Village pump

জয়ন্তদা, উইকিপিডিয়া:তথ্যকেন্দ্র পাতাটি অনুবাদের সময় village pump -এর অনুবাদ হিসেবে, পাতাটি আপনি উইকিপিডিয়া:প্রশাসকদের আলোচনাসভা পাতায় সরিয়ে ছিলেন। কিন্তু সম্প্রদায়ের প্রবেশদ্বার পাতায় Village pump অন্যান্য ব্যবহারকারীদের সাথে আলোচনার স্থান হিসেবে দেখানো হয়েছে, এবং সেটাই যুক্তিসঙ্গত। তাই ওটার জন্য আলাদা একটা পাতা তৈরি করা যায় কি? নাম নতুন পাতা হলে তার নাম-ই বা কী করা যেতে পারে? আলোচনা পাতা/আলোচনা সভা? এটা অবশ্য আমি চিন্তা না করেই বললাম। দেখুন কি করা যায়।--তানভির (আলাপ | অবদান) ১২:৫১, ২ সেপ্টেম্বর ২০০৯ (UTC)

Village pump হিসেবে অনেক আগে থেকেই আমরা প্রশাসকদের আলোচনা সভা পাতাটি ব্যবহার করে আসছি। নামে পাতাটি প্রশাসকদের পাতা হলেও এখানে সবাই বার্তা রাখতে এবং আলোচনা করতে পারেন। আদতে এটাই বাংলা উইকিপিডিয়ার Village pump। তাই আমার মনে হয় না নতুন করে কোনো আলোচনা পাতার দরকার। এছাড়া মেটাতেও এ পাতাটিই বাংলা উইকিপিডিয়ার জন্য ভিলেজ পাম্প হিসেবে দেখানো আছে। যাতে অন্য প্রকল্পের লোক জন এখানে বার্তা রাখতে পারেন।--বেলায়েত (আলাপ | অবদান) ১৩:৫১, ২ সেপ্টেম্বর ২০০৯ (UTC)

উইকিপিডিয়া:ভূমিকা

উইকিপিডিয়া:ভূমিকা পাতায় ৩য় ট্যাবে গেলে ট্যাবের রঙ পরিবর্তন হচ্ছে না। রংটি ২য় ট্যাবে দেখাচ্ছে। আশা করি এটি ঠিক করা সম্ভব।--বেলায়েত (আলাপ | অবদান) ১৪:২৯, ২ সেপ্টেম্বর ২০০৯ (UTC)

ঠিক করে দিয়েছি।ভুলটা ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ।--জয়ন্ত (আলাপ | অবদান) ১৮:০৩, ২ সেপ্টেম্বর ২০০৯ (UTC)

সম্প্রদায়ের প্রবেশদ্বার পাতা ও সমস্যা

জয়ন্তদা, সম্প্রদায়ের প্রবেশদ্বার পাতা থেকে ইংরেজি উইকি থেকে আসা অপ্রযোজ্য অংশগুলো সরিয়ে বাংলা উইকির জন্য উপযোগী করে তৈরি করতে আপনার সাহায্য কামনা করছি। অনুগ্রহপূর্বক সম্প্রদায়ের প্রবেশদ্বারের আলাপ পাতা দেখুন ও মন্তব্য দিন।--তানভির (আলাপ | অবদান) ২১:৪৬, ৫ সেপ্টেম্বর ২০০৯ (UTC)

জয়ন্তদা, আপনি যে community portal আর সম্প্রদায়ের প্রবেশদ্বার পাতাদুটি একীকরণ করেছেন তা আমার চোখ এড়িয়ে গিয়েছিলো, আমি মনে করেছিলাম ঢেলে সাজানো হয়েছে টাইপ। ভুল বোঝার জন্য দুঃখিত।--তানভির (আলাপ | অবদান) ২২:১৪, ৫ সেপ্টেম্বর ২০০৯ (UTC)

জয়ন্তদা, পৃষ্ঠা এডিটিং-এ # চিহ্ন দিলে হয়তো খেয়াল করেছেন, ইংরেজি উইকির মতো 1, 2, 3.... আসে কিন্তু বাংলা উইকিতে ১,২,৩.... আনার ব্যবস্থা করা যায় না? আশা করি ব্যাপারটা দেখবেন।--তানভির (আলাপ | অবদান) ১৫:২০, ৬ সেপ্টেম্বর ২০০৯ (UTC)

এই সমস্যাটার জন্য রাগিব ভাই আগে বাগজিলায় বলেছিলেন এইটি দেখুন। কিছু কারিগরী সমস্যা আছে। তাই এক্ষুনি সম্ভব নয়। আর সম্প্রদায়ের প্রবেশদ্বার পাতা থেকে অনেককিছু ক্লিনাপ করতে হবে।--জয়ন্ত (আলাপ | অবদান) ০৭:৩৭, ৭ সেপ্টেম্বর ২০০৯ (UTC)

মিডিয়াউইকি অনুবাদ

জয়ন্তদা, উইকিপিডিয়া সাইটে মিডিয়াউইকি অনুবাদ না করে, ট্রান্সলেট উইকিতে অনুবাদ করুন। তাতে আপনার অনুবাদ সব উইকিমিডিয়া প্রকল্পে প্রয়োগ হবে।--বেলায়েত (আলাপ | অবদান) ১৩:১০, ৭ সেপ্টেম্বর ২০০৯ (UTC)

ইংরেজী পাতা

জয়ন্তদা, ইংরেজী পাতা দিয়ে উইকিপিডিয়া ভরে ফেলা ঠিক হচ্ছে না। অনেক সময় ইংরেজী লেখাগুলো এমন কিছু লেখা থাকে তা বাংলা উইকিপিডিয়ায় এখনও তা ঘটেনি। অনুরোধ থাকবে, আগে তৈরি করা ইংরেজী পাতাগুলোর একটি গতি করে তবেই নতুন পাতায় হাত দিন।--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:৫৪, ৮ সেপ্টেম্বর ২০০৯ (UTC)

আপাতত ইংরেজিগুলি হাইড করে দিচ্ছি। আসলে নীতিমালা গুলি একটার সঙ্গে একটা লিঙ্ক আছে বলেই এমনটা করতে হচ্ছে। জানি বেশি ইংরেজি থেকে কপি পেস্ট হচ্ছে। এতে আমরা বুঝতে পারবো কতটা অনুবাদ বাকি আছে, তাই জন্যই করছি।--জয়ন্ত (আলাপ | অবদান) ১৭:০০, ৮ সেপ্টেম্বর ২০০৯ (UTC)

জয়ন্তদা, হাইডটা কী জিনিস? আমার মনে হয় ইংরেজি থাকলে খুব একটা সমস্যা হবে না; যিনি পরবর্তীতে বাংলায় লিখছেন তিনি অপ্রয়োজনীয় অংশগুলো বাদ দিয়ে দেবেন। আর প্রয়োজন বুঝে পাতা তৈরি করলে সেটা থাকা দরকার, বাংলা বা ইংরেজি, পরবর্তীতে বাংলাও অবশ্যই হয়ে যাবে।--তানভির (আলাপ | অবদান) ১৭:০৭, ৮ সেপ্টেম্বর ২০০৯ (UTC)

হাইড নয় ,হবে হিডেন(Hidden) আর এটা <!-- Comment --> করতে হয়।--জয়ন্ত (আলাপ | অবদান) ১৭:১১, ৮ সেপ্টেম্বর ২০০৯ (UTC)
আসলে নতুন কিছু ইন্ট্রোডিউজ করাতে গেলে তা বাংলাতেই করানো ভালো। ইংরেজীতে করার জন্য বাংলা উইকিপিডিয়াতে পাতা তৈরি করার দরকার নাই, ইংরেজী উইকিপিডিয়া বা মেটা উইকিতে লিঙ্ক করে দিলেই হবে। বাংলা উইকিপিডিয়াতে ইংরেজী লেখা কপি পেষ্ট করে রেখে দিলে তা বাংলা উইকিপিডিয়ার শোভা বর্ধন করে না। তাই পরামর্শ একটা পাতা তৈরি করে শেষ করে অন্য পাতা শুরু করুন।--বেলায়েত (আলাপ | অবদান) ১৭:২৪, ৮ সেপ্টেম্বর ২০০৯ (UTC)
বাংলার জন্য কিছু মৌলিক পাতার জন্যই এটা করতে হচ্ছে। এই সব গুলিই আমার ট্রাকে থাকবে।--জয়ন্ত (আলাপ | অবদান) ১৭:৩০, ৮ সেপ্টেম্বর ২০০৯ (UTC)

সাহায্য

জয়ন্তদা, ইউজার সাবপেইজে, মূল আলাপ পাতার সাথে সাপপেইজের লিঙ্ক দিতে হয় কী করে?--তানভির (আলাপ | অবদান) ১৯:০৯, ৮ সেপ্টেম্বর ২০০৯ (UTC)

আপনার ব্যবহারকারী আলাপ:Joy/Archive1 পৃষ্ঠাটির শিরোনামের ঠিক নিচে < ব্যবহারকারী আলাপ:Joy নামের যে লিঙ্কটি আছে, ঐরকম লিঙ্কের কথা বোঝাতে চেয়েছি। ওটা করে কীভাবে? কিছুদিনের মধ্যে আলাপ পাতার সংকলন করার চিন্তা আছে তো তাই।--তানভির (আলাপ | অবদান) ১৯:৩০, ৮ সেপ্টেম্বর ২০০৯ (UTC)
এটা সয়ংক্রিয় ভাবেই হয়। --জয়ন্ত (আলাপ | অবদান) ১৯:৩৭, ৮ সেপ্টেম্বর ২০০৯ (UTC)

Wkipedia namespace

জয়ন্তদা, উইকিপিডিয়া:নামস্থান আর উইকিপিডিয়া:উইকিপিডিয়া নামস্থান কী একই পাতা? যদি হয়, তবে শেষেরটি রিডিরেক্ট করতে হবে। কারণ অনেক স্থানে শেষের লিঙ্কটি দেওয়া আছে।--তানভির (আলাপ | অবদান) ১২:৩১, ৯ সেপ্টেম্বর ২০০৯ (UTC)

আসলে দুটো আলাদা পাতা, পরে বুঝতে পেরেছি। ধন্যবাদ।--তানভির (আলাপ | অবদান) ১৪:১৭, ৯ সেপ্টেম্বর ২০০৯ (UTC)

বর্তমান কাজ

জয়ন্তদা, আপনার কাজে দখল দেওয়ার জন্য ক্ষমা চাইছি। আপনি বেশ কিছুদিন যাবৎ যা করার চেষ্টা করছেন, এ ধরণের পরিস্থিতি এখনও বাংলা উইকিপিডিয়াতে তৈরি হয়নি বা কবে নাগাদ তৈরি হবে বা আদও হবে কিনা তা প্রশ্ন সাপেক্ষ। ফলে আপনি যা করছেন, তা বাংলা উইকিপিডিয়াতে কাজে লাগবে কিনা এ সম্পর্কে আমি বেশ খানিক সন্দিহান। আমার মনে হয় এ শ্রম বা চেষ্টা উইকিপিডিয়ার অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজে দেওয়ার পরামর্শ দিচ্ছি। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ০৬:৫০, ১২ সেপ্টেম্বর ২০০৯ (UTC)

আপনি কি WP:CSD পাতাটার কথা বলছেন? আমি যা করতে চাইছি তা কিন্তু উইকিনীতির মৌলিক পাতা।--জয়ন্ত (আলাপ | অবদান) ০৬:৫৬, ১২ সেপ্টেম্বর ২০০৯ (UTC)

শুধু এ পাতাটি নয়, এ পাতাটি করতে আপনার যে পরিমাণ টেম্পলেট তৈরি করতে হয়েছে, তা কবে নাগাদ বাংলা উইকিপিডিয়ায় ব্যবহৃত হবে বা ব্যবহারকারীরা ব্যবহার করা শুরু করবে তা অন্তত আমার ধারণার বাইরে। উইকিনীতির মৌলিক পাতা হলেও, যে বিস্তারিত পক্রিয়া বা পদ্ধতির কথা ইংরেজী উইকিপিডিয়াতে বলা হয়েছে, তা বাংলা উইকিপিডিয়ার ক্ষেত্রেও প্রযোজ্য হওয়ার পরিস্থিতি হবে কিনা বা কবে হতে পারে তা বলা যায় না। আর যখন হবে ততদিনে উইকিপিডিয়ার নীতিতে আরও ভাল কোনো পদ্ধতি চলে আসতে পারে এবং বর্তমান পদ্ধতি বাতিল হতে পারে। তাই বর্তমান পরিস্থিতির সাথে যায় ঠিক ততটুকু করলেই আমার মনে হয় যথেষ্ট, বাড়তিগুলো কোনো কাজে আসবে বলে মনে হয় না। তাই আমার পরামর্শ হল সাধারণ নীতিমালার কাজগুলো করা উচিত, এর বিস্তারিত না যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে।--বেলায়েত (আলাপ | অবদান) ০৭:১৩, ১২ সেপ্টেম্বর ২০০৯ (UTC)

ধন্যবাদ আমি মৌলিকনীতিপাতেই থাকবো। অখানে শুধু মাত্র কিছু বাকি REDIRECT করেছিনাম।--জয়ন্ত (আলাপ | অবদান) ০৭:১৭, ১২ সেপ্টেম্বর ২০০৯ (UTC)

জয় ভাই, শিরোনামহীন ব্যান্ডের তথ্যসূত্র দিলাম। আশা করি মনঃপুত হবে।তথ্যসূত্রবিহীন এমন অপবাদ নিবন্ধটা থেকে অপসারিত হলে খুশি হব।User:rabbani_bhuiyan

সাহায্য

জয়ন্তদা, উইকিপিডিয়া:কীভাবে একটি পৃষ্ঠা সম্পাদনা করবেন‎ পাতাটির বর্ণ ফরম্যাট করাকোনো ফরম্যাটিং নয় অংশ দুইটির টেবিল পেইজ থেকে বের হয়ে যাচ্ছেতাইভাবে ডানদিকে সরে গেছে। কেনো এমনটা হলো বুঝতে পারছি না, একটু ঠিক করে দেবেন, আর পারলে কেন এমন হয় তা আমায় জানালে খুশি হবো।--তানভির (আলাপ | অবদান) ২৩:১৭, ১২ সেপ্টেম্বর ২০০৯ (UTC)

জয়ন্তদা, আপনার তৈরি অনেক পাতায় তো শুধু ইংরেজি আছে, তাই না? আর আপনি সম্ভবত বেলায়েত ভাইকে বলেছিলেন, যে এগুলো আপনার লিস্টে আছে। আমাকে ৭০%-এর ওপর ইংরেজি আছে এমন পাতাগুলোর লিস্টটা দিতে পারেন? আমি অনেক সময় এমন নিবন্ধগুলো খুঁজি কিন্তু পাই না। আর একটি পাতা সবসময় এডিট করতে বোরড হয়ে যাই তাই সেসময় অন্যকোনো পাতা এডিট করলে ভালো হতো। আর সেদিন বলেছিলাম (উপরে আছে) সমস্যাটি দেখলেন না?--তানভির (আলাপ | অবদান) ১৬:৩৫, ১৪ সেপ্টেম্বর ২০০৯ (UTC)

ধন্যবাদ

উইকিপদক প্রদান করে কাজকর্মে বাড়তি উৎসাহ প্রদান করায় জয়ন্তদাকে ________!

কী-ই বা আর বলবো?--তানভির (আলাপ | অবদান) ২০:৩৩, ১৪ সেপ্টেম্বর ২০০৯ (UTC)

সাহায্য

জয়ন্তদা, একটা সমস্যা পড়েছি। "এক্সপ্রেশন ত্রুটি অপরিচিত বিচারমচিহ্নের ব্যবহার "�" "-এই মেসেজটা দিচ্ছে। দয়া করে কারণটা একটু দেখবেন? খুব কৃতজ্ঞ থাকবো তাহলে। টেমপ্লেট:User Wikipedian For, টেমপ্লেট:For year month day, টেমপ্লেট:For year month day/Exp এই পাতাগুলোতে গেলেই আশা করি বুঝতে পারবেন।--তানভির (আলাপ | অবদান) ১০:০৯, ১৬ সেপ্টেম্বর ২০০৯ (UTC)

পিডিএফ বাংলা ফন্ট রেন্ডারিং

জয়ন্তদা, বাংলা উইকিপিডিয়ায় পাতা পিডিএফ করার ক্ষেত্রে যে বাংলা ফন্ট রেন্ডারিং হচ্ছে না, এ ব্যাপারে কি কোনো বাগ সাবমিট করা হয়েছিলো? আমাকে কি বাগের সাবমিশনের লিঙ্কটা দিতে পারেন? দেখি আমি যদি কিছু করতে পারি।--বেলায়েত (আলাপ | অবদান) ১৭:৫৫, ১৮ সেপ্টেম্বর ২০০৯ (UTC)

সমস্যাটা ইংরেজি ছাড়া অনেক উইকিতে আছে। তাই আমারটা bug 20403টা সাধারন বাগে bug 19830 আছে।--জয়ন্ত (আলাপ | অবদান) ১৮:০৯, ১৮ সেপ্টেম্বর ২০০৯ (UTC)

ছবি অপসারণ

জয়ন্তদা, আপনি বোধ হয় একটু কড়াকড়ি ভাবে ছবি গুলো মুছে ফেলছেন এবং ডিলিট ট্যাগ লাগানোর ঠিক সাথে সাথেই তা মুছে ফেলছেন। দয়া করে শুধু ছবি অপসারণের খাতিরে ছবি ডিলিট করবেন না। ছবির বর্ণনায় দেখুন। লগো ফেয়ার ইউজ লাইসেন্সে হলে তা ডিলিট করার কি প্রয়োজন? পাকিস্তানে পাবলিক ডোমেইন হয় ৫০ বছরে। কেন লিয়াকত আলীর ছবি মুছে ফেলা হল, যেখানে তা বর্ণনায় লেখা ছিল? দইবড়ার ছবি আপনি শুধু মুছে ফেলেছেন কিন্তু এর বিকল্প খুজে দেখেন নি। এ ব্যাপারগুলো খেয়াল রাখার জন্য অনুরোধ করছি।--বেলায়েত (আলাপ | অবদান) ০৩:২১, ১৯ সেপ্টেম্বর ২০০৯ (UTC)

দাদা, আমার আপলোড করা লোগোটির কপিরাইট সংক্রান্ত কোন ডকুমেন্ট আমার কাছে নেই। বিশ্ববিদ্যালয়ের লোগো বাণিজ্যিক বা অবাণিজ্যিক তথ্যমুলক কাজে ব্যবহারের জন্য উন্মুক্ত বলেই জানি। এটার কপিরাইটের বর্ণনায় কি লিখব? অন্য বিশ্ববিদ্যালয়গুলোর লোগো যেভাবে দেয়া হয়েছে যে লাইসেন্সের আওতায়, এক্ষেত্রেও তাই হবে। এব্যাপারে আমার ধারণা নেই। আর ছবিটা কিন্তু আমার এডিট করা, সরাসরি কপি করা নয়। ধন্যবাদ।--Bm.riyadh (talk) ০৫:০১, ১৯ সেপ্টেম্বর ২০০৯ (UTC)

“নতুন নিবন্ধ সৃস্টি করেছেন” লিঙ্ক

জয়ন্তদা, ব্যবহারকারীর অবদান পাতার নিচে ফুটারে নতুন নিবন্ধ সৃষ্টি করেছেন তা জানার জন্য যে লিঙ্কটি আছে, সেখানে ইংরেজি উইকিতে সৃষ্ট নিবন্ধের নামগুলো দেখায়। সেটা ঠিক করার অনুরোধ। আর আপনার দেওয়া লিঙ্কে খালি নিবন্ধ সংক্রান্ত তথ্যগুলো কাজে লেগেছে, সেজন্য কৃতজ্ঞতা--তানভির (আলাপ | অবদান) ১৪:৫৫, ১৯ সেপ্টেম্বর ২০০৯ (UTC)

প্রবেশদ্বার

জয়ন্তদা, প্রবেশদ্বার তৈরি করতে কী রিকোয়ারমেন্ট দরকার। প্রবেশদ্বার:চলচ্চিত্র তৈরি করার কথা ভাবছি। অনেকগুলো আর্টিকল আছে। একটা আবার ফিচার্ড। সত্যজিত রায়ের নিবন্ধটা ওখানে নিতে পারবো না? প্রয়োজনীয় সহায়তা চাচ্ছি।--তানভির (আলাপ | অবদান) ০৭:৪৯, ২৪ সেপ্টেম্বর ২০০৯ (UTC)

হু, চলচ্চিত্রের ইংরেজি পোর্টালটা দেখেছি। তবে ওটা তো ফিচার্ড পোর্টাল; বিরাট ব্যাপার। আমার মত, আমরা শুধু কাঠামোটাই অনুসরণ করতে পারবো। আরো কিছু কন্টেন্ট যোগ করে আপনাকে জানাবো। আপনি সাহায্য করার জন্য প্রস্তুত থাকুন। আর আজ-কালের মধ্যেই উইকিপিডিয়া:প্রবেশদ্বার পাতাটি অনুবাদের কাজে হাত দিচ্ছি। অসংখ্য কৃতজ্ঞতা--তানভির (আলাপ | অবদান) ০৮:০৯, ২৪ সেপ্টেম্বর ২০০৯ (UTC)

ডিজিট কনভার্শন

জয়ন্তদা, সম্ভবত ডিজিট কনভার্শনে পরিবর্তন আনায় ইনফোবক্সগুলোতে সালগুলো ছন্নছাড়াভাবে আসছে। একটু দেখবেন? উদাহরণস্বরূপ: মনিকা বেলুচ্চি দেখুন।--তানভির (আলাপ | অবদান) ১১:০১, ২৪ সেপ্টেম্বর ২০০৯ (UTC)

জয়ন্তদা, আপনি না আসায় ইএনটুবিএন টেমপ্লেটটার আপনার আগের সম্পাদনাগুলো বাতিল করেছি। এখন বক্স আসছে না ঠিক-ই কিন্তু ডেট, লিঙ্ক হিসেবে আসছে না। সমস্যাটা দেইখেন। আর প্রয়োজন হলে আমার সম্পাদানাটাও বাতিল কইরেন। আমি ঠিক করি নি কিছু, আপাতত কাজ চালানোর জন্য করেছি। এক্সপ্রেশন ত্রুটি এখনো আছে। আমি যে টেমপ্লেটগুলোর কথা বলেছিলাম সেগুলো থেকেও যায় নাই।--তানভির (আলাপ | অবদান) ১২:২৮, ২৬ সেপ্টেম্বর ২০০৯ (UTC)
চিনুয়া আচেবে নিবন্ধটি দেখুন। এতেও বেশ কিছু সমস্যা হচ্ছে। সংখ্যায় শূন্য এলেই ঝামেলাটি হচ্ছে।--বেলায়েত (আলাপ | অবদান) ০৮:৪৫, ২৫ অক্টোবর ২০০৯ (UTC)
একই রকম ফরম্যাট ব্যবহৃত হলেও অন্যগুলোতে এই সমস্যা হচ্ছে না। পরে দেখি সমস্যা, শুধুমাত্র ০-এর ক্ষেত্রে। ডিজট শুন্য লিখলে তা আসছে "-১"। সালের ডিজিটেই এমটা হচ্ছে, মাস-দিন ঠিক আছে। — তানভির আলাপ অবদান ০৯:০১, ২৫ অক্টোবর ২০০৯ (UTC)
মাস দিনেও সমস্যা যার প্রমাণ মনিকা বেলুচ্চি।--বেলায়েত (আলাপ | অবদান) ০৯:২৩, ২৫ অক্টোবর ২০০৯ (UTC)

Invitation

As an Administrator, you are allowed into #wikimedia-admin, the cross-wiki coordination channel for Wikimedia administrators. Any member of the channel can invite you in temporarily, but you need an invite exemption from a channel operator to get in whenever you want. Please come to #wikimedia and ask for an invite.

Any admin from any project is welcome and it is a good place for cross-wiki coordination of vandal and spam fighting. It is also useful for new admins to contact more experienced admins in real-time to get help with the more complicated admin tasks such as history merges/splits and importing via Special:Import.

Please remember to translate the interface at betawiki: only and to upload images preferably at commons:

Thank you

Best regards, --Nick1915 (talk) ১৮:৫৭, ২৫ সেপ্টেম্বর ২০০৯ (UTC)

সাহায্য:বই

প্রিয় জ়য়ন্তদা,

সাহায্য:বই পৃষ্ঠাটিকে বাংলায় অনুবাদের কাজ শেষ করেছি। কিন্তু "বই তৈরী করুন" সরঞ্জামের কিছু লিংক এখনো ইংরেজীতে আছে। চিত্র ১ দেখুন। এগুলো এবং বই সম্পর্কিত অন্যান্য লিঙ্ক ও বোতাম যেগুলো ইংরেজীতে আছে তা যদি বাংলায় করে দিতেন তাহলে বই সহায়িকাগুলো তৈরীতে প্রভূত সাহায্য হত। অনুগ্রহ পূর্বক একটু দেখবেন কি? অগ্রীম ধন্যবাদ। অয়ন (talk) ০৬:২৪, ২৬ সেপ্টেম্বর ২০০৯ (UTC)

Show book = বই দেখুন; Clear book = বই মুছে ফেলুন/বই মুছুন।--তানভির (আলাপ | অবদান) ০৭:৩২, ২৬ সেপ্টেম্বর ২০০৯ (UTC)
ধন্যবাদ তানভির ভাই। আমি "বই তৈরী করুন" টুলটির যে সমস্ত লিঙ্ক ইংরেজীতে আছে সেগুলি আর Show book পাতাটিকে বাংলায় করে দেয়ার জন্য অনুরোধ করেছিলাম। এই টুলগুলো বা Show book পাতাতে আমি access পাচ্ছি না. অয়ন (talk) ০৮:০৬, ২৬ সেপ্টেম্বর ২০০৯ (UTC)
কারণ ওটা একমাত্র প্রশাসকগণ করতে পারেন। তাই এক্সেস পান নি। জয়ন্তদা পারবেন। পাতাগুলো অনুবাদ করার জন্য ধন্যবাদ।--তানভির (আলাপ | অবদান) ০৮:২১, ২৬ সেপ্টেম্বর ২০০৯ (UTC)

জয়ন্তদা, স্থানীয় ভাবে অনুবাদ না করে, অনুবাদগুলো http://translatewiki.net/wiki/ উইকিতে করার অনুরোধ করছি, ট্রান্সলেট উইকিতে অনুবাদ করলে, অনুবাদ গুলো সব উইকিমিডিয়া প্রকল্পের জন্য অনুবাদ হয়ে যেত। বিস্তারিত এখানে দেখুন। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ০৭:৫৯, ২৯ সেপ্টেম্বর ২০০৯ (UTC)

পূজোর শুভেচ্ছা ও তাগাদা

জয়ন্তদা, কদিন পরে উইকিতে এলেন। পূজোর বন্ধতে মনে হয় ব্যস্ত ছিলেন। এখানে কবে যে পূজো হয়ে গেলো ঠিকভাবে টেরও পাই নি। পেপার পড়া হয় নি ক দিন। শুধু কুমারী পূজোর খবরটা জানি। আপনাকে দেরি করে হলেও পূজোর শুভেচ্ছা।

আপনার পাতায় ডিজিট কনভার্শনের আলাপগুলো তো দেখেছেন.... সমস্যা কিন্তু্ এখনো যায় নি। ওইদিকে আগে যে বলেছিলাম এক্সপ্রেশন এরর; সেটা দেখার অনুরোধ। জানি আপনি খুব ব্যস্ত, কিন্তু প্রোগ্রামিং জ্ঞান না থাকায় আমি কোনো কাজে আসছি না। আন্তরিকভাবে দুঃখিত। সময় করতে পারলে একটু দেইখেন। তাগাদা দেওয়ার জন্য বিরক্ত হলে দুঃখিত।--তানভির (আলাপ | অবদান) ১০:২৫, ৩০ সেপ্টেম্বর ২০০৯ (UTC)

অসংখ্য কৃতজ্ঞতা, তবে ডিজিট কনভার্শনের ব্যাপারটা তো প্রায় প্রত্যেকটা ইনফোবক্সে শো করছে। পাঠকের বেশি চোখে পড়ছে। তাই এই তাগাদা। আমি ওটার মেইন ক্রিয়টর মাকসুদ ভাইকে ফেসবুকে বলে দেখবো। উনি তো উইকিতে এখন অ্যাক্টিভ না। দেখি উনি যদি পারেন।--তানভির (আলাপ | অবদান) ১১:০০, ৩০ সেপ্টেম্বর ২০০৯ (UTC)
আরে, ঠিক হয়ে গেছে দেখছি। দারুণ কাজ! :) বিশাল কোলাকুলি....--তানভির (আলাপ | অবদান) ১১:০৪, ৩০ সেপ্টেম্বর ২০০৯ (UTC)

বৃত্তের বাইরে নিবন্ধের সম্পাদনা

আজই সংক্ষিপ্তাকারে লিখিত '‍বৃত্তের বাইরে' চলচ্চিত্র নিবন্ধটির ত্বরিৎ ও দক্ষ সম্পদনার জন্য আন্তরিক ধন্যবাদ। নিবন্ধটি একটি পূর্ণাঙ্গ রূপ পেয়েছে। পাতাটির সৌকর্য দৃষ্টিনন্দন হয়েছে। Faizul Latif Chowdhury (talk) ১৫:২৬, ১ অক্টোবর ২০০৯ (UTC)

কর্কট (তারামণ্ডল)

জয়ন্তদা, ডাবল রি-ডিরেক্ট ফিক্স করতে কর্কট (তারামণ্ডল) মুছে ফেলেছেন দেখতে পাচ্ছি। এই ডাবল রি-ডিরেক্ট ব্যাপারটা কী? একটা আন্দাজ অবশ্য করছি। তবে ঠিক জানিনা তাই বললাম না, বুঝিয়ে দিলে কৃতজ্ঞ থাকবো। আর বটকে দেখেছি ডাবল রি-ডিরেক্ট ফিক্স করতে। ম্যানুয়ালি করার প্রয়োজনটা কী?--তানভির (আলাপ | অবদান) ০৮:২৬, ৪ অক্টোবর ২০০৯ (UTC)

জয়ন্তদা, আপনার কথা বুঝি নাই; মাফ করবেন। কর্কট (তারামণ্ডল) পাতা কী দুইটা ছিলো? কিন্তু আমি তৈরি করার সময় সার্চ দিয়েছিলাম, পাই নি তো পরে একটা করি। এভাবে পরবর্তীতে মীন (তারামণ্ডল), তুলা (তারামণ্ডল) পাতাগুলোও তৈরি করেছিলাম। ওগুলোও কী মুছে রি-ডিরেক্ট করতে হবে?--তানভির (আলাপ | অবদান) ০৯:১০, ৪ অক্টোবর ২০০৯ (UTC)

বুঝে গেছি জয়ন্তদা, ডাবল রি-ডিরেক্টস-এর পৃষ্ঠাটার লিঙ্কটাই সব ক্লিয়ার করে দিলো। ছুটি ভালো কাটুক; শুভকামনা রইলো। আশা করি ছুটির পর ফ্রেশ মেজাজে আবার চিরচেনা কর্মচঞ্চল জয়ন্তদাকে দেখবো....তানভির (আলাপ | অবদান) ১৫:৪৪, ৪ অক্টোবর ২০০৯ (UTC)

একটু ভুল (সম্ভবত)

জয়ন্তদা, আপনার আলাপ পাতার ওপরে আপনার ছুটির নোটিশে নাম লিখেছেন জয়ন্ত কিন্তু লিঙ্ক দিয়েছেন বেলায়েত ভাইয়ের ইউজার পেজের। যদি ভুল হয় তবে কাইন্ডলি শুধরে নিন!--তানভির (আলাপ | অবদান) ১৮:০৯, ৪ অক্টোবর ২০০৯ (UTC)

ভুলটা ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ।--জয়ন্ত (আলাপ | অবদান) ১৮:১৯, ৪ অক্টোবর ২০০৯ (UTC)

মিডিয়াউইকি অনুবাদ

জয়ন্তদা, আগেও আমি আপনাকে অনুরোধ করেছি, আবারও অনুরোধ করছি, মিডিয়াউইকি এর কোনো অনুবাদের দরকার হলে তা, কেন্দ্রীয় অনুবাদ ব্যবস্থা ট্রান্সলেট উইকিতে করুন। শুধু উইকিপিডিয়ার জন্য প্রযোজ্য এমন অনুবাদই শুধু উইকিপিডিয়ার স্থানীয় মিডিয়াউইকি পাতা থেকে করবেন, কিন্তু সার্বিক ভাবে মিডিয়াউইকির কোনো অনুবাদ দরকার হলে তা ট্রান্সলেট উইকিতে করবেন, কেন্দ্রীয় ভাবে ওখানে ট্রান্সলেট করলে, উইকিপিডিয়া সাইটে তা আসতে মাত্র ২৪ থেকে ৩৬ ঘন্টা লাগবে। আর বড় সুবিধা হল অনুবাদটি মিডিয়াউইকির SVN সহ সকল উইকিমিডিয়া প্রকল্পে একযোগে প্রয়োগ হবে। আর স্থানীয় ভাবে অনুবাদ করার ফলে উইকিমিডিয়ার বিভিন্ন প্রকল্পে ইন্টারফেসের বিভিন্নতা দেখা যায়, যা কাম্য নয়। অথবা অনুবাদের আগে দয়াকরে প্রশাসকদের আলোচনাসভাতে আলোচনা করুন, বা প্রশাসকদের অবহিত করুন। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন এবং অনুরোধটি আপনি রাখবেন।--বেলায়েত (আলাপ | অবদান) ০৩:৪৬, ৫ অক্টোবর ২০০৯ (UTC)

তাহলে এ বিষয়গুলো নিয়ে আগেই আলোচনার প্রয়োজন ছিল। আর বিষয়টি শুধু বাংলা উইকিপিডিয়ার নয়, বিষয়টি বাংলা উইকিসোর্স সহ অন্য আরও ২টো বাংলা প্রকল্প আছে সেগুলোর জন্যও প্রযোজ্য। আলোচনার মাধ্যমে এ কাজটি করলে হয়তো আপনার এ ভুলটি হতো না। অন্তত আমি আপনাকে মনে করিয়ে দিতাম যে বাংলায় উইকিমিডিয়ার আরও প্রকল্প রয়েছে, সেগুলোর নামও অন্তর্ভুক্ত করুন। আর মিডিয়াউইকি পাতাগুলোর কোনো রকম পরিবর্তনের কথা জানানো এবং বাগ নিয়ে কাজ করার ব্যাপারে সবার সাথে বিশেষ করে প্রশাসকদের সাথে আলোচনার জন্য শুরুতেই আপনাকে আমি একটি বার্তা দিয়েছিলাম। জানি না সেটা আপনার চোখে পরেছে কিনা। আপনি বাগ গুলো সাবমিট করেছেন, সেগুলোর সমাধান হবে না হয়েছে, এ জন্য আপনাকে অশেষ ধন্যবাদ, কিন্তু ব্যাপারগুলোর ব্যাপারে সবার জানা থাকা উচিত। এর গুরুত্বটাও আপনাকে জানানো হয়েছে। বিষয়গুলো আলোচনার মাধ্যমে এ ব্যাপার গুলোতে সবার দৃষ্টি আকর্ষণ সম্ভব। যে কেউ চাইলে কাজ করে ফেলতে পারে, কিন্তু সবার সাথে আলোচনার মাধ্যমে কাজকে আরও গুছিয়ে করা সম্ভব। আশা করি আমার কথার গুরুত্ব অনুধাবন করবেন। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ০৭:৪৪, ৫ অক্টোবর ২০০৯ (UTC)
জয়ন্তদা, ব্যাপারটি বিতর্কিত অবিতর্কিত এমনটা নয়, ব্যপারটা হলো অন্যদের অবহিত করা। তাতে কাজটি আরও গুছালো হয় আমি সেটাই বোঝাতে চাইছি। যেমন আপনি প্রধান পাতার বাগটি সবার অগোচরে সাবমিট করেছেন, কিন্তু আপনি তা করেছেন শুধু বাংলা উইকিপিডিয়ার জন্য। অথচ এই সমস্যাটি বাংলা উইকিপিডিয়া ছাড়াও উইকিমিডিয়ার বাকি আরও তিনটি প্রকল্পেই রয়েছে। আলোচনার মাধ্যমে করলে হয়তো আপনি শুধু বাংলা উইকিপিডিয়ার জন্য না সব গুলোর কথাই ওখানে বলতে পারতেন। এখন প্রশ্ন করতে পারেন, কেন ঐ প্রকল্পগুলোর জন্য এখনও আলাদা ভাবেওতো বাগ সাবমিট করা যায়। কিন্তু ব্যাপারটি কি গোছানো কোন কাজ হলো? তাই কোনো বিষয় নিয়ে আলোচনার অনেক সুবিধা আছে। আগে আলোচনার জন্য অনেক বিষয় তুলেছেন। হয়তো কেউ কোনো সাড়া দেয় নাই, কিন্তু এ বিষয় নিয়ে পরে যদি কেউ কিছু বলতে চায় আপনি তো জোড় গলায় বলতে পারবেন যে ওখানে আপনি আলোচনার জন্য দিয়েছিলেন কিন্তু কেউ তখন কিছু বলেননি। কিন্তু আপনি যদি তা আলোচয়ানার জন্য নাই দেন তাহলে তো আর সেটি পারবেন না। আশা করি আমায় ভুল বুঝবেন না।--বেলায়েত (আলাপ | অবদান) ০৮:৩০, ৫ অক্টোবর ২০০৯ (UTC)

শুভেচ্ছা ও সাইডবার

আবার ফিরে আসায় শুভেচ্ছা। সেরকম নিয়মিত দেখছি না? :).... ও হ্যাঁ, বাম পাশে print/export আর Download as PDF অংশটি বাংলা করতে হবে। Download as PDF = পিডিএফ হিসেবে ডাউনলোড কিন্তু প্রিন্ট/এক্সপোর্ট কী হতে পারে? এটা যেহেতু ডাউনলোডের অংশ তাই মূদ্রণ/ডাউনলোড? আমার ভোট এটার দিকেই।--তানভির (আলাপ | অবদান) ০৮:৩৬, ১৬ অক্টোবর ২০০৯ (UTC)

ইতোমধ্যে এটি ট্রান্সলেট উইকিতে অনুবাদ করা হয়েছে, সহসাই তা উইকিপিডিয়া সহ অন্যান্য প্রকল্পে দেখা যাবে।ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ০৮:৫৫, ১৬ অক্টোবর ২০০৯ (UTC)
বেলায়েত ভাই আপনি তো ট্রান্সলেট উইকিতে collection-core,collection ও collection-others অনুবাদ করে ফেলেছেন। অসংখ্যা ধন্যবাদ। আর তানভির print/export কে বেলায়েত ভাই মূদ্রণ/এক্সপোর্ট করেছেন। আমার মনে হয় ঠিকই আছে। আমি কয়েকদিন একটু দেশ ভ্রমণে মানে অন্ধ্রপ্রদেশে ছিলাম, তাই থাকতে পারিনি।--জয়ন্ত (আলাপ | অবদান) ০৯:৩১, ১৬ অক্টোবর ২০০৯ (UTC)

লিফলেট

লিফলেট টি আপনি কমন্সে আপলোড করেছিলেন। এর সোর্স ফাইলটিকি আপনার কাছে রয়েছে? একটি অনুরোধ থাকবে, তা হল এ লিফলেটে উইকিপিডিয়ার ওয়েব এড্রেসের বদলে বাংলা উইকিপিডিয়ার ওয়েব এড্রেস দিয়ে আরও একটি সংস্করণ তৈরি করে আপ করুন। লিফলেটের জন্য ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ০৭:২৯, ১৮ অক্টোবর ২০০৯ (UTC)

File:Be bold-bn-wiki.png টি দেখুন হবে কিনা।--জয়ন্ত (আলাপ | অবদান) ১৬:৩৯, ১৯ অক্টোবর ২০০৯ (UTC)

খুব হবে। ধন্যবাদ। এগুলোর প্রচার করতে হবে। যত বেশি পারা যায় মানুষকে দিতে হবে।--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:৪৯, ১৯ অক্টোবর ২০০৯ (UTC)

ছবি আপলোড সংক্রান্ত সাহায্য

জয়ন্তদা, নিবন্ধে ছবি দেবার জন্য বেশ কিছু ছবি ইংরেজি উইকি থেকে দেওয়ার প্রয়োজন পড়ছে। ছবিগুলো কপিরাইটেড, বা পোস্টার, ডিভিডি কাভার, ইত্যাদি। ঠিক কী কী ইনফরমেশন দিতে হবে? আমি যতোদূর জানি বাংলা উইকিতে ফেয়ার ইউজ গ্রহণযোগ্য। এখন ইংরেজি উইকির এই পিকচার ডেসক্রিপশন যদি বাংলা উইকির পাতায় তুলে দি-ই তবে কী হবে? আপনি চিত্র:Nguyen.jpgচিত্র:Gia.png দেখে দয়া করে একটু জানান যে, ওগুলো যদি অসম্পূর্ণ থাকে তবে সম্পূর্ণ করতে আমার কী কী তথ্য দেওয়া প্রয়োজন এবং সামনে আরো কোনদিকগুলোর দিকে লক্ষ্য রাখা উচিৎ — তানভির আলাপ অবদান ১৮:০০, ২১ অক্টোবর ২০০৯ (UTC)

উত্তরের জন্য ধন্যবাদ জয়ন্তদা। আপনি বলেছিলেন প্রায় ঠিকঠাক। কীকরম করলে আসলে পুরোপুরি ঠিকঠাক হতো? আমি যদি ইংরেজির বর্ণনাটা কপি পেস্ট করে দিই তাহলে কী চলবে? শুধু নিবন্ধের নামটা পাল্টে দিলাম। — তানভির আলাপ অবদান ০৩:৩৮, ২২ অক্টোবর ২০০৯ (UTC)
ফেয়ার ইউজ ছবির ব্যবহারে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছি। ইংরেজী উইকিপিডিয়া থেকে ফেয়ার ইউজ ছবি এনে ছবির ব্যবহারের আগে অবশ্যই আপনাকে ছবি বর্ণনা এবং অনুমতি মনোযোগ সহকারে পরে দেখতে হবে। যদি ছবি অনুমতিতে লেখা থাকে যে "শুধুমাত্র ইংরেজী ভাষার উইকিপিডিয়ায় ঐ বিষয়ের নিবন্ধের জন্য ব্যবহারযোগ্য", তাহলে আপনার কি মনে হয় ইংরেজী ভাষায় উইকিপিডিয়াকে উৎস দেখিয়ে বাংলা উইকিডিয়া বা অন্য কোনো উইকিমিডিয়া প্রকল্পে তা ব্যবহার করা উচিত? আমার মতে তা কখনই করা উচিত নয়। খেয়াল করুন সেখানে নির্দিষ্ট ভাবে ভাষার কথা উল্লেখ আছে কিনা, থাকলে ছবিটি ব্যবহারে বিরত থাকুন। কারণ ইংরেজী উইকিপিডিয়া এটি ব্যবহারে কোনো দায় দায়িত্ব নিবে না। তবে তবে বাংলাদেশ সম্পর্কিত সতন্ত্র কোনো ছবি হলে "শুধু মাত্র বাংলা ভাষা উইকিপিডিয়ায় ব্যবহারযোগ্য" উল্লেখ করে ব্যবহার করা যেতে পারে। সর্বপরি আমার পরামর্শ ফেয়ার ইউজ লাইসেন্সের ছবি গুলো বাংলা উইকিপিডিয়াতে ব্যবহার না করা। অনেক ভাষার উইকিপিডিয়াতেই ফেয়ার ইউজ লাইসেন্সের ছবি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। আমাদেরও এ ব্যপারে বিশেষভাবে সতর্ক থাকা উচিত।--বেলায়েত (আলাপ | অবদান) ০৪:৩৪, ২২ অক্টোবর ২০০৯ (UTC)
ইংরেজি ভাষা বলতে আমি বুঝিয়েছি, নতুন করে বিবরণ সবগুলো বাংলায় না লিখে ইংরেজিটাই পেস্ট করে দেওয়া, আর "শুধুমাত্র ইংরেজি উইকিপিডিয়ায়" ব্যবহারযোগ্য কী না, এটা দেখে নেওয়ার পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ। নন-ফ্রি ইমেজ আমি ব্যবহারের পক্ষে না হলেও, ডিভিডি/বই কাভার পোস্টার, বা লোগো এগুলোর জন্য সেগুলো ব্যবহার দরকার পড়ছে। — তানভির আলাপ অবদান ০৪:৪২, ২২ অক্টোবর ২০০৯ (UTC)

আজাকি

জয়ন্তদা, আজকে আজাকি আপডেট হবার কথা। ভুক্তি তৈরি থাকলেও বেলায়েতভাইকে আজ পাওয়া যাচ্ছে না। টেমপ্লেটটাও সুরক্ষিত। তাই আপনি যদি প্রস্তাবিত ভুক্তিগুলো দেখে পরীক্ষা করে আজ রাতে আজাকিটা আপডেট করে দিতেন ভালো হতো। ছয়টা ভুক্তি থাকলেও অতোগুলো মনে হয় লাগবে না। পাঁচটাতেই হয়ে যাবার কথা। যা হোক করে দিয়েন আপনার মতো বুঝেশুনে। মনোনয়ন যেহেতু আমি দিয়েছি, তাই তথ্যসূত্র যাচাইটাও কষ্ট করে একটু করে নিয়েন। যদি আজ রাতে আসেন তবে, আজ রাতেই করে দিয়েন। কৃতজ্ঞতাসহ — তানভির আলাপ অবদান ১৬:৩৬, ২৩ অক্টোবর ২০০৯ (UTC)

জয়ন্তদা, বেলায়েতভাই এক ফাঁকে এসে করে দিয়ে গেছেন। আপনার সাহায্যের অপ্রকাশিত আন্তরিকতা ও মনোভাবের জন্যই ধন্যবাদ ও কৃতজ্ঞতা। — তানভির আলাপ অবদান ১৮:০৬, ২৩ অক্টোবর ২০০৯ (UTC)
হু তাই তো দেখলাম। ধন্যবাদ--জয়ন্ত (আলাপ | অবদান) ১৮:২২, ২৩ অক্টোবর ২০০৯ (UTC)

চন্দননগরের জগদ্ধাত্রীর ছবি

আপনার কাছে আছে কি? বা কোনো ভাবে জোগাড় করতে পারেন। আমার কাছে কলকাতার জগদ্ধাত্রী পূজার গুচ্ছ গুচ্ছ ছবি আছে। চন্দননগরের একটাও নেই। অথচ চন্দননগরের ছবি ছাড়া পাতাটা কেমন ন্যাড়া ন্যাড়া লাগে! --অর্ণব দত্ত (talk) ১৭:৪২, ২৬ অক্টোবর ২০০৯ (UTC)

একই সমস্যা আমার কাছেও নেই। দেখি কোথাও কারুর কাছে আছে কিনা।--জয়ন্ত (আলাপ | অবদান) ০৫:২৪, ২৭ অক্টোবর ২০০৯ (UTC)
অসুবিধা নেই। দেখুন চেষ্টা করে পান কিনা। আশা করছি, কেউ না কেউ কমনস্‌-এ তুলে দেবে। --অর্ণব দত্ত (talk) ১০:৫০, ২৭ অক্টোবর ২০০৯ (UTC)

টেমপ্লেট সমস্যা

জয়ন্তদা, মনিকা বেলুচ্চি, অ্যাঞ্জেলিনা জোলি একটু দেখুন। দিন-মাস-সাল ঠিক আছে কিন্তু জন্ম তারিখের পর বয়সের আগে একটা এক্সট্রা ব্র্যাকেট চিহ্ন আসছে। তাছাড়া বয়সটা নিচে আসছে, আগে জায়গা থাকলে পাশেই আসতো। একটু দেখার অনুরোধ। এই সমস্যাটাই আপাতত পেলাম। — তানভির আলাপ অবদান ০৮:০২, ৩০ অক্টোবর ২০০৯ (UTC)

জয়ন্তদা, ভুলটা ঠিক হয়ে গেছে। তবে আরেকটা সমস্যা হলো, বলি। মাস ও দিনের নামের পর একটা স্পেস হবে না। সেই স্পেসটা আসছে না। ধরুন মনিকা বেলুচ্চির জন্মতারিখ দেওয়া ৩০ সেপ্টেম্বর, ১৯৬৪, এখন এই ১৯৬৪-এর আগে যে স্পেসটা হবে সেটা আসছে না। আসছে "৩০ সেপ্টেম্বর,১৯৬৪"; একটু দেখবেন। ভুলটা ছোট তবে সবগুলো জায়গায় হবে তো তাই ঠিক করা জরুরী মনে করছি। আপনাকে আবার বিরক্ত করলাম। কিছু মনে কইরেন না; ক্ষমা প্রার্থী। — তানভির আলাপ অবদান ১৬:১৫, ৩০ অক্টোবর ২০০৯ (UTC)

ধন্যবাদ

উইকিপিডিয়াতে চিত্র আপলোড করার জন্য আপনাকে ধন্যবাদ।আপনার আপলোড করা চিত্রগুলি (দ্রুত অপসারণ নীতিমালা মতে) দ্রুত অপসারণ করা হবে। কথাগুলো পড়ে বিশাল মজা পেয়েছি জয়ন্তদা, এখনো হাসতেছি। :D। যে চিত্রগুলো দ্রুত অপসারণ করবেন, সেগুলো আপলোডের জন্য ধন্যবাদ! মাইন্ড কইরেন না জয়ন্তদা, আমি মজা পেয়েছি সেটাই বললুম। অসুস্থ তো (জ্বর, মাথাব্যাথা, ঠাণ্ডা) তাই এই আনন্দটা খুব কাজে দেবে। কৃতজ্ঞতা। — তানভির আলাপ অবদান ০৬:৫২, ৩ নভেম্বর ২০০৯ (UTC)

হ্যাঁ তানভির, 'চিত্র আপলোড করার জন্য তাকে ধন্যবাদ জানানোটা আমাদের এক প্রকার শিষ্টাচারের মধ্য পড়ে। কিন্তু উপায় নেই, ওনার আপলোড করা চিত্রগুলি দ্রুত অপসারণ করতেই হবে। --জয়ন্ত (আলাপ | অবদান) ০৭:০১, ৩ নভেম্বর ২০০৯ (UTC)

ধন্যবাদ জয়ন্ত ভাই। আমি আসলে বুঝতে পারি নি। আশাকরি পরের বার জেনেশুনে কাজগুলো করবো।

ধন্যবাদ জয়ন্ত ভাই। আমি এতকিছু জানতাম না বলেই ভুলগুলো হয়েছে। আমি এই মাত্র ছবিগুলো ঠিক করে দিয়েছে। আশা করে এমন ভুল আর করবো না।

জানার আগ্রহ

জয়ন্ত দা, টেমপ্লেট:WPBannerMeta/hooks/.... ইত্যাদি এই সব যে টেমপ্লেটগুলো তৈরি করছেন, এগুলো কী জিনিস, কী কাজে লাগে একটু জানার আগ্রহ হচ্ছে। এছাড়া অ্যাকট্রেসের কতোগুলো নিবন্ধ লিখতে গিয়ে এগুলো সংক্রান্ত তথ্য পেয়েছি নিচের দিকে। এগুলো কী জিনিস, একটু জানাবেন? — তানভির আলাপ অবদান ১০:০৯, ৬ নভেম্বর ২০০৯ (UTC)

গ্যাজেট

জয়ন্ত দা Twinkle এবং Friendly গ্যাজেট দুটো কি বাংলা উইকিপিডিয়াতে কাজ করে? কি করলে তা কাজ করবে? যদি কাজ করার কোনো সম্ভবনা না থাকে তাহলে গ্যাজেট দুটো সরিয়ে দেওয়া উচিত মনে হয়।--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:৩১, ১৫ নভেম্বর ২০০৯ (UTC)

অবদানকারিদের শোষন এবং বঞ্চনা

 প্রিয় প্রভাত আশা রাখছি আপনি ভাল আছেন। কিছুদিন ধরেই আমার মনে হচ্ছে যে উইকিপিডিয়ায় অবদানকারিদের উপর এক ধরনের শোষন এবং বঞ্চনা হয়ে চলেছে। প্রশাসকরা বারবার লেখকদের (যারা অবদান রাখেন) বিভিন্ন স্বাধীন চিন্তাভাবনায় বাধা দিচ্ছেন। সবসময় যে তা উইকিপিডিয়ার মঙ্গলের জন্যই দিচ্ছেন তা নয়। অবদানকারিরা কার্যত ক্রীতদাসে পরিণত হয়েছে। তাই এই শোষন রোধ করতে আমি এবং আরো কয়েকজন উইকিপিডিয়ান ঠিক করেছেন যে বর্তমান বুর্জোয়া শাসকদের ক্ষমতাচ্যুত করে এবং উইকিপিডিয়ার প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষমতা জয় করে একটি সমাজতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে এই শোষনের অবসান ঘটানো। কারন উইকিপিডিয়ায় এখন যেটা চলছে সেটা হচ্ছে সামন্ততন্ত্র। তাই আমরা ঠিক করেছি সমাজতন্ত্রের লক্ষ্যে পৌছানর জন্য জনগণতান্ত্রিক বিপ্লব করে উইকিপিডিয়াকে মার্ক্সবাদী-লেনিনবাদী পন্থায় পরিচালিত করা। তাই আজ ১৮ নভেম্বর ২০০৯ খ্রীষ্টাব্দ, ৪ অগ্রহায়ণ ১৪১৬ বঙ্গাব্দে ঐতিহাসিক নভেম্বর (অক্টোবর) বিপ্লবের মাসে আমি উইকিপিডিয়ার কমিউনিস্ট পার্টি-র (Communist Party of Wikipedia) প্রতিষ্ঠা ঘোষনা করলাম। আশা করি আপনিও আমার সাথে একমত হয়ে পার্টির সদস্যপদ গ্রহণ করবেন। - বিপ্লব দীর্ঘজীবী হোক শ্রিল শ্রিযুক্ত বাবু প্রভাত কুমার বন্দোপাধ্যায় (talk) ০৬:২২, ১৮ নভেম্বর ২০০৯ (UTC)

অহেতুক আক্রমণ

শ্রী জয়ন্ত আপনি এবং শ্রীরাগিব অযথাই কমরেড প্রভাতকে আক্রমণ করছেন। আমাদের পার্টি তো প্রশাসকদের কোন ভাল সিদ্ধান্তের প্রতিবাদ করবে না। বরং কোন উইকিপডিয়ান কে কারণ ছাড়াই অথবা সামান্য কারণে নিষিদ্ধ ঘোষণা করা, কোন উইকিপিডিয়ান পদক পাওয়ার যোগ্য হলেও তাকে পদক না দেওয়া, কোন উইকিপিডিয়ানকে ব্যক্তিগত আক্রমণ করা অথবা অশ্রাব্য ভাষা প্রয়োগ করা, ইত্যাদি কাজের বিরোধিতা করবে। পার্টি কোন অনৈতিক কাজকে সমর্থন করবে না। যদি কোন কমরেড এধরনের কাজের সঙ্গে যুক্ত থাকে তাহলে তাকে পার্টি থেকে বহিষ্কার করা হবে। আমরা কোন ধ্বংসাত্মক কাজ করতে আসিনি বরং গঠনমূলক কাজ করাই আমাদের উদ্দেশ্য। অতীতে কমরেড প্রভাত কি করেছেন আমি জানিনা কিন্তু এখন তিনি কমিউনিস্ট পার্টির সদস্য এবং নেতা। সুতরাং চাইলেও এখন তিনি vandalise করতে পারবেন না। সেরকম হলে পার্টি তাকে বহিষ্কার করবে। নেতা বলে তিনি আলাদা কোন সুযোগ পাবেন না। আশা করি আপনি আমার কথা বুঝতে পেরেছেন। আমি আশা রাখব যে অনৈতিক কাজকর্ম এবং Vandalism রোধ করতে আপনিও আমাদের পার্টিতে যোগ দেবেন। কমরেড নীলাব্জ দাস (talk) ০৯:১৬, ১৮ নভেম্বর ২০০৯ (UTC)

সকপাপেট্রি

আপনার এ ধারণা হল কী করে যে আমার অ্যাকাউন্টটি কমরেড প্রভাতের সকপাপেট অ্যাকাউন্ট। শুনুন বলপ্রয়োগ করে বিপ্লবকে থামিয়ে দেওয়া যায় না। ভ্লাদিমির লেনিন, মাও সে তুং, চে গুয়েভারা, হো চি মিন, ফিদেল কাস্ত্রো, এঁদের বিপ্লব থেমে যায়নি। আমি আর কমরেড প্রভাত এক মতাদর্শে বিশ্বাসী। আপনাকেও আমরা সমমনোভাবাপন্ন ভেবে পার্টির সদস্য হতে অনুরোধ করেছিলাম। কিন্তু এখন দেখছি আপনিও দক্ষিণপন্থী, পুঁজিবাদী, বুর্জোয়া শোষকশ্রেণির সঙ্গে হাত মিলিয়ে কমরেড প্রভাতকে যথেচ্ছভাবে আক্রমণ করছেন। আমি পার্টির পক্ষ থেকে এর তীব্র নিন্দা করছি। আপনাকে জানিয়ে দিচ্ছি বামপন্থী মতাদর্শ অনুসারে আমরা উইকিপিডিয়ার লেখক-পাঠক ঐক্যের ভিত্তিতে জনগণতান্ত্রিক বিপ্লব করবই। কমরেড নীলাব্জ দাস (talk) ১৫:০৭, ১৮ নভেম্বর ২০০৯ (UTC)

আজাকি হালনাগাদ

  আপনার তৈরি অথবা সম্প্রসারিত বাবর নিবন্ধ থেকে আকর্ষণীয় তথ্য নিয়ে ২১ নভেম্বর, ২০০৯ তারিখে, আপনি জানেন কি? হালনাগাদকৃত হয়েছে। এই তারিখে তথ্যটি বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতার আজাকি অংশে যোগ হবে, যা পরবর্তী হালনাগাদের পূর্ব পর্যন্ত প্রদর্শিত হবে। আপনি সাম্প্রতিক তৈরি বা সম্প্রসারিত কোন নিবন্ধে আকর্ষণীয় আরও কোন তথ্য জেনে থাকলে আপনি জানেন কি? আলোচনা পাতায় প্রস্তাব রাখুন।

তানভির আলাপ অবদান ১৮:০৪, ২০ নভেম্বর ২০০৯ (UTC)

AWB

জয়দা, আমার মনে হয় AWB দিয়ে এডিটগুলো আপনি যদি বট তৈরি করে বট অ্যাকাউন্ট থেকে চালাতেন তাহলে তা মেইন সাম্প্রতিক পরিবর্তন পাতায় আসতো না। কারণ সেক্ষেত্রে অনুমোদিত বট হিসেবে আপনার বট ফ্ল্যাগ সেট করা থাকতে বলে আমার মনে হয়। ব্যাপারটা ভেবে দেখবেন আশা করি। আর আজাকিটা কাইন্ডলি একটু দেখে আপডেট করে দেওয়ার অনুরোধ। কাল ঈদ তো, বেলায়েত ভাই মনে হয় খুবই ব্যস্ত, যদিও আমিও অনেক ব্যস্ত। তাও এসেছি আজ আজাকি আর আজকের ছবির জন্যেই। — তানভির আলাপ অবদান ১৬:১৪, ২৭ নভেম্বর ২০০৯ (UTC)

অনেক ধন্যবাদ জয়ন্তদা  ....। — তানভির আলাপ অবদান ১৭:১৬, ২৭ নভেম্বর ২০০৯ (UTC)

বট ফ্ল্যাগ নিয়েছেন কি? মনে পড়ছে না আপনি আবেদন করেছিলেন কি না ... --রাগিব (আলাপ | অবদান) ০৩:১৫, ৬ জানুয়ারি ২০১০ (UTC)

সমস্যা

একটা সমস্যা দেখছি। আপনার কন্ট্রিবিউশন কিন্তু নতুন নামে সরেনি। আর আপনার ইউজার পেইজ/আলাপ পাতাও সরেনি। --রাগিব (আলাপ | অবদান) ১৮:১১, ২৯ নভেম্বর ২০০৯ (UTC)

হু ব্যাপারটা আমিও লক্ষ্য করছি। এখানে এখনো user:Joy রয়েছে। কিন্তু http://toolserver.org/~vvv/sulutil.php?user=jayantanth এখানে কিন্তু ঠিক দেখাচ্ছে। আবার http://toolserver.org/~soxred93/count/index.php?name=jayantanth&lang=bn&wiki=wikipedia এখানে ঠিক দেখাচ্ছে না। আবার নাম স্থানান্তর লগ থেকে দেখনে পাচ্ছি আপনি আমার সকল সম্পাদনাই সরিয়েছেন মানে আপনার তরফ থেকে ঠিকই আছে। এটা সার্ভার থেকে ফিড ব্যাক পেতে কোনো সমস্যা নাকি কোনো বাগ?--জয়ন্ত (আলাপ | অবদান) ১৮:২৪, ২৯ নভেম্বর ২০০৯ (UTC)
এখন ঠিক হয়ে গেছে। মানে কন্ট্রিবিউশন। সম্ভবত সার্ভার ক্যাশ আপডেট করতে সময় লেগেছে।
AWB কাজ করছে দেখছি। ভালো। তবে orphan ট্যাগটি AWB খুব অ্যাগ্রেসিভ ভাবে প্রয়োগ করতে চায়, তাই সেই অপশনটি বাদ দিয়ে চালাতে পারেন। আর কনফিগারেশন সেট করলে খালি বা লাল লিংকের আলাপ পাতাগুলোও ঠিকমত {{আলাপ পাতা}} ট্যাগ লাগাতে পারবেন। --রাগিব (আলাপ | অবদান) ০০:০৪, ৩০ নভেম্বর ২০০৯ (UTC)

ইংরেজি উইকিতে রবীন্দ্রনাথ

ইংরেজি উইকিপিডিয়াতে রবীন্দ্রনাথ ঠাকুর নিবন্ধটি নিয়ে সম্ভবত ভ্যান্ডালিজম চলছে। তথ্যছক ও অন্যান্য লিঙ্ক মুছে ফেলা হচ্ছে। আমি দু-একটি ঠিক করলাম। আপনারা যাঁরা ইংরেজি উইকিপিডিয়াতে নিয়মিত, ব্যাপারটি একটু দেখুন। --অর্ণব দত্ত (talk) ১৭:২৮, ৩০ নভেম্বর ২০০৯ (UTC)

TUSC token d24f17104638627f2dc629354a604a25

I am now proud owner of a TUSC account!

TUSC token 002e006e7c860b89fb91762f62c75ce3

I am now proud owner of a TUSC account!

TUSC

জয়ন্তদা, commons এর জন্য কি TUSC ভেরিফাই করতে পেরেছেন? আমি পারছি না। এ স্ক্রিপ্টে project এ কমন্স দিলেই wrong project বলছে। পেরেছেন কি না জানাবেন। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ০৯:৩৫, ১ ডিসেম্বর ২০০৯ (UTC)

কমন্সে সরিয়ে নেওয়া ছবি গুলো

জয়ন্তদা, বাংলা উইকিপিডিয়া থেকে ছবিগুলো কমন্সে সরিয়ে নেওয়ার সময় বেশ কিছু ছবিতে আপনি কোনো বিষয়শ্রেণী যোগ করেন নি। ফলে পরবর্তীতে কমন্সের বিশাল ভান্ডারে ছবিগুলো খুঁজে পাওয়া কষ্টকর হয়ে যাবে। তাই অনুরোধ বাংলাদেশ সম্পর্কিত যে কোনো ছবি আপনি commons:category:Bangladesh বিষয়শ্রেণীতে যোগ করে দিন। পরে আমরা অন্য সময় এর যথাযথ সঠিক বিষয়শ্রেণীতে সরিয়ে নিতে পারবো। অনুগ্রহ করে যে ছবিগুলো সরিয়ে ফেলেছেন তাতে যদি বিষয়শ্রেণীটি যোগ করে দেন তাহলে অনেক ভাল হবে।--বেলায়েত (আলাপ | অবদান) ১৭:১৮, ১ ডিসেম্বর ২০০৯ (UTC)

জয়ন্তদা ছবিগুলো কমন্স আপলোডার বট সরাচ্ছে, তাই না? যদি বট সরায় তাহলে বাংলা উইকিপিডিয়া থেকে বটের মাধ্যমে কমন্সে আপলোড হওয়া ছবিগুলো অলরেডি এই ক্যাটাগরিতে যোগ হয়েছে। তাই আমার মনে হয়। সেখান থেকে চেকিং-এর সময় আমরা সঠিক ক্যাটাগরি নির্দেশ করে দিতে পারবো। — তানভির আলাপ অবদান ১৭:২৭, ১ ডিসেম্বর ২০০৯ (UTC)

AWB

AWB দিয়ে স্বয়ংক্রিয় যেসব কাজ চালাবেন, তার জন্য একটা বট অ্যাকাউন্ট খুলে বট ফ্ল্যাগ নিয়ে নিতে পারেন, এতে করে সাম্প্রতিক পরিবর্তনে ওরকম housekeeping কাজগুলো দেখাবে না। --রাগিব (আলাপ | অবদান) ২১:৩৭, ১ ডিসেম্বর ২০০৯ (UTC)

হ্মমা

জয়ন্ত ভাইয়া, আমি স্বিকার কোরছি যে আমি মহা অন্যায় কোরেছী। কীন্তু আপনী আমাকে এবারের মতো হ্মমা কোরে দেন। আপনী আমায় হ্মমা কোরে দিলে আমি আপনার কাছে চিরকৃতঞ্জ থাকব। আপনি আমার মা-বাপ। আমি এই শপথ করলাম যে আর কখনো এ ভূল হবে না। দেখুন মানুশ মাএই তো ভুল করে আবার সুধরেও যায়। আপনী বিস্বাশ কোরুন আমিও একদম পাল্টে গেছি। আপনী যদি আর কখনো আমারে এরম কোরতে দেখেন তাহলে আপনের যা ইচ্ছা তাই কোরবেন। আপনী আমায় সুধু ব্লক কেন পুরাপুরি নিষিদ্ধ কোরে দেবেন। কীন্তু এবারটার মত হ্মমা কোরে দেন। আপনের দুইটী পায়ে পড়ী। উইকীপীডীয়ায় আপনের মত মানুশজনেরা আছে বোলেই না আজ উইকীপীডীয়া এই জায়গায় দাড়ীয়ে আছে। আপনী চাইলে সব পারেন। আমী এরপর থেকে আপনেদের বাধ্য হয়ে চলব। আপনেরা যা বোলবেন আমী তাই কোরব। কীন্তু এই অভাগাটার উপর আপনেদের দয়ার ভান্ডার থেকে একটু দয়া করেন। নাইলে আমী যে অপরাধবোধে ভূগছি তার যে শেষ হবে না। আচ্ছা বড় বড় চোর ডাকাতদেরও তো আদালত হ্মমা কোরে দেয়, আমী কী তাদের চেয়েও খারাপ। এখন আর কীচ্ছু ভাল লাগে না। আপনেদের মত মানুশজনদের থেকে দুরে সরে গিয়ে মনের কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। পারলে আমায় হ্মমা করবেন আর যদী মনে হয় তাহলে বাধাটা তুলে নেবেন। ইতি-অধমেরও অধম প্রভাত কুমার বন্দোপাধ্যায়।

ছবি সংক্রান্ত জিজ্ঞাসা

 

- একটু খোঁজ নিয়ে বলতে পারবেন এই ছবিটি কমনস-এ আছে কিনা? ইংরেজি উইকিপিডিয়ায় আছে। বৈষ্ণবধর্ম নিবন্ধের জন্য দরকারি। --অর্ণব দত্ত (talk) ০৭:৩২, ৭ ডিসেম্বর ২০০৯ (UTC)

ধন্যবাদ। --অর্ণব দত্ত (talk) ০৮:২২, ৭ ডিসেম্বর ২০০৯ (UTC)

জগদ্ধাত্রী পূজার ছবি

আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ। তবে ক্যাটেগরির নাম জগদ্ধাত্রী পূজা ইন চন্দননগর রাখলেই ভাল হত। --অর্ণব দত্ত (talk) ০৯:১২, ৭ ডিসেম্বর ২০০৯ (UTC)

ফজলুর খান ডাক টিকিট

চিত্র:Fazlur Khan Stamp Bangladesh.jpg ফাইলটি মুছে কারণ জানার আগ্রহ প্রকাশ করছি। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ১৮:৩৫, ৯ ডিসেম্বর ২০০৯ (UTC)

অ্যাঞ্জেলিনা জোলি

জয়ন্তদা, অ্যাঞ্জেলিনা জোলি নিবন্ধটি ভালো নিবন্ধের জন্য মনোনয়ন দিয়েছি। রিভিউয়ের আবেদন করে আপনার মতামত প্রার্থনা করছি। নিবন্ধটি সম্পূর্ণটাই ইংরেজি নিবন্ধটির অনুবাদ। অনুবাদগুলো ঠিক আছে কী না, দেখার অনুরোধ। আলাপ:অ্যাঞ্জেলিনা জোলিতে প্রয়োজনীয় তথ্য পেতে পারেন। আপনারা সবাই মিলে চেষ্টা করলে আমার মনে হয় নতুন বছরের প্রথম দিনে আমরা প্রধান পাতায় অ্যাঞ্জেলিনা জোলিকে নির্বাচিত নিবন্ধ হিসেবে (নতুন বছরে নতুন নির্বাচিত নিবন্ধ) দেখতে পাবো। — তানভির আলাপ অবদান ২০:৩০, ১৫ ডিসেম্বর ২০০৯ (UTC)

এডিট টুলস

কেমন আছেন জয়ন্তদা? একটা ব্যাপার চোখে লাগছে তাই জানাতে আসলাম। এডিট টুলসের নিচে {{Polytonic|}} • (polytonic list)-এর পলিটোনিক লিস্টটা লাল হয়ে আছে, অর্থাৎ পাতা নেই। দেখতে ভালো লাগছে না। এটি কী খুব বেশি ব্যবহৃত হয়? নইলে পলিটোনিক লিস্টের লিংকটি আমার মনে হয় দেওয়ার দরকার নেই। এভাবে লিংক থাকায়-ই মনে হয় দুইবার পাতাটিতে ভ্যান্ডালিজম হয়েছে। — তানভির আলাপ অবদান ০৭:১৬, ১৮ ডিসেম্বর ২০০৯ (UTC)

ভারতমাতা

ভারতমাতা ছবিটি কমনসে আপলোড করতে হবে। বন্দে মাতরম্‌ নিবন্ধের জন্য প্রয়োজন। --অর্ণব দত্ত (talk) ১৮:১৭, ১৮ ডিসেম্বর ২০০৯ (UTC)

আলাপ:কেউটে সাপ

জয়ন্তদা, আলাপ:কেউটে সাপ টা একটু দেখুন। ওখানে আপনার মত আশা করছি। — তানভির আলাপ অবদান ১৯:০৮, ১৮ ডিসেম্বর ২০০৯ (UTC)

জয়ন্তদা বোড়ার ইংরেজি নাম কী আপনার জানা আছে? — তানভির আলাপ অবদান ১৪:৫৪, ১৯ ডিসেম্বর ২০০৯ (UTC)

বাংলা উইকিপিডিয়ার বাংলা টাইপিং স্ক্রিপ্ট

প্রশাসকদের আলোচনা সভাতে বাংলা স্ক্রিপ্টটি ঠিক না করা গেলে বন্ধ করার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু স্ক্রিপ্ট ঠিকও করা হয়নি বন্ধও করা হয়নি। অনুগ্রহ করে স্ক্রিপ্টটি বন্ধ করার অনুরোধ করছি। অনেকেই এ স্ক্রিপ্টটি ব্যবহার করছে এবং কাজ করছে না বলে অভিযোগ করছে। যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিপ্টটি সরিয়ে ফেলুন। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ০৬:০৮, ২২ ডিসেম্বর ২০০৯ (UTC)

কুশলাদি

কেমন আছেন জয়ন্তদা? আশা করি ভালো। অনেক ব্যস্ত বুঝি? অনেকদিন পর আপনাকে উইকিতে দেখলাম। আপনার লম্বা অনুপস্থিতি লক্ষ্য করে ই-মেইল করেছিলাম। পেয়েছেন কী? — তানভির আলাপ অবদান ১৬:৫১, ৫ জানুয়ারি ২০১০ (UTC)

নিয়মিত হবেন, সেটাই আশা। বাংলা উইকিতে ইউজার এমনিতেই কম। তারওপর আপনি, রাগিবভাই, বেলায়েতভাই, অর্ণবদা'র মতো নিয়মিতরা ড্রপ দিলে কেমন যেনো এতিম এতিম লাগে। — তানভির আলাপ অবদান ০২:০৪, ৬ জানুয়ারি ২০১০ (UTC)

এক্সপ্রেশন এরর

জয়ন্তদা, এক্সপ্রেশন এরর এর এই সমস্যা আরেকটি স্থানে চিহ্নিত করেছি। টেমপ্লেট:ArticleHistory-এর মাধ্যমে নিবন্ধের আলাপ পাতায় মেইন পেজ তারিখ শো করতে গিয়ে এররটা হচ্ছে। যার কারণে নিবন্ধ ইতিহাসের প্রধান পাতায় কবে দেখা গিয়েছিলো, তা উল্লেখ করা যাচ্ছে না। অনুগ্রহপূর্বক একটু দেখবেন? — তানভির আলাপ অবদান ০৯:০৬, ৭ জানুয়ারি ২০১০ (UTC)

উইকিবই

জয়ন্তদা, আপনি উইকিবইয়ে "সাহায্য:কী ভাবে একটি নতুন উইকিব‌ই শুরু করবেন" কে "সহায়িকা:কী ভাবে একটি নতুন উইকিব‌ই শুরু করবেন"-এ সরিয়েছেন দেখলাম। এর ফলে এটি help নেমস্পেস থেকে পাতাটি main নেমস্পেসে চলে গেছে। কিন্তু আমার ভুল না হলে এটা তো help অর্থাৎ "সাহায্য" নেমস্পেসেই থাকার কথা তাই না? — তানভির আলাপ অবদান ১০:৪০, ১৩ জানুয়ারি ২০১০ (UTC)

ঠিক করে দিয়েছি। আসলে পাতাটিতে অনেক প্রকার ভ্যান্ডালিজম চলেছে। তাই আমারও রিকোভারের সময় একটা ভুলের কারনে হয়েছে। --জয়ন্ত (আলাপ | অবদান) ০৬:২০, ১৫ জানুয়ারি ২০১০ (UTC)

দোয়াবের ছবি

যমুনা নদী (ভারত) পাতায় একটি ছবি কমনসে তুলতে হবে। ইংরেজি নিবন্ধে ছবিটি পাবেন। --অর্ণব দত্ত (talk) ০৮:১৯, ২৫ জানুয়ারি ২০১০ (UTC)

ShaperSlideClapperBox.JPG ছবি সমস্যা

জয়ন্তদা, [১] নিবন্ধটিতে একটি ছবি ছিল ShaperSlideClapperBox.JPG নামে। এটি আমি নিয়েছিলাম ইংরেজি উইকির http://en.wikipedia.org/wiki/Shaper নিবন্ধ থেকে এবং এতে বাংলায় লেবেলিং করেছিলাম। আসল ছবির লিংক হল http://en.wikipedia.org/wiki/File:ShaperSlideClapperBox.jpg । আপনি ছবিটি মুছে দিয়েছেন। করানটা কি জানতে পারি? ছবিটি এখন এইখানে আছে http://bn.wikipedia.org/wiki/চিত্র:ShaperSlideClapperBox-bn.JPG

আশা করি বিষয়টি দেখবেন। ধন্যবাদ। ---- কাজী ফয়সাল (আলাপ | অবদান) ০৫:৩০, ৩১ জানুয়ারি ২০১০ (UTC)

Apni j Banglay likhechhen tate 'a' kar, 'e' kar, 'jaw' fola, juktakkhor ityadi kichhui thikthak vabe nei.. ei dhoron er Banglay pray kichhui bojha jay na.. Thik kore Bangla lekha hole badhito thakbo.. — 115.187.50.206 (আলাপঅবদান) ২০:৫১, ৩১ জানুয়ারি ২০১০ (UTC) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

এক্সপ্রেশন এরর

জয়ন্তদা আপনাকে উপরে যে একটা টেমপ্লেটে এক্সপ্রেশন এরর সম্মন্ধে বলেছিলাম, অনুগ্রহপূর্বক তা দেখেছেন কী? দুঃখিত আবার মনে করিয়ে দিলাম। — তানভির আলাপ অবদান ১৮:০৬, ১ ফেব্রুয়ারি ২০১০ (UTC)

না জয়ন্তদা, কোনো সমস্যা নেই। ধীরে-সুস্থে দেখুন। আপনাকে উইকিপিডিয়ায় পাচ্ছি এটাই বড় কথা। ভালো থাকবেন। :) — তানভির আলাপ অবদান ১৮:২১, ১ ফেব্রুয়ারি ২০১০ (UTC)

জয়ন্তদা, আরেকটা প্রবলেম চোখে পড়লো টেমপ্লেট:User Wikipedian For এখানে সংখ্যাগুলো ইংরেজিতে আসছে, এটা বাংলায় আসার কথা ছিলো। — তানভির আলাপ অবদান ০৮:৩৬, ২ ফেব্রুয়ারি ২০১০ (UTC)

নতুন নিবন্ধ সৃষ্টির লগ

জয়ন্তদা, "ব্যবহারকারীর অবদান" অংশের নিচের মিডিয়াউইকি:Sp-contributions-footer -এর "নিবন্ধ সৃষ্টি করেছেন" অংশে ক্লিক করলে এখন ইংরেজি উইকিতে তৈরি নিবন্ধ সংখ্যা আসে। বাংলার জন্য লিংকটা একটু চেঞ্জ করা প্রয়োজন। [http://toolserver.org/~soxred93/pages/index.php?name={{urlencode:{{{1|$1}}}}}&lang=bn&wiki=wikipedia&namespace=0&redirects=noredirects&getall=1 নিবন্ধ সৃষ্টি করেছেন] লিখে দেখতে পারেন। এটাতে বাংলারটা দেখায়। — তানভির আলাপ অবদান ১৪:১৫, ৭ ফেব্রুয়ারি ২০১০ (UTC)

প্রবেশদ্বার:রসায়ন

জয়ন্তদা, আপনার গঠন কাঠামো তৈরি করা শেষ হলে আমাকে যত তারাতারি পারেন একটু ইঙ্গিত (মানে আলাপ পাতায় মেসেজ) দিয়েন। তবে আমি যে এত সময় ও শ্রম ব্যয় করে রসায়ন প্রবেশদ্বারের কিছু উন্নয়ন করলাম, সেগুলো কই গেলো? ধন্যবাদ। --তানভির মোর্শেদ (talk) ১৭:০২, ৮ ফেব্রুয়ারি ২০১০ (UTC)

বটানিক্যাল গার্ডেনের ছবি

Acharya Jagadish Chandra Bose Botanical Garden নিবন্ধে কয়েকটি ছবি আছে। এর মধ্যে যেগুলি কমনসে আপলোড করা যায় সেগুলি কমনসে তুলে আচার্য জগদীশচন্দ্র বসু বটানিক্যাল গার্ডেন নিবন্ধভুক্ত করে দিলে উপকৃত হব। --অর্ণব দত্ত (talk) ১৩:১৩, ১০ ফেব্রুয়ারি ২০১০ (UTC)

