদনা

সুপ্রিয় Orsuhag,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অমর একুশে নিবন্ধ মানোন্নয়ন প্রতিযোগিতা ২০২২-এ অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার মানোন্নয়নকৃত মানমন্দির নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! —শাকিল (আলাপ · অবদান) ০৭:৫৫, ২৩ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন

অনুচ্ছেদ অনুবাদ নিয়ে আপনার অভিজ্ঞতা আমাদের জানান এবং সরঞ্জামটি উন্নত করে তুলতে সহায়তা করুন সম্পাদনা

সুপ্রিয় Orsuhag

আমি উজোমা অজুরুম্বা, উইকিমিডিয়া ফাউন্ডেশনের ল্যাঙ্গুয়েজ দলের সাথে কমিউনিটি রিলেশনস স্পেশালিস্ট হিসেবে কাজ করছি। আমাদের দল অনুচ্ছেদ অনুবাদ সরঞ্জাম উন্নতকরণ নিয়ে কাজ করছে। আমরা বাংলা উইকিপিডিয়ায় সাম্প্রতিক অবদানে এই সরঞ্জামের ব্যভার দেখেছি। আপনার মূল্যবান অবদানের ভিত্তিতে, আমরা অনুচ্ছেদ অনুবাদ সরঞ্জাম ব্যবহারের ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা নিয়ে আরো জানতে চাই। এর মাধ্যমে আমরা সরঞ্জামটি উন্নত করে তুলতে পারব।

আমার দল অত্যন্ত খুশি হবে যদি আপনি পৃথিবীর যেকোনো স্থানের সময় অনুযায়ী আগামী ১০ই মের মধ্যে এই জরিপটিতে অংশগ্রহণ করতে পারেন। এর মাধ্যমে আমরা সরঞ্জামটি উন্নত করব এবং আপনাকে আরো ভালোভাবে সহায়তা করতে পারব। গোপনীয়তার বিবৃতির লিঙ্ক

ধন্যবাদ, এবং আমরা আপনার অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

UOzurumba (WMF) (আলাপ) ২০:৩৬, ২৫ এপ্রিল ২০২২ (ইউটিসি) উইকিমিডিয়া ফাউন্ডেশনের ল্যাঙ্গুয়েজ দলের পক্ষ থেকে, অনুবাদ করেছেন User: Ankan (WMF)উত্তর দিন

আপনার মানোন্নয়নকৃত উগান্ডা নিবন্ধটি গৃহীত হয়েছে সম্পাদনা

সুপ্রিয় Orsuhag,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অমর একুশে নিবন্ধ মানোন্নয়ন প্রতিযোগিতা ২০২২-এ অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার মানোন্নয়নকৃত উগান্ডা নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৩:০৬, ৮ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Yahya ধন্যবাদ। Oliur Rahman ১৪:৩১, ৮ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২২ - ফরম পূরণ করুন সম্পাদনা

সুপ্রিয়, অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নিয়ে নিবন্ধ তৈরি করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ। প্রতিযোগিতায় আপনার এক বা একাধিক নিবন্ধ গৃহীত হয়েছে ও আপনি শীর্ষ দশের একজন হয়েছেন। তাই পুরস্কার প্রদানের জন্য আমাদের আপনার কিছু তথ্য দরকার। অনুগ্রহ করে এই ফরমটি পূরণ করুন। ধন্যবাদ। অংকন ১৭:১০, ৩০ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন