বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম সম্পাদনা

বাঙালি কেন সংকর জাতি? সম্পাদনা

পৃথিবীতে কত জাতি রয়েছে তা বলা মুশকিল। তবে পৃথিবীর পরিবর্তন এর ফলে ধীরে ধীরে জাতিসত্তার পরিবর্তনও দৃষ্টিগোচর হয়।আমরা ভুলে যাই যে বাঙালি জাতিই প্রথম বিশ্বায়নের দৃষ্টান্ত স্হাপন করেছিল।বিভিন্ন জাতের মানুষ একত্র হয় বাঙালি জাতি সৃষ্টি হয়েছিল । তাই বাঙালি জাতিকে সংকর জাতি হিসাবে বিবেচনা করা হয়।সবকিছুতেই স্পষ্ট থেকে স্পষ্টতর ভাষা, সংস্কৃতি, গায়ের রং বাঙালি জাতির দেহ ইত্যাদি সর্বোপরি বিশ্বায়নের ছাপ।যাতে গড়ে উঠেছে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বহিরাগত জাতিগোষ্ঠীর শারীরিক ও সাংস্কৃতিক সংমিশ্রণ যা খুবই স্পষ্ট। জনতত্ত্বের সাক্ষ্য অনুসারে এই অঞ্চলে প্রথম আসে খর্বকায় নিগ্রোপ্রতিম মানুষ। আফ্রিকা থেকে আরব উপদ্বীপ অতিক্রম করে পারস্য উপকূল বেয়ে ধীরে ধীরে এই ভূখণ্ডে বসতি স্হাপন করে।এরপর আসে অস্ট্রিকরা।অস্ট্রিকদের পর আসে দ্রাবিড় ভাষী।প্রাক-ঐতিহাসিককালেই আসে নর্ডিক ও মোঙ্গল জাতিরা। বলা হয় এরাই প্রাক ঐতিহাসিক জনধারার অন্তর্গত সর্বশেষ জনগোষ্ঠী। প্রাক ঐতিহাসিক যুগে এসেছিল পারসিক, ম্যাসেডোনীয়,গ্রিক,শংক,হুন,তুর্কী, আফগান, শক,মোগল,ইংরেজ,পাকিস্তানি।এই ভাবেই এ জনধারার মিশ্রণ হয়।খ্রীস্টপূর্বের জন্মের তিন হাজার বছর আগে প্রথম বঙ্গ শব্দ পাওয়া যায় বেদ সংকলনের ঋকবেদে।এ সময় আর্য ও অনার্য দুই শ্রেণির মানুষের কথা পাওয়া যায়।দীর্ঘ কায়,গৌড় বর্ণ,উন্নত নাসিকা,পাতলা ঠোঁট, স্পষ্ট চোখ বিশিষ্ট মানুষ যারা আর্য ও বিপরীতে ছিল অনার্য মানুষ।বাঙালি জাতি এই সংমিশ্রণের ফলে গড়ে উঠে।যার ফলে বাঙালিকে সংকর জাতি বলা হ। Md.Amirul Islam Hasan (আলাপ) ০৭:০০, ৫ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন