ব্যবহারকারী আলাপ:Jonoikobangali/চিঠিপত্র:দ্বিতীয় সংকলন

আঙুলের ছাপ দিয়ে অপরাধী সনাক্তকরণ বিদ্যা সম্পাদনা

সময় পেলে এটা দেখুন। আঙুলের ছাপ দিয়ে অপরাধী সনাক্তকরণ বিদ্যা আবিষ্কারে ইংরেজ হেনরীর নাম আসলেও এতে মুখ্য ভূমিকা ছিলো দুইজন বাঙালি - আজিজুল হক, এবং হেমচন্দ্র বোস। --রাগিব (আলাপ | অবদান) ২২:৫২, ২১ ফেব্রুয়ারি ২০০৯ (UTC)

দেখছি। এটাকেও মাথায় রাখব। অনেক ধন্যবাদ --অর্ণব দত্ত ০১:৪৩, ২২ ফেব্রুয়ারি ২০০৯ (UTC)

বানানবিধি সম্পাদনা

শ্রদ্ধাস্পদেষু অর্ণব, প্রথমেই আমার নিবন্ধটি প্রসঙ্গে আপনার বৌদ্ধিক অভিমত প্রকাশ করিয়া ভ্রাতৃস্নেহে আমাকে উৎসাহিত করিবার জন্য ধন্যবাদ জ্ঞাপন করি। উইকিপিডিয়ায় টেবিল (Table) সম্বন্ধে আমার কোনপ্রকার ধারণা ছিল না। আপনি সেই বিষয়ে আমাকে সাহায্য করিয়া বিশেষ উপকারসাধন করিয়াছেন। আপনার ব্যবহারকারী পৃষ্ঠাটি পাঠ করিয়া অবগত হইলাম যে আপনি আপনার সকল রচনায় “পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি” কর্তৃক প্রবর্তিত বানানবিধি অনুসরণ করিয়াছেন। এতজ্জন্য আমার পক্ষ হইতে আপনাকে অশেষ সাধুবাদ নিবেদন করি। উক্ত বানানবিধি বিষয়ে কোন কোন উইকিপিডিয়ানের সহিত আপনার মতানৈক্য হইতে পারে কিন্তু তৎসত্ত্বেও আপনি পশ্চাদ্পদ হইবেন না এই পরামর্শ প্রদান করি। “পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি” কর্তৃক প্রবর্তিত বানানবিধি হইল সম্পূর্ণ বিজ্ঞানসম্মত এবং আদর্শ বানানরীতি। বাংলা শব্দের বানানে সমতা রক্ষা করিয়া তাহাকে একটি সরল এবং সর্বজনগ্রাহ্য রূপ প্রদান করিবার লক্ষ্যে বাংলা আকাদেমির নিরলস প্রচেষ্টা সকল বঙ্গভাষীর কলমে যাহাতে সার্থক হইয়া উঠে তাহা সুনিশ্চিত করা আমাদিগের অবশ্যকর্তব্য হওয়া উচিত। -ধন্যবাদান্তে, সুমঙ্গল, ভারতীয় সময়: দ্বিপ্রহর ১২:৫৮, ৩ ফাল্গুন ১৯৩০ শক, ২২ ফেব্রুয়ারি ২০০৯।

ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল সম্পাদনা

ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ভুক্তিগুলির কিছু কিছু এখনও মাত্র এক লাইনের। এগুলিতে দুই-তিনটা ভূমিকা প্যারা যোগ করার চেষ্টা করছি। মূলত ইংরেজি উইকির ভূমিকা প্যারা অনুবাদ করছি। আপনি চাইলে হাত লাগাতে পারেন। --অর্ণব (আলাপ | অবদান) ২২:০০, ২২ ফেব্রুয়ারি ২০০৯ (UTC)

Image:Westbengallogo.gif-চিত্র কপিরাইট লাইসেন্সের সমস্যা সম্পাদনা

 
Image Copyright problem

Image:Westbengallogo.gif চিত্রটি আপলোড করার আপনাকে ধন্যবাদ। আমি লক্ষ্য করলাম, কে এই ফাইলের সৃষ্টিকর্তা তা নির্দিষ্ট করে বলা নেই অর্থাৎ চিত্রটির কপিরাইট তথ্য অস্পষ্ঠ।যদি আপনি এই ফাইলটি নিজে তৈরি না করে থাকেন,তাহলে আপনাকে এই ফাইলের স্বত্তাধিকার বা প্রকৃত মালিকের কপিরাইট উল্লেখ করতে হবে। যদি আপনি এটি কোন ওয়েবসাইট থেকে পেয়ে থাকেন তবে সেই ওয়েবসাইট লিঙ্কে আপনি এই ফাইলের উপাদান ব্যবহারের শর্তাবলী পাবেন যা সাধারণত পর্যাপ্ত ভাবে বর্ননা থাকে। যদি কপিরাইট ধারক ঐ ওয়েবসাইটের প্রকাশক থেকে আলাদা হয়, তাদেরও কপিরাইট জানানো উচিত।

আমরা আরও জানার প্রয়োজন মনেকরি এর লাইসেন্সের শর্তাবলী যা এই চিত্রের কপিরাইট ধারক প্রকাশ করেছেন, যা সাধারনভাবে লাইসেন্স ট্যাগ যুক্ত করে করা হয়।যদি এই চিত্র,অডিও,ভিডিও আপনি নিজে তৈরি করেন বা সৃষ্টি কর্তা হন তবে {{GFDL-self}} ট্যাগ লাগিয়ে তা জিএফডিএলে মুক্ত করতে পারেন। যদি আপনি বিশ্বাস করেন যে মিডিয়াটি মুক্ত নয় এমন তবে {{non-free fair use in|article name}} এই ট্যাগ লাগান বা অন্য কোন ট্যাগ লাগান যা এখানে বর্নিত। কপিরাইট ট্যাগের পূর্ণ তালিকার জন্য দেখুন, চিত্র কপিরাইট ট্যাগ, যেগুলির মধ্যে থেকেও আপনি ব্যাবহার করতে পারেন।

যদি আপনি পূর্বে অন্যান্য ফাইল আপলোড করে থাকেন,তবে তা পরীক্ষা করে বিবেচনা করুন যে আপনি তাদের উৎ‍স ও কপিরাইট লাইসেন্সের ঠিক উল্লেখ করেছেন কিনা। আপনি এই সংযোগটিতে অনুসরণ করে আপনার পূর্বের আপলোড করা ফাইলগুলিকে একটি তালিকা আকারে পাবেন। উৎস-বিহীন ও ট্যাগ-বিহীন চিত্র গুলিকে এক সপ্তাহের মধ্যে অপসারণ করা হবে তাদেরকে ট্যাগকৃত করার পর, যেমনটা বর্নিত আছে দ্রুত অপসারণযোগ্য যোগ্য চিত্রে। যদি চিত্রটি মুক্ত নয় এমন লাইসেন্সের(সৌজন্যমূলক ব্যবহার) মধ্যে পরে তবে ৪৮ ঘন্টার মধ্য চিত্রগুলিকে অপসারণ করা হবে। যদি আপনার এই বিষয়ে কোন প্রশ্ন থাকে দয়া করে মিডিয়া কপিরাইট প্রশ্ন পাতায় জানান। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ সহ--জয়ন্ত (আলাপ | অবদান) ১৪:১২, ২০ মার্চ ২০০৯ (UTC)

Image:Westbengallogo.gif-পিতৃহীন চিত্র যা কোন নিবন্ধের সাথে সংযোগ নাই সম্পাদনা

Image:Westbengallogo.gif চিত্রটি আপলোড করার আপনাকে ধন্যবাদ। কিন্তু ইহা পিতৃহীন চিত্র যা কোন নিবন্ধের সাথে সংযোগ নাই। যত দ্রুত সম্ভব এইটিকে কোন নিবন্ধের সাথে যুক্ত করুন।

যদি আপনি পূর্বে অন্যান্য ফাইল আপলোড করে থাকেন,তবে তা পরীক্ষা করে বিবেচনা করুন যে আপনি তাদের কোন নিবন্ধের সাথে সংযোগ করেছেন কিনা। আপনি এই সংযোগটিতে অনুসরণ করে আপনার পূর্বের আপলোড করা ফাইলগুলিকে একটি তালিকা আকারে পাবেন। কোন নিবন্ধের সাথে সংযোগ নাই এমন চিত্র গুলিকে এক সপ্তাহের মধ্যে অপসারণ করা হবে তাদেরকে ট্যাগকৃত করার পর, যেমনটা বর্নিত আছে দ্রুত অপসারণযোগ্য যোগ্য চিত্রে। যদি চিত্রটি মুক্ত নয় এমন লাইসেন্সের(সৌজন্যমূলক ব্যবহার) মধ্যে পরে তবে ৪৮ ঘন্টার মধ্য চিত্রগুলিকে অপসারণ করা হবে। যদি আপনার এই বিষয়ে কোন প্রশ্ন থাকে দয়া করে মিডিয়া কপিরাইট প্রশ্ন পাতায় জানান। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ সহ--জয়ন্ত (আলাপ | অবদান) ১৪:১২, ২০ মার্চ ২০০৯ (UTC)

Image:Logo wbut.jpg-চিত্র উৎস সমস্যা সম্পাদনা

 
Image Copyright problem

Image:Logo wbut.jpg চিত্রটি আপলোড করার আপনাকে ধন্যবাদ। আমি লক্ষ্য করলাম, কে এই ফাইলের সৃষ্টিকর্তা তা নির্দিষ্ট করে বলা নেই অর্থাৎ চিত্রটির কপিরাইট তথ্য অস্পষ্ঠ।যদি আপনি এই ফাইলটি নিজে তৈরি না করে থাকেন,তাহলে আপনাকে এই ফাইলের স্বত্তাধিকার বা প্রকৃত মালিকের কপিরাইট উল্লেখ করতে হবে। যদি আপনি এটি কোন ওয়েবসাইট থেকে পেয়ে থাকেন তবে সেই ওয়েবসাইট লিঙ্কে আপনি এই ফাইলের উপাদান ব্যবহারের শর্তাবলী পাবেন যা সাধারণত পর্যাপ্ত ভাবে বর্ননা থাকে। যদি কপিরাইট ধারক ঐ ওয়েবসাইটের প্রকাশক থেকে আলাদা হয়, তাদেরও কপিরাইট জানানো উচিত।

যদি আপনি পূর্বে অন্যান্য ফাইল আপলোড করে থাকেন,তবে তা পরীক্ষা করে বিবেচনা করুন যে আপনি তাদের উৎ‍স ও কপিরাইট লাইসেন্সের ঠিক উল্লেখ করেছেন কিনা। আপনি এই সংযোগটিতে অনুসরণ করে আপনার পূর্বের আপলোড করা ফাইলগুলিকে একটি তালিকা আকারে পাবেন। উৎস-বিহীন ও ট্যাগ-বিহীন চিত্র গুলিকে এক সপ্তাহের মধ্যে অপসারণ করা হবে তাদেরকে ট্যাগকৃত করার পর, যেমনটা বর্নিত আছে দ্রুত অপসারণযোগ্য যোগ্য চিত্রে। যদি চিত্রটি মুক্ত নয় এমন লাইসেন্সের(সৌজন্যমূলক ব্যবহার) মধ্যে পরে তবে ৪৮ ঘন্টার মধ্য চিত্রগুলিকে অপসারণ করা হবে। যদি আপনার এই বিষয়ে কোন প্রশ্ন থাকে দয়া করে মিডিয়া কপিরাইট প্রশ্ন পাতায় জানান। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ সহ--জয়ন্ত (আলাপ | অবদান) ১৪:২০, ২০ মার্চ ২০০৯ (UTC)


mr:गणपती (গণপতী) has been nominated for Featured Article Status on Marathi Wiki. Major portion of this article was translation of your article গণেশ from Bengali Wiki. Thank you for such wonderful contribution. Dakutaa ০৭:২৩, ২ এপ্রিল ২০০৯ (UTC)

Hindu swastika শুভ নববর্ষ ১৪১৬ Hindu swastika সম্পাদনা

আজ ১ বৈশাখ (পয়লা বৈশাখ), বঙ্গীয় নববর্ষারম্ভোপলক্ষে পূজ্যপাদ অর্ণবদাকে হার্দিক প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। বিগত বছরের সকল দুঃখ, গ্লানি, হতাশা দূরীভূত করে নূতন আশার প্রদীপ প্রজ্জ্বলিত হোক। অশুভ শক্তিকে পরাভূত মঙ্গল শক্তির আবাহনের মধ্যে শুভারম্ভ হোক এই নতুন বঙ্গাব্দের। - ভার্গব চৌধুরী, ৪:৩১, ১ বৈশাখ ১৪১৬, ১৫ এপ্রিল ২০০৯ (UTC)

উইকিপদক সম্পাদনা

  উইকিপদক
পশ্চিমবঙ্গের সাহিত্য ও সংস্কৃতি সম্বন্ধে অসীম উদ্যমে বহু নিবন্ধ শুরু করার জন্য অর্ণবকে এই বিশেষ জাতীয় তারকা পদক দিলাম।--সপ্তর্ষি(আলাপ

অনেক দিন পর। কেমন আছো? পড়াশুনায় ব্যস্ত নাকি ভ্রমন? ব্রেকের পর ফিরে এসে আশা করি ভালো লাগছে।ধন্যবাদ সহ--জয়ন্ত (আলাপ | অবদান) ১৩:৪১, ১৬ মে ২০০৯ (UTC)

ভালই আছি। বাড়ি বদল করলাম। তাতে টেলিফোন লাইন ট্রান্সফার করতে গিয়ে ঝামেলা। বিএসএনএলের কল্যাণে দু'মাসেরও বেশি ব্রডব্যান্ড বন্ধ। কী করি? যা হোক, ফিরে আসতে পেরে ভাল লাগছে। অনেক ধন্যবাদ। --অর্ণব দত্ত ১৩:৫৪, ১৬ মে ২০০৯ (UTC)
অভিনন্দন অর্ণব। আপনার অভাব আমরা প্রতিনিয়ত অনুভব করেছি এবং আপনি ফিরে আসায় আমি ব্যক্তিগত ভাবে খুবই আনন্দিত। শরীর ভাল আছে তো?--বেলায়েত (আলাপ | অবদান) ১৪:৫৫, ১৬ মে ২০০৯ (UTC)
ধন্যবাদ বেলায়েত ভাই। আমারও খুব ভাল লাগছে আবার আপনাদের মাঝে ফিরে আসতে পেরে। শরীর ভালই আছে। ভোটের চক্করে সরকারি বাবুদের কল্যাণে আমার নতুন বাসায় টেলিফোন সংযোগ পেতে এই দেরি। তবে আবার পুরনো ফর্মে ফিরে আসবো কথা দিলাম। এই কদিনে উইকিসংকলনের জন্য অনেক কিছু টুকে রেখেছি। পাঠাবো। --অর্ণব দত্ত ১৫:০৫, ১৬ মে ২০০৯ (UTC)

যাক বাবা, ফেরত আসলেন তাহলে! আশা করি আগের মতোই অনেক কাজ করতে পারবেন। চালিয়ে যান। --রাগিব (আলাপ | অবদান) ১৭:১৫, ১৬ মে ২০০৯ (UTC)

হ্যাঁ রাগিব ভাই, ফিরে এলাম। অবশ্যই আগের মতো অনেক অনেক কাজ করার পরিকল্পনা নিয়ে। আর আপনাদের সকলের এই সাদর অভ্যর্থনায় আপ্লুত হচ্ছি। --অর্ণব দত্ত ১৭:২১, ১৬ মে ২০০৯ (UTC)

File:Hemanta fifties.jpg অপসারণের প্রস্তাব রাখা হয়েছে সম্পাদনা

আপনার আপলোড করা File:Hemanta fifties.jpgটি ফাইল অপসারণ নীতি অনুসারে অপসারণের জন্য বিবেচনা করা হচ্ছে। এই সম্পর্কে আপনার মতামত জানানোর জন্য দয়া করে এই আলোচনায় আপনার ভাবনা ব্যক্ত করুন। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ সহ--জয়ন্ত (আলাপ | অবদান) ১১:৪৬, ২০ মে ২০০৯ (UTC)

উইকিপিডিয়া ও আমি সম্পাদনা

আপনার ব্যবহারকারী পাতায় "উইকিপিডিয়া ও আমি" অংশটি আবারো পড়লাম। খুব ভালো লাগে এটা পড়তে। বাংলা বিশ্বকোশ খুব একটা হাতে পাইনি ছোটবেলায়। শিশু একাডেমীর জ্ঞানের কথা নামের একটি মাঝারি সাইজের বই উপহার পেয়েছিলাম। সেটা খুব মনোযোগ দিয়ে পড়েছিলাম। পরে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় কম্পিউটার কেনা হলে এনকার্টার সিডি কিনে পড়েছি অনেক।

বাংলায় বিশ্বকোষের আসলেই ব্যাপক মন্দা। আশা করি বছর খানেকের মধ্যে আমরা সম্মানজনক একটা কিছু এখানে খাড়া করতে পারবো। --রাগিব (আলাপ | অবদান) ০৯:২৬, ২৯ মে ২০০৯ (UTC)

ছবি আপলোড সম্পাদনা

অর্ণব, তোমার আপলোড করা ছবি গুলির জন্য ধন্যবাদ , শুধু মাত্র একটা ব্যাপারে তোমাকে কিছু অনুরোধ করছি,

  • যে ছবিগুলি ইংরেজি উইকি থেকে স্থানান্তর করছ, সেইগুলি একটু দেখে নাও ঠিক কি ট্যাগ আছে। যদি PD বা GDFL ট্যাগ থাকে অর্থাৎ যে ছবিগুলিকে আপলোডকারী পাবলিক ডোমেইনে মুক্ত করেছেন ও পাবলিক ডোমেইন চিত্র, সেইগুলিকে উইকি কমন্সে আপলোড করো। তোমার আপলোড করা ছবি গুলির মধ্য আমি চিত্র:Arlington_Park_Mansions_-_Entrance.jpg( অবশ্য এই ছবিটাকেও কমন্সে স্থানান্তর করা দরকার) ছবিকে একটু পরিবর্তন করেছি, ঠিক যে ভাবে করা উচিৎ, অর্থাৎ মূল আপলোডকারীর ক্রেডিট দিতে হবে, এটার জন্য আমি ব্যবহার করি কমন্স হেল্পার টুল , যার মাধ্যমে সুন্দরভাবে স্থানান্তর করার টেক্সট জেনারেট হয়। আর আমাদের সব সময়ই উইকি কমন্সে ছবি আপলোড করা উচিৎ ও সেখানে ছবি আপলোড করতে সকলকে উৎসাহ দেওয়া উচিত। যেমন আমি আমার ইংরেজি উইকির প্রথম দিকে নিয়োগী স্যারের খুব সাহায্য পেয়েছি।(অবশ্য বর্তমানে অসুস্থতার জন্য কাজ করতে পারেন না, অন্যান্য সকল উইকিপিডিয়ানদের সহ ওনার অবদান বিরাট, বিশেষত বাংলার বিভিন্ন নিবন্ধের জন্য) ওনার নিজের ক্যামেরায় তোলা অনেক ছবি উনি ইংরেজি উইকিতেই আপলোড করেছেন। যা কমন্সে স্থানান্তর করা দরকার।
  • আমরা সাধারণত শুধু মাত্র এমন ছবি বাংলা উইকিতে আপলোড করব, যা মুক্ত নয়, অর্থাৎ যাদের সৌজন্যমূলক ব্যবহার করা হবে। যা উইকি কমন্সে আপলোড করা যাচ্ছে না। যেমন বইয়ের প্রচ্ছদ, ডিভিডি কভার ইত্যাদি।

খুব ভালো কাজ হচ্ছে।--জয়ন্ত (আলাপ | অবদান) ১৪:০৮, ১০ জুন ২০০৯ (UTC)

অবগত করানোর জন্য অনেক ধন্যবাদ। আমি মনে রাখব। আর কাজের প্রশংসা করার জন্য অনেক ধন্যবাদ।--অর্ণব দত্ত ১৬:২১, ১০ জুন ২০০৯ (UTC)

পি কে নিয়োগী সম্পাদনা

পি কে নিয়োগী বীরভুম জেলা নিব্নধটিকে পূর্ণাঙ্গ করে তুলতে প্রচুর সাহায্য করেছিলেন, তখন ওনার সঙ্গে আমার প্রথম আলাপ হয়। ওনার অসুস্থতার কথা শুনে ও উনি উইকিপিডিয়ায় লেখা ছেরে দিয়েছেন জানতাম না। শুনে মর্মাহত হলাম। ওনার কী হয়েছে, বা কোনভাবে সাহায্য করা যেতে পারে কিনা জানতে পারলে আমাকে একটু জানাবেন। উইকিপিডিয়া একটি পরিবার। এই পরিবাবের সদস্য হিসাবে অসাধারণ এক্স-উইকিপিডিয়ানদের সাহায্য করার জন্য আমরা কিছু চেষ্টা করতেই পারি। --সপ্তর্ষি(আলাপ | অবদান) ২১:৫৩, ১০ জুন ২০০৯ (UTC)

উনার অসুস্থতার কথা জানি না, তবে মাঝে ব্রাহ্ম ট্রোলদের হাতে উনাকে প্রচণ্ড হেনস্থা হতে হয়েছিলো ইংরেজি উইকিতে। ব্রাহ্মসমাজের গ্রুপিং এর দরুন মাস্তান টাইপের এক ট্রোল এক ইয়াহুগ্রুপের মাধ্যমে বিশাল ঝামেলা শুরু করেছিলো। আমি এসব জানতাম না ... ইংরেজি উইকিতে কেশব চন্দ্র সেনের ভুক্তিতে দেয়া ছবি নিয়ে এক ট্রোল একাধিক সকপাপেট নিয়ে আমার পিছু লাগে। এক পর্যায়ে আমি উইকি থেকে সব ব্যক্তিগত তথ্য সরাতে বাধ্য হই। এমনকি, বাংলাদেশের বিয়ের ছবির নমুনা হিসেবে আমার নিজের বিয়ের যে ছবিটি কমন্সে দিয়েছিলাম, তা-ও সরানোর অনুরোধ জিম্বো ওয়েলসকে সরাসরি করতে বাধ্য হই। নিয়োগী-দা কী সমস্যায় আছেন জানি না, তবে উইকিতে কাজ করে মাঝে মাঝে বাস্তব জীবনে সমস্যা হয় বই কি :( --রাগিব (আলাপ | অবদান) ২৩:১৪, ১০ জুন ২০০৯ (UTC)
পি কে নিয়োগী ইংরেজি উইকি ও কমনসে অনেক ছবি আপলোড করেছিলেন। পশ্চিমবঙ্গ সম্পর্কে অনেক প্রথম সারির নিবন্ধ পাতা ওঁর ছবিতে সমৃদ্ধ। তবে উনি বার্ধক্য আর অসুস্থতার কারণে উইকিতে কাজ বন্ধ করে দিয়েছেন। ইংরেজি উইকির ওঁর আলাপ পাতা থেকে এটা জানতে পারি। হিসেব করে দেখেছি, আমি উইকিতে আসার আগেই উনি উইকি থেকে অবসর নেন। সত্যি, ওঁর এই ছেড়ে যাওয়াটা উইকির পক্ষে একটা বিরাট ক্ষতি। আমার তরফ থেকে বীরভূম জেলা নিবন্ধটা অনুবাদ করে ওঁকে আমার আন্তরিক শ্রদ্ধা জানালাম। --অর্ণব দত্ত ০৫:১৫, ১১ জুন ২০০৯ (UTC)

সুনীতিকুমারের ভাষাপ্রকাশ সম্পাদনা

ভাই অর্ণব সুনীতিকুমারের ভাষাপ্রকাশ বাংলা ব্যাকরণের থেকে সময় পেলে কিছু কিছু ব্যাকরণবিধ্র উপর নিবন্ধ লিখতে পারো (যেমন সন্ধি (ব্যাকরণ), সমাস, বচন ইত্যাদি)। নিয়মটার ভাষাটা সামান্য পরিবর্তন করে নিলেই আর সত্বাধিকারের বাধা থাকবে না। আর উদাহরণ আমারা খুব extensive করে যত বেশী পারা যায় উদাহরণ যোগ করে ক্যাটালগ করে ফেল্ব। বই এর মত উইকিপিডিয়ায় স্থানাভাব নেই ;)। ideaটা কি রকম? --সপ্তর্ষি(আলাপ | অবদান) ২৩:৪২, ২৩ জুন ২০০৯ (UTC)

খুবই ভাল আইডিয়া। আপনি নিশ্চয়ই উইকিবইয়ের জন্য বলছেন। আমারও এই রকম একটা কিছু করার ইচ্ছা মনে মনে ছিল। আপনি বলায় বেশ উৎসাহ পাচ্ছি। সুনীতিকুমার ছাড়াও আমার মনে হয় আধুনিক ব্যাকরণেরও সাহায্য নেওয়া উচিৎ। যেমন আনন্দবাজারের ব্যাকরণ (নীরেন্দ্রনাথ চক্রবর্তী মশায়ের লেখা), বাংলা আকাদেমি আর আমাদের প্রচলিত অন্যান্য স্কুলবইটই। আপাতত ভারত নিবন্ধটিকে নির্বাচিত নিবন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছি। সেটাও একটু দেখতে পারেন। --অর্ণব দত্ত ০৩:০৪, ২৪ জুন ২০০৯ (UTC)

সাহায্য সম্পাদনা

http://bn.wikipedia.org/wiki/%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6_%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87_%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%81%E0%A6%A7%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE

আমি এই পাতাকে বানাচ্ছি। এটাকে কি এভাবে রাখতে পারব কারণ আমি সময়ে সময়ে বাংলা করছি এটাকে।

আর সারদা দেবীর ছবি কোনটা দেয়া যাবে?

ধন্যবাদ ঠিক করে দেবার জন্য

আমি ক্ষমা প্রার্থী। আমি তোমার দেওয়া কাজগুলোকে হাতই দিতে পারি। শারীরিক অসুস্থতার জন্য মনো সংযোগ করতেও পারিনি। তবে ভারত নিবন্ধটাকে নির্বাচিত নিবন্ধে নিয়ে যেতে হবে। তার জন্য সকলের মতামতটাও প্রয়োজন। সেটাই করব। এতা কি ১৫ই আগষ্ট করলে ভালো হয়?--জয়ন্ত (আলাপ | অবদান) ০৫:৩৯, ৩ জুলাই ২০০৯ (UTC)

Sorry Arnab, my hospital computer does not have bangla font (I dont have admin rights over my desktop) installed. So I cant read যুক্তাক্ষর, আ-কার, ই-কার as they should look. That is hampering the flow of my reading. So I am unable to comment about the flow. When I next time log in from my personal PC I will try to review it. I appreciate your great efforts. --সপ্তর্ষি(আলাপ | অবদান) ২২:৪৪, ৮ জুলাই ২০০৯ (UTC)

Perso-Arabic Script সম্পাদনা

بهاى آمى ڻهک کوريچهى  ايبار تهيکے عربى ليپىتي بانلا ليکهبو--শ্রিল শ্রিযুক্ত বাবু প্রভাত কুমার বন্দোপাধ্যায় ০৬:২৭, ৪ জুলাই ২০০৯ (UTC)--

হা হা! উপরের আরবি লিপিতে লেখাটা বাংলায় লিখলে দাঁড়ায় "হাই আমি ঠিক করেছি এইবার উইকিতে আরবি লিপিতে বাংলা লিখব"। প্রভাত সাহেবের মাথা ঠিক নেই। --অর্ণব (আলাপ | অবদান) ১৭:৩৫, ১০ আগস্ট ২০০৯ (UTC)

বিশেষ প্রয়োজনে তোমার ইমেল আইডি চাইছি। মেলেই বলা দরকার তাই। আমারটা আমার ব্যবহারকারীর পাতায় আছে সেখানে মেইল করতে পারো। --জয়ন্ত (আলাপ | অবদান) ২১:১৮, ৩০ জুলাই ২০০৯ (UTC)

সবার নিচে তালিকা রেখে উপরে ভূমিকা, রবি-সাহিত্যকর্মের প্রকারভেদ ও বিবর্তন নিয়ে ছোট দু-তিনটা অনুচ্ছেদ থাকলে মন্দ হত না। --অর্ণব (আলাপ | অবদান) ১৭:৩১, ১০ আগস্ট ২০০৯ (UTC) কোন সমস্যা নেই। অবশ্যই আপনার নিজস্ব গতিতে কাজ করুন। তবে আপনার মাথায় যদি উপরের ব্যাপারগুলি নিয়ে ইতিমধ্যেই মোটামুটি ধারণা থেকে থাকে, বইপত্র ঘাঁটাঘাঁটি ছাড়াই, তবে নির্দ্বিধায় যোগ করে দিতে পারেন। নিবন্ধের মান সাময়িকভাবে হলেও অনেক বেড়ে যাবে।

আমি ভালই আছি। অনেকদিন পর আসলাম। সময় পেলে আরও আসব। --অর্ণব (আলাপ | অবদান) ১৭:৪৫, ১০ আগস্ট ২০০৯ (UTC)

শুভেচ্ছা সম্পাদনা

ভারতের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইলো। --রাগিব (আলাপ | অবদান) ০৮:৩২, ১৫ আগস্ট ২০০৯ (UTC)

সবাইকে ভারতের স্বাধীনতা দিবসের প্রীতি ও শুভেচ্ছা জানাই। --অর্ণব দত্ত ১৪:১৩, ১৫ আগস্ট ২০০৯ (UTC)

অসমীয়া প্রতিবর্ণীকরণ সম্পাদনা

আলাপ পাতায় মন্তব্য করেছি। দয়া করে দেখুন। --অর্ণব (আলাপ | অবদান) ১৪:২৯, ২১ আগস্ট ২০০৯ (UTC)

আপনার মত আমারও অসম/আসাম নিয়ে তেমন আগ্রহ-অনাগ্রহ নেই। কিন্তু এসব ব্যাপারে কয়েকজনের আবেগ-অনুভূতির চেয়ে বাস্তবসম্মত যুক্তির প্রাধান্য পাওয়া উচিত। আপনার এবং ভার্গবের কথা শুনে মনে হচ্ছে অসম বানানটা ভারতের বাংলায় বহুল প্রচলিত। আপনি প্রতিবর্ণীকরণের আলাপ পাতায় আমার শেষ মন্তব্যটা পড়ে নিন। --অর্ণব (আলাপ | অবদান) ১৮:১০, ২১ আগস্ট ২০০৯ (UTC)
একটা ব্যাপারে আমি একটু কৌতুহলী, ভাষাবৈজ্ঞানিক অনুসন্ধিৎসাবশত। বাংলাদেশের গণমাধ্যমে আসাম, গৌহাটি, এগুলিই প্রচলিত, এখনও। কিন্তু পশ্চিমবঙ্গে বর্তমানে যে অপেক্ষাকৃত নতুন বানানগুলি প্রচলিত, ঠিক কবে থেকে এবং কার দ্বারা সেখানে সেগুলির প্রচলন শুরু হয়েছিল? কে শুরু করেছিল? আনন্দবাজার, লেখকদের কোন বিশেষ দল, নাকি শোভন যেরকম বললেন, রাজনৈতিক কারণবশত? আমি এরকম বানান পরিবর্তনজনিত ঘটনাগুলি বেশ আগ্রহের সাথে লক্ষ্য করি। এটা অনেকটা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বাংলা ভাষার অতিক্ষুদ্র কিন্তু জীবন্ত বিবর্তন চোখের সামনে দেখতে পাওয়ার মত। যেমন বাংলাদেশেও সামান্য কিছু অতিপ্রচলিত শব্দের বানান বা এখন পরিবর্তন হতে শুরু করেছে, যেসব বানান আমি ছোটবেলাতে দেখিনি বা ভুল বানান হিসেবে জেনে এসেছি (পশ্চিমবঙ্গের বাংলায় এগুলি ঘটেনি এবং সম্ভবত ঘটবেও না)। এবং এ ব্যাপারটা ঘটেছে ২০০০ সালের পরে। --অর্ণব (আলাপ | অবদান) ১৮:৩৪, ২১ আগস্ট ২০০৯ (UTC)

মৈথিলী সম্পাদনা

হিন্দী যদি হিন্দি হয়, তবে মৈথিলী, মৈথিলি হল না কেন? এটা কি পববাআ-র নিয়ম? --অর্ণব (আলাপ | অবদান) ০৪:৫৬, ২৫ আগস্ট ২০০৯ (UTC)

কিন্তু আকাদেমি বানান অভিধান-এ অন্য কথা বলছে। ৪০১ পাতায় লেখা আছে "মৈথিলি" দিয়ে মিথিলার ভাষা আর "মৈথিলী" দিয়ে কেবল সীতাকে বোঝায়। --অর্ণব (আলাপ | অবদান) ০৬:৪৮, ২৫ আগস্ট ২০০৯ (UTC)

Translation of a short story সম্পাদনা

Hi my friend!

I would like to request something from you. Yes, translation. I hope, it's not a bad thing for you. Some years ago I wrote a (really) short story about a lonely man (actually symbolized the Saami nation). I translated into some languages and I thought, it would be great to have it more, like also in Bangali :) I made this page, the English translation is somewhere there. You can put the Bangali translation there. Thank you again! Sorry for my disturb... :( - hu:User:Eino81

বিন্ধ্য সম্পাদনা

ওটা আসলে সামীরের লেখা বানানটাই হবে। ওটা হল ধ্বনিগত বানান, প্রতিবর্ণীকরণ নয়। অর্থাৎ একজন হিন্দিভাষী কীভাবে শব্দটা উচ্চারণ করেন, তার বাংলা approximation। --অর্ণব (আলাপ | অবদান) ০৫:১৮, ৫ সেপ্টেম্বর ২০০৯ (UTC)

প্রত্যেক ভাষার নিজস্ব ধ্বনিসম্ভার ও ধ্বনিব্যবস্থা আছে। বিশ্বের সব ভাষার মত হিন্দির ধ্বনিগুলিও যে কী, সেগুলি ধ্বনিতাত্ত্বিকেরা ইতিমধ্যেই বের করেছেন এবং এগুলিকে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা-র বিভিন্ন চিহ্ন দিয়ে নির্দেশ করেছেন। সামীর একজন পিএইচডি গবেষণারত ধ্বনিতাত্ত্বিক এবং এই আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার একজন বিশারদ। আমরা ঠিক করেছি যে বিদেশী ভাষার শব্দগুলির প্রতিবর্ণীকরণ, এবং আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালাতে এদের সঠিক উচ্চারণ দেখানোর পাশাপাশি আমাদের নিজস্ব বাংলা লিপির বর্ণ দিয়েও এদের উচ্চারণ approximately দেখানোর চেষ্টা করব। এটা আসলে শব্দটার আ-ধ্ব-ব থেকেই বের করা হয়, কেবল বাংলা লিপিতে লেখা। এটাকে আমরা নাম দিয়েছি "ধ্বনিগত বানান"। ধ্বনিগত বানানে বাংলা বর্ণের নিচে, উপরে, পাশে, আগে, পিছে অনেক চিহ্ন ব্যবহার করে, অসমীয়া থেকে কিছু বর্ণ ধার করে, আ-ধ্ব-ব-এর বর্ণগুলি বাংলায় লেখা হয়েছে। --অর্ণব (আলাপ | অবদান) ১০:৫১, ৫ সেপ্টেম্বর ২০০৯ (UTC)
আইপিএ বা আ-ধ্ব-ব তো থাকবেই, যেটা একেবারে খাঁটি উচ্চারণ নির্দেশ করবে। তার পাশাপাশি এটাও থাকবে। বিন্ধ্য-র ব-টা বাংলা ব-এর মত না, ভ-এর মতও না। মাঝামাঝি কিছু। এ সব ক্ষেত্রে কোন বাংলা বর্ণ, কী ধরনের চিহ্ন ব্যবহার করা হবে, সে ব্যাপারটা এ পর্যন্ত সামীর এককভাবে ডিল করে এসেছেন। ওনার আইপিএ-থেকে-বাংলা করার নিজস্ব একটা সিস্টেম আছে। প্রতিবর্ণীকরণের নীতি পাতায় সেই সিস্টেমের কিছু নীতির উদাহরণও দিয়েছেন। আপনার মনে খটকা লাগলে ওনার সাথে আলাপ করতে পারেন। --অর্ণব (আলাপ | অবদান) ১১:০৮, ৫ সেপ্টেম্বর ২০০৯ (UTC)

উইকিপিডিয়ায় আবার স্বাগতম। পরীক্ষা ছিলো বোধহয়, তাই না? আপনি এলেন; আমারো পরীক্ষা শুরু হতে যাচ্ছে....
--তানভির (আলাপ | অবদান) ০৮:১৪, ১৫ অক্টোবর ২০০৯ (UTC)

ও হ্যাঁ, নতুন করে আজাকি শুরু করা হয়েছে। আপনার নিয়মিত অনুরোধ আশা করছি। সেই সাথে আবার নির্বাচিত নিবন্ধ সেকশনটার দিকে একটু জোর দিয়েছি। আমি টার্গেট নিয়েছি অ্যাঞ্জেলিনা জোলি; অনেক খানি এগিয়েছিও। আশা করছি আপনি ভারতচর্যাপদকে উঠিয়ে তোলার চেষ্টা করবেন। প্রথম পাতায় সত্যজিৎ রায় দেখতে দেখতে বোর ফিল করছি।--তানভির (আলাপ | অবদান) ০৮:১৮, ১৫ অক্টোবর ২০০৯ (UTC)
প্রথমেই ধন্যবাদ জানাই। না, পরীক্ষা ছিল না। একটা বড়োসড়ো যান্ত্রিক গোলযোগের কারণে অনেক দিন বাড়ির ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ছিল। মাঝে পুজোর ছুটি পড়ে যাওয়ায় সারানো যায়নি। তবে কিনা, আমারও পরীক্ষা সামনের মাসে। তোমার পরীক্ষার জন্য শুভেচ্ছা রইল।

আজাকি-র ব্যাপারে অনেক দিন আগে একবার কথা হয়েছিল প্রশাসকদের সঙ্গে। কিন্তু অন্য লেখার কাজে এতটাই ব্যস্ত ছিলাম যে হয়ে ওঠেনি। তুমি ভার নিয়েছো জেনে দারুণ লাগছে। প্রথম ঝলকে যা দেখলাম তা বেশ লাগল।

তবে নির্বাচিত নিবন্ধটি বদলানো দরকার। আমি উইকিপিডিয়ায় যোগ দিয়ে থেকে সত্যজিৎ রায় দেখছি। ভারত তৈরিই আছে। চর্যাপদ নিবন্ধটির প্রস্তাব অনেকদিন আগে বেলায়েত ভাইই রেখেছিলেন। সম্ভবত সাহিত্যের ইতিহাস বিষয়ে তথ্যভিজ্ঞ কাউকে পাওয়া যায়নি বলে ওটা রিভিউ করা যায়নি। যাই হোক, দেখি কি করা যায়। --অর্ণব দত্ত (talk) ০৮:২৮, ১৫ অক্টোবর ২০০৯ (UTC)

স্বাগতম অর্ণব। সাহিত্যের ইতিহাস বিষয়ে তথ্যভিজ্ঞ লোক সম্ভবতঃ ফয়জুল লতিফ চৌধুরী ভাই। --user:Dr.saptarshi ২৩:১৭, ২৮ অক্টোবর ২০০৯ (UTC)

মন্তব্যের অনুরোধ সম্পাদনা

অর্ণবদা, আলাপ:একাডেমি পুরস্কার (সেরা ছবি) পাতাটা একটু দেখুন ও মন্তব্য দিন। — তানভির আলাপ অবদান ১১:৫৯, ২১ অক্টোবর ২০০৯ (UTC)

অর্ণবদা আরেকটা কনফিউশনে আপনার মন্তব্য আশা করছি। তা হচ্ছে "পার্শ্ব অভিনেত্রী" কী সমাসবদ্ধ পদ? আমার জানামতে না। নেটে সার্চ দিয়ে অনেক স্থানে এটাকে আলাদ দুটি শব্দে লিখতে দেখলাম। সে হিসেবে এটা সমাসবদ্ধ পদ নয়। আমার বইগুলো একেকজনের কাছে আছে, তাই যাচাই করতে না পারায় আপনাকে জিজ্ঞেস করছি। এটা জানলে সুবিধা হবে, কারণ এ নামে বিষয়শ্রেণী তৈরি হবে, নিবন্ধ তৈরি হবে। সঠিকটা জানা জরুরী। আর আলাপ:একাডেমি পুরস্কার (সেরা ছবি) পাতায় আপনার মন্তব্যের পুর্নমন্তব্য করেছি, একটু দেখুন। — তানভির আলাপ অবদান ১৫:৩৮, ২১ অক্টোবর ২০০৯ (UTC)

বেশ কিছু দিন পর আবার উইকিতে আসলাম। লগ থেকে দেখছি আপনি নিয়মিত অবদান রাখছেন। চমৎকার। ভারত নিবন্ধটা নির্বাচিত নিবন্ধ করার জন্য আর কী কী দরকার আপনার মনে হয়? আমাকে বলুন, আমি ওটা শেষ করতে সাহায্য করব। এছাড়া আপনার সাথে মিলে ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যের নিবন্ধগুলি শেষ করার পরিকল্পনা আছে। --অর্ণব (আলাপ | অবদান) ১৭:৩২, ২৮ অক্টোবর ২০০৯ (UTC)

ভারত নিবন্ধটা একবার পড়লাম। চোখে পড়ার মত কোন ত্রুটি পেলাম না। আপনার লেখার উপর আমার আস্থা আছে। "শ্রাব্য"-র বদলে অডিও লিখলেই মনে হয় ভাল হবে। আমার মনে হয়, নিবন্ধটাকে অনায়াসে এখনই নির্বাচিত নিবন্ধ করে ফেলা যায়। তথ্যসূত্রে বেশ কিছু লাল লিংক আছে। ওগুলি নীল করে ফেলুন। আমি কিছু কিছু করছি। --অর্ণব (আলাপ | অবদান) ১৮:৪৮, ২৮ অক্টোবর ২০০৯ (UTC)

আমি বেশ কিছু বিষয়ে মন্তব্য রেখেছি, আলাপ:ভারত পাতায় দেখুন। --রাগিব (আলাপ | অবদান) ২০:২০, ২৮ অক্টোবর ২০০৯ (UTC)

আজাকি হালনাগাদ সম্পাদনা

  আপনার তৈরি অথবা সম্প্রসারিত কামদেবএবং রাজীব গান্ধী নিবন্ধ থেকে আকর্ষণীয় তথ্যগুলো নিয়ে ৩০ অক্টোবর, ২০০৯ তারিখে, আপনি জানেন কি? হালনাগাদকৃত হয়েছে। এই তারিখে তথ্যটি বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতার আজাকি অংশে যোগ হবে, যা পরবর্তী হালনাগাদের পূর্ব পর্যন্ত প্রদর্শিত হবে। আপনি সাম্প্রতিক তৈরি বা সম্প্রসারিত কোন নিবন্ধে আকর্ষণীয় আরও কোন তথ্য জেনে থাকলে আপনি জানেন কি? আলোচনা পাতায় প্রস্তাব রাখুন।

তানভির আলাপ অবদান ০৪:৪১, ৩১ অক্টোবর ২০০৯ (UTC)

কৃতজ্ঞতা অর্ণবদা। কোনো সমস্যা নেই। আমি নতুন নিবন্ধগুলো নিয়মিত রিভিউ দিয়ে যাচ্ছি। কোনো তথ্য পেলে তো যোগ করবোই। আপনি দেইখেন যদি আরো বেশি আকর্ষণীয় কিছু তথ্যসূত্রসহ খুঁজে পান তো যোগ করে দিয়েন। পরীক্ষা একটা অতিশয় বাজে জিনিস। :) পরীক্ষা ভালো হবে, শুভকামনা রইলো। আমারো পরীক্ষা চলছে। নভেম্বরের ১২ তারিখে শেষ হবে। দোয়া প্রার্থী। — তানভির আলাপ অবদান ০৯:১২, ৩১ অক্টোবর ২০০৯ (UTC)

উপরের ভুক্তিটি নাম রাজীব গান্ধী নয়, বরং রাজীব গান্ধী হত্যাকাণ্ড হবে। ভুল লেখার জন্য দুঃখিত। :( — তানভির আলাপ অবদান ১২:০৭, ২৬ ডিসেম্বর ২০০৯ (UTC)

চর্যাপদ সম্পাদনা সম্পাদনা

অনুগ্রহপূর্বক নিবন্ধটিতে আমার আজকের সম্পাদনা দেখুন। ভূমিকাংশে অধ্যাপক নীহাররঞ্জন রায়ের মন্তব্য পাদটীকায় নিয়েছি। আশংকা বাংলা উইকিতে টেমপ্লেট:Cref2 এবং টেমপ্লেট:Cnote2A সৃষ্টি করা হয় নি অথবা কাজ করছে না। (সূত্রঃ Jane Austen) আমার প্রচেষ্টাও ত্রুটিপূর্ণ হতে পারে। 'গ্রন্থসূত্র' আর 'তথ্যসূত্র' পৃথক শিরঃনাম করেছি, 'পাদটীকা' এ দুটি থেকে পৃথক ; তথ্যসূত্রের অবস্থান সবশেষে। আমি আরও টুকটাক কাজ করবো ; মূল লেখকের নজর থাকা আবশ্যক, গুরুত্বপূর্ণ। Faizul Latif Chowdhury (talk) ০১:৪০, ২ নভেম্বর ২০০৯ (UTC)

আজাকি হালনাগাদ সম্পাদনা

  আপনার তৈরি অথবা সম্প্রসারিত তিহার কেন্দ্রীয় কারাগারএবং সৎবন্ত সিংহ নিবন্ধ থেকে আকর্ষণীয় তথ্যগুলো নিয়ে ৬ নভেম্বর, ২০০৯ তারিখে, আপনি জানেন কি? হালনাগাদকৃত হয়েছে। এই তারিখে তথ্যটি বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতার আজাকি অংশে যোগ হবে, যা পরবর্তী হালনাগাদের পূর্ব পর্যন্ত প্রদর্শিত হবে। আপনি সাম্প্রতিক তৈরি বা সম্প্রসারিত কোন নিবন্ধে আকর্ষণীয় আরও কোন তথ্য জেনে থাকলে আপনি জানেন কি? আলোচনা পাতায় প্রস্তাব রাখুন।

তানভির আলাপ অবদান ২১:২২, ৫ নভেম্বর ২০০৯ (UTC)

বহিঃসংযোগ টেমপ্লেট সম্পাদনা

অর্ণবদা, {{wikiquote}} এবং {{wikisource|Venus and Adonis}} টেমপ্লেটগুলোতে একটু সমস্যা হচ্ছে। এগুলো ইংরেজি থেকে সরাসরি কপি করলে অনেক সময়ই তা সঠিক পথনির্দেশ পাবে না। উদাহারণস্বরূপ শুধু বাংলা উইকিপিডিয়ার ভেনাস অ্যান্ড অ্যাডোনিস নিবন্ধে {{wikiquote}} লিখলে লিঙ্কটি হবে এমন http://en.wikiquote.org/wiki/Special:Search/ভেনাস_অ্যান্ড_অ্যাডোনিস_(শেকসপিয়রের_কবিতা) সেক্ষেত্রে ইংরেজি উইকিকোটে সার্চ হচ্ছে বাংলা ক্যারেক্টার দিয়ে, ফলশ্রুতিতে কাঙ্ক্ষিত নিবন্ধটি আসার কথা নয়। তাই কাঙ্ক্ষিত নিবন্ধটি আনতে লিখতে হবে, {{wikiquote|Venus and Adonis (Shakespeare poem)}}। আবার এক্ষেত্রে তাহলে বাংলা নিবন্ধে ইংরেজি ক্যারেক্টার চলে আসবে। তাই এসব ঠেকাতে উভয়কূল ঠিক রাখতে লিখতে হবে {{wikiquote|Venus and Adonis (Shakespeare poem)|ভেনাস অ্যান্ড অ্যাডোনিস (শেকসপিয়রের কবিতা)}} এবং {{wikisource|Venus and Adonis|ভেনাস অ্যান্ড অ্যাডোনিস}}। সেক্ষেত্রে লিঙ্ক হবে ইংরেজি সাইটটার, কিন্তু নাম শো করবে বাংলায়। আশা করি বোঝাতে পারলাম। আরো কোনো অবোধগম্যতায় প্রশ্ন রাখতে পারেন। পরিশেষে, নিবন্ধটি ভালো লেগেছে। আপনাকে ধন্যবাদ। — তানভির আলাপ অবদান ০৭:২০, ১৩ নভেম্বর ২০০৯ (UTC)

কোনো অসুবিধে নেই। ঠিক করে দিয়েছি। --অর্ণব দত্ত (talk) ০৭:৩৬, ১৩ নভেম্বর ২০০৯ (UTC)

আজাকি হালনাগাদ সম্পাদনা

  আপনার তৈরি অথবা সম্প্রসারিত ভারতের জাতীয় পতাকা নিবন্ধ থেকে আকর্ষণীয় তথ্য নিয়ে ১৩ নভেম্বর, ২০০৯ তারিখে, আপনি জানেন কি? হালনাগাদকৃত হয়েছে। এই তারিখে তথ্যটি বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতার আজাকি অংশে যোগ হবে, যা পরবর্তী হালনাগাদের পূর্ব পর্যন্ত প্রদর্শিত হবে। আপনি সাম্প্রতিক তৈরি বা সম্প্রসারিত কোন নিবন্ধে আকর্ষণীয় আরও কোন তথ্য জেনে থাকলে আপনি জানেন কি? আলোচনা পাতায় প্রস্তাব রাখুন।

তানভির আলাপ অবদান ০৭:৫৪, ১৪ নভেম্বর ২০০৯ (UTC)

আজাকি হালনাগাদ সম্পাদনা

  আপনার তৈরি অথবা সম্প্রসারিত উইলিয়াম শেকসপিয়রের যৌনপ্রবৃত্তি নিবন্ধ থেকে আকর্ষণীয় তথ্য নিয়ে ২১ নভেম্বর, ২০০৯ তারিখে, আপনি জানেন কি? হালনাগাদকৃত হয়েছে। এই তারিখে তথ্যটি বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতার আজাকি অংশে যোগ হবে, যা পরবর্তী হালনাগাদের পূর্ব পর্যন্ত প্রদর্শিত হবে। আপনি সাম্প্রতিক তৈরি বা সম্প্রসারিত কোন নিবন্ধে আকর্ষণীয় আরও কোন তথ্য জেনে থাকলে আপনি জানেন কি? আলোচনা পাতায় প্রস্তাব রাখুন।

তানভির আলাপ অবদান ১৮:০৪, ২০ নভেম্বর ২০০৯ (UTC)

রো্মিও অ্যান্ড জুলিয়েট সম্পাদনা

অর্ণবদা, রোমিও অ্যান্ড জুলিয়েট শুরু করেছি, কিন্তু নিবন্ধটির সম্প্রসারণে আপনার সহায়তা কামনা করছি। নিবন্ধটি আপনার বিষয় সংশ্লিষ্ট, তাছাড়া আপনার করা ম্যাকবেথটাও ভালো লেগেছি। আশা করছি সময় করতে পারলে এটার দিকে একটু নজর দেবেন। — তানভির আলাপ অবদান ০৮:৪৫, ২৫ নভেম্বর ২০০৯ (UTC)

আসলে আমার মনে হয়, শেকসপিয়র নিয়ে যা চর্চা, তা সবই পাঠ্যবই কেন্দ্রিক, তাই যাঁরা পড়েন তাঁরা সম্ভবত ঠ্যালায় পড়েই পড়েন। আমার ভার্সিটির লাইব্রেরিতে শেকসপিয়রের নাটকের বই আছে অনেকগুলো। বিজনেসের বইগুলোতে মন না বসলে ওইগুলোতে চোখ বুলাই। আমার ফেবারিট অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা আর কিং লিয়ার। দেখি জোলি শেষ করে তারপর হাত দেবার ইচ্ছা আছে। আপনার প্ল্যানটা ভালো লাগলো। কবিগুরু দুই দেশেই চরম গুরুত্বপূর্ণ। ও হ্যাঁ, রোমিও অ্যান্ড জুলিয়েট ইংরেজিতে ফিচার্ড, ঠিকই বলেছেন। — তানভির আলাপ অবদান ০৯:০৪, ২৫ নভেম্বর ২০০৯ (UTC)

রবীন্দ্রনাথ ঠাকুর সম্পাদনা

আপনার কাজে সাহায্য হতে পারে বিবেচনায় আমি কিছু যোগ-বিয়োগ করছি। টেক্সট্রের মূল সম্পাদনার দায়িত্ব আপনার ওপরই বর্তানো থাকল। Faizul Latif Chowdhury (talk) ১৬:০৩, ২৫ নভেম্বর ২০০৯ (UTC)

অর্ণবদা, কবিগুরুর নিবন্ধটি থেকে একটা তথ্য সামনের আজাকিতে দেওয়ার অনুরোধ; নিবন্ধটি সাম্প্রতিককালে অনেকখানি বিবর্ধিত হয়েছে তো। — তানভির আলাপ অবদান ০৮:৩২, ২৮ নভেম্বর ২০০৯ (UTC)

ছবি আপলোড সম্পাদনা

অর্ণবদা, আপনি রবীঠাকুর সংক্রান্ত যে ছবিগুলো আপলোড করছেন তা পাবলিক ডোমেইনের অন্তর্গত দেখতে পাচ্ছি। এখন এধরনের ছবি কমন্সে আপলোড করা বৈধ। তাই এগুলো কোনো সময় যদি কমন্সে আপলোড করা হয় (এবং আজ হোক কাল হোক তা হবেই, সেটা মানুষ বা কমন্সহেলপার বট যেকোনোটা দ্বারাই হতে পারে) তাহলে আপনার আপলোড করা ছবিটাই প্রতিলিপি হিসেবে বাংলা উইকিপিডিয়া থেকে মুছে ফেলা হবে, কমন্সেরটা নয়। এবং ইতিমধ্যেই আপনার কয়েকটা মুছে ফেলা হয়েছেও, কিন্তু একই সাথে আপনি সেগুলো দেখতে পারছেন, কারণ নতুন কমন্সের নাম দিয়ে ছবির লিংকগুলো মানুষ বা বট (যেমন: কমন্সডিলিংকার) সেই প্রতিস্থাপনের কাজ করছে। তাই এই ডিলিশন এড়াতে সরাসরি কমন্সেই ছবিগুলো আপলোড করুন। তাহলে আর ডিলিট হবে না। আর অন্য সকল উইকিমিডিয়ায় প্রকল্পে এই ছবিগুলো ব্যবহারকরা যাবে। আশা করি বোঝাতে পেরেছি, কোনো সমস্যায় প্রশ্ন করতে পারেন। — তানভির আলাপ অবদান ১৫:৩৯, ২৯ নভেম্বর ২০০৯ (UTC)

অর্ণবদা, জয়ন্তদা যেভাবে বোঝেন যে, ছবিটা কমন্সে আছে তা হচ্ছে, কমন্সে আপলোডের সময় আপনার বাংলা উইকিপিডিয়ায় দেওয়া লাইসেন্স তথ্যাদিও আপলোড হয়ে যায়। আর কমন্সে আপলোড সম্পূর্ণ হলে বাংলা উইকিপিডিয়ার ওই ফাইলের নিচে একটা ট্যাগ আসে যে ছবিটা কমন্সে আছে, অর্থাৎ প্রতিলিপি তৈরি হয়েছে। ওখান থেকে দেখেই জয়ন্তদা বুঝতে পারেন ছবিটি কমন্সে আছে, তখন তিনি লিংক চেঞ্জ করে বাংলা উইকিপিডিয়া থেকে প্রতিলিপিটি মুছে দেন। আর ব্যাপারটি সিওর হওয়া যায় যদি আপনি বিশেষ:FileDuplicateSearch-এ গিয়ে ছবির নামটি লিখে সার্চ দেন। যেমন এখানে দেখুন আপনার লাস্ট আপলোডটা। কারণ মিডিয়াউইকি সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে ডুপ্লিকেট ফাইল চিহ্নিত করে রাখে।
আমি ছবি কমন্সে আপলোড করেছি। কারণ সেখানে থাকলে তা সকলে ব্যবহার করতে পারবে ঝামেলা ছাড়াই। অনেকে ছবিটি পেয়ে উপকৃতও হবে। আর ক্যাপশন ইংরেজি করা হয়নি কারণ আমি সময় বাঁচাতে আর আপলোড ঝামেলামুক্ত করতে টুলসার্ভারের কমন্সহেলপার টুল দিয়ে ছবির তথ্যাদি স্বয়ংক্রিয়ভাবে কমন্সে যোগ করাসহ আপলোড করি। তবে আমি বেশ কিছুদিন যাবৎ কমন্সে নিয়মিত কাজ করছি। আশা করি আস্তে আস্তে ইনট্রোটা ইংরেজি করে দেবো। আর আপলোড যেহেতু আমার করা আমার লগেই থাকবে, তাই দেখে যোগ করতে সমস্যা হবে না। তবে....
অর্ণবদা আপনিই অরিজিনাল আপলোডার। তাই একমাত্র স্বীকৃতি আপনারই হওয়া উচিৎ। খামোখা ডিলিট কাউন্ট বাড়ানোর কী দরকার? তাই আপনি-ই সরাসরি কমন্সে আপলোড করুন না। খামোখা আপনার ডিলিট কাউন্ট বাড়ছে অকারণে। আপনার অরিজিনাল আপলোড আমি কমন্সে আপলোড করে কৃতিত্ব নিই, আর আপনারটা হয় ডিলিট। ব্যাপারটা আমার কাছে কেমন কেমন যেন লাগে। তাই অনুরোধ করি সরাসরি কমন্সে আপলোড করুন। — তানভির আলাপ অবদান ১৬:৪৪, ২৯ নভেম্বর ২০০৯ (UTC)
অর্ণব যেকোনো ছবিই কমন্সে main upload formbasic upload form ব্যবহার করে করতে পারো।--জয়ন্ত (আলাপ | অবদান) ১৭:১২, ২৯ নভেম্বর ২০০৯ (UTC)

অর্ণবদা, এক বন্ধুর সাথে ফোনে কথা বলায় ব্যস্ত থাকায় দেরি হলো জবাব দিতে। দুঃখিত। জয়ন্তদার সাথে একটু যোগ করি। কমন্সের আপলোড ফরম অর্থাৎ, এখানে গেলে নিচে দেখবেন (চিত্র দ্রষ্টব্য) লেখা আছে For experienced users:। তার নিচেই প্রথম লাইনে মেইন আপলোড ফরম ও দ্বিতীয় লাইনে বেসিক আপলোড ফরমের লিংক দেওয়া আছে। আপনি যেকোনোটি দিয়েই আপলোড করতে পারেন।

 

এবার লাইসেন্স ট্যাগের কথায় আসি। যদি ছবির কপিরাইট এক্সপায়ার হয়ে যায় (যেমনটি আপনি রবিঠাকুরের ছবিতে উল্লেখ করেছেন। তবে লাইসেন্স ট্যাগের ড্রপডাউন লিস্ট থেকে Reproduction of a painting that is in the public domain because of its age সিলেক্ট করুন। এটা উভয় ফরমের ক্ষেত্রেই প্রযোজ্য। আর যদি ইন্ডিয়া কপিরাইট নীতি অনুসারে পাবলিক ডোমেইনে প্রকাশ হয়েছে এমনটি বোঝাতে চান তবে ঐ লাইসেন্সের সাথে {{PD-India}} যোগ করতে হবে। আর এটা, অর্থাৎ {{PD-India}} যোগ করবেন মেইন আপলোড ফরম হলে Additional Info অংশে আর বেসিক আপলোড ফরম হলে Summary অংশের একেবারে শেষে। সবশেষে আপলোডের আগে প্রিভিউ দেখে নিন সব জায়গামতো এসেছে কি না। ঠিক থাকলে আপলোডে ক্লিক, ব্যস হয়ে গেলো। — তানভির আলাপ অবদান ১৯:১০, ২৯ নভেম্বর ২০০৯ (UTC)

জয়ন্তদা ও তানভির - দুজনকেই অনেক অনেক ধন্যবাদ। --অর্ণব দত্ত (talk) ০৩:১৯, ৩০ নভেম্বর ২০০৯ (UTC)

অর্ণবদা, আপলোড ফর্মের সাত নম্বর অপশনটা (ইটস ফ্রম সামহোয়ার এলস)....। ঐটাতে ক্লিক করেও আপলোড করতে পারেন। ঐটাই হচ্ছে কমন্সের মেইন আপলোড ফরম। — তানভির আলাপ অবদান ০৬:৪৬, ৩০ নভেম্বর ২০০৯ (UTC)

আবারো ধন্যবাদ তানভিরকে।--অর্ণব দত্ত (talk) ০৯:৫৭, ৩০ নভেম্বর ২০০৯ (UTC)

ইংরেজি উইকিতে রবীন্দ্রনাথ সম্পাদনা

রাগিব ভাইয়ের আলাপ পাতায় আমার মত দিয়েছি। রাগিব ভাই যেহেতু ওখানে অ্যাডমিন, তাই সমাধানটা উনি সবচেয়ে ভালো দিতে পারবেন ভেবে ওখানে দেওয়া। আশা করি দেখবেন। — তানভির আলাপ অবদান ১৭:৫৬, ৩০ নভেম্বর ২০০৯ (UTC)

আজাকি হালনাগাদ সম্পাদনা

  আপনার তৈরি অথবা সম্প্রসারিত ওরিয়েন্টাল সেমিনারি, ভানুসিংহ ঠাকুরের পদাবলী, রবীন্দ্রনাথ ঠাকুর, এবং বৈষ্ণবধর্ম নিবন্ধ থেকে আকর্ষণীয় তথ্যগুলো নিয়ে ৪ ডিসেম্বর, ২০০৯ তারিখে, আপনি জানেন কি? হালনাগাদকৃত হয়েছে। এই তারিখে তথ্যটি বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতার আজাকি অংশে যোগ হবে, যা পরবর্তী হালনাগাদের পূর্ব পর্যন্ত প্রদর্শিত হবে। আপনি সাম্প্রতিক তৈরি বা সম্প্রসারিত কোন নিবন্ধে আকর্ষণীয় আরও কোন তথ্য জেনে থাকলে আপনি জানেন কি? আলোচনা পাতায় প্রস্তাব রাখুন।

