বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

স্বার্থপর দুনিয়া(গল্প) সম্পাদনা

অর্থের কাছে আজকালের মানুষ বন্দী।তেমনী একটি গল্প স্বার্থপর দুনিয়া নিয়ে আপনাদের সামনে আসলাম। হৃদয় ছোট একটি ছেলে সে বাবা মার আদরে দিন দিন বড় হয়ে ওঠে। একদিন শুনে তার বাবা তাদের বাড়ীর কাজের লোকের বউরে সাথে অবৈধ প্রেম। কাজের লোক জগলু সে তার বউ মিনী কে যখন দেখে বড় লোকের সাথে অবৈধ ভাবে মিলিত হচ্ছে। সে তখন মিনীকে শাসন করে, কিন্তু মিনী তখন জগলুর ভালবাসা ভূলে যায় যেই বুকে জগলুকে জায়গা দিয়ে ছিল সেখানে সে আজ হৃদয়ের বাবা মাহিনের স্বপ্ন দেখে বাড়ি গাড়ি শাড়ি গয়না।আজ অর্থের মোহে জগলুর ১০বছরের সংসারের ভালবাসা সেই সাথে সন্তানের ভালবাসা ত্যাগকরে।মিনী সেই মুহূর্তে গর্ভবতী ছিল। সে পেটের সন্তান নষ্ট করে ফেলে, সেই সাথে জগলুকে তালাক দিয়ে দেয়, মাহীনের সাথে সংসার করার জন্য।মাহিন ছিল দুষ্ট প্রকৃতির সেও জানত সুযোগ পেলে সে ভেগে যাবে। যেখানে মাহীনের জন্য সে নিজের দশ বছরের সংসার ত্যাগ করেছে।গোপনে মাহিন কে খবর দেয় লোভ দেখিয়ে তাকে কাছে টানে প্রনয় ঘটে।একসময়ে তার এলাকার লোকদের নিয়ে গোপনে ব্যবস্থা করে রাখে। দুঃসচরিত্র লম্পট মাহিন এবার ধরা খায় তাকে জোরপূর্বক ১০লক্ষ টাকা পন দিয়ে যাতে চলে গেল ১০ লক্ষ টাকা আর থাকলে রঙ্গিন দুনিয়া ধনাড্য হয়ে বস বাস করবে রঙ্গিন স্বপ্ন দেখবে যার কারণে ঝগলুর সংসার ভালবাসা সন্তানের মায়া ত্যাগ সেই সাথে ভ্রুণ হত্যা করে শুধু মাত্র রঙ্গিন জীবনে। অর্থের কাছে সবই অর্থহীন স্বার্থপর দুনিয়ায়।