ব্যবহারকারী আলাপ:Maruf/সংগ্রহশালা ২

সাম্প্রতিক মন্তব্য: মোহাম্মদ মারুফ কর্তৃক ১ বছর পূর্বে "MD Salman Khan 7-এর প্রশ্ন (০৪:১৯, ১০ জানুয়ারি ২০২৩)" অনুচ্ছেদে

বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম

সম্পাদনা

টেমপ্লেট এডিটাথন পদক

সম্পাদনা
  অবদানকারী পদক
প্রিয় Maruf,
বাংলা উইকিপিডিয়ায় টুইংকল গ্যাজেটে ব্যবহৃত টেমপ্লেট অনুবাদ ও মানোন্নয়নে আয়োজিত টেমপ্লেট অনুবাদ এডিটাথন ২০২২ -এ অংশ নেয়ায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছাস্মারক হিসেবে আপনাকে উইকিপদকটি প্রদান করা হলো। এই তালিকায় বাকি থাকা টেমপ্লেটগুলোও তৈরি করার অনুরোধ করছি। আশা করি বাংলা উইকিপিডিয়ার অগ্রযাত্রায় আপনার ভূমিকা অব্যাহত থাকবে। সুস্থ, সুন্দর ও নিরাপদে থাকুন।

—ধন্যবাদান্তে, Yahya ১৭:২৭, ৩০ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য একটি পদক!

সম্পাদনা
  নিরলস অবদানের পদক
সুপ্রিয় মারুফ ভাই!! ভালোবাসা নিবেন।

নিরলস অবদানের পদক তাদেরকে প্রদান করা হয় যারা, নিরলসভাবে বিভিন্ন রকমের বড় কোনো কাজ সম্পন্ন করতে অবদান রাখেন। আপনার অবদান ও প্রচেষ্টা আসলেই অনুপ্রেরণাদায়ক। এই কাজ অব্যাহত রাখবেন। Deloar Akram (আলাপঅবদানলগ) ১৬:৪৭, ৩১ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন

৬ (সংখ্যা) প্রসঙ্গে

সম্পাদনা

প্রিয় ভ্রাতাশ্রী! আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। ৬ (সংখ্যা) উইকি পাতাটি যান্ত্রিক অনুবাদ মনে হতে পারে এখানে গণিতের অনেকগুলো Topics এর বাংলা উইকিপিডিয়া পাতা তৈরি হয় নি। যেমন: আপনি ৯ (সংখ্যা) পাতাটি দেখুন সেখানেও অনেক বিষয় আছে যা লাল কালিতে প্রদশিত হচ্ছে। যাহোক, তারপরেও যদি কোনো মুদ্রণ সংক্রান্ত, বাক্য বিন্যাস সংক্রান্ত, লিংক সংক্রান্ত প্রভৃতি ত্রুটি থেকে থাকে তবে তা আমি পুনরায় রিভিউ করে সমাধান করার চেষ্টা করব। পুন ধন্যবাদম্। ষাগর চক্রবর্তী (আলাপ) ০৫:১৫, ২ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@ষাগর চক্রবর্তী লাল কালিতে যে লিঙ্কগুলো প্রদর্শিত হচ্ছে, আমি সেটার যান্ত্রিক অনুবাদের কথা বলিনি! যেমন ধরুন:
৬ (সংখ্যা) পাতায় থাকা টেবিলের অনেকগুলোর সংখ্যাসমূহ ইংরেজি ভাষা্র। এগুলো বাংলায় অনুবাদ করুন। আর ৬ (সংখ্যা) নিবন্ধের মূল সমস্যা হলো এটি অনেক ক্ষুদ্র (ইংরেজি নিবন্ধের তুলনায়)। এটি অনুবাদের মাধ্যমে সম্প্রসারণ করুন। ধন্যবাদ। মোঃ মারুফ হাসান (আলাপ) ০৫:২৬, ২ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ। ষাগর চক্রবর্তী (আলাপ) ০৬:০৩, ২ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন

শহীদ মেহের আলী

সম্পাদনা

বাংগালীর হাজার বছরের স্বপ্ন বাস্তবায়নের মুক্তিসংগ্রামে ষাটের দশকের প্রতিটি আন্দোলনে মেহের আলী সফলভাবে নেতৃত্ত দিয়েছেন। তিনি ছিলেন নেত্রকোনা মুক্তিসংগ্রাম পরিষদের অন্যতম সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মহেষখলা মুক্তিযোদ্ধা ক্যাম্প পরিচালনা কমিটির অন্যতম সদস্য, নেত্রকোনায় সর্বদলীয় ছাত্রসংগ্রাম পরিষদের সংগঠন "ছাত্রসংস্থা"-র প্রতিষ্ঠাতা সভাপতি(যখন দেশে সামরিক আইনের কারনে রাজনীতি নিষিদ্ধ ছিল তখন এই গোপন সংগঠনটি গড়ে তোলা হয় যার মাধ্যমে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করা হতো),নেত্রকোনা মহকুমা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি(বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন পূর্বপাকিস্তান আওয়ামীলীগের ছাত্র সংগঠন),জেলা শ্রমিকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি,নেত্রকোনা কেন্দ্রীয় শহীদ মিনারের প্রতিষ্ঠাতা প্রধান উদ্যেক্তা,মধুমাছি কচিকাঁচার মেলার প্রতিষ্ঠাতা প্রধান উদ্যেক্তা,যুবজাগরণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এবং জেলা আওয়ামীলীগের শ্রম সম্পাদক'৭১ । মুক্তিসংগ্রামের জন্য তিনি নেত্রকোনার ইতিহাসে সবচেয়ে বেশিদিন কারাবরণ করেছেন।তিনি নেত্রকোনা জেলা মুক্তিসংগ্রাম পরিষদের অন্যতম সদস্য ও মহেষখলা ক্যাম্প পরিচালনা কমিটির অন্যতম সদস্য ছিলেন। শত শত মুক্তিযোদ্ধার থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন এবং পরিশেষে স্বাধীনতার জন্য জীবন বিসর্জন দিয়েছেন ।স্বাধীনতার এত বছর পরও তাকে নেত্রকোনায় আইকন হিসেবে শ্রদ্ধা করা হয়।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তার কাজের স্বীকৃতি স্বরুপ তার নামে একটি রাস্তার নমকরণ করেছে "বীর মুক্তিযোদ্ধা মেহের সড়ক"। এত কিছু করার পরেও বলছেন মেহের আলী কন্তুল বিশাসের চেয়ে কম উল্লখযোগ্য। Journalistkr1971 (আলাপ) ০০:১৮, ২৭ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Journalistkr1971, শহীদ মেহের আলী মুক্তিযুদ্ধে অনেক অবদান রেখেছেন, অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছেন, এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, বাংলাদেশীরা তার অবদান চিরিদিন মনে রাখবে। কিন্তু উইকিপিডিয়া কোনো জাতির নিজস্ব সম্পত্তি নয়। এইটা স্বার্বজনীন। উইকিপিডিয়ার কাছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ যেমন একটি স্বাধীনতা যুদ্ধ তেমনি অন্যান্য জাতির স্বাধীনতা যুদ্ধও গুরুত্বপূর্ণ। আপনিই বলুন প্রায় ৩০ লক্ষ মানুষ ১৯৭১ সালে শহীদ হন, ২ লক্ষ মা-বোন ইজ্জত উৎসর্গ করেন। আমাদের দেশের মতো পৃথিবীর অধিকাংশ জাতিই এরূপ স্বাধীনতা যুদ্ধ করেছে এবং করছে। বাংলাদেশ তো মাত্র ৯ মাসে স্বাধীন হয়েছিল। এমন অনেক দেশ আছে যারা বছরের পর বছর এই যুদ্ধ করেছে। যেমন: পর্তুগাল প্রায় ৩০ বছর, নেদারল্যান্ডস ৮০ বছর যুদ্ধ করেছে স্বাধীনতার জন্য। তাদেরও এরূপ অনেক শহীদ রয়েছে। তাই শহীদ মেহের আলী শুধুমাত্র মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য বা শহীদ হওয়ার জন্য উইকিপিডিয়ায় রাখার মতো উল্লেখযোগ্যতা অর্জন করেনি। আর কুন্তল বিশ্বাস WP:রাজনীতিবিদ ও সাংবাদিক হওয়ায় উইকিতে স্থান পেয়েছে। মুক্তিযোদ্ধা হওয়ার জন্য নয়। ধন্যবাদ। মোঃ মারুফ হাসান (আলাপ) ০৩:২৫, ২৭ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন

জানুন/ অযথা হস্তক্ষেপ করবেন না

সম্পাদনা

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।



অসংখ্য গানের পাতায় গানের কথা যুক্ত আছে। আপনি দয়া করে "অন্ধজনে দেহো আলো"-র পাতায় গানের কথা মুছবেন না। যদি মুুুছতে হয়, তবে অন্যান্য পাতায় আগে কথা মুুুছে আমার এই তৈরিকৃত পাতায় মুুছতে যাবেন, এর আগে নয়। জেনেশুনেই আমি গানের কথা যুক্ত করেছিলাম। আপনি অযথা হস্তক্ষেপ করা থেকে বিরত থাকুন। দেখুন: ১। ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ ২। আমার সোনার বাংলা ৩। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে ইত্যাদি। ধন্যবাদ..... Wikifulness (আলাপ) ১০:১৩, ২৯ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Wikifulness এবং মারুফ ভাই, শুভেচ্ছা নেবেন। এই ধরনের গানগুলোর জন্য উইকিসংকলন রয়েছে। অন্ধজনে দেহো আলো, ও মন রমজানের ওই রোজার শেষে ও আগুনের পরশমনি নিবন্ধে গানের কথার দরকার নেই, সেগুলোতে উইকিসংকলনের লিংক দিয়ে দিলেই চলবে। সেগুলো মুছে দিন। আমার সোনার বাংলা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে একই সাথে পাবলিক ডোমেইন ও বিশ্বকোষীয়। এটি মোছার প্রয়োজন নেই। — আদিভাইআলাপ১৪:০২, ২৯ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন
পুনশ্চঃ @Wikifulness দাদা, উইকিপিডিয়া একটি সম্মিলিত প্রকল্প। এখানে যেকোনোভাবে যে কেউ অবদান রাখতে পারে। যে কেউ উইকিপিডিয়ায় যেকোনো নিবন্ধে কাজ করতে পারেন, যদি সেটি নীতিমালা অনুসারে হয়। এখানে নিবন্ধের মালিকানা জাতীয় ইস্যু এনে "হস্তক্ষেপ করবেন না" জাতীয় শব্দ প্রয়োগ অনুচিত। আমি নিশ্চিত মারুফ ভাই আপনার কাজে বিঘ্ন ঘটাতে চাননি, বরং সাহায্য করতেই চেয়েছিলেন। শুভেচ্ছা। — আদিভাইআলাপ১৪:০৯, ২৯ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Meghmollar2017, আমার মনে হয় না গানের কথা মোছা উচিত। গানের নিবন্ধের সেই গানের কথা অবিশ্বকোষীয়, এটা আমার বোধগম্য নয়। গানের প্রথম ৮-১০টি লাইন নিবন্ধে থাকতে পারে। এছাড়া এগুলোর কপিরাইটও নেই। যদি কোন গান/কবিতা বিশাল হয়, সেই ক্ষেত্রে নিবন্ধে সেটির প্রথম কিছু লাইন দিয়ে বাকি অংশের জন্য উইকিসংকলনের লিঙ্ক দেওয়া যায়। আফতাবুজ্জামান (আলাপ) ১৪:১৭, ২৯ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Meghmollar2017 ভাই, আমারও সেই কথা। গানের কথা রাখা উচিত। ~ নোমান (আলাপঅবদান) ১৪:২২, ২৯ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@MdaNoman, @আফতাবুজ্জামান ভাই, আমি কিন্তু @Meghmollar2017 ভাইয়ের সাথে একমত। হয়তো এই গানের কথাটা রাখা তেমন কোনো সমস্যা না। কিন্তু উইকিপিডিয়ায় মানুষ কোনো বিষয়ের তথ্যের জন্য আসে, গানের কথার জন্য নয়। গানের কথা কোনো বিশ্বকোষীয় বিষয় নয়। তাই সমস্যা না থাকলেও , বিশ্বকোষীয় নিয়ম ভঙ্গ করা উচিৎ হবে বলে আমার মনে হয় না। কারণ আজ যেমন @Wikifulness ভাই, কয়েকটি গানের তালিকা দিয়েছেন, কাল এই তালিকাতেই কেউ অন্ধজনে দেহো আলো যোগ করবেন, তারপর আরেকটি। এভাবে উইকিপিডিয়া তো এক সময় উইকিসংকলন হয়ে যাবে। ধন্যবাদ। মোঃ মারুফ হাসান (আলাপ) ১৪:৩১, ২৯ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান, @MdaNoman, আমি এখন পর্যন্ত কোনো বিশ্বকোষে গানের কথা লিখা থাকতে দেখিনি। ইংরেজি উইকিপিডিয়ায় কয়েকটা নার্সারি রাইম ও লোকসঙ্গীতের নিবন্ধে ছড়া বা গানের কথা লেখা থাকে। আধুনিক গানের ক্ষেত্রে এই প্রবণতা দেখিনি। তাছাড়া উইকিসংকলনে গানের কথা আছেই। উইকিপিডিয়ার নিবন্ধে গানের কথা কেন লাগছে, আমার বোধগম্য নয়। — আদিভাইআলাপ১৪:৩৮, ২৯ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Meghmollar2017, আমি যতদূর দেখতে পাচ্ছি, সেখানে আধুনিক গানে কপিরাইটের কারণে গানের কথা দেওয়া হয় নাসূত্র (অনেকগুলোতে আবার ৩০ সেকেন্ডের অডিও দেওয়া), তবে পুরনো কপিরাইটহীন গানের বেশির ভাগ নিবন্ধে গানের কথা দেওয়া রয়েছে।
সর্বোপরি, গানের কথা দেওয়া হবে কি দেওয়া হবে না তা নির্ভর করে সম্পাদকের উপর। অনেক নিবন্ধে সেটির সম্পাদক গানের কথা দিয়েছে আবার অনেক নিবন্ধে সেটির সম্পাদক দেয় নি। আমার ঠিক মনে নেই, কোন একটা উক্তি এমন ছিল, একটা ছবি হাজার কথার সমান। আমরা নিবন্ধে একটা সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা করছি, নিবন্ধে সেটির কিছু অংশ দিলে সেটি তো পাঠককে মূল সৃষ্টিকর্ম সম্পর্কে আরও ভালো ধারণা দিবে। গানের কথা অবিশ্বকোষীয় হতে পারে না। আফতাবুজ্জামান (আলাপ) ১৫:০৯, ২৯ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান ভাই, আমি ইংরেজি উইকিপিডিয়ার গানের কথা সহ নিবন্ধ ওল্ড ড্যান টাকার, Advance Australia Fair খুঁজে পেয়েছি। এগুলোর উল্লেখ মূলত Wikipedia:Lyrics and poetry পাতায় উদাহরণ হিসাবে রয়েছে। এখন এই গানের কথাগুলো রাখা হয়েছে মূলত গানের কথা ব্যাখ্যা করার উদ্দেশ্যে, ঢালাও ভাবে নয়। কমপক্ষে কিছু ব্যাখ্যা তো করা হয়েছে গানের ভাবার্থ সম্পর্কে। কোথাও গানের প্রেক্ষাপট বলা হয়েছে। কিন্তু অন্ধজনে দেহো আলো নিবন্ধটিতে ছোট একটি ভূমিকাংশ ও গানের কথা ছাড়া আর কিছুই নেই। তাই আমার মনে হয় শুধু গানের কথা বিশ্বকোষীয় হলে, গদ্য, পদ্য, নাটক ইত্যাদি কেনো নয়? ধন্যবাদ। মোঃ মারুফ হাসান (আলাপ) ১৬:০৮, ২৯ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন
ইংরেজি উইকিতে সব রকমের উদাহরণই পাওয়া যাবে। যেমন এখানে কোনও ব্যাখ্যা দেওয়া ছাড়াই পুরো গান তুলে দেওয়া হয়েছে। আমি পূর্বেই বলেছি, সর্বোপরি, গানের কথা দেওয়া হবে কি দেওয়া হবে না তা নির্ভর করে সম্পাদকের উপর। কেউ দিয়েছেন, কেউ দেননি।
গদ্য, পদ্য, নাটক ইত্যাদিতে প্রয়োজন হলে সেগুলো কিছু লাইন-উক্তি তুলে দেওয়া যেতে পারে, অবশ্যই, কেন নয়। তবে অবশ্যই তা পরিমাণ মত হতে হবে (কতটুকু? তা সম্পাদকের বিবেচনা)। আমি কখনো বলিনি বিশাল বিশাল গান, কবিতা পুরোটা তুলে দিতে। আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৩০, ২৯ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান, উইকিপিডিয়া কোনো লিরিক্স ডাটাবেজ নয়। এটি অনুসারে An article about a song should provide information about authorship, date of publication, social impact, and so on. Quotations from a song should be kept to a reasonable length relative to the rest of the article, and used to facilitate discussion, or to illustrate the style; ... তাহলে শুধু শুধু কেন এই নিবন্ধগুলোর আকার বাড়াতে বিনা-কারণে লিরিক্স যুক্ত করা হবে? সাইলেন্ট ওরশিপের যে উদাহরণটি দিলেন, সেটি যথাযথভাবে রচনাশৈলী অনুসরণ করে না। তাহলে সেটি কি আমাদের জন্য উদাহরণ হতে পারে? — আদিভাইআলাপ১৬:৫৪, ২৯ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Meghmollar2017: WP:NOT#LYRICS বলছে, ... গানের কথা থেকে কোনো উদ্ধৃতি প্রদানকালে সেটি অবশ্যই যথাসম্ভব সংক্ষিপ্ত আকারে দিতে হবে। আমি ভুল না বুঝলে, নিয়ম গানের কথা লিখতে নিষিদ্ধ করছে না। তবে তা হতে হবে প্রাসঙ্গিক ও পরিমাণ মতো। উদাহরণস্বরূপ এটা হলো একটা গানের ডাটাবেজ, এখানে গানের কথা ও শিল্পীর নাম ছাড়া আর কোন তথ্য নেই। আমার মনে হয় না, অন্ধজনে দেহো আলোকে একই তুলনা দেওয়া চলে। এখানে গানের সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে (আরও দেওয়া উচিত) ও পাঠককে মূল সৃষ্টিকর্ম সম্পর্কে আরও ভালো ধারণা দিতে গানের কথা অন্তর্ভুক্ত করা হয়েছে। গানটিও অতি সংক্ষিপ্ত। আফতাবুজ্জামান (আলাপ) ১৮:০২, ২৯ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন
উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

আনসেলম বেরিগান

সম্পাদনা

আনসেলম বেরিগান নিবন্ধটি ইংরেজি থেকে অনুবাদ করা হয়েছে। যদি কোন সমস্যা পরিলক্ষিত হয় তবে নিবন্ধটি অপসারন করার জন্য বিনিত অনুরোধ করছি। Md nurunnabi khokon (আলাপ) ১২:২১, ৩ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Md nurunnabi khokon উইকিপিডিয়ায় সব সমস্যা নিবন্ধ অপসারণের মাধ্যমে সমাধান করা হয় না। আনসেলম বেরিগান নিবন্ধটিতে মূলত তথ্যসূত্রের অভাব পরিলক্ষিত হয়েছে। আপনি এ সম্পর্কে (সংবাদ · সংবাদপত্র · বই · স্কলার · জেস্টোর) থেকে তথ্য ও সূত্র নিবন্ধে যোগ করার মাধ্যমে নিবন্ধের উন্নয়নে সহায়তা করতে পারেন। ধন্যবাদ। মোঃ মারুফ হাসান (আলাপ) ০৩:০১, ৪ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া তথ্য সংশোধন

সম্পাদনা

জনাব মারুফ আপনি উত্তর রাংগুনিয়া উচ্চ বিদ্যালয় ও উত্তর রাংগুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে উইকিপিডিয়াতে তথ্য দেওয়া হয়েছে তা সরাচ্ছেন কেন? এগুলো তো সঠিক তথ্য। Msakibd (আলাপ) ১৪:১৫, ৬ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Msakibd আপনার তৈরি করা নিবন্ধটি অপসারণের কারণ ভুল তথ্য নয়, উল্লেখযোগ্যতা। আপনি এর বিপক্ষে কোনো মন্তব্য করতে চাইলে এখানে মন্তব্য করতে পারেন। ধন্যবাদ। মোঃ মারুফ হাসান (আলাপ) ০০:০১, ৭ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

রসায়ন পদক

সম্পাদনা
  রসায়ন পদক
বাংলা উইকিপিডিয়াকে রসায়ন সম্পর্কিত নিবন্ধসমৃদ্ধ করার প্রচেষ্টার জন্যে আপনাকে আন্তরিক সাধুবাদ জানাই। এভাবে কাজ করে বাংলা উইকিপিডিয়াকে আরো সমৃদ্ধ করুন এই কামনা রইলো। ফেরদৌস০৩:৫০, ৭ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

নমস্কার

সম্পাদনা

টেমপ্লেটটায় কিছু সমস্যা হচ্ছিল, সেটা ঠিক করতে পারছিলাম না, আপনি একটু ঠিক করে দিয়েন। Joysriramsarkar.manathetiger56 (আলাপ) ০৭:৩৮, ৯ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Joysriramsarkar.manathetiger56 আপনি কোন পাতা থেকে অনুবাদ করে, বা কোন পাতায় ব্যবহারের জন্য টেমপ্লেটটি তৈরি করেছিলেন, তা না জেনে এটি ঠিক করা সম্ভব নয়। মোঃ মারুফ হাসান (আলাপ) ০৭:৪৬, ৯ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
কিন্তু সেটা সংযুক্ত থাকবারই কথা, মানে ওখানে অন্যান্য ভাষাগুলি(ইংরেজি) দেখলেই তো বোঝা যাবার কথা, খুব ছোট্ট একটা পাতা, যদি পারেন অপসারণ ফিরিতে অনুবাদ সম্পূর্ণ করে দেবার অনুরোধ রইলো। Joysriramsarkar.manathetiger56 (আলাপ) ১২:২৬, ৯ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Joysriramsarkar.manathetiger56 দুঃখিত, টেমপ্লেটটি ইতিমধ্যেই অপসারিত হয়েছে। মোঃ মারুফ হাসান (আলাপ) ১২:৩১, ৯ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
বেশ। Joysriramsarkar.manathetiger56 (আলাপ) ১৫:৪৭, ৯ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

ভালো নিবন্ধ হিসেবে রুপা কোম্পানি নিবন্ধটির মনোনয়ন!

সম্পাদনা

জনাব মোহাম্মদ মারুফ,
শুভেচ্ছা নিন। সম্প্রতি আপনি রুপা কোম্পানি নিবন্ধটি ভালো নিবন্ধ হিসেবে মনোনীত করেছেন। কিন্তু নিবন্ধে অনেক ত্রুটি বিদ্যমান। যেমন:নিবন্ধটিতে নির্ভরযোগ্য উৎস অনুপস্থিত হতে হবে। বিস্তারিত জানতে উইকিপিডিয়া:ভালো নিবন্ধের মানদণ্ড দেখুন। যদি আপনি নিবন্ধের মান উন্নয়ন করে ভালো নিবন্ধে উত্তীর্ণ করতে চান, তাহলে নির্দেশনা অনুযায়ী সংশোধন করে আমাকে জানানোর অনুরোধ রইলো। ধন্যবাদ। ~ নোমান (আলাপঅবদান) ১৩:৩১, ১৩ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@MdaNoman আমি কিছুটা তথ্য যোগ করেছি (আরও যোগ করা যেতো, কিন্তু সেসব তথ্য স্থিতিশীল না বলে যোগ করা সম্ভব হয়নি) এবং ম্যগাজিন এবং বিভিন্ন মূল ধারার পোশাক সম্পর্কিত সংবাদ প্রকাশকারী থেকে তথ্যসূত্র যোগ করেছি। এখন কি এটি উপযুক্ত বলে আপনার কাছে মনে হয়েছে। মোঃ মারুফ হাসান (আলাপ) ০৪:৩১, ১৪ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
নিবন্ধকে আরও অর্থবহ করার জন্য ধন্যবাদ। তবে আরও কিছু কাজ করা প্রয়োজন। নিবন্ধের গভীরতা একটু কম। আপনি আরও কিছু তথ্য সংযোজন করুন। সাথে তথ্যসূত্র অংশে থাকা কিছু সূত্রকে (প্রথম ৪ টি বাদে) তথ্যসূত্র টেমপ্লেট এর মধ্যে আনুন। এবং প্রথম ৪ টি অনুবাদ করুন। ভালো নিবন্ধের উদাহরণ হিসেবে কল্পকাহিনিতে বুধ দেখতে পারেন। আপনি এদুটি কাজ করে আমাকে জানান, বাকি কাজে আমি আপনাকে সহায়তা করবো। ~ নোমান (আলাপঅবদান) ০৮:১৮, ১৪ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@MdaNoman আমি যথেষ্ট সম্প্রসারণ, সংশোধন, পরিমার্জন এবং বেশ কয়েকটি তথ্যসূত্র যোগ করেছি। আশা করছি এবার এটিকে ভালো নিবন্ধ হিসাবে গণ্য করা যায়। আপনার উত্তরের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ। মোঃ মারুফ হাসান (আলাপ) ১৩:৩৪, ১৫ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
বেশ কিছু কাজ বাকি, সেগুলো আমি করে দিচ্ছি। এবং দ্রুতই পর্যালোচনা শুরু করছি। ~ নোমান (আলাপঅবদান) ১৬:১৩, ১৫ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
নিবন্ধের গভীরতা নিয়ে আমার একটু শঙ্কা রয়েছে। @FaysaLBinDaruL ভাইয়ের একটু দেখার অনুরোধ করছি। ~ নোমান (আলাপঅবদান) ০৮:৫০, ২৩ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@MdaNoman @মোহাম্মদ মারুফ আমি নিবন্ধটি পড়ে আপনাদের জানাবো। ১২ ঘন্টা পর ⏱️। সে পর্যন্ত অন্যান্য ক্ষেত্রে অবদান রাখার অনুরোধ থাকলো।⏳ভাল নিবন্ধ লেখা ও পর্যালোচনায় আগ্রহের জন্য আপনাদের ধন্যবাদ। ~ ফায়সাল বিন দারুল (২০২২) ১৭:০৮, ২৩ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@মোহাম্মদ মারুফ, @MdaNoman
ইংরেজি হতে অনূদিত নিবন্ধ। মূল ইংরেজি নিবন্ধটি দূর্বল। অনুবাদের মাধ্যমে সেসব দূর্বলতা বাংলা উইকিতেও চলে এসেছে। তথ্যসূত্রে বাংলা সূত্র যোগ করার জন্য ধন্যবাদ, তবে সর্বশেষ পুরস্কার এবং স্বীকৃতি অনুচ্ছেদে সূত্রের ঘাটতি চোখে পড়ার মত। প্রত্যেকটি পুরস্কারের জন্যযাচাইযোগ্য সূত্র চাই। কোম্পানিটি একটি পাবলিক লিমিটেড কোম্পানি, এটির শেয়ার বাজারে অন্তর্ভূক্তি, রেভেনিউ, পরিচালন আয়, মোট আয়, সম্পদ, জনশক্তির, জনকল্যানে কাজের মত তথ্যগুলি থাকলে নিবন্ধটি আরো পুর্নতা পেত। নিবন্ধটি প্রাথমিক শ্রেণীর, ভাল নিবন্ধ হতে গেলে, আরো অনেক কাজ করা প্রয়োজন। উন্নয়নের জন্য en:Wikipedia:WikiProject Companies/Assessment প্রকল্পের বর্তমানে সক্রীয় কোম্পানি সংক্রান্ত ভাল নিবন্ধসমূহের রচনাশৈলী, তথ্যের বুনট অনুসরণ করতে পারেন।~ ফায়সাল বিন দারুল (২০২২) ০৪:৫৬, ২৪ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

ব্যবহারকারী আলাপ:Undefined পাতাটি দ্রুত অপসারণ করা হয়েছে

সম্পাদনা
 

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

হ্যালো, উইকিপিডিয়ায় স্বাগতম। আপনি ব্যবহারকারী আলাপ:Undefined নামে একটি পাতা তৈরি করেছেন, এবং পাতাটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণ নীতিমালার স২ অনুসারে অপসারণ করা হয়েছে। এটি একটি পরীক্ষামূলক পাতা ছিলো, অনুগ্রহপূর্বক সকল পরীক্ষা-নিরীক্ষা খেলাঘরে করুন। উইকিপিডিয়ায় অবদান রাখা সম্পর্কে জানতে স্বাগতম পাতা দেখুন।

অনুগ্রহ করে এই উদ্বেগের সমাধান না হওয়া পর্যন্ত পাতাটি পুনরায় তৈরি করবেন না, তবে উইকিপিডিয়ার নীতি এবং নির্দেশিকা অনুসারে তথ্য যোগ করতে দ্বিধা করবেন না। যদি আপনি মনে করেন যে, এই পাতাটি অপসারণ করা উচিত হয়নি, অথবা আপনি যদি ভবিষ্যত সূত্র বা উন্নতির স্বার্থে মুছে ফেলা পাতাটি পুনরুদ্ধার করতে চান, তাহলে আপনি অপসারণকারী প্রশাসকের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা ইতোমধ্যে যদি তা করে থাকেন তবে, এখানে একটি অনুরোধ করতে পারেন। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৭:৪৯, ২৩ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

অনুগ্রহ করে স্ক্রিপ্ট পরীক্ষা পরীক্ষা উইকি বা মিরাহেজ উইকিতে করুন। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৭:৫১, ২৩ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Yahya ভাই, মিরাহেজ এ Morebits কন্সট্রাক্টর কাজ করে না, এইটা আমার দোষ! মোঃ মারুফ হাসান (আলাপ) ০০:০৭, ২৪ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
আমি আপনাকে দোষ দেই নাই। ব্যতিক্রম ক্ষেত্র ছাড়া এধরনের পরীক্ষা কন্টেন্ট উইকিতে না করাই উত্তম। test.wikipedia.org ও test2.wikipedia.org সাইটে এটা কাজ করবে। সেখানে পরীক্ষা করতে পারেন। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ০৮:৪৪, ২৪ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Yahya এই ২ টা সাইটেও সব ঠিকঠাক কাজ করে না। যাই হোক আমার পরীক্ষা প্রায় শেষ। আচ্ছা আপনি কি আমাকে এই স্ক্রিপ্ট এর বিষয়ে একটু সাহাযা করতে পারবেন? মোঃ মারুফ হাসান (আলাপ) ০৮:৪৯, ২৪ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
কাজ করবে, তবে তার আগে পছন্দসমূহ থেকে টুইংকল গ্যজেট চালু করে নিতে হবে। কী ধরনের সাহায্য প্রয়োজন প্রয়োজন? — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১০:২৭, ২৪ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Yahya ভাই, লাগবে না! পেরেছি। আপনার আগ্রহের জন্য ধন্যবাদ। তারপর [ব্যায়াম] করে কি কোনো উন্নতি হলো, নাকি আগের মতোই আছেন? মোঃ মারুফ হাসান (আলাপ) ১০:৪৪, ২৪ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
কিছুটা উন্নতি তো হয়েছেই!
আপনার বার্তাপ্রদান স্ক্রিপ্ট সম্পাদনা সারাংশে টুইংকল ট্যাগ যোগ করছিলো, আমি সেটা নিষ্ক্রিয় করেছি। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ২১:০৯, ২৯ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

Shahadat WiKi আপনাকে নতুন বার্তা পাঠিয়েছেন

সম্পাদনা
 
সুপ্রিয়, Maruf। Shahadat WiKi-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
০৩:২৭, ৮ নভেম্বর ২০২২ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।উত্তর দিন

Shahadat WiKi (আলাপ) ০৩:২৭, ৮ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আন্দ্রেই গ্রোমিকো নিয়ে Nazmul Hassan456-এর প্রশ্ন (০৪:০৩, ১৫ নভেম্বর ২০২২)

সম্পাদনা

একটি নতুন পাতা খোলার জন্য কি কি দরকার? --Nazmul Hassan456 (আলাপ) ০৪:০৩, ১৫ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Nazmul Hassan456 উইকিপিডিয়ায় কোনো বিষয়ে নতুন পাতা তৈরি করতে চাইলে, প্রথমে গুগোলে সার্চ দিয়ে নিশ্চিত হয়ে নিন যে ঐটি অন্য নামে উইকিপিডিয়ায় বিদ্যমান আছে কি না।
  • এরপর উইকিপিডিয়ায় কোন ধরণের নিবন্ধ থাকতে পারবে, তা জানতে এখানে ক্লিক করুন।
  • আপাতত উল্লেখযোগ্যতা নিয়ম মেনে পাতা তৈরি করে ফেলুন।
  • নতুন পাতা তৈরি করতে নতুন পাতা তৈরি করুন পাতাটি ব্যবহার করুন।
    • পাতার নাম লিখে, তৈরি করুন এ ক্লিক করুন।
  • এরপর যথাযথ তথ্য ও সূত্র যোগ করে পরিবর্তন প্রকাশ করুন এ ক্লিক করুন।
মোঃ মারুফ হাসান (আলাপ) ০৫:২৭, ১৫ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

WikiConference India 2023: Program submissions and Scholarships form are now open

সম্পাদনা

Dear Wikimedian,

We are really glad to inform you that WikiConference India 2023 has been successfully funded and it will take place from 3 to 5 March 2023. The theme of the conference will be Strengthening the Bonds.

We also have exciting updates about the Program and Scholarships.

The applications for scholarships and program submissions are already open! You can find the form for scholarship here and for program you can go here.

For more information and regular updates please visit the Conference Meta page. If you have something in mind you can write on talk page.

‘‘‘Note’’’: Scholarship form and the Program submissions will be open from 11 November 2022, 00:00 IST and the last date to submit is 27 November 2022, 23:59 IST.

Regards

MediaWiki message delivery (আলাপ) ১১:২৪, ১৬ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

(on behalf of the WCI Organizing Committee)

Smmynoddin-এর প্রশ্ন (২০:২৬, ২৩ নভেম্বর ২০২২)

সম্পাদনা

আমি কিভাবে সম্পাদনা শুরু করতে পারি --Smmynoddin (আলাপ) ২০:২৬, ২৩ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Smmynoddin উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। উইকিপিডিয়া একটি মুক্ত বিশ্বকোষ। তাই এটি যে কেউই সম্পাদনা করতে পারে। আপনি মোবাইল ব্যবহারকারী হলে একটি পাতার সবার উপরে   আইকনটিতে ক্লিক করে সম্পাদনা শুরু করতে পারেন। আর ডেক্সটপ ব্যবহার করে উইকিপিডিয়ায় সম্পাদনা করতে চাইলে, সম্পাদনা বা উৎস সম্পাদনা এ ক্লিক করে সম্পাদনা শুরু করতে পারেন। আর অন্য কোনো ব্যাপারে সাহায্য লাগলা নির্দ্বিধায় প্রশ্ন করুন। ধন্যবাদ। মোঃ মারুফ হাসান (আলাপ) ০২:২৪, ২৪ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Smmynoddin পুনশ্চ, আপনি সম্ভবত স্পেস টাইম সম্পর্কে কিছু তথ্য যোগ করতে চেয়েছিলেন। কিন্তু সম্ভবত ভুল করে আলোচনা পাতায় তথ্যটি যোগ করেছেন। আপনি স্থানকালের বক্রতা পাতায় উক্ত তথ্য যোগ করতে পারেন। মূল নামাস্থানে সম্পাদনা করলে তবেই তা প্রদর্শিত হবে। মোঃ মারুফ হাসান (আলাপ) ০২:২৯, ২৪ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য একটি পদক

সম্পাদনা
  সচেতনতা পদক
সুধী, সম্প্রতি আপনি বার্তা দিয়ে সম্পাদকদের তাদের প্রণীত নিবন্ধের উন্নয়নের কথা মনে করিয়ে দিচ্ছেন। অনেকটা ভুলে যাওয়া পথিককে রাস্তায় মনে করিয়ে দেয়ার মত। নিবন্ধ উন্নয়নের জন্য সচেতন করার ক্ষেত্রে আপনার এই বার্তা প্রদানের উদ্যোগ প্রসংশনীয়। এমন উদ্যোগ নেয়ার জন্য ধন্যবাদ। আপনার উদ্ভাবনী ধারণা ও লেখনীর দ্বারা বাংলা উইকিপিডিয়া আরো সমৃদ্ধ হোক। শুভকামনা। ~ ফায়সাল বিন দারুল (২০২২) ০৬:০১, ২৫ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া আলোচনা:উইকিপিডিয়ায় ব্যবহৃত শব্দসমূহ নিয়ে Md Sobuj Ahmed Forid-এর প্রশ্ন (০৬:১০, ২৬ নভেম্বর ২০২২)

সম্পাদনা

কোম্পানি সঠিক বানান --Md Sobuj Ahmed Forid (আলাপ) ০৬:১০, ২৬ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

জ্বী, @Md Sobuj Ahmed Forid "কোম্পানি" বানানটি, সঠিক বানান। যেমন: রুপা কোম্পানিমোঃ মারুফ হাসান (আলাপ) ০৬:১৭, ২৬ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আজহারুল ইসলাম মজুমদার-এর প্রশ্ন (০৬:২৭, ২ ডিসেম্বর ২০২২)

সম্পাদনা

আমার ব্যক্তগত তথ্য কিভাবে যোগ করবো --আজহারুল ইসলাম মজুমদার (আলাপ) ০৬:২৭, ২ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@আজহারুল ইসলাম মজুমদার উইকিপিডিয়া কী নয় পাতাটি ভালোভাবে পড়ে দেখুন! উইকিপিডিয় নিজের ব্যক্তিগত তথ্য যোগ করার স্থান নয়! হ্যাঁ তবে আপনি চাইলে ব্যবহারকারী:আজহারুল ইসলাম মজুমদার পাতায় নিজের সম্পর্কে বিভিন্ন তথ্য যোগ করতে পারেন। আপনাকে কেউ বাধা দিবে না। কিন্তু অন্য কোনো পাতায় নিজের সম্পর্কে তথ্য যোগ করবেন না! ধন্যবাদ। মোঃ মারুফ হাসান (আলাপ) ০৬:৩৪, ২ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

WikiConference India 2023: Open Community Call and Extension of program and scholarship submissions deadline

সম্পাদনা

Dear Wikimedian,

Thank you for supporting Wiki Conference India 2023. We are humbled by the number of applications we have received and hope to learn more about the work that you all have been doing to take the movement forward. In order to offer flexibility, we have recently extended our deadline for the Program and Scholarships submission- you can find all the details on our Meta Page.

COT is working hard to ensure we bring together a conference that is truly meaningful and impactful for our movement and one that brings us all together. With an intent to be inclusive and transparent in our process, we are committed to organizing community sessions at regular intervals for sharing updates and to offer an opportunity to the community for engagement and review. Following the same, we are hosting the first Open Community Call on the 3rd of December, 2022. We wish to use this space to discuss the progress and answer any questions, concerns or clarifications, about the conference and the Program/Scholarships.

Please add the following to your respective calendars and we look forward to seeing you on the call

Furthermore, we are pleased to share the email id of the conference contact@wikiconferenceindia.org which is where you could share any thoughts, inputs, suggestions, or questions and someone from the COT will reach out to you. Alternatively, leave us a message on the Conference talk page. Regards MediaWiki message delivery (আলাপ) ১৬:২১, ২ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

On Behalf of, WCI 2023 Core organizing team.

কাবুল বোমা হামলা মে ২০১০

সম্পাদনা

ভাই, এশিয় মাসের প্রতিযোগিতায় কাবুল বোমা হামলা মে ২০১০ নিবন্ধে রেফারেন্সের একটু সমস্যা ছিল, ঠিক করে দিয়েছি। আপনি কি একটু পুনরায় পর্যালোচনা করবেন? Shahadat WiKi (আলাপ) ০৫:৪১, ৭ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

না ট্রাং নিবন্ধন

সম্পাদনা

দাদা, নিবন্ধন টি ঠিক করে দিয়েছি। অনুপম দত্ত (আলাপ) ১৭:৫০, ৮ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Anupamdutta73 দাদা, বিভিন্ন স্থানের সহ নামগুলো এখনো অনুদিত হয় নি। দয়া করে এগুলো প্রতিবর্ণীকরণ করার মাধ্যামে বাংলায় অনুবাদ করুন। ধন্যবাদ। মোঃ মারুফ হাসান (আলাপ) ০২:২৮, ৯ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
দাদা, প্রতিবর্ণীকরণ করে দিয়েছি। অনুপম দত্ত (আলাপ) ১৭:২৮, ১২ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Anupamdutta73 নিবন্ধটি গৃহীত হয়েছে। ধন্যবাদ। মোঃ মারুফ হাসান (আলাপ) ০০:৪০, ১৩ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

Sakhawat Hossain Rodro-এর প্রশ্ন (১৪:২৪, ১৬ ডিসেম্বর ২০২২)

সম্পাদনা

জনাব, আমি একজন উইকিপিডিয়া স্বেচ্ছাসেবক, নিজের জন্য কিছুদিন আগে একটি ব্যাবহারকারী পাতা তৈরি করেছিলাম কিন্তু প্রশাসক সেটিকে বাতিল করে দিয়েছে।এটা কীসের কারণে বাতিল করা হয়েছে আমি বুঝতে পারছি না, ব্যাক্তিগত তথ্য দেওয়ার কারণে কী এমনটা হয়েছে? --Sakhawat Hossain Rodro (আলাপ) ১৪:২৪, ১৬ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Sakhawat Hossain Rodro আপনার আপনার অবদান থেকে স্পষ্ট নয় যে, আপনি ইতিপূর্বে কোনো ব্যবহারকারী পাতা তৈরি করেছিলেন কি না! সাধারণত ব্যবহারকারী পাতায় তথ্য যোগ করার জন্য, কোনো পাতা অপসারণ করা হয় না। তবে আপনি সম্ভবত মূল নামাস্থানে কোনো পাতা তৈরি করেছিলেন, তাই সেটি অপসারণ করা হয়েছিলো! ধন্যবাদ। মোঃ মারুফ হাসান (আলাপ) ১৫:০৯, ১৬ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Sakhawat Hossain Rodro আপনার ব্যবহারকারী পাতাটি পুনরুদ্ধার করা হয়েছে, আপনি এখন মূল নামস্থানে অবদান রাখতে পারেন! আপনি নিজের ব্যবহারকারী পাতায় অধিক পরিমাণে সম্পাদনা করার কারণে, এটিকে প্রচারণামূলক সম্পাদনা হিসাবে বাতিল করা হয়েছিলো! ধন্যবাদ। মোঃ মারুফ হাসান (আলাপ) ০৭:০৩, ১৮ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য, আসলে আমি এখনো উইকিপিডিয়ার ব্যাবহারকারী নীতিমালা সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ।আমি চেষ্টা করছি নীতিমালা গুলো পড়ার জন্য।আবারো ধন্যবাদ। Sakhawat Hossain Rodro (আলাপ) ১০:১৭, ১৮ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

Romantic rafsan-এর প্রশ্ন (০৪:৫৬, ২৪ ডিসেম্বর ২০২২)

সম্পাদনা

Bhai amr link access den --Romantic rafsan (আলাপ) ০৪:৫৬, ২৪ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Romantic rafsan আপনি কোথায় লিংক অ্যাক্সেস চাচ্ছেন? মোঃ মারুফ হাসান (আলাপ) ০৬:২৩, ২৪ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

Habib Abrariy-এর প্রশ্ন (১০:১২, ২৯ ডিসেম্বর ২০২২)

সম্পাদনা

I am Abrariy . New join in Wikipedia --Habib Abrariy (আলাপ) ১০:১২, ২৯ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Habib Abrariy আপনাকে বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম! আপনি যেকোনো সমস্যায় আমার সাথে যোগাযোগ করতে পারেন। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন! নবাগত হিসাবে আপনি বাংলা উইকিপিডিয়ার স্বাগতম পাতাটি পড়ে দেখতে পারেন, অবদান রাখতে সুবিধা হবে। ধন্যবাদ। মোঃ মারুফ হাসান (আলাপ) ১০:৪১, ২৯ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

বিবরণ যোগের অনুরোধ (৮ জানুয়ারি ২০২৩)

সম্পাদনা

  সুপ্রিয় অবদানকারী, বট কমন্সের নির্বাচিত ছবি ব্যবহার করে টেমপ্লেট:আজকের নির্বাচিত ছবি/৮ জানুয়ারি ২০২৩ তৈরি করেছে। এখন টেমপ্লেটে বিবরণ যোগ করা প্রয়োজন। KanikBot (আলাপ) ১৫:৫১, ৭ জানুয়ারি ২০২৩ (ইউটিসি) [এই তালিকা অনুযায়ী প্রেরিত]উত্তর দিন

বিবরণ যোগের অনুরোধ (৯ জানুয়ারি ২০২৩)

সম্পাদনা

  সুপ্রিয় অবদানকারী, বট কমন্সের নির্বাচিত ছবি ব্যবহার করে টেমপ্লেট:আজকের নির্বাচিত ছবি/৯ জানুয়ারি ২০২৩ তৈরি করেছে। এখন টেমপ্লেটে বিবরণ যোগ করা প্রয়োজন। KanikBot (আলাপ) ১৫:৫০, ৮ জানুয়ারি ২০২৩ (ইউটিসি) [এই তালিকা অনুযায়ী প্রেরিত]উত্তর দিন

বিবরণ যোগের অনুরোধ (১০ জানুয়ারি ২০২৩)

সম্পাদনা

  সুপ্রিয় অবদানকারী, বট কমন্সের নির্বাচিত ছবি ব্যবহার করে টেমপ্লেট:আজকের নির্বাচিত ছবি/১০ জানুয়ারি ২০২৩ তৈরি করেছে। এখন টেমপ্লেটে বিবরণ যোগ করা প্রয়োজন। KanikBot (আলাপ) ১৫:৫১, ৯ জানুয়ারি ২০২৩ (ইউটিসি) [এই তালিকা অনুযায়ী প্রেরিত]উত্তর দিন

MD Salman Khan 7-এর প্রশ্ন (০৪:১৯, ১০ জানুয়ারি ২০২৩)

সম্পাদনা

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি হয়তো ভুল করছি না যে, আপনি উইকিপিডিয়া এ নতুন ক্রিয়েটরদেরকে সাহায্য করে থাকেন।

আমার প্রশ্ন হল আমি কিভাবে উইকিপিডিয়াতে ছবি এবং লিংক যুক্ত করব? --MD Salman Khan 7 (আলাপ) ০৪:১৯, ১০ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@MD Salman Khan 7 ওলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি ঠিকই ধরেছেন, আমি উইকিপিডিয়াতে নতুন ব্যবহারকারীদের সহায়তা করে থাকি।
  1. আপনি দৃশ্যমান সম্পাদনা ব্যবহার করলে:
    1. চিত্র যোগের জন্য: সাহায্য:চিত্রের সাথে পরিচয় (দৃশ্যমান সম্পাদনা)/১ পাতাটি দেখুন
    2. লিংক যোগ করার জন্য [[ লিখলেই একটি "সংযোগ যোগ করুন" নামক বক্স দেখাবে। আপনি যেইখান থেকে সংযোগ (লিংক) যোগ করতে পারবেন।
  2. আপনি উৎস সম্পাদনা ব্যবহার করে সম্পাদনা করলে:
    1. [[নিবন্ধের শিরোনাম|নাম]], এভাবে লিংক যোগ করতে পারেন।
    2. ছবি যোগ করার নিয়মও একইরকম। [[চিত্র:শিরোনাম|চিত্রের আকার|চিত্রের অবস্থান|alt=চিত্র লোড না হলে যে লেখাটি দেখাবে|ক্যাপশন]]
যেমন:
[[চিত্র:Wikipedesketch.png|thumb|left|alt=A cartoon centipede reads books and types on a laptop.|The Wikipede edits ''[[Myriapoda]]''.]]
 
The Wikipede edits Myriapoda.
ধন্যবাদ। মোঃ মারুফ হাসান (আলাপ) ০৬:৪৫, ১০ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
"Maruf/সংগ্রহশালা ২"-এর ব্যবহারকারী পাতায় ফিরুন।