ইকবাল খন্দকার নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা সম্পাদনা

 

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

ইকবাল খন্দকার উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য একটি ট্যাগ লাগানো হয়েছে। এটি করা হয়েছে দ্রুত অপসারণ প্রস্তাবনার জি১২ অনুচ্ছেদ অনুযায়ী, কারণ নিবন্ধটি বা চিত্রটি উইকিপিডিয়ার কপিরাইট নীতিমালা লঙ্ঘন করেছে। এই নিবন্ধ বা ছবি সম্ভবত https://archive.ittefaq.com.bd/index.php?ref=MjBfMDJfMDRfMTNfNF8zOF8xXzE2Mjky থেকে সরাসরি কপিকৃত। আইনগত কারণে, আমরা কপিরাইটকৃত কোন লেখা, ছবি অন্য কোন ওয়েবসাইট বা ছাপাকৃত সংস্করণ থেকে গ্রহণ করতে পারি না। এ জন্য, যদি না দ্রুত সংশোধন করা হয়; ইকবাল খন্দকার নিবন্ধ/চিত্রটি সম্ভবত অপসারণ করা হবে। আপনি বহি:স্থ কোন ওয়েবসাইটকে তথ্যের উৎস হিসেবে ব্যবহার করতে পারেন কিন্তু সংশ্লিষ্ট লেখা হতে হবে আপনার নিজের ভাষায়; কোনভাবেই উৎস ওয়েবসাইটের লেখার কোন অংশ সরাসরি কপি করা যাবে না। উইকিপিডিয়া কপিরাইট লঙ্ঘনকে মারাত্বকভাবে গ্রহণ করে ও বারংবার কপিরাইট লঙ্ঘনকারীদের সম্পাদনা থেকে বাধাদান করা হয়

যদি বহি:স্থ ওয়েবসাইট বা ছবিটি আপনার নিজের মালিকানায় থেকে থাকে ও আপনি অন্যদেরও এটি ব্যবহারের সুযোগ দিতে চান তাহলে সংশ্লিষ্ট ওয়েবসাইটের অফিসিয়াল ই-মেইল ঠিকানা থেকে আমাদের info-bn wikimedia.org ঠিকানায় সমস্যা জানিয়ে ইমেইল করুন। আপনি যদি ওয়েবসাইট বা ছবিটির মালিক না হন কিন্তু আপনি কপিরাইট স্বত্তাধীকারীর অনুমতি পেয়ে থাকেন তাহলে প্রক্রিয়ার জন্য এখানে দেখুন। আরও জানার জন্য উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী দেখুন, অথবা আপনার প্রশ্ন জিজ্ঞেস করুন এখানে

আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখা লেবেলের উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যাস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। ~মহীন (আলাপ) ১৪:৪৪, ১৬ এপ্রিল ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

কাশ্মীর বিতর্কে জাতিসংঘের মধ্যস্থতা ও ইসরায়েলের অবস্থান সম্পাদনা

সুধী, নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯-এ অংশ নিয়ে উপরের নিবন্ধটি অনুবাদে আগ্রহ প্রকাশ করায় আপনাকে ধন্যবাদ। আপনার তৈরি উপরের নিব্ধটি অপসারণ করা হয়েছে। নিয়ম অনুসারে যান্ত্রিক বা গুগল ট্রান্সলেটরের অনুবাদ ব্যবহার করা যাবে না। আপনার উপরের তৈরি নিবন্ধটিতে যান্ত্রিক অনুবাদ ছিলো এবং অপসারণ করা হয়েছে। অপসারণের পর নিবন্ধটি এখন যে কেউ তৈরি করতে পারবেন। আপনিও ইচ্ছে করলে তৈরি করতে পারবেন যদি ইতিমধ্যে অন্য কেউ তৈরি না করে থাকেন। তবে, দয়া করে যান্ত্রিক অনুবাদ যুক্ত করবেন না। ধন্যবাদ।~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:৫৮, ৪ জুলাই ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

আলাউদ্দিন আদর নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা

 

আলাউদ্দিন আদর নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/আলাউদ্দিন আদর পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। Ashiq Shawon (আলাপ) ১৮:০৬, ৬ জুলাই ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

ফিরতি বার্তা সম্পাদনা

 
সুপ্রিয়, Md Arif bd। আলাপ:ইসরায়েল–মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
১১:০৪, ১৩ জুলাই ২০১৯ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

~ যুদ্ধমন্ত্রী আলাপ ১১:০৪, ১৩ জুলাই ২০১৯ (ইউটিসি) {{subst:tfdnotice|1=জাকিয়া সুলতানা কর্ণিয়া}} •— মোহাম্মদ নাবিল২০:২৭, ৭ আগস্ট ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

জাকিয়া সুলতানা কর্ণিয়া নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা

 

জাকিয়া সুলতানা কর্ণিয়া নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/জাকিয়া সুলতানা কর্ণিয়া পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। •— মোহাম্মদ নাবিল২০:৩১, ৭ আগস্ট ২০১৯ (ইউটিসি)উত্তর দিন


আমি মনে করি সকল নীতি মালা মেনেই নিবন্ধন টি তৈরি করেছি। আশা করি কোন নীতি মালা না মানার জন্য অপসারিত হতে পারে বলে মনে করেন সু স্পর্ট বললে সুবিধা হতো। Md Arif bd ০২:৫১, ৮ আগস্ট ২০১৯ (ইউটিসি)

তথ্যসূত্র সম্পাদনা

প্রিয়, আরিফ, আপনার একাধিক নিবন্ধে খেয়াল করলাম, আপনি তথ্যসূত্র বহিঃসংযোগ পদ্ধতিতে দিচ্ছেন যা উচিত নয়। হয়তো বিষয়টি আপনার জানা নেই। তাই বলবো আপনি তথ্যসূত্রগুলো সংশোধন করে নিবেন। এক্ষেত্রে তথ্যসূত্র দেয়ার নিয়ম জানতে এখানে দেখতে পারেন। অথব্য অন্য কোনো নিবন্ধ অনুসরণ করতে পারেন। --দেলোয়ার () • ১৩:৩২, ৭ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

তথ্যসূত্র দেওয়ার ক্ষেত্রে নির্ভর যোগ্য জাতীয় পত্রিকার এবং অনলাইন পত্রিকার লিংক দেই। তবে কিছু অনুবাদের ক্ষেত্রে সেখানে যেটি তথ্য দেওয়া থাকে সেটাই কপি করে দেই এক্ষেত্রে কি করা যেতে পারে!ব্যবহারকারী:Md_Arif_bd
আপনার তথ্যসূত্রের উল্লেখযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলি নাই। বলেছি তথ্যসূত্রের প্রয়োগ পদ্ধতি নিয়ে। আপনি যেহেতু অনুবাদে আগ্রহী এবং ভালো কিছু নিবন্ধের অনুবাদ করে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে উইকিপিডিয়া অনুবাদ সরাঞ্জামটি ব্যবহার করার পরামর্শ দিবো। অথবা ইংরেজি নিবন্ধের সর্ববামে নিচের দিকে (যদি ডেস্কটপ ব্যবহার করেন) কিছুটা লুকায়িত শব্দ ‘বাংলা’ ক্লিক করলে, অথবা উপরে অনুবাদ আইকনে (যদি মোবাইল থেকে করেন) গিয়ে বাংলা ক্লিক করলেও আপনাকে অনুবাদের সরাঞ্জাম পাতায় নিয়ে যাবে। এতে করে আপনার এক ঢিলে দুই পাখি মারা প্রবচনের মতো কাজ হবে। প্রথমত তথ্যসূত্রগুলো আলাদা কপি করে আনতে হবে না, দ্বিতীয়ত : অন্য ভাষার নিবেন্ধের সাথে আপনার অনূদিত নিবন্ধটি সংযোগ তৈরি হবে(এর জন্যে পড়তে পারেন উইকিপিডিয়া:কীভাবে পাতায় উইকিসংযোগ যোগ করবেন?), বিষয়শ্রেনীগুলোও স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে। এছাড়া এ সরাঞ্জামটি ব্যবহারে আরো একাধিক সুবিধা রয়েছে। সর্বোপরি নতুন অবস্থায় ভালো করেতেছেন তার জন্যে ধন্যবাদ। আরো কিছু জানার থাকলে আমার আলাপ পাতায় বার্তা রাখতে পারেন।-— DelwarHossain (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
ধন্যবাদ ভাই ব্যবহারকারী:Md_Arif_bd

মোঃ সাইদ সালাম নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা

 

মোঃ সাইদ সালাম নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/মোঃ সাইদ সালাম পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। মাসুম-আল-হাসান (আলাপ) ০৫:৫৮, ৮ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

আমি পাতাটি ইংরেজী উইকিপিডিয়া হতে অনুবাদ করেছে। ব্যবহারকারী:Md_Arif_bd

মোহাম্মদ আলী নাকী নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা

 

মোহাম্মদ আলী নাকী নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/মোহাম্মদ আলী নাকী পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। মাসুম-আল-হাসান (আলাপ) ০৬:০০, ৮ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

আমি পাতাটি ইংরেজী উইকিপিডিয়া হতে অনুবাদ করেছে। ব্যবহারকারী:Md_Arif_bd

এফ এ সুমন নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা

 

এফ এ সুমন নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/এফ এ সুমন পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। মেরাজ (আলাপ) ০৮:১১, ৮ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

কপিরাইট সমস্যা সম্পাদনা

সুধী, আপনি অনুবাদ ছাড়া যে নিবন্ধগুলো তৈরি করেছেন সেগুলোর প্রায় সবকটিতে কপিাইট সমস্যা বিদ্যমান। দয়া করে অন্য ওয়েবসাইট থেকে লেখা কপি করে যুক্ত করবেন না। আপনি আপনার নিজের ভাষায় লিখবেন, তাহলে আর সমস্যা নেই। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:১৩, ৮ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ আগামি নিবন্ধন হতে চেস্টা করবো।ব্যবহারকারী:Md_Arif_bd

রেডিও মেঘনা নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা

 

রেডিও মেঘনা নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/রেডিও মেঘনা পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:২৫, ৮ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

মোঃ সাইদ সালাম নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা

 

মোঃ সাইদ সালাম নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/মোঃ সাইদ সালাম (২য় মনোনয়ন) পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। মাসুম-আল-হাসান (আলাপ) ০৫:৩০, ৯ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

আন্তঃউইকি সংযোগ সম্পাদনা

সুধী, আপনি যখন ইংরেজি থেকে অনুবাদ করেন তখন অনুবাদের পর সংশ্লিষ্ট বাংলা নিবন্ধটির সাথে ইংরেজির সংযোগ করিয়ে দিবেন দয়া করে। আপনি এখানে টিউটোরিয়াল পাবেন: উইকিপিডিয়া:কীভাবে আন্তঃউইকি সংযোগ দিবেন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:১৪, ৯ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ চেস্টা করবো। ব্যবহারকারী:Md_Arif_bd

প্রীত রেজা নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা

 

প্রীত রেজা নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/প্রীত রেজা (২য় মনোনয়ন) পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। দেলোয়ার () • ১৬:৩৯, ১৭ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

আলী ফিদা একরাম তোজো নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা

 

আলী ফিদা একরাম তোজো নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/আলী ফিদা একরাম তোজো পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। S. M. Nazmus Shakib (আলাপ) ০৭:৫৯, ২২ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

ইবরার টিপু নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা

 

ইবরার টিপু নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/ইবরার টিপু পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। IqbalHossain (আলাপ) ১০:৪৮, ৩০ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

নাজমুন নাহার নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা

 

নাজমুন নাহার নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/নাজমুন নাহার পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। মেরাজ (আলাপ) ০৩:২৮, ৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

ভুল অনুবাদ হচ্ছে সম্পাদনা

ভারতের বাংলা চলচ্চিত্রগুলির সম্পর্কে ইংরেজি নিবন্ধগুলিকে সাম্প্রতিক সময়ে অনুবাদের প্রচেষ্টা করার জন্য অনেক ধন্যবাদ। কিন্তু আপনার অনুবাদে অনেক ভুল হচ্ছে। এগুলি পরিস্কার করা খুবই কষ্টের কাজ। আপনি আর সরাসরি মূল নামস্থানে নিবন্ধ তৈরি না করে আপনার নিজস্ব নামের অধীনে উপপাতাতে যেমন User:Md Arif bd/"নিবন্ধের নাম" এভাবে পাতা খুলে অনুবাদ করুন। পরে কোনও প্রশাসককে বা চলচ্চিত্র বিষয়ে অভিজ্ঞ ব্যবহারকারী যেমন User:WAKIM-কে দেখিয়ে কেবল তার পরেই প্রকাশ করুন। কারণ এভাবে উইকি ভুলত্রুটিতে ভরে যেতে পারে এবং সেগুলিকে সাফ করা অনেক কষ্টকর। আরেকটা ব্যাপার, নিবন্ধ তৈরি করার সময়েই নিচে বিষয়শ্রেণী যোগ করে দিন। --অর্ণব (আলাপ | অবদান) ০৭:০৪, ১০ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

আয়েশা মুন্নি নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা

 

আয়েশা মুন্নি নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/আয়েশা মুন্নি পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:৫৩, ১০ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

ফারহান আহমেদ জোভান নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা

 

ফারহান আহমেদ জোভান নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/ফারহান আহমেদ জোভান (২য় মনোনয়ন) পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:১৮, ১৭ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

ইকবাল খন্দকার নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা

 

ইকবাল খন্দকার নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/ইকবাল খন্দকার পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। মেরাজ (আলাপ) ০৭:৫৭, ২০ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

আমিরুল মোমেনীন মানিক নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা

 

আমিরুল মোমেনীন মানিক নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/আমিরুল মোমেনীন মানিক পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। মেরাজ (আলাপ) ১৭:৫৩, ২২ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

ব্যাঘ্র প্রকল্প ২০১৯ সম্পাদনা

  কেমন আছ? অনুরোধ জানাচ্ছি এখানে অংশগ্রহণ করতে। তোমার সহায়তা ও নিবন্ধ তৈরী এই ছোট্ট উইকিকে এগিয়ে নিয়ে যায় ও অন্য সম্পাদকদের উতসাহ প্রদান করে। উক্ত পাতায় তালিকা দেওয়া আছে তা থেকে নিবন্ধ তৈরি বা সম্প্রসারণ করা যাবে, বিস্তারিত নিয়মাবলী সংযোগে দেওয়া আছে। বর্তমানে বাংলা এই প্রতিযোগিতায় চতুর্থ স্থানে আছে তোমার যোগদানে, বাংলা প্রথমে চলে যেতে প্রয়োজনীয় সাহায্য পেতে পারে। অপেক্ষায় রইলাম।_কায়সার আহমাদ (আলাপ) ০৩:০২, ২৭ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

উপজেলার নিবন্ধ সমৃদ্ধকরণ প্রকল্পে আমন্ত্রণ সম্পাদনা

 

