বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

আপনাকেও ধন্যবাদ। সম্পাদনা

আমি সম্পূর্ণ সংবিধান যোগ করার পূর্বেই এটির সমস্ত অনুচ্ছেদ এর শিরোনাম এবং প্রস্তাবনা ও প্রথম ভাগ ও দ্বিতীয় ভাগের অংশবিশেষ wiki তে যুক্ত ছিল। আমি সেই অসমাপ্ত নিবন্ধ সমাপ্ত করছি মাত্র। আমি এই নিবন্ধকে প্রায় সকল তথ্য দ্বারা সমৃদ্ধ করার চেষ্টা করে যাচ্ছি। Maash98 (আলাপ) ১৭:১৮, ৩০ নভেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া:উইকিপিডিয়া ১৫/অনলাইন সম্পাদনা

সুপ্রিয় Jamirul Haque,
উইকিপিডিয়া ১৫ অনলাইন নিবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি জেনে আনন্দিত হবেন যে আপনার জমা দেয়া এক/একাধিক নিবন্ধ প্রতিযোগিতায় গৃহীত হয়েছে। আয়োজক কমিটি প্রতিযোগিতা শেষ হওয়ার পর অংশগ্রহণকারীদের গৃহীত হওয়া নিবন্ধগুলোর সংখ্যা অনুসারে পুরস্কার ডাকযোগে প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে, সে লক্ষ্যে আমরা আপনাকে এই ফর্মটি পূরণ করতে অনুরোধ করছি। প্রতিযোগিতা শেষ হওয়ার পর ফর্মে সরবরাহ করা আপনার ইমেইল ঠিকানা অনুসারে আপনার সাথে যোগাযোগ করা হবে। ধন্যবাদ।

উইকিপিডিয়া ১৫ আয়োজক কমিটির পক্ষে,
নাহিদ সুলতান (আলাপ)
সোমবার ১৯:৫০, ২১ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

পদক প্রাপ্তি সম্পাদনা

  সম্পাদকের পদক
বাংলা উইকিপিডিয়ায় আপনার নিরলস অবদানের জন্য আপনাকে এই পদক দেয়া হলো। Ibrahim Husain Meraj (আলাপ) ১৬:০২, ১২ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

সম্পাদনা প্রসঙ্গে সম্পাদনা

প্রিয় জামিরুল হক, আপনি গত ২০১৫ সাল থেকে আজ পর্যন্ত মোট সম্পাদনা করেছেন ৬০টি। অথচ আমার আলাপ পাতায় ৩টি বাক্য যুক্ত করেছেন। সেটি না করে যে কোনো নিবন্ধে তিনটি বাক্য যুক্ত করা বাংলা উইকিপিডিয়ার জন্য ভালো ছিলো বলেই মনে করি। আপনার বাংলা উইকিপিডিয়া সম্পাদনা সুভ হোক।--সাদি (আলাপ) ০৮:০৫, ২৪ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

বিষয়শ্রেণী:খুলনার কৃতি সন্তান নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা সম্পাদনা

 

বিষয়শ্রেণী:খুলনার কৃতি সন্তান নিবন্ধটি উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য একটি ট্যাগ লাগানো হয়েছে। নিম্নলিখিত কারণে এটি করা হয়েছে:

রাজনীতিতে ব্যবহৃত নিরপেক্ষ হীন শব্দ

দ্রুত অপসারণ নীতি অনুসারে, যেসকল নিবন্ধ উইকিপিডিয়ার সাধারণ নীতিমালা অনুসরণ করেনি সেগুলো যেকোন মুহুর্তে অপসারণ করা হতে পারে।

আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখা লেবেলের উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যাস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। Jamirul Haque (আলাপ) ১১:০৮, ২০ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

টিএমএসএস প্রসঙ্গে সম্পাদনা

প্রিয় Jamirul Haque, ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ এর সংক্ষিপ্ত রূপ টিএমএসএস (TMSS) ইংরেজিতে, এবং এর লোগো ইংরেজিতে হওয়ায় ইংরেজিতে সংস্থার পূর্ণ নাম দেয়ার প্রয়োজনীয়তা বোধ করছি। কাজেই ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ নিবন্ধে আপনার সম্পাদিত সংস্করণটি পরিবর্তন করলাম। ধন্যবাদ। - (সালমান চৌধুরী (আলাপ) ১১:২৫, ২৭ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি))উত্তর দিন

উইকিমিডিয়ার ভবিষ্যৎ নির্ধারণী প্রক্রিয়ায় আপনার মন্তব্য প্রয়োজন :) সম্পাদনা

সুপ্রিয় Jamirul Haque,
আগামী ১৫ বছরে আমাদের লক্ষ্য কী হওয়া উচিত, আমরা নিজেদের কোথায় দেখতে চাই এবং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কী হতে পারে - এই প্রশ্নগুলোর উত্তর নির্ণয় করতে উইকিপিডিয়া/উইকিমিডিয়ার সাথে জড়িত সবার (পাঠক, সম্পাদক, স্বেচ্ছাসেবক ও অন্যান্য অবদানকারী) সার্বিক মতামত প্রয়োজন। দয়া করে কৌশল নির্ধারণী আলোচনায় আপনার মত প্রকাশ করুন। উইকিপিডিয়া বা উইকিমিডিয়ার বাংলা প্রকল্পগুলোর ব্যাপারে আপনার যেকোন মতামতকে আমরা স্বাগত জানাই। ধন্যবাদ।

কৌশল নির্ধারণী আলোচনার সমন্বয়কদের পক্ষে,
নাহিদ (আলাপ), তানভির (আলাপ) ও জয়ন্ত (আলাপ)
বুধবার ১৮:১২, ২২ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন