বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

--অভ্যর্থনা কমিটি বট (আলাপ) ০৪:৫২, ৩ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন

রমজান পদক সম্পাদনা

  বাংলা উইকি রমজান পদক
এই রমজানে এক বা একাধিক ইসলাম সম্পর্কিত নিবন্ধ তৈরি করার জন্য আমার পক্ষ থেকে আপনাকে এই বাংলা উইকি রমজান পদক দিলাম। --আফতাবুজ্জামান (আলাপ) ০১:০৬, ১৯ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন

এডিটাথন সম্পাদনা

সুধি, লক্ষ্য এবার লক্ষ এডিটাথনে অংশগ্রহণ করায় আপনাকে ধন্যবাদ। আমি ভি.পি. মেনন পাতাটি পর্যালোচনা করতে গিয়ে দেখলাম, আপনি তথ্যছক অনুবাদ করেন নি। যা আমি করে দিয়েছি। পরবর্তীতে তথ্যছক অনুবাদ করে জমা দেয়ার অনুরোধ রইলো। কিছু জায়গায় সাবলীলতার অভাব আছে। পাতাটি আরেকবার পড়ে দুয়েকটা লাইনে যা এরকম সমস্যা আছে ঠিক করে দিন। আমি এটি নজরতালিকায় রাখলাম। ঠিক করলেই গ্রহণ করবো। আয়োজক কমিটির পক্ষে —ইয়াহিয়াবলুন...১৮:৫২, ১৫ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন

মারিয়া ভিটেক পাতাটিও ঠিক করে দেন। —ইয়াহিয়াবলুন...১৮:৫৬, ১৫ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ ভুল শুধরে দেবার জন্য। আমি ঠিক করে দিয়েছি এবার পর্যালোচনা করে দেখতে পারেন। Kazimizanur (আলাপ) ১৩:৩৫, ১৬ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন
মারিয়া ভিটেক পাতার তথ্যছকের ইংরেজি লেখা এখনো ঠিক করেন নি। ভি. পি. মেনন আগেই গ্রহণ করা হয়েছে। —ইয়াহিয়াবলুন...১৪:২২, ১৬ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন
মারিয়া ভিটেক পাতাটিও সংশোধনের পর গ্রহণ করা হলো। পরবর্তীতে সংশোধন না করে জমা না দেয়ার অনুরোধ রইলো। —ইয়াহিয়াবলুন...১৫:০৫, ১৬ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন

পাতার মাঝখানে দেওয়া উদ্ধৃতি কিভাবে অনুবাদ করবো? এটার বিষয়ে একটু বলার অনুরোধ রইল।kazimizanur

উদ্ধৃতি বা তথ্যসূত্র অনুবাদ করতে বলা হয়নি, আসলে তথ্যছক (মারিয়া ভিটেক পাতার ডানদিকে যে একটি ছক আছে সেটি) অনুবাদ করতে বলা হয়েছে। যেভাবে করবেন: অনুবাদ প্রকাশের পর, উক্ত পাতায় যান। উদাহরণস্বরূপ, মারিয়া ভিটেক পাতায় যান ও সম্পাদনা ক্লিক করেন। মোবাইল হলে কলম আইকনে ক্লিক করেন। তারপর তথ্যছক অনুবাদ করতে পারবেন। একটি পরামর্শ, অনুবাদ প্রকাশের পর সেই অনুবাদ কষ্ট করে পড়ে দেখবেন, এতে বাক্যগঠনে কোন সমস্যা থাকলে খুঁজে পাবেন ও ঠিক করে নিতে পারবেন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:৩০, ২১ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন
না আমি এটার ক্ষেত্রে নয় অন্য একটি পাতা অনুবাদ করছিলাম (ভারতে রাজভাতা) https://en.wikipedia.org/wiki/Privy_Purse_in_India এটি অনুবাদের মাঝে একটি উদ্ধৃতি আছে । সেটি করতে পারছি না তাই যদি একটু সাহায্য করেন উপকৃত হতাম । kazimizanur
আমি ঠিক করে দিয়েছি। অনুগ্রহ করে নিবন্ধের অনুবাদ একটু দেখবেন, নিবন্ধটির কিছু বাক্যে সংশোধন দরকার। --আফতাবুজ্জামান (আলাপ) ২১:১২, ২১ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া:লক্ষ্য এবার লক্ষ সম্পাদনা

প্রিয়, উইকিপিডিয়া:লক্ষ্য এবার লক্ষ এডিটাথন উপলক্ষে আপনার জমা দেওয়া আগ্রা ও ঔধের সংযুক্ত প্রদেশ নিবন্ধটিতে যতিচিহ্নের (বিরামচিহ্ন) সামনে পিছনে ফাঁকা রাখার ক্ষেত্রে আপনি হযবরল পাকিয়ে ফেলেছেন। অনুগ্রহ করে স্পেসগুলো ঠিক করুন। বেশ কয়েক জায়গায় বানান ভুল আছে। ঔধ ও ওউধ দুটি বানানই ব্যবহার করেছেন একই নিবন্ধে যা অনুচিত। ✒: হীরক রাজা ❯❯❯ আলাপ ১২:০৫, ২৫ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন

বিরামচিহ্ন দিবেন পূর্ববর্তী শব্দ বা বাক্যের সাথে কোনো ফাঁকা না রেখে। যেমন আমি, তুমি, করিম। বিরামচিহ্নের পরে একঘর ফাঁক রাখবেন। এভাবে ন কেমন আছো? ভালো?

ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন সম্পাদনা

 

সুপ্রিয় Kazimizanur,

আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী  সকলের জন্যই মুক্ত। 

উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। 

ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন  ও  উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন।

প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার

  • প্রথম পুরস্কার - ৳  ৩০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • দ্বিতীয় পুরস্কার - ৳ ২০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো
  • তৃতীয় পুরস্কার - ৳ ১০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • পঞ্চম থেকে দশম পুরস্কার - ৳ ৫০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো

বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার  পাঠানো হবে  ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে।  বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। 

প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম।

শুভেচ্ছা সহ,
জয়ন্ত দা
১৩:৩৯, ৩১ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

লক্ষ্য এবার লক্ষ এডিটাথন পদক সম্পাদনা

  লক্ষপূরণ পদক
প্রিয় Kazimizanur,
বাংলা উইকিপিডিয়ার এক লক্ষ নিবন্ধের মাইলফলক অর্জনের প্রাক্কালে আয়োজিত, ‘লক্ষ্য এবার লক্ষ’ শীর্ষক বিশেষ ধারাবাহিক এডিটাথনে অংশগ্রহণ করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। এডিটাথনে আপনার জমাদানকৃত এক বা একাধিক নিবন্ধ গৃহীত হয়েছিল। উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত এ এডিটাথনে নিবন্ধ রচনার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ার এক লক্ষ নিবন্ধের মাইলফলক অর্জন ত্বরান্বিত করতে ভূমিকা রাখায়, শুভেচ্ছাস্মারক হিসেবে আপনাকে এই উইকিপদকটি প্রদান করা হলো। আশা করি বাংলা উইকিপিডিয়ার অগ্রযাত্রায় আপনার ভূমিকা অব্যাহত থাকবে। সুস্থ, সুন্দর, ও নিরাপদে থাকুন। এডিটাথনের আয়োজক দলের পক্ষে ― অংকন (আলাপ) ১:৫৭, ১৬ জুন ২০২১ (ইউটিসি)

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ সম্পাদনা

সুপ্রিয় Kazimizanur,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রদায়ের আগ্ৰহী প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন যা ২৩:৫৯ ২৯ জুন ২০২১ (ইউটিসি) পর্যন্ত চলবে।
আপনি আপনার সম্প্রদায়ের পক্ষ হতে প্রার্থীদের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করুন এবং আসুন আমরা সকলে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে একে সাফল্যমণ্ডিত করে তুলি।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৩৩, ১৯ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ইসলাম বিষয়ক অনলাইন এডিটাথন সম্পাদনা

 
সুপ্রিয় Kazimizanur, প্রথমে সালাম ও শুভেচ্ছা নেবেন। আপনাকে ইসলাম বিষয়ক এডিটাথন ২০২৩-এ অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বাংলা উইকিপিডিয়ায় ইসলাম বিষয়ক নিবন্ধ তৈরি এবং মানোন্নয়ন করাই হলো এই অনলাইন এডিটাথনের মূল উদ্দেশ্য যা পবিত্র রমজান মাস ব্যাপী চলবে। এডিটাথনে অংশগ্রহণের জন্য আপনি এখানে আপনার নাম সংযুক্ত করে এই তালিকা হতে যেকোন নিবন্ধ তৈরি/অনুবাদ করে বাংলা উইকিপিডিয়াকে আরও সমৃদ্ধ করতে পারেন।
আমন্ত্রণে—
ইসলাম বিষয়ক এডিটাথন ২০২৩-এর আয়োজক ও পর্যালোচকদের পক্ষে,
আঃ আজিজ ফাহাদ (আলাপ) ১৭:১৬, ২৩ মার্চ ২০২৩ (ইউটিসি)উত্তর দিন