সুধী,
আমরা কয়েকজন বছরব্যাপী বাংলাদেশের উপজেলাসমূহের নিবন্ধ বাংলা উইকিপিডিয়ায় সমৃদ্ধ করার প্রকল্পে কাজ করছি। নিয়মিত একজন অবদানকারী হিসেবে ‘কয়েকটি নিবন্ধ সমৃদ্ধ করতে’ আপনাকেও এই প্রকল্পে আমন্ত্রণ জানাচ্ছি। ২০২০ সালের মধ্যে বাংলাদেশের সব উপজেলার নিবন্ধ বাংলা উইকিপিডিয়াতে সমৃদ্ধ ও মানসম্মত করাই এই প্রকল্পের উদ্দেশ্য। যোগদান করুন: বাংলাদেশের উপজেলার নিবন্ধ সমৃদ্ধকরণ প্রকল্প। ধন্যবাদ - নাহিদ সুলতান (আলাপ), বৃহস্পতিবার ১৪:৫৩, ১২ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

বাংলাদেশের উপজেলার নিবন্ধ প্রকল্প সম্পাদনা

আপনি একটি উপজেলাতে নিবন্ধ শেষ করার সময় নিয়েছিলেন ২০ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত। কিন্তু আপনি প্রকল্প পাতাতে সম্পূর্ণ হিসাবে উল্লেখ করুন নি। আপনি নিবন্ধ সম্পূর্ণ করে থাকলে {{সম্পন্ন হয়েছে}} টেমপ্লেট ব্যবহার করুন। ইফতেখার ১৪:২৫, ২৭ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

পূর্বের আলাপ দেখতে অনুগ্রহ করে ব্যবহারকারী আলাপ:Md_Arif_bd/সংগ্রহশালা-২০১৯ দেখুন।

আলাপ পাতায় স্বাগতম!



 

জীবিত ব্যক্তি মুক্ত নয় এমন চিত্র সম্পাদনা

সুধী, জীবিত ব্যক্তির ক্ষেত্রে মুক্ত নয় এমন চিত্র বাংলা উইকিপিডিয়াতে ব্যবহার করা যায় না। আপনি এমন বেশ কিছু চিত্র আপলোড করেছেন যা আমি অপসারণ করে দিচ্ছি। তবে জীবিত ব্যক্তির ক্ষেত্রে দয়া করে এমন কপিরাইটকৃত চিত্র আপলোড করবেন না। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ২০:২১, ৪ জানুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য একটি পদক! সম্পাদনা

  নিরলস অবদানের পদক
বাংলা উইকিপিডিয়ায় আপনার নিরলস অবদানের জন্য আপনাকে এই পদক দেয়া হলো। মোহাম্মদ নাবিল (☎) ২১:১৯, ২৭ জানুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন

আন্তঃউইকিসংযোগ সম্পাদনা

প্রিয় আরিফ, আপনি বেশ কিছু বাংলাদেশী শিক্ষায়তনিক ব্যক্তিত্বের নিবন্ধ তৈরি/ইংরেজি উইকি থেকে অনুবাদ করেছেন দেখে ভালো লাগছে। তবে নিবন্ধগুলো উইকিফাই তথা উইকিউপাত্তে সংযোগ করেননি। আমি মনে করি হয়তো বিষয়টি জানা ছিলো না। উইকিফাই না করা থাকলে অন্যরা অনুবাদ করতে এসে একই নিবন্ধ দু’বার তৈরি হয়ে যেতে পারে। এমনটি আমার ক্ষেত্রে হতে যাচ্ছিলো। উদাহাারণ হিসেবে মোহাম্মদ আলী মুর্তুজা যা ইংলেজিতে ছিলো en:Alee Murtuza। এটি আন্তঃউইকি সংযোগ না থাকায় আমি মোটামুটি পুরো অনুবাদ করে প্রকাশ করতে গিয়ে বিষয়টি বুঝতে পারি এর বাংলা নিবন্ধ রয়েছে। এক্ষেত্রে মোটামুটি আমার পণ্ডশ্রম হয়েছে বলতে পারেন। তাই আপনি আন্তঃউইকিসংযোগ দিয়ে দিলে ভালো হবে। বিষয়টি জানা না থাকলে উইকিপিডিয়া:কীভাবে আন্তঃউইকি সংযোগ দিবেন এ পাতাটি দেখতে পারেন। আর বিষয়শ্রেণীর প্রতিও আরেকটু যত্নশীল আরো সুন্দর হবে।--দেলোয়ার () • ১৯:০০, ৪ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ।এগুলা আমি অনেক আগে করেছিলাম তখন নতুন বিধায় অন্তঃসংযোগ দিতে পারি নি তবে বর্তমান যেগুলা করছি সেগুলা অন্য উইকিতে থাকলে সংযোগ দিয়ে দেই। এখন আপনি মনে করিয়ে দিলেন তাই পূরাতন গুলো খুজে অন্তঃসংযোগ দিয়ে দিবো যদি অন্য উইকিতে থাকে। মোঃ আরিফ (আলাপ) ০৩:৪৯, ৫ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন

মৃত্যু পরিচ্ছেদ যোগ সম্পাদনা

সুধী, ছোট নিবন্ধগুলোতে (মানে ইংরেজি উইকিপিডিয়ার স্টাব) মৃত্যু পরিচ্ছেদ যোগ না করা ভালো বলে মনে করি, জীবনী পরিচ্ছদই পর্যাপ্ত।এস. এম. নাজমুস শাকিব (আলাপ) ০৮:৩২, ১৩ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন

পরিচ্ছেদ জীবনি এর ভিতরে মৃত্যু বিষয়টা কেন যেনো দেখায় তাই মৃত্যু অনুচ্ছেদ যোগ করেছিলাম। ধন্যবাদ এখন থেকে আর করবো না। মোঃ আরিফ (আলাপ) ০৮:৩৬, ১৩ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন

Please সম্পাদনা

ভাই সুজাপুর গ্রামের নিব্ন্ধন তৈরী করুন please বে-নজির হিরা (আলাপ) ১০:৪২, ১৯ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন

আপনার প্রশ্ন বুজতে পারি নি!!! মোঃ আরিফ (আলাপ) ১১:৫৭, ১৯ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন

বিশেষ এডিটাথন ২০২০-এ অংশগ্রহণ প্রসঙ্গে সম্পাদনা

প্রিয় আরিফ, প্রথমেই বিশেষ এডিটাথন ২০২০-এ অংশ নেওয়ায় ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনুগ্রহ করে সেক্ষেত্রে লিংকে ক্লিক করে আপনার নাম যোগ করুন। আমি লক্ষ্য করেছি, আপনি মোট পাঁচটি পাতা শুরু করেছেন যা এডিটাথনের নীতিমালার সাথে সাংঘর্ষিক (নীতিমালা অনুসারে একজন একসাথে সর্বোচ্চ তিনটি নিবন্ধ শুরু করতে পারবেন)। অনুগ্রহ করে করে আপনি আপনার পছন্দ অনুযায়ী তিনটি নিবন্ধ বেছে নিয়ে সেগুলোর উপর {{কাজ চলছে/বিশেষ এডিটাথন ২০২০}} যোগ করে দিন, তাহলে নিবন্ধগুলো আগামী কয়েকদিনের জন্য আপনার কাজ করার জন্য সংরক্ষিত হয়ে যাবে। আপনি যে-কোনো একটি জমাদান শেষে আবার পছন্দের কোনো নিবন্ধে {{কাজ চলছে/বিশেষ এডিটাথন ২০২০}} যোগের মাধ্যমে নিজের কাজের জন্য সংরক্ষণ করতে পারবেন। বিস্তারিত জানতে উইকিপিডিয়া:অনলাইন এডিটাথন/২০২০/বিশেষ এডিটাথন পাতায় অংশগ্রহণের ধাপগুলো দেখুন। ধাপগুলো খুবই ছোট এবং আপনার শেষ করতে ১ থেকে ২ মিনিটের বেশি সময় লাগবে না বলে আশা করি। যে-কোনো প্রকার প্রশ্নে আপনাকে স্বাগত জানাই। আবারও ধন্যবাদ। — তানভির০৯:১০, ১ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ। আমি যে নিবন্ধ গুলো তৈরি করছি ইংরেজী অনুযায়ী সম্পুর্ন এবং অতি সংক্ষিপ্ত যা আকার ও মান এর নীতিমালায় পরে না তাই জমা দেই নি।আরিফ

বিশেষ এডিটাথন ২০২০-এ নিবন্ধ গ্রহণ প্রসঙ্গে সম্পাদনা

ইখতিয়ারউদ্দীন বলকা খলজী নিবন্ধতে আপনি একটু কাজ করুন। এখানে আপনি আরো তথ্য যুক্ত করুন তাহলে   গৃহীত হবে। কাজ হলো বাংলাপিডিয়ায় বলকা খলজী, ইখতিয়ার উদ্দীন থেকে কিছু তথ্য আছে। সেগুলো যুক্ত করে নিবন্ধ সম্প্রসারণ করা। এছাড়া ইখতিয়ারউদ্দীন বলকা খলজী অনুসন্ধান করতে পারেন। ইফতেখার নাইম (আলাপ) ০২:০৮, ২ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ মোঃ আরিফ (আলাপ) ০২:৪১, ২ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

প্রিয় আরিফ বলকা খলজীর নিবন্ধটি গ্রহণ করা হয়নি দেখতে পাচ্ছি। ইফতেখার নাইম নিবন্ধটি পর্যালোচনা করেছেন এবং এটা ঠিক যে নিবন্ধটিতে আরও কিছু কাজ প্রয়োজন। বাস্তবতা হচ্ছে নিবন্ধটিতে দেওয়ার জন্য সূত্রে খুব একটা তথ্য নেই, তবে আপনি যদি তথ্যছক যোগ ও টেমপ্লেট যোগ করাসহ ও গুগল অনুসন্ধান থেকে সোর্সসহ কিছু তথ্য দেন তাহলে নিবন্ধটির সৌন্দর্য ও মান কিছুটা হলেও বাড়বে। আমার ধারণা সেক্ষেত্রে নিবন্ধটি গ্রহণ করা সম্ভব হবে। অনুরোধ রইলো, আশা করি বিবেচনা করবেন। আমি চাই সব নিবন্ধই যেনো গ্রহণ করা সম্ভব হয়। — তানভির১০:৩৩, ৪ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ, করে দিচ্ছি। মোঃ আরিফ (আলাপ) ১০:৪৭, ৪ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

বিশেষ এডিটাথন ২০২০ এর তাঁতি নিবন্ধ প্রসঙ্গ সম্পাদনা

প্রিয় ব্যবহারকারী: Md Arif bd বিশেষ এডিটাথন ২০২০ এর অংশগ্রহণ আপনার তৈরি তাঁতি নিবন্ধটির কাজ প্রয়োজন আপনি উক্ত নিবন্ধটি বাংলাপিডিয়া থেকে তথ্য সংগ্রহ করে সম্প্রসারিত করুন। বাংলাপিডিয়ার উক্ত নিবন্ধটির লিংক তৈরিকৃত নিবন্ধের পাশে দেওয়া আছে। নিবন্ধ সসম্প্রসারণ করার পর "কাজ প্রয়োজন" ট্যাগটি সরিয়ে ফেলা হবে। আশা করি আপনি বিষয়টি বুজতে পেরেছেন, যেকোনো প্রয়োজনে আমার আলাপ পাতায় বার্তা রাখতে পারেন।এফ আর শুভ (আলাপ) ১৫:০৯, ৪ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

এফ আর শুভ ধন্যবাদ। এই নিবন্ধনটিতে এর বেশী যদি বাংলাপিডিয়ার বর্তমান এর চাইতে কিছু যোগ করি মনে করি কপিরাইট হবে।এছাড়া অন্য সূত্র হতেও নির্ভরযোগ্য তথ্য পাওয়া যাচ্ছে না তাই যোগ করছি না।আলাপ)

ব্যবহারকারী:Md Arif bd আপনি মনে হয় আমার কথাটি বুজতে পারেননি, এই এডিটাথনের মূল উদ্দেশ্য হলো বাংলাপিডিয়ায় আছে কিন্তু উইকিতে নেই এমন নিবন্ধ তৈরি করা, তাই আপনি নির্ধিদায় বাংলাপিডিয়া থেকে তথ্য সংগ্রহ করে নিবন্ধটি সম্প্রসারণ করতে পারেন।না বুজলে আপনি আমার আলাপ পাতায় বার্তা রাখতে পারেন, দেরি করে উত্তর দেওয়ার জন্য দুঃখিত।এফ আর শুভ (আলাপ) ০৩:১৭, ৮ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

একটি তামিল চলচ্চিত্র সম্পাদনা

@Md Arif bd:, তেবর মাগান নিবন্ধটিতে চিত্র আপলোড করে দিন। রেজা সিদ্দীক (আলাপ) ০৭:২২, ৫ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ যোগ করা হয়েছে। মোঃ আরিফ (আলাপ) ০৭:৩০, ৫ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

বিশেষ এডিটাথন ২০২০ এর উত্তরবঙ্গ সাহিত্য সম্মিলনী প্রসঙ্গ সম্পাদনা

প্রিয় ব্যবহারকারী:Md Arif bd আপনার অধিকাংশ নিবন্ধের মতো এটিরো কাজ প্রয়োজন, পূর্বের মতো আমি এবারো বলবো নিবন্ধটির তথ্য বাংলাপিডিয়া এবং গুগল থেকে সংগ্রহ করুন, যার লিংক তালিকার পাশে দেওয়া আছে, আর আপনি প্রশাসক তানভির ভাই এর পরামর্শ গ্রহণ করুন।এফ আর শুভ (আলাপ) ০৩:২৬, ৮ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

বরাবর এর মত অংশগ্রহন আমার অধিকাংশ নিবন্ধন তথ্য পাওয়া দুর্লভ যার জন্য বাংলাপিডিয়া থেকে যতটুক নিয়ে পারা যায় কপিরাইট যে না হয়। আশা করি বুজতে পারছেন। ব্যবহারকারী:Md Arif bd

উইকিপিডিয়া:টহল সম্পাদনা

Beltali G J High School নিবন্ধটি তৈরি হওয়ার ১ঘণ্টা ১৯মিনিট এর মধ্যে ট্যাগ যুক্ত করেছেন কিন্তু ব্যবহারকারীকে জানাননি কীভাবে সেটি ঠিক করা যায়। উপরের নীতিমালা লঙ্ঘন ঘটেছে। ধন্যবাদ ~SHEKH (বার্তা) ০৭:৩৯, ৯ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ বলে দেওয়ার জন্য। আমি মূলত উন্নত ব্রাউজার ব্যাবহার না করার ফলে নিবন্ধন প্রনেতাকে জানানো জন্য যে টুইংকেল সেটি ব্যাবহার করতে পারি নি শুধু নিবন্ধনটিতে ট্যাগ লাগিয়ে দিয়েছি।পরবর্তীতে এমন হবে না আশা করি।

  ধন্যবাদ~SHEKH (বার্তা) ১৩:৫২, ৯ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

  ধন্যবাদ~SHEKH (বার্তা) ১৩:৫৩, ৯ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

তামিল চলচ্চিত্র ধার্মাম এঙ্গে সম্পাদনা

@Md Arif bd:, আরিফ ভাই, তামিল চলচ্চিত্র ধার্মাম এঙ্গে নিবন্ধটিতে চিত্র আপলোড করে দিন তো। রোমান সালমান (আলাপ) ০৬:৩৬, ২৮ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Md Arif bd:, আপনি অনুগ্রহ করে এটি পড়ুন, তারপর আপনার আপলোড করা চিত্রটির (এই চিত্রটির) ভেতরে db-g7 ট্যাগ যুক্ত করুন। রোমান সালমান (আলাপ) ০৭:৫৯, ২৮ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

জোড়ি (১৯৯৯-এর চলচ্চিত্র) সম্পাদনা

@Md Arif bd:, জোড়ি (১৯৯৯-এর চলচ্চিত্র) নিবন্ধটিতে চিত্র আপলোড করে দিন। ইকবাল রোমান (আলাপ) ০৭:৩৪, ২ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন

আবদুল খালেক শিক্ষাবিদ সম্পাদনা

সুধী, আপনার তৈরি উপরের নিবন্ধটি অপসারণ করা হয়েছে। মূল কারণ অপসারণ লগে রয়েছে। ধন্যবাদ।~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:৫৪, ২ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধে বিষয়শ্রেণী যোগ করা প্রসঙ্গে সম্পাদনা

জনাব @Md Arif bd: উইকিপিডিয়া বাংলায় গুরুত্বপূর্ণ সব নিবন্ধ তৈরি করছেন দেখে ভালো লাগলো, কিন্তু আপনি আপনার কোনো নিবন্ধেই বিষয়শ্রেণী যোগ করছেন না, যার দরুন আপনার সকল নিবন্ধ এখানে গিয়ে জমা হচ্ছে। আপনি যদি বিষয়শ্রেণী যোগ করতে না পারেন, তাহলে আমার আলাপ পাতায় যোগাযোগ করতে পারেন, আমি আপনাকে সাহায্য করতে প্রস্তুত রয়েছি। আপনার সম্পাদনা শুভ হোক।এফ আর শুভ (আলাপ) ১৪:০০, ৩ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন

আমার জানা মতে সকল নিবন্ধন এ বিষয়শ্রেনী যোগ করছি। হয়তো বা মাঝে মাঝে দুই একটা রয়ে যেতে পারে। ধন্যবাদ মোঃ আরিফ (আলাপ) ১৪:১৩, ৩ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন

টেমপ্লেট প্রসঙ্গ সম্পাদনা

সুধী, রমজান মোবারক। পবিত্র রমজান মাসে আপনি মসজিদ এবং মসজিদের তালিকা নিয়ে বেশ কিছু কাজ করেছেন। বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধকরণে আপনার এই নিরলস প্রচেষ্টাকে আমি মোবারকবাদ জানাই।

আমি এখানে একটি ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই৷ নিবন্ধের শেষে টেমপ্লেট জুড়ে দিলে তা খুবই সুবিধার হবে। ধরুন আপনি রাশিয়ার মসজিদের তালিকা করছেন সেক্ষেত্রে নিবন্ধের একদম শেষ অংশে জুড়ে দেবেন।

{{এশিয়া প্রসঙ্গ|মসজিদের তালিকা}}

এখন রাশিয়ার মসজিদের তালিকার জায়গায় যদি নিবন্ধটি শুধু মসজিদের হয় সেক্ষেত্র কোড দিবেন {{এশিয়া প্রসঙ্গ|মসজিদ}}

এভাবে যদি আফ্রিকার কোন দেশের মসজিদের তালিকা করেন তাহলে কোডে এশিয়ার জায়গায় আফ্রিকা লিখবেন।

আপনার উইকিসময় হোক আনন্দময়। ধন্যবাদ। ফেরদৌস১৮:৩০, ৪ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ এখন থেকে করে দিবো। মোঃ আরিফ (আলাপ) ১৮:৪৪, ৪ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ এখন থেকে করে দিবো। মোঃ আরিফ (আলাপ) ১৮:৪৫, ৪ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন

প্রসঙ্গঃ বিষয়শ্রেণী সম্পাদনা

সুধী, কোন নিবন্ধে বিষয়শ্রেণী যোগের সময় খেয়াল রাখতে হবে যেন একই নিবন্ধে প্যারেন্ট ক্যাটাগরি এবং চাইল্ড ক্যাটাগরি যোগ হয়ে না যায়। বেশকিছু মসজিদ নিবন্ধে এটা লক্ষ্য করে আপনাকে এই বার্তা দেয়া হচ্ছে। যেমন ধরুন মালবার মসজিদ নিবন্ধে আপনি মসজিদ, এশিয়ার মসজিদ এবং সিঙ্গাপুরের মসজিদ বিষয়শ্রেণী যোগ করছেন। এই নিবন্ধের আসল বিষয়শ্রেণী হচ্ছে সিঙ্গাপুরের মসজিদ। আর সিঙ্গাপুরের মসজিদ বিষয়শ্রেণীর প্যারেন্ট ক্যাটাগরি হচ্ছে দেশ অনুযায়ী মসজিদ এবং এশিয়ার মসজিদ। তাই এই একই নিবন্ধে আপনি মসজিদ, এশিয়ার মসজিদ যোগ করতে পারবেন না। ধন্যবাদ।ফেরদৌস০৮:১৭, ১০ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন

প্রাঞ্জলতা সম্পাদনা

সুধী, রমজান মোবারক। প্রতিযোগিতাতে পরিশ্রম করে অনেকগুলো মসজিদ সম্পর্কিত নিবন্ধ জমা দিয়েছেন আপনি, এজন্য আমার আন্তরিক ধন্যবাদ গ্রহন করুন। কিন্তু আপনার অনুবাদগুলো খুব আড়ষ্ট হচ্ছে; পড়ে অর্থ বোঝা যাচ্ছে না। দয়া করে আর নতুন নিবন্ধ তৈরী না করে আগেরগুলোই প্রাঞ্জল করুন। তখন আমরা নিবন্ধগুলো গ্রহণ করে নেব। আপনার উইকি সময় আনন্দের হোক। --মহামতি মাসুম (আলাপ) ১৯:৩৫, ১০ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য একটি পদক! সম্পাদনা

  বাংলা উইকি রমজান পদক
এই রমজানে এক বা একাধিক ইসলাম সম্পর্কিত নিবন্ধ তৈরির জন্য আমার পক্ষ থেকে এই বাংলা উইকি রমজান পদক, ভবিষ্যতে এরকম আরো অনেক নিবন্ধ তৈরি করবেন; এই আশা ব্যক্ত করে---- এফ আর শুভ(বার্তা দিন) ১৮:২১, ১৭ মে ২০২০ (ইউটিসি)

সকপাপেট সম্পাদনা

@Md Arif bd: এই সম্পাদনার ভিত্তিতে ধারণা করা হচ্ছে আপনি ব্যবহারকারী:Md ariflislam-এর সকপাপেট। অনুগ্রহ করে এর ব্যাখ্যা দিন। ধন্যবাদ! জনি (আলাপ) ১৩:৫৬, ২২ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ বিষয়টি অবগত করার জন্য। এই একাউন্টটি তৈরি করা হয়েছে অনেক আগে যখন আমি উইকিপিডিয়ার পাঠক ছিলাম। সেই একাউন্ট হতে কোন সম্পাদনা করা হচ্ছে না বর্তমানে। উইকিপিডিয়া প্রশাসক হতে অনুমতি নিয়ে আমার বর্তমান একাউন্টে পূর্ননির্দেশ দিয়েছি। মোঃ আরিফ (আলাপ) ১৪:০২, ২২ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ বিষয়টি পরিস্কার করার জন্য, অনুগ্রহ করে প্রশাসক সাথে যে আলোচনা করেছেন তার লিংক দিন। জনি (আলাপ) ১৪:১০, ২২ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন
আফতাবুজ্জামান ভাই এর ফেসবুক বার্তায় আলাপ করা হয়েছিল। মোঃ আরিফ (আলাপ) ১৪:১৬, ২২ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন
এসব বিষয় উইকিতে আলোচন করতে হয়, তাহলে সেটা দলিল হিসেবে থাকে। যাইহোক, ঠিক আছে। জনি (আলাপ) ১৪:১৯, ২২ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন
আফতাবুজ্জামান ভাই বিষয়টি অবগত করবেন। ধন্যবাদ আপনাকে।মোঃ আরিফ (আলাপ)
হ্যাঁ, আমাকে বলেছেন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৫:২২, ২২ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ঈদ শুভেচ্ছা সম্পাদনা