তানভির আলাপ অবদান ১৬:৪৪, ৪ ডিসেম্বর ২০০৯ (UTC)

আজাকি হালনাগাদ সম্পাদনা

  প্রধান পাতায় দেখাতে আপনার সাম্প্রতিক মনোনীত ভিক্টোরিয়া ওকাম্পো নিবন্ধ থেকে আকর্ষণীয় তথ্য নিয়ে ৪ ডিসেম্বর, ২০০৯ তারিখে, আপনি জানেন কি? হালনাগাদকৃত হয়েছে। এই তারিখে তথ্যটি বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতার আজাকি অংশে যোগ হবে, যা পরবর্তী হালনাগাদের পূর্ব পর্যন্ত প্রদর্শিত হবে। আপনি সাম্প্রতিক তৈরি বা সম্প্রসারিত কোন নিবন্ধে আকর্ষণীয় আরও কোন তথ্য জেনে থাকলে আপনি জানেন কি? আলোচনা পাতায় প্রস্তাব রাখতে পারেন।

তানভির আলাপ অবদান ১৬:৪৪, ৪ ডিসেম্বর ২০০৯ (UTC)

আলোচনার অনুরোধ সম্পাদনা

অনুগ্রহ করে, নিবন্ধে গুরুত্ব্পূর্ণ কোনো পরিবর্তনের আগে আলোচনা করার নূন্যতম প্রয়োজনটি অনুভব করুন। আপনি দাবি করলেন সইফ প্রচলিত। আমি গুগুলে সার্চ করে দেখলাম সইফ দিয়ে সার্চের ফলাফল সাইফ এর তুলনায় খুবই নগন্য। তাতে বোঝা যাচ্ছে সাইফ নামটিই ইন্টারনেটে বেশি ব্যবহৃত হচ্ছে। অনুগ্রহ করে নিবন্ধের আলোচনা পাতায় আলোচনার অবতারণা করুন এবং আপনার পরিবর্তনের পক্ষে যুক্তি এবং কারণ প্রদর্শন করুন। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ১৮:০৯, ৬ ডিসেম্বর ২০০৯ (UTC)

যে যুক্তিতে আপনি নিবন্ধটিকে নতুন শিরোনামে সরিয়েছেন তা নিবন্ধের আলোচনা পাতায় আলোচনা করুন। সাইফ নামটি মটেও ভুলক্রমে শিরোনাম হিসেবে দেওয়া হয় নাই। এটা দেখে আপনার ব্যাক্তিগত ভাবে কি মনে হয়েছে তা উইকিপিডিয়ার বিষয় নয়। অনুগ্রহ করে আলোচনা করুন। এ বিষয় অন্যদের মতামত জানুন নতুবা আমি নিবন্ধটি আগের অবস্থায় ফিরিয়ে নিবো।--বেলায়েত (আলাপ | অবদান) ১৮:৩০, ৬ ডিসেম্বর ২০০৯ (UTC)

জগদ্ধাত্রী পূজার ছবি সম্পাদনা

বলা হয় নি আমি জগদ্ধাত্রী পূজার ছবি আপলোড করেছি commons:Category:Jagaddhatri Puja। আরও আছে আপলোড করতে হবে।--জয়ন্ত (আলাপ | অবদান) ০৯:০৪, ৭ ডিসেম্বর ২০০৯ (UTC)

আজাকি হালনাগাদ সম্পাদনা

  আপনার তৈরি অথবা সম্প্রসারিত রুদ্র সম্প্রদায় নিবন্ধ থেকে আকর্ষণীয় তথ্য নিয়ে ১২ ডিসেম্বর, ২০০৯ তারিখে, আপনি জানেন কি? হালনাগাদকৃত হয়েছে। এই তারিখে তথ্যটি বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতার আজাকি অংশে যোগ হবে, যা পরবর্তী হালনাগাদের পূর্ব পর্যন্ত প্রদর্শিত হবে। আপনি সাম্প্রতিক তৈরি বা সম্প্রসারিত কোন নিবন্ধে আকর্ষণীয় আরও কোন তথ্য জেনে থাকলে আপনি জানেন কি? আলোচনা পাতায় প্রস্তাব রাখুন।

তানভির আলাপ অবদান ১৭:১৮, ১১ ডিসেম্বর ২০০৯ (UTC)

আজাকি হালনাগাদ সম্পাদনা

  আপনার তৈরি অথবা সম্প্রসারিত অ্যালবাস ডাম্বলডোর নিবন্ধ থেকে আকর্ষণীয় তথ্য নিয়ে ১৯ ডিসেম্বর, ২০০৯ তারিখে, আপনি জানেন কি? হালনাগাদকৃত হয়েছে। এই তারিখে তথ্যটি বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতার আজাকি অংশে যোগ হবে, যা পরবর্তী হালনাগাদের পূর্ব পর্যন্ত প্রদর্শিত হবে। আপনি সাম্প্রতিক তৈরি বা সম্প্রসারিত কোন নিবন্ধে আকর্ষণীয় আরও কোন তথ্য জেনে থাকলে আপনি জানেন কি? আলোচনা পাতায় প্রস্তাব রাখুন।

তানভির আলাপ অবদান ১৭:৩৩, ১৮ ডিসেম্বর ২০০৯ (UTC)

ভারতের ভুক্তিটি জানুয়ারি মাসের নির্বাচিত নিবন্ধ হিসাবে রাখতে চাই। এই ব্যাপারে একটু দেখবেন কি? মানে সব কিছু ঠিক ঠাক আছে কি না? --রাগিব (আলাপ | অবদান) ১৭:৪৩, ২৪ ডিসেম্বর ২০০৯ (UTC)

আমি কিছু লিঙ্ক ডেড লিঙ্ক হিসেবে চিহ্নিত করেছিলাম। ভারত পাতার ইতিহাস দেখলেই লিঙ্কগুলো পাওয়া যাবে। লিঙ্কগুলোর বিকল্প লিংকের ব্যাপারটিও দেখার অনুরোধ করছি।--বেলায়েত (আলাপ | অবদান) ১৭:৪৯, ২৪ ডিসেম্বর ২০০৯ (UTC)

@বেলায়েত ভাই, ডেড লিঙ্কগুলির জন্য ব্যবস্থা নিচ্ছি। আর কোনো ত্রুটি চোখে পড়লে জানাবেন। আপনি রিভিউ করছিলেন বলে, আমি আমার রিভিউয়ের কাজটি আপাতত স্থগিত রেখেছি।--অর্ণব দত্ত (talk) ১৭:৫৫, ২৪ ডিসেম্বর ২০০৯ (UTC)


অনেক ধন্যবাদ, চালিয়ে যান। আপনার কাজ শেষ হলে আমি আবার রিভিউ করে নেবো। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে ৩১ তারিখ অবধি এটা নির্বাচিত রাখা যেতে পারে। ফেব্রুয়ারি মাস ভাষা আন্দোলনের মাস বিধায় তখন বাংলা ভাষা আন্দোলনের নিবন্ধটি নির্বাচিত করার চিন্তা করছি। প্রশাসকদের আলোচনাসভায় এই নিয়ে মন্তব্য রেখেছি, আর সেই সাথে আগামী ৬ মাসের পরিকল্পনাও করতে চাই। তাই আপনার বা জয়ন্তদার আর কোনো প্রস্তাবনা থাকলে জানাবেন। --রাগিব (আলাপ | অবদান) ১৭:৫৭, ২৪ ডিসেম্বর ২০০৯ (UTC)

ভারত নিবন্ধটি সুন্দর হয়েছে। শুরুর দিকে ইংরাজি নিবন্ধের অনুবাদ করে "খ্রিষ্টীয় প্রথম সহস্রাব্দে জরথুষ্ট্রীয় ধর্ম (পারসি ধর্ম), ইহুদি ধর্ম, খ্রিষ্টধর্ম ও ইসলাম এদেশে প্রবেশ করে ভারতীয় সংস্কৃতিতে বিশেষ প্রভাব বিস্তার করে। " লেখা হয়েছে। তবে আমার মনে হয় প্রতমতঃ জরথুষ্ট্রীয় ধর্ম (পারসি ধর্ম), ইহুদি ধর্ম, খ্রিষ্টধর্ম ও ইসলাম এটা উল্টো order-এ লেখা উচিত (by prevalence of the population), দ্বিতীয়তঃ খ্রিষ্টীয় প্রথম সহস্রাব্দে সংস্কৃতিতে প্রভাব ইসলাম হয়েতো খানিকটা করে থাকবে কিন্তু এই চারটে ধর্মই "বিশেষ প্রভাব বিস্তার করে" এটা একটু overstatement। ইংরাজি নিবন্ধেও এটা লেখা আছে। তবে নির্বাচিত নিবন্ধ হলেই তাতে সব কিছু perfect নাও হতে পারে। এই মন্তব্যের কোন রেফারেন্স না থাকলে এটা modify করা যেতে পারে। --সপ্তর্ষি(আলাপ | অবদান) ১৮:০৬, ২৯ ডিসেম্বর ২০০৯ (UTC)

ভারতের মৌলিক অধিকার, নির্দেশাত্মক নীতি ও মৌলিক কর্তব্য সম্পাদনা

ভারতের মৌলিক অধিকার, নির্দেশাত্মক নীতি ও মৌলিক কর্তব্য এ নিবন্ধে ব্যবহারকারী:Faizul Latif Chowdhury ব্যবহারকারীর করার সংশোধন ব্যতিরেকেই বার বার আনডু করেছেন। যা অনেকটাই সম্পাদনাযুদ্ধ। আপনি তার সাথে কোনো রকম আলোচনা ছাড়াই তা করেছেন এবং বার বার তার করা সম্পাদনা আনডু করেছেন। আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই, উইকিপিডিয়াতে যা কিছু আপনি যোগ করুন না কেন তা এমন নয় যে অন্য কেউ এতে সম্পাদনা করতে পারবেন না, তাতে যে কেউ তথ্য যোগ এবং সম্পাদনা করতে পারেন। অন্য ব্যবহারকারী এ নিবন্ধে অবদান রাখলে তাতে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে আলোচনার মাধ্যমে তার সংশোধন কাম্য, সম্পাদনাযুদ্ধ এর সমাধান নয়। এ ধরনের কর্মকান্ড অন্য ব্যবহারকারীকে ব্যাথিত করতে পারে এবং তিনি উইকিপিডিয়ায় অবদানে অনুৎসাহিত হতে পারে। আপনাকে অনুরোধ করবো আপনি কেন ব্যবহারকারী:Faizul Latif Chowdhury সম্পাদনাগুলো আনডু করেছেন সে বিষয়ে নিবন্ধের আলোচনা পাতায় অথবা তার আলাপের পাতায় বিস্তারিত আলোচনা করুন এবং যদি তার সম্পাদনাতে ভুল থাকে তাহলে যথাযথ উপায়ে আন্তরিকভাবে তাকে তার ভুল সম্পর্কে অবহিত করুন। উইকিপিডিয়ার স্বার্থের কথা চিন্তা করে আশা করি ভবিষ্যতে এ বিষয়টি মাথায় রাখবেন। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ১৭:৪৬, ২৫ ডিসেম্বর ২০০৯ (UTC)

ভারতের মৌলিক অধিকার, নির্দেশাত্মক নীতি ও মৌলিক কর্তব্য নিবন্ধে ফয়জুল লতিফ চৌধুরীর লেখা মাত্র একবারই সম্পূর্ণ আনডু করতে বাধ্য হয়েছি। কারণটি সম্পাদনা সারাংশ অংশে লিখে দিয়েছিলাম – “তথ্যবিভ্রান্তি, পরিভাষা ও বানানগত ত্রুটির জন্য সংশোধিত অংশ বাতিল করা হল”। দ্বিতীয়বার সম্পূর্ণ আনডু করিনি, তাঁর লেখা সামান্য সম্পাদনা করেছি মাত্র। তবে একথা অস্বীকার করব না যে একাধিক নিবন্ধে ফয়জুল সাহেব ও আমার মধ্যে পরস্পরের লেখা উপর্যুপরি সম্পাদনার ঘটনা ঘটেছিল। রবীন্দ্রনাথ ঠাকুর নিবন্ধের ক্ষেত্রে তাঁর সঙ্গে এই নিয়ে আমার আলোচনাও হয়। উক্ত নিবন্ধে আমরা একটা বোঝাপড়ার মধ্যে এসেছিলাম। সেই আলোচনা থেকেই মনে হয়েছিল, উনি আমার করা সংশোধনের উপর আস্থাশীল। যাই হোক, আমার ইচ্ছে ছিল ভারতের মৌলিক অধিকার, নির্দেশাত্মক নীতি ও মৌলিক কর্তব্য নিবন্ধটির ব্যাপারে ওঁর সঙ্গে আলোচনা করার। কিন্তু কাজেকর্মে তা হয়ে ওঠেনি, উনিও আমায় প্রশ্ন করেননি। আমার ধারণা উনি আমাকে ভুল বুঝবেন না। আমি ওঁর সঙ্গে কথা বলে নেব। --অর্ণব দত্ত (talk) ১৮:০৪, ২৫ ডিসেম্বর ২০০৯ (UTC)
"বানান" ও "পরিভাষা" ত্রুটির জন্য কোন "সংযোজনমূলক অবদান" বাতিল করা প্রশ্নযোগ্য বটে। সম্পাদকের উচিৎ হবে ভুল বানান সংশোধন করে দেয়া এবং সঠিকতর পরিভাষা প্রয়োগ করা। অন্যদিকে "তথ্যগত বিভ্রান্তি" অবশ্যই অপনোদনযোগ্য। প্রণিধানযোগ্য যে, ২৪-১২-২০০৯ তারিখে বর্তমান ব্যবহারকারী যে সম্পাদনা করেছিলেন তা বিষয়টিকে স্পষ্টতর করেছিল মাত্র, কোন ভুল তথ্যের অনুপ্রবেশ ঘটেনি। "বিচার বিভাগ কর্তৃক বলবৎযোগ্য" বিষয়টি লক্ষ্য করুন। এক্ষেত্রে "তবে সঠিক অর্থায়নের ক্ষেত্রে সংশয়ের সৃষ্টি হলে উচ্চ আদালত এ বিষয়ে ব্যাখ্যা প্রদানের প্রাধিকার সংরক্ষণ করে" এই গুরুত্বপূর্ণ শর্তটি অপসারণ করা সমীচীন হয় নি। একই কারণে পূর্বস্থিত সংযোজন "সংবিধানের চতুর্থ খণ্ডে বর্ণিত এই নীতিগুলি ভারত সরকার কর্তৃক বলবৎযোগ্য ; আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। তবে সংবিধানধৃত বয়ানের সরকারী ভাষ্য সম্পর্কে সন্দেহের কারণ থাকলে বা তা অনুসরণে সরকারের বিচ্যূতি হলে উচ্চ আদালত এ ব্যাপোর জনস্বার্থে সঠিক ব্যাখ্যা দিয়ে সরকারকে তা অনুসরণে বাধ্য করবার প্রাধিকার সংরক্ষণ করে" সম্পূর্ণাংশে ছেঁটে ফেলে গণপরিষদ, সরকারের নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের মধ্যকার পারস্পরিক সম্পর্কের ভারসাম্যমূলক সাংবিধানিক প্রবিধানটি মুছে ফেলা হয়েছে। কোন "সংযোজনমূলক অবদান" নির্বংশ (আনডু) করার ক্ষেত্রে গ্রহণযোগ্য ব্যাখ্যা থাকা শোভনীয়। বলাবাহুল্য যে, "তথ্য বিভ্রান্তি" ও "ভুল তথ্য" সমার্থক নয়। আলোচ্য ক্ষেত্রে ব্যাখ্যা না-থাকায় বর্তমান অবদানকারী নিজেই বিভ্রান্তিগ্রস্ত হয়েছেন ; সত্যি বলতে কি কিছুটা মনক্ষূণ্ণও ; কেননা প্রমাদটি কোথায় তা বোঝা যায় নি। কেবল অর্ণব দত্ত নন, নীতিগতভাবে সকল অবদানকারী ও সম্পাদকের প্রতি আস্থা ও শ্রদ্ধা বজায় রাখা সংকল্প স্মরণ করে এ বিষয়ে প্রশ্ন উত্থাপন করা হয় নি। -- Faizul Latif Chowdhury (talk) ০২:৪৭, ২৬ ডিসেম্বর ২০০৯ (UTC)

আজাকি হালনাগাদ সম্পাদনা

  আপনার তৈরি অথবা সম্প্রসারিত সান্টাক্লজ, চুম্বন, এবং বড়দিন নিবন্ধ থেকে আকর্ষণীয় তথ্যগুলো নিয়ে ২৬ ডিসেম্বর, ২০০৯ তারিখে, আপনি জানেন কি? হালনাগাদকৃত হয়েছে। এই তারিখে তথ্যটি বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতার আজাকি অংশে যোগ হবে, যা পরবর্তী হালনাগাদের পূর্ব পর্যন্ত প্রদর্শিত হবে। আপনি সাম্প্রতিক তৈরি বা সম্প্রসারিত কোন নিবন্ধে আকর্ষণীয় আরও কোন তথ্য জেনে থাকলে আপনি জানেন কি? আলোচনা পাতায় প্রস্তাব রাখুন।

তানভির আলাপ অবদান ১৮:১০, ২৫ ডিসেম্বর ২০০৯ (UTC)

আজাকি নিবন্ধ ও আলাপ পাতা সম্পাদনা

দুঃখিত অর্ণবদা। আসলে যখন নিবন্ধ পাতায় টেমপ্লেট যোগ করি, তখন রাজীব গান্ধী হত্যাকাণ্ড নিবন্ধেই যোগ করেছিলাম। আপনার ক্ষেত্রেই ভুল হয়েছিলো, তা ঠিকও করে দিয়েছি। আরেকটা ব্যাপার। আপনি আপনার আলাপ পাতা থেকে তথ্য সরিয়ে ব্যবহারকারী উপপাতায় তা যোগ করেছেন। কিন্তু আমি যতোদূর জানি আলাপ পাতা থেকে তথ্য মোছা যায় না, আপনি চাইলে পুরোনো আলাপ সরানোর জন্য আর্কাইভ করতে পারেন, এবং ব্যবহারকারী উপপাতায় আরেকটি পৃথক তালিকাও তৈরি করেন। আমার জানা অনুসারে তাই আমি আপনার মুছে ফেলার সম্পাদনাটি বাতিল করেছি। দুঃখিত। আমার যদি ভুল হয়, তবে আপনি পরবর্তীতে আমার সম্পাদনাটি বাতিল করতে বা পুনরায় মুছে ফেলতে পারেন। — তানভির আলাপ অবদান ১২:০৫, ২৬ ডিসেম্বর ২০০৯ (UTC)

ইংরেজি উইকিতে রবীন্দ্রনাথ সম্পাদনা

অর্ণবদা, ইনফোবক্সটা নিয়ে আলোচনা হচ্ছে সেখানে। আপনাকে অংশগ্রহণের অনুরোধ। — তানভির আলাপ অবদান ১৩:৪৫, ২৬ ডিসেম্বর ২০০৯ (UTC)

আলোচনায় অংশ নিতে পারলে খুশিই হতাম। কিন্তু ইংরেজি উইকিপিডিয়াতে আমাকে কিছু অবাঞ্ছিত যান্ত্রিক গোলযোগের সম্মুখীন হতে হচ্ছে। এই ব্যাপারে ওখানকার অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। আশা করি, ঝামেলাটা মিটে যাবে। --অর্ণব দত্ত (talk) ১৫:১৯, ২৬ ডিসেম্বর ২০০৯ (UTC)

আপনার আলাপ পাতাটি অনেক বড় (১১৭ কিবাইট)। একটু আর্কাইভ করে নিলে এই পাতা লোড হতে অনেকের সুবিধা হবে। --রাগিব (আলাপ | অবদান) ০১:০৫, ৩০ ডিসেম্বর ২০০৯ (UTC)

ডিসেম্বর মাসটা পুরো কভার করে আর্কাইভ করে দিচ্ছি। --অর্ণব দত্ত (talk) ০৪:২৫, ৩০ ডিসেম্বর ২০০৯ (UTC)

ভারতের সারাংশ সম্পাদনা

অর্ণবদা, প্রথম পাতায় দেবার জন্য ভারত নিবন্ধের একটি সারাংশ তৈরি করে তা পর্যালোচনার জন্য আলাপ পাতায় দিয়ে রাখতে পারেন। সেখানে পর্যালোচনা শেষে তা যেনো নির্বাচিত নিবন্ধের সারাংশ অনুচ্ছেদ হিসেবে প্রথম পাতায় দেওয়া যায়। — তানভির আলাপ অবদান ১৩:২৪, ৩০ ডিসেম্বর ২০০৯ (UTC)

"Jonoikobangali/চিঠিপত্র:দ্বিতীয় সংকলন"-এর ব্যবহারকারী পাতায় ফিরুন।