FILE UPLOAD

PLEASE CHECK THE UPLOADED FILES. I WANT TO USE FILES FROM en:Khalid Ibn al-Walid,en:Malda District article.Mzsabusayeed (talk) ০৫:৩৬, ১৬ ফেব্রুয়ারি ২০১০ (UTC)

FILE UPLOAD

আমাকে আমার উপলোড করা ছবির কপিরাইট উৎস ব্যাপারে জানান। অমর একুশের শুভেচ্ছা রইল। আমি ইংরেজি নিবন্ধ থেকে ছবি ব্যবহার করতে চাই। রেফ চিহ্ন দেওয়া যাচ্ছেনা।Mzsabusayeed (talk) ০৫:৩৫, ১৬ ফেব্রুয়ারি ২০১০ (UTC)

একটি দুঃসংবাদ

বাংলা উইকিপিডিয়া ৬৭ থেকে পিছিয়ে ৬৮ নম্বরে এসেছে।

UPLOADED PICTURES

THE PICTURE WERE TAKEN FROM VARIOUS ARTICLES ON TINTIN BEFORE EDITING. AS FAR I KNOW NO ONE CAN DEMAND THE COPYRIGHTS AFTER ABRUPT EDITING. WELL, A GOOD NEWS_I HAVE MADE ACCOUNT IN WIKIMEDIA COMMONS. AND A BAD NEWS IS OUR BENGALI WIKI IS RETREATED TO 68 NO POSITION FROM PREVIOUS OF 67. BY THE WAY MANY MANY WISHES FOR LANGUAGE DAY.Mzsabusayeed (talk) ০৬:১২, ১৬ ফেব্রুয়ারি ২০১০ (UTC)

রক্ষণাবেক্ষণ কাজের জন্য উইকিপদক

  রক্ষণাবেক্ষণ কাজের জন্য উইকিপদক
বাংলা উইকিপিডিয়ার ছবির ফাইল সংক্রান্ত রক্ষণাবেক্ষণে জয়ন্তদার অসামান্য অবদানের ছোট্ট স্বীকৃতি সরূপ এই পদক দেওয়া হল। বেলায়েত (আলাপ | অবদান) ০৮:৩৯, ১৬ ফেব্রুয়ারি ২০১০ (UTC)
অভিনন্দন। --অর্ণব দত্ত (talk) ০৮:৪৭, ১৬ ফেব্রুয়ারি ২০১০ (UTC)
দারুণ জয়ন্তদা। — তানভির আলাপ অবদান ১২:১৮, ১৬ ফেব্রুয়ারি ২০১০ (UTC)

translation

For any translation problem please remember me.Mzsabusayeed (talk) ০৪:৪৩, ১৭ ফেব্রুয়ারি ২০১০ (UTC)

উক্তিসংগ্রহ

উক্তিসংগ্রহ বিষয়ক পাতা গুলি এখনই মুছে না ফেলার অনুরোধ করছি। পারলে বিষয়শ্রেণীঃউক্তিসংগ্রহকে আলাদা বিষয়শ্রেণী করার চেষ্টা করুন।Mzsabusayeed (talk) ১৫:৪২, ১৭ ফেব্রুয়ারি ২০১০ (UTC)

আমার কৈফিয়ত

  • আমি এই কাজ গুলি নিজের জন্য করছি না।
  • বাংলা উক্তিসংগ্রহ তৈরির প্রয়োজনীয়তার কথা যে কোন বাংলা প্রেমি মানুষ মেনে নেবেন।
  • আমি ছবিগুলি আমার মোবাইলে সম্পাদনার পর দিয়েছিলাম।যার কেউ দাবি করতে পারেনা। যেগুলি আপ্নি মুছে দিয়েছেন।
  • আমি আমার Computer বা Internet থেকে এসব করছিনা।আমি ঘন্টা প্রতি ভাড়া দিয়ে বাংলা ভাষার জন্য কিছু করার চেষ্টা করছি।
  • কাল উক্তি সংগ্রহের বাইরেও একটী redirection ও দুটী discussion delete করেছেন। যাতে আমি প্রচন্ড বিরক্ত।
  • বাংলাভাষা বিশ্বের অন্যতম বড় ভাষা। তার উইকিভান্ডার ও অন্যতম বড় থাকা উচিত।
  • আপনাকে আবার মনে করানো হচ্ছে যে মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ নয়।
  • উক্তি সংগ্রহের অভাবে আপনি হয়তো নিচের উক্তি জানেননাঃ

"দ্বার রুদ্ধ করে আমি ভ্রমটারে রুখি সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি।"

  • আপনি আমাকে block করলে লাভ আমারঈ হবে কারণ, বাংলা উইকির পেছনে পণ্ডশ্রম করতে হবে না।115.187.46.80 (talk) ০৪:১৯, ১৮ ফেব্রুয়ারি ২০১০ (UTC)

MA COMPUTER

প্রিয় জয়ন্তদা, MA COMPUTER ভুক্তিটি একটি বিজ্ঞাপন ছাড়া কিছুই নয়, এটা দ্রুত মুছে ফেলার অনুরোধ করছি। -- তানভির মোর্শেদ (talk) ১১:১৩, ১৯ ফেব্রুয়ারি ২০১০ (UTC)

আজাকি

জয়ন্তদা, বেলায়েত ভাই ঢাকার বাইরে। যদি আজাকি আপডেট করতে আসতে না পারেন, তবে আপনাকে একটু কষ্ট করে আপডেট করে দিতে হবে। আজ রাত বারোটায় আপডেট হবার ডেট। পরবর্তী হালনাগাদ অংশে ভুক্তি তৈরি-ই আছে। সাধারণত ছয়টা থাকলেও একটা কম আছে, প্রস্তাবনা পাতায় নতুন তিনটা ভুক্তি এসেছে (লেক সুপিরিয়র, ডেট্রয়েট, আর সেন্ট জেভিয়ার্সের)। ক্রমানুসারে লেক সুপিরিয়রের ভুক্তিটা ভেরিফাই করতে পারলে ওটা যোগ করে দিতে পারেন। যেহেতু আমার করা ও মনোনীত নিবন্ধ, তাই আমি ভেরিফাই করতে পারছি না। আপনি চাইলে বাকি দুটো ভুক্তি ভেরিফাই করা আছে, সেখান থেকেও একটা ঢুকিয়ে দিতে পারেন। যা হোক, আগাম ধন্যবাদ। — তানভির আলাপ অবদান ১৫:১৮, ১৯ ফেব্রুয়ারি ২০১০ (UTC)

আজাকি আপডেটের জন্য ধন্যবাদ জয়ন্তদা। আর দুটো কথা—
(১) উইকিপিডিয়া:প্রশাসকবৃন্দ পাতায় আপনার অ্যাকাউন্টের নাম এখনো জয় দেওয়া, ওটা চেঞ্জ না করলে উপাত্তগুলোতে গড়বড় হয়ে যাবে, কারণ ঐ অ্যাকাউন্টটা তো এখন প্রশাসক নয়, সে বট। :)
(২) আর আমার টেমপ্লেটের সমস্যাগুলো.... (দুঃখিত বারবার বিরক্ত করার জন্য)।

natural selection

আমি এখন natural selection পড়ছি আশা করছি আজকের মধ্যেই শেষ করতে পারবো.Mzsabusayeed (talk) ১৭:০৩, ১৯ ফেব্রুয়ারি ২০১০ (UTC)

ওয়াও!

জয়ন্তদা, টু ফাস্ট অ্যাকশন। জাস্ট ওয়াও! এরেই বলে অভিজ্ঞতার দাম। কি মনে করেছিলাম, আর দুম করে আপনি কি করলেন....। আমি উড়াধুড়া ইমপ্রেসড! — তানভির আলাপ অবদান ১৫:৫৮, ২২ ফেব্রুয়ারি ২০১০ (UTC)

পরীক্ষা করে দেখেছি। কাজ করছে জয়ন্তদা। — তানভির আলাপ অবদান ০১:২০, ২৩ ফেব্রুয়ারি ২০১০ (UTC)

জীবনী/ উক্তি

একটি চেষ্টা করলাম। ঠিক হলে জানাবেন। এখন অষ্টম সপ্তাহ চলছে। আমি কি তার পর থেকে কাজ শুরু করবো?

  • অন্য বিষয়ে কিছু পাতা থাকা সত্ত্বেও লাল দেখাচ্ছে।Mzsabusayeed (আলাপ) ০৪:৩৪, ২৩ ফেব্রুয়ারি ২০১০ (UTC)

thanx

আমি কি এখানে ধর্মগ্রন্থ থেকে উক্তি দিতে পারি.Mzsabusayeed (আলাপ) ১০:১০, ২৩ ফেব্রুয়ারি ২০১০ (UTC)

আমি প্রবেশদ্বার তৈরির কাজ আপাতত খেলাঘরে সীমাবদ্ধ রাখছি।Mzsabusayeed (আলাপ) ১৬:২৮, ২৪ ফেব্রুয়ারি ২০১০ (UTC)

দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র

দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র পাতার নির্বাচনী ফলাফল অংশে একটা সিনট্যাক্স এরর আছে। একটু দেখবেন অনুগ্রহ করে। --অর্ণব দত্ত (আলাপ) ১৬:৪৮, ২৩ ফেব্রুয়ারি ২০১০ (UTC)

অনেক ধন্যবাদ ছোট্ট সংশোধনীটির জন্য। --অর্ণব দত্ত (আলাপ) ১৭:৩৫, ২৩ ফেব্রুয়ারি ২০১০ (UTC)

colour change

Please change the colour of portal:Islam in baggy green

how to read bengali

how to read bengali here?

portal

দয়া করে আমার নতুন প্রবেশদ্বার মুছবেন না। এটি একটি জরুরী পদক্ষেপ । আরো নিম্ন মানের প্রবেশদ্বার আছে। ইতি অরুপ দত্ত।115.187.44.215 (আলাপ) ১০:০৯, ২৪ ফেব্রুয়ারি ২০১০ (UTC)

log in error

আমার আরুপিঙ্কাদত্ত(aroopincadutta) পাতা খুলছে না।115.187.44.215 (আলাপ) ১০:১২, ২৪ ফেব্রুয়ারি ২০১০ (UTC)

category communism

Category:Communism is needed.Mzsabusayeed (আলাপ) ১৬:৩৬, ২৪ ফেব্রুয়ারি ২০১০ (UTC)

মিডিয়াউইকি:Sharedupload-desc-here

জয়ন্তদা, এই ফাইলটির বর্ণনা সেখানের বর্ণনা পাতার বিস্তারিত নিন্মে দেখানো আছে।—এই বাক্যটি অসংলগ্ন। তার বদলে সেখানকার বর্ণনা পাতার বিস্তারিত নিম্নে বিধৃত হয়েছে। বা সেখানকার বর্ণনা পাতার বিস্তারিত নিম্নে দেখানো হলো। দেওয়া যায়। তাছাড়া এই পাতার নিম্নে (নিম্‌নে) বানান ভুল আছে। এখানে লেখা আছে "নিন্মে" (নিন্‌মে)। সংশোধনের অনুরোধ। — তানভির আলাপ অবদান ০৬:২৬, ২৬ ফেব্রুয়ারি ২০১০ (UTC)

"Jayantanth/সংকলন ০৪"-এর ব্যবহারকারী পাতায় ফিরুন।