  
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

সুপ্রিয় Md Arif bd,
ইদ নিয়ে আসে আনন্দ, ইদ নিয়ে আসে সুখের বার্তা। কিন্তু আমাদের চারপাশে মহামারী বিস্তারকারী করোনাভাইরাস তার কালো থাবা বিছিয়ে বসে আছে। তাই উৎসব পালনে আমাদেরকে অনেক বেশি সচেতন হতে হবে। নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে হবে। আমরা যেন আনন্দ ভাগাভাগি করতে গিয়ে করোনাভাইরাস ভাগাভাগি করে না বসি।

সুপ্রিয় উইকিপিডিয়ান, আপনার এবং আপনার পরিবারের জন্যে পবিত্র ইদ-উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। বাংলা উইকিপিডিয়া আপনার উপস্থিতিতে আরো প্রাণবন্ত ও সমৃদ্ধ হয়ে উঠুক। মহান সৃষ্টিকর্তা আমাদের সবার মনোবাঞ্ছা পূর্ণ করুন।
ইদ মোবারক! ফেরদৌস

ঈদ মোবারক সম্পাদনা

 
প্রিয় আরিফ ভাই, আপনাকে জানাই পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা৷ আপনি ও আপনার পরিজনেরা আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করুন, সে কামনা করছি। ঈদ মোবারক ~ নাহিয়ান আলাপ ১৪:০৯, ২৪ মে ২০২০ (ইউটিসি) উত্তর দিন
ধন্যবাদ

ছবি আপলোড প্রসঙ্গে সম্পাদনা

@Md Arif bd: আপনার আজকের চারটি ছবি আমি সঠিক রেজুলেশন করে দিয়েছি। আশা করছি সামনে আপনি নিজেই সঠিক রেজুলেশনের ছবি আপলোড করবেন।  কুউ  পুলক  ২১:০৬, ২৪ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ ভাই অবগত করার জন্য তবে ছবির রেজুলেশন এর নীতিমালা কোন উইকিপিডিয়া সঠিক করে মানা হয়? আমার দেখা ইংরেজী তে ৯৯.৯% ছবি সঠিক রেজুলেশন নেই। এছাড়া বাংলা উইকিপিডিয়া তে সম্ভবত আপনিই ছবির রেজুলেশন নিয়ে কথা বলেন আর কাউকে দেখলাম না আজ পর্যন্ত।সর্বশেষ কথা হলো আমার যে ডিভাইস সেটি দিয়ে রেজুলেশন সঠিক করা সম্ভব না। এছাড়া আমার আপলোডকৃত বেশীর ভাগ ছবি ইংরেজী হতে নেওয়া এবং একই সাইজে আপলোড দেওয়া। মোঃ আরিফ (আলাপ) ০৪:০৮, ২৫ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন
যাইহোক, না পারলে ব্যাপার নয়। কোন সময় আমরা বট দ্বারা ঠিক করে নিতে পারব। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৪৩, ২৫ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Md Arif bd: সাহেব, আপনি বলেছেন, ইংরেজী উইকিতে ৯৯.৯% ছবির রেজুলেশন সঠিক নেই। এটা সঠিক নয়। ওরা বট নিয়মিত পরিচালনা করে আর রেজুলেশন ঠিক করে নেয়। আর এখানে একজন প্রশাসক @আফতাবুজ্জামান: বলেছেন বট দিয়ে বাংলা উইকির ছবি একসময় ঠিক করে নিবেন। তাহলে আমিও অযথা আর কাউকে এমন বার্তা দিব না। ধন্যবাদ।  কুউ  পুলক  ১০:২৯, ২৬ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন


আপনার তৈরি প্রশিকা নিবন্ধটি গৃহীত হয়েছে সম্পাদনা

সুপ্রিয় Md Arif bd,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অনলাইন এডিটাথন/২০২০/বিশেষ এডিটাথন-এ অংশ নিয়ে নিবন্ধ তৈরি বা সম্প্রসারণ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি প্রশিকা নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - মাসুম-আল-হাসান (আলাপ), শনিবার ১০:০৬, ৩০ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ছোট ছোট সম্পাদনা সম্পাদনা

শুভেচ্ছা নিবেন। লক্ষ্য করা যাচ্ছে, বাংলাদেশের হাসপাতালের তালিকা নিবন্ধে আপনি ক্রমাগত ছোট ছোট সম্পাদনা করে যাচ্ছেন। যা ভালো দেখায় না এবং টহলে সমস্যার সৃষ্টি করে। অনুগ্রহ করে একটি একটি করে নাম যুক্ত না করে একসাথে কয়েকটি নাম যুক্ত করে প্রকাশ করুন। শুভ হোক আপনার সম্পাদনা।--মাসুম-আল-হাসান (আলাপ) ০৪:৫৮, ৩১ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ। ছোট ছোট সম্পাদনায় বড় কিছু হয় বলে মনে করি। ছোট সম্পাদনায় যদি উইকিপিডিয়া সম্প্রাদয় এর সম্পাদকগন খারাপ চোখে দেখে কিছু বলার নেই। ইন্টারনেট দূর্বল এর কারনে বড় কোন সম্পাদনা করার ক্ষেত্রে আমাকে একাধিকবার লোড করতে হয়। কোন ত্রুটি হলে ক্ষমা করবেন।মোঃ আরিফ

আমন্ত্রন সম্পাদনা

@Md Arif bd:

 

উইকিপ্রকল্প ইসলামে অংশগ্রহণ করার জন্য আপনাকে আমন্ত্রণ জানানো হচ্ছে, এটি ইসলামমুসলমানদের সাথে সম্পর্কিত নিবন্ধসমূহের মানোন্নয়ন ও সংস্কারের জন্য উৎসর্গীকৃত একটি প্রকল্প।

বর্তমানে আমরা এ প্রকল্পের উন্নতিকল্পে কাজ করছি; আপনিও আমাদের সাথে স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করে ইসলামী নিবন্ধগুলিকে মানসম্মত পর্যায়ে আনতে সাহায্য করতে পারেন। ধন্যবাদ আপনাকে; আপনার উইকি সম্পাদনা শুভ হোক।

--মহামতি মাসুম (আলাপ) ২০:১৯, ২ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ অংশগ্রহণ করবো। মোঃ আরিফ (আলাপ) ২০:২২, ২ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন

কাজ চলছে ট্যাগ সম্পাদনা

কোন নিবন্ধ শুরুতে শুধুমাত্র কাজ চলছে ট্যাগ না লাগিয়ে একটা অনুচ্ছেদ অন্তত ভুমিকাংশ লিখে তবে কাজ চলছে ট্যাগ লাগাবেন। একদম ফাঁকা নিবন্ধে কাজ চলছে ট্যাগ লাগাবেন না। ধন্যবাদ।ফেরদৌস০২:২৮, ৬ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন

স্বার্থের সংঘাত সম্পাদনা

সুধী, আপনার উইকিপিডিয়া অবদানে স্বার্থের সংঘাত ঘটেছে বলে মনে হচ্ছে। আপনি এমন কিছু অ-উল্লেখযোগ্য নিবন্ধ করেছেন/করেছিলেন যা স্পষ্টতই উইকিপিডিয়া বিজ্ঞাপনী উদ্দেশ্যে ব্যবহার বলে প্রতিয়মান হচ্ছে এবং এটি উইকিপিডিয়ার নিরপেক্ষতা নীতিসহ উইকিমিডিয়া সাইট ব্যবহারের পূর্ব শর্তাবলীর স্পষ্ট লঙ্ঘন। আপনার তৈরি বেশকিছু নিবন্ধ যেমন, প্রীত রেজা, আলী ফিদা একরাম তোজো, আয়েশা মুন্নি, আমিরুল মোমেনীন মানিক (পরে সম্প্রদায়ের আলোচনায় অপসারিত) প্রভৃতি নিবন্ধে তা স্পষ্টত প্রতিয়মান হচ্ছে। আপনার এ নিবন্ধগুলোর সাথে স্বার্থের সংঘাত রয়েছে কি? এবং আপনি কি এ নিবন্ধসমূহ তৈরির জন্য অর্থগ্রহণ করেছেন? ~ যুদ্ধমন্ত্রী আলাপ ২১:৫২, ৭ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ। প্রীত রেজা, আলী ফিদা একরাম তোজো ইংরেজী পাতা হতে অনুবাদ করা হয়েছে যা আমি তখনও বলেছি সম্ভবত।আমিরুল মোমেনীন মানিক সংঙ্গীত এর উলেখ্যযোগ্যতা ও তথ্যসূত্রের নিরপেক্ষতায় আমার মনে হয়েছে মানদন্ড পূরন করে তাই তৈরি করেছিলাম যা আলোচনার মাধ্যমে অপসারন করা হয়েছে, তার পর দ্বিতীয়বার তৈরি করি নি। আয়েশা মুন্নি তখন আমি নতুন ছিলাম নীতিমালা সর্ম্পেকে ততটা অবগত ছিলাম না। তবে আজ পর্যন্ত কোন নিবন্ধন তৈরি বা নিবন্ধন তৈরির জন্য কোন অর্থ আমি কারো কাছ হতে নি নেই বা কারো কাছ হতে চেয়েছি এমন কোন ঘটনা নেই আশা করি বুঝতে পেরেছেন। মোঃ আরিফ (আলাপ) ০৩:২৭, ৮ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন

অর্থাৎ স্বার্থের সংঘাত নেই? ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৬:৫০, ৮ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন

জ্বী মোঃ আরিফ (আলাপ) ০৭:২১, ৮ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন

অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আপনি মিথ্যা বলছেন। ব্যবহারের পূর্ব শর্তাবলী অনুসারে উইকিপিডিয়া সম্পাদনায় স্বার্থের সংঘাত থাকলে তা পূর্ব থেকে ঘোষণা করতে হয় যা আপনি করেননি। আপনার তৈরি এই নিবন্ধটি ২০১৯ সালে আলোচনায় অপসারণ করা হয়েছিলো বাংলাতে, এরপর আপনি গত ২ জুন ইংরেজিতে একই বিষয় নিয়ে নিবন্ধ লিখেছেন। এই নিবন্ধে আপনার কনফ্লিক্ট অব ইন্টারেস্টের ব্যাপারটি যিনি নিবন্ধের বিষয় তিনি পাবলিক ফেসবুক পোস্টেও উল্লেখ করেছেন এখানে (লিংক আর্কাইভ)। সুতরাং এ নিবন্ধে আপনার স্বার্থের সংঘাত প্রমাণিত। পূর্বে অন্য কয়েকটি নিবন্ধের ক্ষেত্রে এর বিষয়কে নিয়ে কয়েকটি অনলাইন নিউজপোর্টালে এমনভাবে সংবাদ করা হয়েছে যে, যা থেকে স্পষ্ট নিবন্ধের বিষয় শুধুমাত্র আত্মপ্রচারণার চালিয়েছেন। এরমধ্যে, আপনার অপসারিত কয়েকটি নিবন্ধও রয়েছে। কোভার্ট বিজ্ঞাপন ও স্বার্থের সংঘাত গোপন করে উইকিপিডিয়ায় সম্পাদনা উইকিপিডিয়া নীতিমালার বিরোধী যা এর নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে এবং এটি স্বেচ্ছাসেবী সম্প্রদায়ের সাথে স্পষ্ট প্রতারণার শামিল। সুতরাং স্বার্থের সংঘাত গোপন করে বা গোপন করার চেষ্টা করে সাইট ব্যবহারের শর্তাবলী লঙ্ঘন করায় আপনাকে বাংলা উইকিপিডিয়ায় অসীম মেয়াদে বাধা দেওয়া হলো। আপনি আলাপ পাতা ব্যবহার করে বাধা অপসারণের আবেদন করতে পারেন। তবে বাধা অপসারণের আবেদনে অবশ্যই নিচের বিষয়গুলোর ব্যাখ্যা থাকতে হবে - এখন পর্যন্ত কোন কোন নিবন্ধে আপনার স্বার্থের সংঘাত ঘটেছে এবং অর্থিক লেনদেনের বিষয় থাকলে তা প্রকাশ করাসহ যুক্তিসহ ব্যাখ্যা থাকতে হবে যে, আপনাকে সম্প্রদায় কেন বিশ্বাস করবে। এবং বাধা অপসারণ করলে আপনি একই কাজ করবেন না তার নিশ্চয়তা সম্প্রদায় কিভাবে পাবে। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:২০, ৮ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ ভাই।এর আগে আমি ইংরেজী উইকিপিডিয়ার বিদ্যানন্দ ফাউন্ডেশন এর নিবন্ধনটি তৈরি করছি এবং তাদের জানিয়েছি তারা তা তাদের পেইজে প্রকাশ করছে একই ক্ষেত্রে এটিও করছি তবে এটি তো তাকে বা বিদ্যানন্দ কে বলিনি যে প্রচার করতে কিংবা আমার নাম উলেখ্য করে প্রচার করতে যেটি স্বার্থের সংঘাত বলে বিবেচিত হয়। আর উইকিপিডিয়া সম্প্রাদয় কখনোই প্রকাশ বা প্রমান করতে পারবে না, যে অর্থের বিনিময়ে নিবন্ধন তৈরি করছি যা আমি নিজেও বলেছি কখনোই অর্থের বিনিময়ে কোন নিবন্ধন তৈরি করি নি। আর উপরোক্ত স্বার্থের সংঘাত এর নীতিমালায় যদি আমার উপরোক্ত দুটি কাজ ভুল হয় ক্ষমা এবং ভুল স্বীকার করছি। ভবিসৎ আর এমন হবে না।মোঃ আরিফ

সৌদি গেজেট সম্পাদনা

আপনার তৈরিকৃত উক্ত প্রবন্ধে আমি সম্প্রসারণ ট্যাগ লাগিয়েছিলাম। অনুগ্রহপূর্বক উক্ত প্রবন্ধটিকে সম্প্রসারণ করে উইকিপিডিয়া কে সাহায্য করুন। ধন্যবাদ Md Tanbir Islam (আলাপ) ০৪:০০, ৮ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ। সেটি ইংরেজী হতে অনুবাদ করা সেখানে এর চাইতে বেশী নেই। মোঃ আরিফ (আলাপ) ০৪:০৬, ৮ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন


বিজয়ী সম্পাদনা

সুপ্রিয় Md Arif bd। আপনি রমজান এডিটাথন   এ অংশগ্রহণ করেছিলেন।

 
 

এই প্রতিযোগিতার পর্যোলোচকগণ, অনুবাদের মানের উপর বিবেচনা করে সেরা সাত বিজয়ী নির্বাচিত করেছেন যার মধ্যে আপনিও একজন। আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং আশা রাখি বাংলা উইকিপিডিয়ার উন্নতিকল্পে আপনি আরও অনেক অবদান রাখবেন। আপনার উপর শান্তি বর্ষিত হউক। --মহামতি মাসুম (আলাপ) ১৬:৫৩, ৮ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন সম্পাদনা

 

সুপ্রিয় Md Arif bd,

আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী  সকলের জন্যই মুক্ত। 

উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। 

ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন  ও  উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন।

প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার

  • প্রথম পুরস্কার - ৳  ৩০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • দ্বিতীয় পুরস্কার - ৳ ২০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো
  • তৃতীয় পুরস্কার - ৳ ১০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • পঞ্চম থেকে দশম পুরস্কার - ৳ ৫০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো

বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার  পাঠানো হবে  ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে।  বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। 

প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম।

শুভেচ্ছা সহ,
জয়ন্ত দা
১৩:৩৯, ৩১ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

বিশেষ এডিটাথন পদক সম্পাদনা

  বিশেষ এডিটাথন পদক
প্রিয় Md Arif bd,
২০২০ সালে অনুষ্ঠিত বিশেষ এডিটাথনে অংশগ্রহণ করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। এডিটাথনে আপনার জমাদানকৃত অন্তত একটি নিবন্ধ গৃহীত হয়েছে। শুভেচ্ছাস্মারক হিসেবে আপনাকে এই উইকিপদকটি প্রদান করা হলো। বিশেষ এডিটাথনে অংশগ্রহণ করে এডিটাথনের পাশাপাশি সার্বিকভাবে বাংলা উইকিপিডিয়ায়কে সমৃদ্ধ করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে। সুস্থ, সুন্দর, ও নিরাপদে থাকুন।
আয়োজক দলের পক্ষে,
তানভির রহমানঅংকন ঘোষ দস্তিদার, ১৮:০১, ১ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ঈদ মোবারক! সম্পাদনা

ঈদ মোবারক পরিশ্রমী উইকিপিডিয়ান ভাই!!! পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা! ~ তন্ময় (আলাপ) ১৯:০০, ১৩ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ সম্পাদনা

সুপ্রিয় Md Arif bd,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রদায়ের আগ্ৰহী প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন যা ২৩:৫৯ ২৯ জুন ২০২১ (ইউটিসি) পর্যন্ত চলবে।
আপনি আপনার সম্প্রদায়ের পক্ষ হতে প্রার্থীদের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করুন এবং আসুন আমরা সকলে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে একে সাফল্যমণ্ডিত করে তুলি।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৩৩, ১৯ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

পেশাদারি কুস্তি এডিটাথনে আপনাকে আমন্ত্রণ! সম্পাদনা

 

প্রিয় Md Arif bd,
আশা করছি করোনার এই মহামারীতেও আপনার পরিবারসহ সুস্থ ও ভালো আছেন। আপনি জানেন যে বাংলা উইকিপিডিয়া বাংলা ভাষায় রচিত একটি মুক্ত অনলাইন বিশ্বকোষ। কিন্তু অন্যান্য ভাষার উইকিপিডিয়ার তুলনায় বাংলা উইকিপিডিয়া নিবন্ধবৈচিত্র‍্যে অনেকটাই পিছিয়ে রয়েছে; বিশেষ করে পেশাদারি কুস্তি বিষয়ক নিবন্ধ নেই বললেই চলে। ফলশ্রুতিতে পেশাদারি কুস্তিবিষয়ক নিবন্ধঘাটতি পূরণের লক্ষ্যে আগামী ১৫ই জুলাই থেকে ৩১শে জুলাই পর্যন্ত সম্প্রদায়ের বিশেষ উদ্যোগে পেশাদারি কুস্তিবিষয়ক এডিটাথন-এর আয়োজন করা হয়েছে। উক্ত এডিটাথনে অংশগ্রহণপূর্বক পেশাদারি কুস্তিবিষয়ক নিবন্ধ প্রণয়নের মাধ্যমে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার জন্য আপনার কাছে বিশেষ অনুরোধ রইল। উইকিপিডিয়ায় আপনার পদচারণা (প্রকৃতপক্ষে অঙ্গুলীচারণা) শুভ হোক।
-- ধন্যবাদান্তে,
আয়োজক কমিটির পক্ষে,
নকীব বট (আলাপ) ১১:৫৬, ১৩ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন

রমজান এডিটাথন সম্পাদনা

আপনি রমজান এডিটাথনে তৃতীয় স্থান অধিকার করেছেন। আপনার অবদানের জন্য আন্তরিভাবে ধন্যবাদ। নাইম (আলাপ) ২৩:৫৩, ২৬ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ আরিফ আরিফের সাথে আলাপ

রাজিব আহমেদ নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা

 

রাজিব আহমেদ নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/রাজিব আহমেদ পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। Ashiq Shawon (আলাপ) ১৯:১৮, ১৭ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন

উইকিমিডিয়া ফাউন্ডেশন ট্রাস্টি বোর্ড নির্বাচন ২০২১-এ ভোট দিতে ভুলবেন না সম্পাদনা

সুপ্রিয় Md Arif bd,

আপনাকে এই বার্তা প্রেরণ করা হয়েছে কারণ আপনি ২০২১-এর উইকিমিডিয়া ফাউন্ডেশন ট্রাস্টি বোর্ড নির্বাচনে ভোটদানের উপযুক্ত। নির্বাচনটি ১৮ই আগস্ট, ২০২১ তারিখে শুরু হয়েছে এবং এটি ৩১শে আগস্ট, ২০২১ পর্যন্ত চলবে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বাংলা উইকিপিডিয়া টির মত প্রকল্প পরিচালনা করে এবং ফাউন্ডেশন একটি ট্রাস্টি বোর্ডের মাধ্যমে পরিচালিত হয়। ট্রাস্টি বোর্ড উইকিমিডিয়া ফাউন্ডেশনের সিদ্ধান্তগ্ৰহণকারী সংস্থা। ট্রাস্টি বোর্ড সম্পর্কে আরও জানুন

এই বছর সম্প্রদায়ের ভোটদানের মাধ্যমে চারটি আসন নির্বাচিত করতে হবে। বিশ্বজুড়ে ১৯ জন প্রার্থী এই আসনগুলিতে প্রতিদ্বন্দিতা করেছেন। ২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনের প্রার্থীদের সম্পর্কে আরও জানুন

সম্প্রদায়গুলোর প্রায় ৭০,০০০ সদস্যকে ভোট দিতে বলা হয়েছে এবং এর মধ্যে আপনিও রয়েছেন! ভোট দান ৩১ আগস্ট ২৩:৫৯ ইউটিসি পর্যন্ত চলবে তাই বাংলা উইকিপিডিয়া এর সিকিউরপোল-এ যান ও আপনার ভোটাধিকার প্রয়োগ করুন।

আপনি যদি ইতিমধ্যে ভোট দিয়ে থাকেন তাহলে এই বার্তা টি উপেক্ষা করুন এবং ভোট দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। একজন ব্যক্তি একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করলেও একবারই ভোট দিতে পারবে।

নির্বাচন সম্পর্কে আরও জানুনMediaWiki message delivery (আলাপ) ০৬:২৩, ২৮ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন

রাশেদ সীমান্ত নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা

 

রাশেদ সীমান্ত নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/রাশেদ সীমান্ত পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না।  কুউ পুলক    ০৩:৪৩, ৪ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

"Md Arif bd/সংগ্রহশালা-২০১৯"-এর ব্যবহারকারী পাতায় ফিরুন।