বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

--অভ্যর্থনা কমিটি বট (আলাপ) ০৬:০০, ১৭ নভেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

লাউডস্পিকার সম্পাদনা

সুধী, নিবন্ধ প্রতিযোতিা ২০১৭ এ অংশ নেওয়ায় আপনাকে ধন্যবাদ। নিয়ম অনুসারে যান্ত্রিক বা গুগল ট্রান্সলেটরের অনুবাদ ব্যবহার করা যাবে না। আপনার উপরের তৈরি নিবন্ধটিতে যান্ত্রিক অনুবাদ ছিলো এবং অপসারণ করা হয়েছে। এখন নিবন্ধটি ভালো অনুবাদ যুক্ত করে আপনিও তৈরি করতে পারেন পুনরায় অথবা অন্য যেকেউ তৈরি করতে পারবেন। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:৪১, ৭ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

তথ্যসূত্র সম্পাদনা

সুধী, নিবন্ধ প্রতিযোতিা ২০১৭ এ অংশ নেওয়ায় আপনাকে ধন্যবাদ। আপনার তৈরি খাদ্যশস্য নিবন্ধটিতে কোন তথ্যসূত্র যোগ করা হয়নি। অনুগ্রহ করে, নিবন্ধটিতে তথ্যসূত্র যোগ করুন এবং কোথা থেকে নিবন্ধটি লিখেছেন তা সম্পাদনা সারাংশে উল্লেখ করুন। ধন্যবাদ। --- ইয়াহিয়া (আলাপ) ১৭:৪১, ৯ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ফেব্রুয়ারি 2017 সম্পাদনা

  উইকিপিডিয়াতে স্বাগতম। এটি এমন একটি বিশ্বকোষ যেখানে সকলেই অবদান রাখতে পারে, কিন্তু সম্প্রতি আপলোড করা আপনার কিছু ফাইলে, যেমন চিত্র:Copy of IMG 3310 - Copy - Copy (6) - Copy - Copy.JPG-এ, কপিরাইট সংক্রান্ত তথ্য নেই। মনে রাখবেন উইকিপিডিয়াতে মেধাস্বত্ব/কপিরাইট বিষয়টি অত্যান্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। এবং উইকিপিডিয়ায় আপলোড করা প্রতিটি ফাইলের কপিরাইট সংক্রান্ত তথ্য অন্য যে কেউ যাচাই করতে পারেন। উইকিপিডিয়াতে আপলোড করা ফাইলগুলোর কপিরাইট সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য, মিডিয়াফাইল সংক্রান্ত প্রশ্নসমূহ দেখুন। ধন্যবাদ। যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:৫৭, ৯ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

কপিরাইট সতর্কতা সম্পাদনা

সুধী, নিবন্ধ প্রতিযোগিতায় আপনার তৈরি সবগুলো নিবন্ধ অপসারণ করা হয়েছে কপিরাইট সমস্যার কারণে। এই প্রতিযোগিতায় ও উইকিপিডিয়াতে অন্য ওয়েবসাইটের কোন লেখা আপনি কপি করে যুক্ত করতে পারবেন না। যদি প্রতিযোগিতায় অংশ নিতে চান সেক্ষেত্রে নিবন্ধ সংশ্লিষ্ঠ ইংরেজি নিবন্ধ থেকে সম্পূর্ণ অনুবাদ করুন। এছাড়াও, বারংবার কপিরাইট লঙ্ঘনকারীকে উইকিপিডিয়া সম্পাদনায় বাধা প্রদান করা হয়ে থাকে। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:২১, ৯ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

 
সুপ্রিয় NASIM HAIDAR SAGOR,

উইকিমিডিয়া বাংলাদেশের আয়োজনে ও জাগো নিউজের সহযোগিতায় চলছে বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯। অংশ নিন, নিবন্ধ লিখুন ও পুরস্কার জিতুন। ১ জুলাই থেকে শুরু হওয়া প্রতিযোগিতাটি চলবে ৩১ আগস্ট পর্যন্ত। ধন্যবাদ।

আয়োজক কমিটির পক্ষে,
নাহিদ সুলতান (আলাপ)
বৃহস্পতিবার ৫:৫৫, ০৪ জুলাই ২০১৯ (ইউটিসি)

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ সম্পাদনা

 

সুপ্রিয় অবদানকারী,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১। এ প্রতিযোগিতার মাধ্যমে নির্দিষ্ট তালিকা হতে বাংলা উইকিপিডিয়ার বিদ্যমান নিবন্ধসমূহের মানোন্নয়ন করা হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তথা গত ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত পূর্বের নিবন্ধ প্রতিযোগিতায় আপনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন, তাই এ বছরের প্রতিযোগিতায়ও আপনাকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আয়োজক দলের পক্ষে — অংকন (আলাপ) ~~

ব্যবহারকারী পাতা কোন প্রোফাইল নয় সম্পাদনা

লক্ষ্য করুন যে ব্যবহারকারী:NASIM HAIDAR SAGOR পাতাটি কোন প্রোফাইল নয়। সহজভাবে, আপনার জীবন বৃত্তান্ত লেখার স্থান নয় (এই কারণে পূর্বে এটি মুছে ফেলা হয়েছিল)। হ্যাঁ, আপনি নিজের সম্পর্কে কিছু লিখতে পারেন, ও তা উইকি সম্পর্কিত হতে হবে।

আপনাকে বাংলা উইকির উন্নতিতে সাহায্য করতে আহ্বান জানাই। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৫১, ২১ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন