স্বাগতম বার্তা সম্পাদনা

প্রিয় Kal~bnwiki, উইকিপিডিয়াতে আপনাকে     স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন।

এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:


  •     টিউটোরিয়াল – উইকিপিডিয়া অবদান রাখার জন্য ধারাবাহিক প্রশিক্ষণমূলক প্রস্তুতি নিতে এটি দেখুন।


কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যেকোন পদ্ধতি অনুসরণ করা:

  • আমাদের সম্প্রদায়ের অন্যতম বর্তমান লক্ষ্য হল     আবশ্যকীয় নিবন্ধগুলোকে সৃষ্টি ও পূর্ণতা দান করা। তালিকাটি থেকে পছন্দের যেকোন একটি নিবন্ধ কাজের জন্য বেছে নিন।
  • Alt - Shift - x চাপুন চাপুন, বা অজানা যেকোনো পৃষ্ঠা লিঙ্কে ক্লিক করুন। যেকোন একটি নিবন্ধ আসবে, আপনি সেটাকে পরিবর্ধন বা পরিমার্জন করতে পারেন।
  • অসম্পূর্ণ নিবন্ধের তালিকা দেখুন, ও সেখান থেকে কোন নিবন্ধকে পরিবর্ধনের জন্য বেছে নিন।
  • নিবন্ধ পরিবর্ধনের জন্য তথ্যের প্রয়োজন হলে উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণের সহায়তা নিতে পারেন, এজন্য বাংলা নিবন্ধটির বাঁয়ে ‘অন্যান্য ভাষাসমূহ’-এর তালিকা থেকে English-এ ক্লিক করতে হবে।
  • আপনার নতুন নিবন্ধ শুরু করার আগে অনুগ্রহপূর্বক গুগলের মাধ্যমে অনুসন্ধান করুন

  • আপনার প্রথম নিবন্ধটি শুরু করার পূর্বে অনুগ্রহ করে আপনার প্রথম নিবন্ধ পড়ে নিন।
  • নতুন নিবন্ধ শুরু করতে হলে এই পাতায় গিয়ে ফর্মে নিবন্ধের নামটি লিখুন।
  • উইকিপিডিয়ানদের সাথে সরাসরি আলাপ করতে IRC চ্যানেল  #wikimedia-bd ব্যবহার করুন।
  • এছাড়া নিজের সম্পর্কে তথ্য আপনি আপনার ব্যবহারকারী পাতায় রাখতে পারেন। এর মাধ্যমে অন্য উইকিপিডিয়ানরা আপনার সম্পর্কে জানতে পারবে। সাহায্য চাইতে এবং মতামত রাখতে অনুগ্রহপূর্বক আপনার আলাপ পাতা ব্যবহার করুন।

অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর   চিহ্নে ক্লিক করুন অথবা চারটি টিল্ডা (~~~~) চিহ্ন দিয়ে আপনার স্বাক্ষর করুন; এটি স্বয়ংক্রিয় ভাবে আপনার নাম এবং তারিখ যোগ করবে। যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তা হলে আমার আলাপের পাতায় প্রশ্ন করুন, অথবা আপনার আলাপের পাতায় {{সাহায্য করুন}} লিখুন এবং নিচে আপনার প্রশ্ন লিখুন। একজন সাহায্যকারী কিছুক্ষণের মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেবেন।

আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! 


জয়ন্ত নাথ ০৪:৫৭, ২ জুলাই ২০০৮ (UTC)

সিলেটের ইতিহাস এবং নাগরীলীপি সম্পাদনা

নিবন্ধ দুটোর লেখাগুলো আপনি এখান] এবং এখান থেকে কপি করেছেন। সাইটের কোথাও লেখা না যে লেখা গুলোর কপিরাইট মুক্ত। তাই ধরে নেওয়া যায় যে লেখা গুলো কপিরাইট যুক্ত। উইকিপিডিয়ায় কোন কপিরাইটকৃত লেখা যোগ করা যাবে না। যা উইকিপিডিয়ার নীতি বিরোধী। তাই আপনার লেখা নিবন্ধ দুটোকে মুছে ফেলা হয়েছ। আপনি যদি নিবন্ধ দুটো নতুন করে শুরু করতে চান তাহলে এ সাইট থেকে তথ্যগুলো নিয়ে আপনাকে লেখাগুলোকে নিজের ভাষায় লিখেতে হবে যাতে লেখাগুলো হুবুহু কপি না হয়। এবং অবশ্যই আপনার নিজের ভাষায় লিখিত লেখাগুলো অবশ্যই কপিরাইট মুক্ত হতে হবে। আরও কোন প্রশ্ন থাকলে নির্দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ১৮:১৯, ৪ জুলাই ২০০৮ (UTC)

সিলেটের ইতিহাস এবং নাগরীলীপি(আমাকে সাহায্য করুন) সম্পাদনা

Bellayet ভাই আমি সিলেট সর্ম্পকে যে information এড করেছি তা বিভিন্ন বই থেকে আমি বা আমরা (Neo Information Technology আমাদের ওয়েব সাইট ফার্ম) সংগ্রহ করেছি। আমি (SCC) এর ওয়েব ডিজাইন করছি এবং খুব তারাতারি ওয়েব সাইট Officially start হচ্ছে। যদি আপনার সন্দেহ হয় তাহলে ওয়েবের প্রথম পাতায় আমার ইমেইল ঠিকানা পাবেন (liton14@gmail.com) । এখন আপনার কাছে আমার যে সাহায্য আমি কি এই information গুলো এড করতে পারব। আর যদি না পারা যায় তাহলে আমার কি করতে হবে। আমার খুব ইচ্ছে উইকপিডিয়া কাজ করার, আমাক সাহায্য করুন।--লিটন ১৯:৪০, ৫ জুলাই ২০০৮ (UTC)

সিলেট সিটি কর্পোরেশনের ওয়েবসাইটটি আপনার করা হলেও যেহেতু সাইটটি একটি তৃতীয়পক্ষের জন্য তৈরি করা এবং তাতে ব্যবহৃত লেখাসমূহের কপিরাইট সম্পর্কিত কোন তথ্য নাই, আমি ধরে নিচ্ছি (বাধ্য হচ্ছি) যে সিলেট সিটি কর্পোরেশনের ওয়েব সাইটে ব্যবহৃত লেখার কপিরাইট সিলেট সিটি কর্পোরেশনের। আর কপিরাইটকৃত লেখা উইকিপিডিয়ায় দেওয়া যাবে না। আর তা যদি দিতে হয় তাহলে সিলেট সিটি কর্পোরেশনের ওয়েব সাইটের লেখাগুলোকে কপিরাইট মুক্ত বলে ঘোষণা দিতে হবে। এবং তা ঐ ওয়েব সাইটের স্বত্ব বা কপিরাইট অংশে "স্বত্ত্ব মুক্ত/পাবলিক ডোমেইন" লিখিত থাকতে হবে। এর মানে লেখাগুলো সকল স্বত্ত্ব ত্যাগ করা হয়েছে। এছাড়া লেখা গুলোকে উইকিপিডিয়ায় ব্যবহার করা যাবে কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের ওয়েবসাইটের লেখা গুলোর উৎস হিসেবে বাংলা উইকিপিডিয়ার নাম উল্লেখ করতে হবে। তবে লেখা গুলো যদি আপনার নিজের না হয় এবং অন্য কোন বই থেকে হুবুহু কপি করা হয় তাহলে লেখা গুলো বাংলা উইকিপিডিয়ায় না দেওয়াই শ্রেয়। আগেও উল্লেখ করেছি, কোন লেখা হুবুহু না লিখে, তথ্য গুলো নিজের ভাষায় উপস্থাপন করলেই আর কপিরাইটের ঝামেলা থাকে না। তাই সিলেট সিটি কর্পোরেশনের লেখাগুলোই যদি আবার নিজের ভাষায় লিখে (ধরণ পরিবর্তন করে) উইকিপিডিয়ায় দিতে পারে, তবে হুবুহু নয়। আর অবশ্যই লেখার তথ্যগুলোর তথ্যসূত্র বা রেফারেন্স নিবন্ধে উল্লেখ করবেন ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:৫৯, ৬ জুলাই ২০০৮ (UTC)
ধ্যবাদ বেলায়েত ভাই আসাকে সহজ ভাবে এবং গুছিয়ে বলার জন্য। আমি এখন (SCC) এর ওয়েবসাইটি নিয়ে কাজ করছি। তবে খুব তারাতারি আপনার কথা মত তথ্য গুলো উইকিপিডিয়া (তথ্যসূত্র উল্লেখ করে এবং কপিরাইট মুক্ত তথ্য) এড করব তবে আপনার সাহায্যে নিয়ে কারন আমি এখানে নতুন অনেক কিছু জানিনা।আবার আপনাকে ধ্যবাদ, আশাকরি ভবিষ্যতে আমাকে সাহায্য করবেন ।--লিটন ০৭
১৪, ৭ জুলাই ২০০৮ (UTC)

আপনার অ্যাকাউন্ট পুনঃনামকরণ করা হবে সম্পাদনা

১৯:২০, ১৭ মার্চ ২০১৫ (ইউটিসি)

পুনঃনামকরণ করা হয়েছে সম্পাদনা

০২:৪৫, ১৯ এপ্রিল ২০১৫ (ইউটিসি)