স্বাগতম সম্পাদনা

প্রিয় Mesbah, উইকিপিডিয়াতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনি উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে সহায়তা করবেন। কোনো প্রশ্ন থাকলে আমার আলাপ পৃষ্ঠায় বার্তা রাখুন। ধন্যবাদ। --বেলায়েত ১০:২৫, ১১ জুন ২০০৬ (UTC)

নিজের পরিচয় দিন সম্পাদনা

আপনার নিজের পরিচয় আপনার ব্যবহারকারীর পৃষ্ঠায় লিখুন। পৃষ্ঠাটিতে যাবার জন্য এখানে ক্লিক করুন। আপনার নিজের পরিচয় লিখে 'রক্ষা করুন' বাটনে ক্লিক করুন। কোনো প্রশ্ন থাকলে আমার আলাপ পৃষ্ঠায় বার্তা রাখুন। ধন্যবাদ। --বেলায়েত ১০:২৫, ১১ জুন ২০০৬ (UTC)

বাঙালি জাতি সম্পাদনা

আপনি বাঙালি জাতি নিবন্ধটিতে যা লিখেছেন তার অনেকগুলিই "পয়েন্ট অফ ভিউ", তথ্য নয়। অন্যদের করা correction গুলি আপনার পছন্দ না হলে আলাপ পাতায় মন্তব্য লিখুন। জোর করে আপনার পুরন লেখাটা বার বার পেস্ট করবেন না। তার মধ্যে অনেক জায়গাতেই আপনার লেখার মধ্যে অন্যরা পরিশ্রম করে লিঙ্ক বানিয়েছিল। আপনি আপনার পুরোনো প্লেন টেক্সট পেস্ট করায় সেগুলিও চলে গেছে! --সপ্তর্ষি(আলাপ | অবদান) ০৭:৪৮, ১৯ সেপ্টেম্বর ২০০৬ (UTC)

সাবধান সম্পাদনা

Dear Mesbah, আপনি কি আলাপ পাতা (এই ব্যবহারকারী আলাপ পাতা) ও বাঙালি জাতি নিবন্ধের আলোচনা পাতা পড়ছেন? আপনি কিন্তু ছমাস আগেকার উপরে লেখা মন্তব্যে কর্ণপাত করেন নি। আপনি বার বার একই ভুল করায় মনে হচ্ছে আপনি মন্তব্যগুলি পড়ছেন না। এরকম চলতে থাকলে আপনি যতক্ষণ না মন্তব্যের যথাযত উত্তর দিছেন বা আপনার সম্পাদনাকে সংশোধন করছেন বা অন্যদের করা সংশোধনকে মার্যাদা দিচ্ছেন আপনার ব্যবহারকারী অ্যাকাউন্টকে ব্লক করে দিতে বাধ্য হব। --সপ্তর্ষি(আলাপ | অবদান) ১৯:৪১, ১৮ ফেব্রুয়ারি ২০০৭ (UTC)

Mesbah ভাই, আপনাকে বলা উপরের রূঢ় সাবধানবানীর জন্য দুঃক্ষিত। আপনার লেখাটি লেখা হিসাবে খারাপ ছিলনা। কিন্তু ইতিহাস জাতীয় জিনিষ এরকম নিজে থেকে লেখা যায় না। আপনাকে অনুরোধ করব বাংলার লোকাচার, সংস্কৃতি ইত্যাদির উপর লিখতে কারণ তা নিজে লেখা যায়। আপনার লেখা কুচি দের সম্বন্ধে দেওয়া তথ্যটি চমকপ্রদ। এরা যে হুনদের বংশধর তার কোন তথ্যসূত্র দিতে পারবেন কি? --সপ্তর্ষি(আলাপ | অবদান) ০৩:৪৫, ২০ ফেব্রুয়ারি ২০০৭ (UTC)