লক্ষ্য করুন, এটি আমার মূল আলাপ পাতা নয়, বরং আমার পুরোনো আলাপের একটি সংগ্রহশালা। সকল প্রকার আলোচনা শুরু করতে অনুগ্রহপূর্বক আমার বর্তমান আলাপ পাতা ব্যবহার করুন। ধন্যবাদ।


বর্তমান আলাপ পাতাসংকলন ০১সংকলন ০২সংকলন ০৩সংকলন ০৪সংকলন ০৫সংকলন ০৬

বানান সম্পর্কিত সম্পাদনা

আমি একটি প্রবন্ধ জমা দেয়ার পর গৃহীত হয় যদিও বানান ভুল আছে বলা হয়। এখন বানান সংশোধনের পর কি পুনরায় পর্যালোচনার জন্য জমা দিতে হবে। ধন্যবাদ। সোয়াইব আলাপ ০৪:১০, ৫,০১,২০১৭ (ইউটিসি)

না ভাইয়া। আপনি কষ্ট করে বানান ঠিক করলেই হবে। অনেক ধন্যবাদ। Ibrahim Husain Meraj (আলাপ) ১৩:৪৯, ৫ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

শুভ নববর্ষ, Ibrahim Husain Meraj! সম্পাদনা

-- Iqsrb722 (আলাপ) ০৪:০৬, ১ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

@Iqsrb722: ধন্যবাদ ইকবাল ভাই। Ibrahim Husain Meraj (আলাপ) ০৪:২৩, ১ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ফিরতি বার্তা সম্পাদনা

 
সুপ্রিয়, Ibrahim Husain Meraj। Iqsrb722-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
০৮:৪৮, ২ জানুয়ারি ২০১৭ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।উত্তর দিন

--Iqsrb722 (আলাপ) ০৮:৫১, ২ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

উইকিপদক সম্পাদনা

  সম্পাদকের পদক
বাংলা উইকিপিডিয়ায় প্রতিনিয়ত সময়ক্ষেপনের মাধ্যমে বাংলা জ্ঞানভান্ডারের সমৃদ্ধিতে আপনার আন্তরিক প্রচেষ্টার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই সামান্য পদক উপহার দিলুম। জ্ঞানভান্ডারের সম্প্রসারণে আপনার উদ্যোগ অব্যাহত থাকুক :)  – তানভির মোর্শেদ (আলাপ) ০৪:৪৫, ৪ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আবারো ধন্যবাদ। সম্পাদনা

প্রিয় মিরাজ ভাই। ধন্যবাদ তো দিতেই হবে। :) আসলে আমি মোবাইল থেকে মূলত সম্পাদনা ও প্রবন্ধ লিখে থাকি। কম্পিউটারে চেষ্টা করছি তবে সড়গড় হয়ে উঠতে পারছিনা। হয়ত আরো কিছু ভুলের পর পারবো। বাকিটুকু আপনার কাছে আবদার রইলো। :) ভাল থাকবেন। আর আমার পেজ গুলি দেখে সপ্রান সমালোচনারর আবেদন রাখলাম পূনর্বার। Pinaki1983 (আলাপ) ০৮:৩৪, ৪ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ফ্রান্সে সমকামীদের অধিকার পাতা সম্পাদনা

@মেরাজ ভাই, আমি ফ্রান্সে সমকামীদের অধিকার নামক একটি পাতা তৈরী করেছি, এখন আপনি একটু দেখুন পাতাটি কেমন হয়েছে। Bishal Khan (আলাপ) ১২:৫৭, ১৮ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

লোগো যোগ করা সম্পাদনা

দাদা উইগিনস এয়ারওয়েজ নিবন্ধে লোগোটা যোগ করতে পারছিনা। একটু দেখবেন? আবীর আলাপ ০৫:৪৪, ২২ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

  করা হয়েছেIbrahim Husain Meraj (আলাপ) ১৩:১৬, ২২ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

জমাদান সম্পাদনা

নিবন্ধ জমাদান না করলে তালিকাতে যুক্ত করবেন না দয়া করে।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:৩৫, ৩১ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

প্রশাকত্বের আবেদনের পাতায় তিনটি নতুন প্রশ্ন করা হয়েছে সম্পাদনা

মেরাজ ভাই, আমি আপনার প্রশাকত্বের আবেদনের পাতায় আপনার উদ্দেশ্যে তিনটি প্রশ্ন করেছি যার উত্তর প্রদান করলে খুশি হবো। আগাম ধন্যবাদ। — তানভির১২:৪৭, ২ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

টেম্পলেট যুক্ত করা সম্পাদনা

মিরাজ ভাইয়া, সালাম নিবেন। https://en.wikipedia.org/wiki/File_sharing এই ইংরেজি নিবন্ধনের {{fsb}} টেম্পলেটটি বাংলা উইকিপিডিয়াতে নেই। একটু করে দেয়া যাবে কি? ধন্যবাদ। পারভেজ আহমেদ User talk:Parvezahmed ১২:৪৫, ৩ ফেব্রুয়ারি ২০১৭

  করা হয়েছে Ibrahim Husain Meraj (আলাপ) ০৪:৪৩, ৪ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া:নিবন্ধ প্রতিযোগিতা ২০১৭ সম্পাদনা

শুভেচ্ছা নিবেন। আমি তাতারস্তান পাতাটি অনুবাদ শেষ করেছি।দয়া করে দেখে জানাবেন অনুবাদ সম্পূর্ণ হয়েছে কিনা বা আরও অনুবাদ করতে হবে কিনা?,যদি করতে হয় তাহলে কোথায় করতে হবে? বি.দ্র.- টেবিল গুলো অনুবাদ করতে পারছি না। টেবিল গুলতে ক্লিক করলে ডেস্কটপ কম্পিউটারের মনিটরের পুরোটা জুড়ে আসছে না এবং ব্রাওসার হাং হয়ে যাচ্ছে। ধন্যবাদ

আচ্ছা ভাইয়া। আমি দেখে আপনাকে জানাচ্ছি। আর বার্তার শেষে চারটি টিন্ডা (~~~~~) দিলেই স্বয়ংক্রিয়ভাবে সাক্ষর যোগ হবে। অনেক ধন্যবাদ। Ibrahim Husain Meraj (আলাপ) ১৩:৪৯, ৫ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

স্বাগতম, নতুন প্রশাসক! সম্পাদনা

‍‍‍‍— তানভির১৫:৫১, ৫ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

অনেক ধন্যবাদ। Ibrahim Husain Meraj (আলাপ) ১৫:৫৫, ৫ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

সফল নতুন প্রশাসক সম্পাদনা

 
অভিনন্দন... এই প্রশাসক 'টি-শার্টটি আপনার জন্য। CAPTAIN RAJU (✉) ১৫:৫৯, ৫ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

সমাধান সম্পাদনা

ওসেজ ভাষার নিবন্ধে শুরুর ছবিটি (লোগো) যোগ করতে পারছি না। ছবিটি যোগ করে দিন। --Ashiqur Rahman Alif (আলাপ) ২০:০২, ৫ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ প্রতিযোগিতা ২০১৭-এ তৈরিকৃত নিবন্ধ সম্পাদনা

শুভেচ্ছা নিবেন আপনার মতামত অনুসারে আমি বাকী অংশগুলো অনুবাদ শেষ করেছি।কিন্তু বাদ পরে যাওয়া তথ্যসূত্রগুলো নিবন্ধে যোগ করতে পারছি।আশাকরি এই অক্ষমতাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ Dreamkites (আলাপ) ১০:২৭, ৬ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ প্রতিযোগিতা ও পর্যালোচনা প্রসঙ্গে সম্পাদনা

সুধী, সাইবার অপরাধ নিবন্ধটির অনুবাদ পূনঃ যাচাই করার জন্য আহ্বান করছি। উল্লেখ্য, এটি আপনার পূর্ববর্তী পর্যালোচনার আলোকে সংশোধিত হয়েছে। ধন্যবাদ! --শাহনেওয়াজ শুভ (আলাপ) ২১:১৬, ১১ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

প্রায় কুড়ি দিন হয়ে গেল নিবন্ধটি ঝুলে রয়েছে। আপনার সময় না হলে অন্য কাউকে রেফার করলে ভাল হতো না? আসলে দীর্ঘসূত্রিতার কারণে আমারও অনুবাদের ফ্লো আর ইন্সপিরেশন নষ্ট হচ্ছে। আপনার ব্যস্ততা কমুক, চাপ কমুক, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ! --শাহনেওয়াজ শুভ (আলাপ) ১৫:৩৫, ২৩ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
প্রিয় শুভ, প্রথমেই আমি দুঃখিত পর্যালোচনায় সময় না দিতে পেরে। ভাইয়া, এটা স্বেচ্ছাসেবামূলক কাজ, এখানে সবাই নিজের সময় মতই করে কাজ করে। আশা করি আমার কথা আপনাকে বোঝাতে পেরেছি। এটা খুবই দুঃখজনক যে, পর্যালোচিত না হবার কারণে আপনার অনুবাদের ফ্লো আর ইন্সপিরেশন নষ্ট হচ্ছে। Ibrahim Husain Meraj (আলাপ) ০৫:৩২, ২৪ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

সম্পাদনা

I'm completely new man. Give me sometime, I've already started the job. I'm facing troubles USO wiki markup to format Page. To make things worse I'm away from my PC and doing all this on my phone. Hope you understand.

Thanks Tosikul Alam (আলাপ) ০৬:৫৬, ১৫ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

নাম পরিবর্তন প্রসঙ্গে সম্পাদনা

মিরাজ ভাইয়া আবারও বিরক্ত করার জন্য দুঃখিত। আমি সোনি মোবাইল কমিউনিকেশন্‌স কে সনি মোবাইল কমিউনিকেশন্‌স-এ স্থানান্তর করতে চাচ্ছিলাম। কিন্তু এক ধরণের ত্রুটি দেখা দিচ্ছে। আপনি যদি একটু করে দিতেন। ধন্যবাদ পারভেজ আজমেদ (আলাপ) ১৬:৫৭, ১৭ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

  করা হয়েছে Ibrahim Husain Meraj (আলাপ) ০১:২৭, ১৮ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

অধিকারের আবেদন প্রসঙ্গে সম্পাদনা

প্রিয় মেরাজ ভাইয়া বিরক্ত করার জন্য দুঃখিত। আমি স্বয়ংক্রিয় পরীক্ষণ অধিকারটির আবেদন জানাচ্ছি। এতে করে আমার নতুন পাতা ও সম্পাদনাসমূহ পরীক্ষা বা প্যাট্রোল করার কাজের চাপ কমবে। এই অধিকারটি পেলে আরো ভালো ভাবে উইকিতে অবদান রাখতে পারব। আমি বাংলা উইকিপিডিয়ায় ১০০+ নিবন্ধ তৈরি করেছি। আশা করি আমার এতদিনের সম্পাদনায় বুঝতে পেরেছেন আমি ধ্ধংসপ্রবনতা করি নাহ এবং প্রায়শই নতুন বিষয়বস্তু যোগ করি। আশা করি আমার সম্পাদনা বিবেচনা করে এই অধিকারের ব্যাপারে হ্যা সূচক মন্তব্য জানাবেন

ধন্যবাদ!! শাহিদুল হাসান রোমান (আলাপ) ২৬:১৭, ১৯ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

প্রথমেই দেরি জবাব দেয়ার জন্য দুঃখিত। আসলে TTT 2017-এ এসে নেট বা সময় কোনটাই পাচ্ছিলাম না। আমি একটি বিষয়ই জানতে চাচ্ছিলাম যে, এই অধিকারটি পেলে আপনার সম্পাদনায় (উৎসাহ বাদে) কিভাবে কাজে লাগতে পারে? Ibrahim Husain Meraj (আলাপ) ১২:২৯, ২১ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
আমি এই অধিকারের মাধ্যমে উইকিপিডিয়ায় ধ্বংসপ্রবণতা রোধ করব।আর উইপিডিয়ায় নিবন্ধে ভুল সংশোধন করব আর এটি আমাকে নতুন পাতা ও সম্পাদনাসমূহ পরীক্ষা বা প্যাট্রোল করার কাজের চাপ কমাবে। ব্যবহারকারী:Shahidul Hasan Roman (আলাপ) ১৩:১৫, ২১ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)

উইকিপিডিয়ায় স্বাগতম (জবাব) সম্পাদনা

আপনাকে ধন্যবাদ, আমার উদ্দেশ্য ছিল ঐ নিবন্ধটির অনুবাদ করা, যেহেতু নিবন্ধটির আরবি অনুবাদও করা হয়েছে। কিন্তু বাংলা উইকিপিডিয়ার ঐ নিয়মটি আমার জানা ছিলনা। অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখিত। Tafsirul Alam (আলাপ) ০৫:৪৫, ২৪ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

প্রিয় তফসিরুল আলাম ভাই, এখানে দুঃখিত হবার কিছু নেই। আপনার উইকি যাত্রা শুভ হোক, কোনো বিষয়ে আমাকে জানাতে পারেন নিঃসংকোচে। Ibrahim Husain Meraj (আলাপ) ০৬:১৪, ২৪ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

অটোউইকিব্রাউজার সম্পাদনা

শুভেচ্ছা নিবেন Ibrahim Husain Meraj, আপনাকে অটোউইকিব্রাউজার দিয়ে বেশ কয়েকটি সম্পাদনা করতে দেখলাম। দয়া করে বাংলা উইকিতে অটোউইকিব্রাউজার ছোটখাট সম্পাদনা করবেন না। এগুলিতে সাম্প্রতিক পরিবর্তন টহল দিতে সমস্যা তৈরি করে। এই ছোটখাট সম্পাদনাগুলি বটের উপর ছেড়ে দিন। কোন একজন বট পরিচালনাকারীকে একটি বার্তা দিয়ে জানালে তিনি তা অবশ্যই করে দিবেন। আর যে সরঞ্জাম দিয়েই সম্পাদনা করেন না কেন সম্পাদনা সারাংশ অবশ্যই বাংলাতে দিবেন। AWB ডিফল্টরূপে ইংরেজি সারাংশ প্রদান করে। তবে সেখানে লিখে বাংলা সারাংশ প্রদান করা যায় [না জানলে আমার সাথে যোগাযোগ করলে আমি দেখিয়ে দিব]। আপনার উচিত (অবশ্যই) সেখানে বাংলা সারাংশ প্রদান করা। সব বাংলা দেয়া গেলেও using AWB বাংলা করা যাবে না, এটি বাংলা করতে আমি ইতিমধ্যেই একটি অনুবাদ জমা দিয়েছি। এটি ছাড়া বাকি সব বাংলাতে দিতে কখনোই ভুলবেন না। ধন্যবাদ। --আফতাব (আলাপ) ১৪:৩৪, ২৫ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

নবদ্বীপ প্রসঙ্গে সম্পাদনা

নবদ্বীপ উইকিতে আমার সম্পাদনার কারণ-

  • নবদ্বীপে আর. সি. বি. সরস্বতী মন্দির বলে কোনো বিদ্যালয় নেই। দয়া করে এটা দেখুন:http://www.icbse.com/schools/r-c-b-saraswat-mandir/19101800107
  • অসামঞ্জস্য লেখা থাকলে উৎসবের কিছু অংশ সার্বজনীন ভাবে দৃশ্যমান হচ্ছে না। ফলে কোনো ব্যক্তি নবদ্বীপ উইকিপিডিয়া থেকে তথ্য আরোহন করতে চাইলে তিনি উৎসব অংশের সিংহ ভাগেরই প্রাপক হবেন না।

অনুরোধ সম্পাদনা

  • যদি আমার বক্তব্য ভুল না হয়, তাহলে দয়া করে বিষয় গুলো ঠিক করুন।
  • আরেকটি অনুরোধ, নবদ্বীপ উইকিপিডিয়াকে stable version থেকে মুক্ত করুন

উইকিমিডিয়ার ভবিষ্যৎ নির্ধারণী প্রক্রিয়ায় আপনার মন্তব্য প্রয়োজন :) সম্পাদনা

সুপ্রিয় Ibrahim Husain Meraj,
আগামী ১৫ বছরে আমাদের লক্ষ্য কী হওয়া উচিত, আমরা নিজেদের কোথায় দেখতে চাই এবং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কী হতে পারে - এই প্রশ্নগুলোর উত্তর নির্ণয় করতে উইকিপিডিয়া/উইকিমিডিয়ার সাথে জড়িত সবার (পাঠক, সম্পাদক, স্বেচ্ছাসেবক ও অন্যান্য অবদানকারী) সার্বিক মতামত প্রয়োজন। দয়া করে কৌশল নির্ধারণী আলোচনায় আপনার মত প্রকাশ করুন। উইকিপিডিয়া বা উইকিমিডিয়ার বাংলা প্রকল্পগুলোর ব্যাপারে আপনার যেকোন মতামতকে আমরা স্বাগত জানাই। ধন্যবাদ।

কৌশল নির্ধারণী আলোচনার সমন্বয়কদের পক্ষে,
নাহিদ (আলাপ), তানভির (আলাপ) ও জয়ন্ত (আলাপ)
বুধবার ১৮:১২, ২২ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

টেমপ্লেট তৈরির আবেদন সম্পাদনা

বাংলা উইকিতে আমার আগমন সবেমাত্র ২৯ দিন। তাই আমি এখনও উইকিতে বেশী কিছু জানি না বা উইকি সম্পর্কে আমার বেশী জ্ঞান নেই। দেখলাম যে বাংলা উইকির বেশ কিছু নিবন্ধ উইকিফাইয়ের জন্য রাখা হয়েছে। দয়াকরে জানাবেন যে উইকিফাই কী? এছাড়াও উইকিফাইয়ের জন্য রাখা Black hole নিবন্ধের টেমপ্লেট:Black hole এবং টেমপ্লেট:String theory topics বাংলা উইকিতে নেই। তৈরি করার অনুরোধ করছি। Tahmid02016 (আলাপ) ০৬:৫৯, ২৬ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

শুভেচ্ছা সম্পাদনা

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন। ভালো থাকবেন। --টিটো দত্ত (কথা কও, কথা কও, অনাদি অতীত. . .) ০৯:২১, ২৬ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

টিটো দা, আপনাকে অনেক ধন্যবাদ। আর বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা। -Ibrahim Husain Meraj (আলাপ) ১৬:০৭, ৯ এপ্রিল ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ প্রতিযোগীতা সম্পাদনা

মিরাজ ভাইয়া শুভেচ্ছা নিয়েন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত নিবন্ধ লেখার প্রতিযোগিতার সময় তো প্রায় শেষ। আপনার অবসর হলে আমার সোশ্যাল ইঞ্জিনিয়ারিং (নিরাপত্তা) নিবন্ধটি একটু পর্যালোচনা করে দিয়েন। ধন্যবাদ, আশা করি ভালো থাকবেন। পারভেজ আহমেদ (আলাপ) ১২:৩৫, ২৯ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

বগুলা সম্পাদনা

নমস্কার, Ibrahim Husain Meraj

আপনি বগুলা নিবন্ধটি অপসারিত করেছেন কারন আপনার ধারনা এটি গুরুত্ব পূর্ন গ্রাম নয়।আগে বলি বগুলা গ্রাম নয় ২০১১ সালের জন গননায় এটি পশ্চিমবঙ্গের একটি সেন্সার টাউন বা শহর।এটি নদীয়া জেলার একটি গুরুত্ব পূর্ণ বাজার অঞ্চল।এখানে কলেজ , ও বিদ্যালয় রয়েছে।এখানে রেল স্টেশন যোগাযোগের কন্দ্র।ফলে এটি কোনো অগুরুত্ব পূর্ণ গ্রাম নয়।এটি একটি সেন্সার টাউন।এর আগে ও পশ্চিমবঙ্গের দুটি গুরুত্ব পূর্ণ স্থান হাসনাবাদ ও ফলতা সমন্ধে নিবন্ধ লিখে ছিলাম ।কিন্তু তা অপসারন করা হয়েছে।আপনি একটু খোজ নিয়ে দেখুন বগুলা, বা ফলতা, হাসনাবাদ কোনোটিই অগুরুত্ব পূর্ন নয় পশ্চিমবঙ্গে।ইংরাজি ইউকি তেও বগুলা নিন্ধ রয়েছে।https://en.m.wikipedia.org/wiki/Bagula দেখতে পারেন।

সেন্টার টাউন হিসাবে বগুলার প্রমান দেখতে পারেন http://www.census2011.co.in/data/town/321911-bagula-west-bengal.html ব্যবহারকারী :খাঁ শুভেন্দু আলাপ

বগুলা নিবন্ধটি ফিরিয়ে আনা হয়েছে, যেহেতু এটি একটি সেন্সার টাউন । এখানে উল্লেখ্য যে, নিবন্ধে একে গ্রাম বলা হয়েছে, আর বাংলা উইকিপিডিয়ার সম্প্রদায়ের মতানুসারে, কিছু সাংস্কৃতিক বা প্রত্নতাত্ত্বিক কারণে উল্লেখযোগ্য গ্রাম ছাড়া সকল গ্রামের নিবন্ধ মুছে ফেলা হবে। ধন্যবাদ। -Ibrahim Husain Meraj (আলাপ) ১৬:০৪, ৯ এপ্রিল ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

বগুলা নিবন্ধটি বাংলা ইউকিপিডিয়ায় ফিরিয়ে আনার জন্য ধন্যবাদ।প্রথমে নিবন্ধটি অপসারন করার জন্য খারপ লাগছিলো।কিছু মনে করবেন না।ভালো থাকবেন।ব্যবহারকারী :খাঁ শুভেন্দু আলাপ

ভাই ঊইকিপিডিয়া থেকে ভুল সম্পাদন ডিলেট করে কিভাবে?

Want to know reason of Wikipedia page removal সম্পাদনা

Hello Ibrahim, My following page has been removed without any prior notice. May I know what is the reason?

https://bn.wikipedia.org/s/9tfg

--Manasnandi.kolkata (আলাপ) ১২:৩৭, ৯ এপ্রিল ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

প্রিয় ব্যবহারকারী, এই নিবন্ধটি দ্রুত অপসারণ নীতিমালায় পড়ে। এসব ক্ষেত্রে যে কোনো নিবন্ধ অপসারণ করা যায়। ধন্যবাদ। Ibrahim Husain Meraj (আলাপ) ১৫:১০, ৯ এপ্রিল ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ প্রতিযোগিতায় অনুবাদকৃত নিবন্ধ পর্যালোচনার অনুরোধ সম্পাদনা

জনাব, দয়া করে আমার বেতার বর্ণালী, টেম্পল চার্চ এবং ২০১৭ ইস্তাম্বুল নৈশক্লাব আক্রমণ নিবন্ধগুলি পর্যালোচনা করে "গৃহীত" করলে খুশি হব। -- মৈত্রী (আলাপ) ০৮:৩৬, ১০ এপ্রিল ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ সম্পাদনা

শ্রদ্ধেয় ইব্রাহিম ভাই, উইকিপিডিয়ায় নতুন হওয়ার কারণে বিরাম চিহ্ণ নামক নিবন্ধটি অন্যভাষার সাথে সংযোগ করতে পারছিলাম না। আপনাকে অসংখ্য ধন্যবাদ নিবন্ধটি অন্য নিবন্ধের সাথে সংযুক্ত করার জন্য। আমার সম্পাদিত সমভূমি নামক পৃষ্টাটি ইংরেজি Plains এর সাথে যুক্ত করলে কৃতজ্ঞ থাকতাম। Ranak Ahammad Shaon (আলাপ) ১৩:৫৭, ৫ মে ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

  করা হয়েছে। -মেরাজ (আলাপ) ০২:১৩, ১১ জুন ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির পাতাটি অপসারণ প্রসঙ্গে সম্পাদনা

মিরাজ ভাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির পাতাটি কি কারণে অপসারণ করা হলো। বা সমিতির তথ্যে কোন ভুল ছিল কিনা। তা জানালে ভালো হতো। পাতাটি সক্রিয় করতে আপনার সহযোগিতা চাচ্ছি।

প্রিয় সুধী, উক্ত নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে অনুলেখ্য ছিলো এবং তা দ্রুত অপসারণ নীতিমালায় পড়ে। তাই তা মুছে ফেলা হয়েছে। ধন্যবাদ। -মেরাজ (আলাপ) ০২:১৩, ১১ জুন ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

তারুণ্য তরী পাতাটি অপসারণ প্রসঙ্গে সম্পাদনা

অপসারণ কেন করা হয়েছে তার যৌক্তিক কারণ দেখাও তো? user'কাজী মুহাম্মদ হোসাইনুর রশীদ ইউটিসি ৯.৫০

প্রিয় সুধী, উক্ত নিবন্ধটি তথ্যসূত্রবিহীন অনুলেখ্য ছিলো এবং তা দ্রুত অপসারণ নীতিমালায় পড়ে। তাই তা মুছে ফেলা হয়েছে। ধন্যবাদ। -মেরাজ (আলাপ) ০২:১৩, ১১ জুন ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ভাই আমি কি এটা আবার তৈরি করতে পারি? user:কাজী মুহাম্মদ হোসাইনুর রশীদ ইউটিসি ২.৩৭

প্রিয় সুধী, আপনি পুনরায় নিবন্ধটি লিখতে পারেন, তবে তার আগে নীতিমালার পাতাটি পড়ে দেখুন যে, উক্ত নিবন্ধটি উইকিপিডিয়ার মানদন্ডে উত্তীর্ণ হয় কিনা। আর মন্তব্যের শেষে সাক্ষরের জন্য ~~~~ এই চিহ্ন ব্যবহার করুন। ধন্যবাদ, আপনার উইকি যাত্রা শুভ হোক। -মেরাজ (আলাপ) ০৮:৫০, ১২ জুন ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

পূন:নির্দেশ নাকি একত্রীকরণ সম্পাদনা

সুপ্রিয়, মেরাজ আপনি চিকনগনিয়া পাতাটিকে চিকুনগনিয়ায় পূন:নির্দেশ করেছেন। কিন্তু পাতাদুটিকে একত্রীকরণ করা উচিত ছিলো বলে মনে করি। বিশেষ পাতার একত্রীকরণ অপশান ব্যবহারের অনুরোধ রইলো। ধন্যবাদ। ফেরদৌস১২:২৭, ১১ জুন ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য এক বাটি স্ট্রবেরি! সম্পাদনা

  রমজান মাস চলছে, তা সত্ত্বেও অসমান্য উইকি অবদানের জন্য আপনাকে এক বাটি স্ট্রবেরি দিলাম। ভাজাপোড়া জিনিস না দিয়ে টাটকা ফল দিলাম। ইফতারির সময় খেয়ে নিবেন। বেশি বেশি শরবত খাবেন!! আপনার সুস্বাস্থ্য কামনা করি।  – রোমান (আলাপ) ১৮:১০, ১৭ জুন ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য কিছু বাকলাভা! সম্পাদনা

  ঈদের শুভেচ্ছা ও পুষ্টিকর খাদ্য! দুইই একসাথে পাঠালাম। ভালো থাকুন এবং বাংলা উইকিপিডিয়া কে এগিয়ে নিয়ে যান এই প্রার্থনা করি। Pinakpani (আলাপ) ১০:১৫, ২৬ জুন ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ঈদের আপ্যায়ন সম্পাদনা

  জনাব, আমার শুভেচ্ছা জানবেন। ঈদ উপলক্ষ্যে আপনার জন্য এই সুস্বাদু ফল। উপভোগ করুন! :)  – তানভির মোর্শেদ (আলাপ) ১৬:২৪, ২৬ জুন ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

সংশোধনী প্রসঙ্গে সম্পাদনা

ভাইয়া, আমার নিবন্ধকৃত বাংলাদেশের বিভিন্ন প্রশাসনিক অঞ্চলসমূহের বেশ কয়েকটি নিবন্ধের সংশোধনী আনতে গিয়ে কিছু কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনি অপসারণ করেছেন, যার ফলে আমি নিবন্ধগুলোর মানউন্নয়ন, সম্প্রসারণ, হালনাগাদ, নতুন নিবন্ধ তৈরিতে উৎসাহ হারিয়ে ফেলেছি। — MustafaKamal‎‎ (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

কিছু জিনিস আমারো মনে হয় একটু বেশি মোছা হয়েছে। @MustafaKamal: উৎসাহ হারানোর কিছু নেই। আপনি নিবন্ধের ইতিহাসে গেলে "পূর্বাবস্থায় ফেরত" লেখা দেখতে পাবেন। সেখানে ক্লিক করলে যে সম্পাদনার বাক্স আসবে সেখানে প্রয়োজনীয় সংশোধনী এনে তারপর সংরক্ষণ বোতামে ক্লিক কবেন। নিবন্ধে ছক/টেবিল আকারে কিছু লেখার দরকার নেই। সাধারণভাবে লিখেন। আফতাব (আলাপ) ২২:৪৯, ৩০ জুন ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
তবে পৌরসভারগুলি ঠিক আছে কেননা পৌরসভার দায়িত্ব ও কর্তব্য উল্লেখ করা উইকির কাজ না। আফতাব (আলাপ) ২৩:০০, ৩০ জুন ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
@Aftabuzzaman: ভাইয়া, আমি তো পৌরসভার দায়িত্ব ও কর্তব্য উল্লেখ করি নি, আর প্রশাসনিক এলাকাও কি উইকিতে রাখা যাবে না? — MustafaKamal‎‎ (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
ভাইয়া, প্রশাসনিক এলাকা রাখা যাবে। -মেরাজ (আলাপ) ১৬:২৬, ১ জুলাই ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/স্বরোচিষ সরকার সম্পাদনা

এখানে উল্লেখ রয়েছে প্রস্তাবনার ফলাফল হিসেবে পাতাটি অপসারণ করা হল~ মহীন (আলাপ) ১৬:২০, ৪ জুলাই ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ভাই, এখনোই মুছে ফেলিয়েন না। সুত্র যাচাই করতে হবে। - মেরাজ (আলাপ) ১৬:৪৭, ৪ জুলাই ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
তাহলে আলোচনা বন্ধ করছেন কেনো? ~ মহীন (আলাপ) ১৬:৫৫, ৪ জুলাই ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
মহীন ভাই, সে তো বিরাট ইতিহাস। প্রস্তাবনা বন্ধ করে ৩১ মে তারিখে মুছে ফেলার পর নিবন্ধ প্রণেতা অপসারণ প্রস্তাবনায় ১০ জুন তারিখে তার মতামত দিয়েছেন। সেই প্রেক্ষিতে তার আলাপ পাতায় বার্তা দেয়া হয়। পরে উনি ৪ জুলাইতে নিবন্ধটি আবার লিখেন এবং নিবন্ধের আলাপ পাতায় উল্লেখযোগ্যতা ব্যাখ্যা করেন।
যাই হোক, আপনি নিবন্ধের লগ দেখলেই কিন্তু আর ব্যাখ্যা করা লাগতো না। -মেরাজ (আলাপ) ০৩:০৩, ৫ জুলাই ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
আমি দেখেছি। কিন্তু আপনি কি বলতে চাচ্ছেন ফলাফল হিসেবে অপসারণ করা হল উল্লেখ থাকার পরও নিবন্ধটি এই অবস্থায় থাকবে? এ অসামঞ্জস্য দূর করতে নিবন্ধের আলোচনা পুণরায় চালু করার পক্ষপাতি। ~ মহীন (আলাপ) ০৩:২৪, ৫ জুলাই ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
আপনি আলোচনা পুনরায় শুরু করতেই পারেন। আমি আলাপ পাতার ব্যাখ্যায় সন্তুষ্ট, যেহেতু ২০০৮ সালে বাংলা একাডেমি থেকে প্রকাশিত লেখক অভিধানের (জীবিত লেখকদের চরিতাভিধান) ৪৪১তম পৃষ্ঠায় স্বরোচিষ সরকারকে লেখক হিসেবে ভুক্তি রয়েছে। তাই তাকে লেখক হিসেবে উল্লেখযোগ্য বলে ধরে নেয়া যায়। -মেরাজ (আলাপ) ০৫:১৪, ৫ জুলাই ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
তাহলে দয়া করে প্রস্তাবনার ফলাফল পরিবর্তন করে লিখুন: রেখে দেওয়া হল~ মহীন (আলাপ) ০৫:৩৪, ৫ জুলাই ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
কেন ভাই? দুইটি সিদ্ধান্ত (মুছে ফেলা, রেখে দেয়া) দুই সময়ের নেয়া। একটির সাথে আরেকটি মিলিয়ে ফেলা যাবে না। :) -মেরাজ (আলাপ) ০৯:৫৭, ৫ জুলাই ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
এই নিবন্ধের উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/স্বরোচিষ সরকার (২য় মনোনয়ন) দেখতে পাচ্ছি না। তাই রেখে দেয়ার সিদ্ধান্ত কোথায় নেয়া হয়েছে তা পরিষ্কার নয়। বর্তমান প্রস্তাবনা পাতায় উল্লেখ রয়েছে অপসারণ করা হল; যদিও পাতাটি তা করা হয় নি! ~ মহীন (আলাপ) ১০:৫৪, ৫ জুলাই ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

তামিল চলচ্চিত্র আলাভান্দান সম্পাদনা

@মেরাজ ভাই, আলাভান্দান পাতাটির ইংরেজী সংস্করণে আন্তঃউইকি সংযোগে বাংলা ভাষা দেখাচ্ছেনা, যদিও তামিল উইকি এবং নেপালী উইকিতে বাংলা দেখাচ্ছে। Idhaya Thamarai (আলাপ) ১০:২৬, ৫ জুলাই ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

এখন দেখাচ্ছে তো :) -মেরাজ (আলাপ) ১০:৪২, ৫ জুলাই ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
https://en.wikipedia.org/wiki/Aalavandhan এখানে edit links ভালো করে দেখুন। আর পাতাটি থেকে ছবি বাংলা সংস্করণটিতে লাগিয়ে দিন, আমি অবশ্য এটি আফতাব ভাইকে বলেছি। Idhaya Thamarai (আলাপ) ১১:০৯, ৫ জুলাই ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

তামিল চলচ্চিত্র কান্ডুকোন্ডেইন কান্ডুকোন্ডেইন সম্পাদনা

@মেরাজ ভাই, কান্ডুকোন্ডেইন কান্ডুকোন্ডেইন পাতাটিতে চিত্র লাগিয়ে দিন (পাতাটির ইংরজী সংস্করণ থেকে চিত্র লাগিয়ে দিন)। Idhaya Thamarai (আলাপ) ১৬:২৫, ৬ জুলাই ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

প্রিয় সুধী, আমার তামিল চলচ্চিত্র বিষয়ে আগ্রহ কম। তাই, আমাকে এরূপ আবদার দয়া করে করবেন না। ধন্যবাদ বিষয়টি বোঝার জন্য। -মেরাজ (আলাপ) ১৬:৪০, ৬ জুলাই ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
কিন্তু ভাই আমি তো ছবি আপলোড করতে পারছিনা, ছবি লাগিয়ে দিলে ভালো হত। Idhaya Thamarai (আলাপ) ১৭:০৯, ৬ জুলাই ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

Create a Draft page সম্পাদনা

Hi, I currently work with a project & new to বাংলা Wikipedia. I can't find the Draft page creating option. Please help me. — Nirmol360 (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

প্রিয় সুধী, বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। এখানে ড্রাফট পাতাকে খেলাঘর নামে অভিহিত করা হয়। এখানে ক্লিক করে আপনি তা খুঁজে পেতে পারেন। ধন্যবাদ। -মেরাজ (আলাপ) ১৮:২২, ১৫ জুলাই ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

মেরাজ ভাই , আপনি আমার ব্যবহারকারী:শাহাদাত সায়েম/আমার এমপি স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থা পাতাটি অপসারণ করেছেন । যদিও এটি আমার ব্যাবহারকারী উপপাতা , কোন নিবন্ধ নয় । আমি একটি নিবন্ধ নিয়ে কাজ করছি যা কোন বিজ্ঞাপন নয় , এটি যে বিজ্ঞাপন নয় তা আমার কাজটি শেষ হলেই বুঝতে পারবেন । বাক্তিগত কিছু কারনে আমি হয়ত উইকি তে তেমন সক্রিয় নই , তবুও আপনি পাতাটি ফিরিয়ে দিলে আমি কাজটি শেষ করতে পারতাম । এবং কাজ শেষ হলে তবেই নিবন্ধ হিসাবে স্থানান্তর করব । -শাহাদাত সায়েম (আলাপ) ০৪:২৩, ১৯ জুলাই ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

সায়েম ভাই, আপনার উপর বিশ্বাস করে পাতাটি ফিরিয়ে আনা হলো। তবে উক্ত সংস্থাটি উইকির নীতিমালা অনুসারে উল্লেখযোগ্য নয়। আর ব্যবহারকারী উপপাতার ব্যবহার সম্পর্কে জানার জন্য উইকিপিডিয়া:উপপাতা পাতাটি দেখতে পারেন। ধন্যবাদ। -মেরাজ (আলাপ) ০৪:৩৯, ১৯ জুলাই ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আমার পিসির আইপি ব্লক প্রসঙ্গে। আমাকে সাহায্য করুন... সম্পাদনা

ভাইয়া দয়া আমাকে সাহায্য করুন... ইংরেজী ভার্সনে আমাকে ব্লক দেখাচ্ছে... সম্পাদনা

আমি উইকিতে নতুন। আমি একটি পুরাতন কম্পিউটার কিনেছি। আমি এই কম্পিউটারে শুধু মাত্র বাংলাতে সম্পাদনা করতে পারছি। ইংরেজীতে গেলে বলছে আমার আইপি ব্লক। আমাকে এই সমস্যা থেকে উত্তরন পেতে সহায়তা করুন। Ah.rabbi (আলাপ) ১৮:০০, ২৪ জুলাই ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ফরাসী সেনাবাহিনী সম্পাদনা

@মেরাজ ভাই, ফরাসী সেনাবাহিনী পাতাটি একটু দেখুন তো, কেমন লেখা হয়েছে (আমি তৈরি করেছি)। Indha Minminikku (আলাপ) ১০:৩৯, ৩০ জুলাই ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ভালো হয়েছে। -১০:৪২, ৩০ জুলাই ২০১৭ (ইউটিসি)
আন্দ্রে সাল্ভাত এবং বেতাল পঁচিশি দেখুন। Indha Minminikku (আলাপ) ১০:৪৫, ৩০ জুলাই ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
সেগুলোও ভালো হয়েছে। -মেরাজ (আলাপ) ১০:৪৭, ৩০ জুলাই ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
@Indha Minminikku, একজন নতুন ব্যবহারকারী হিসেবে ফরাসী সেনাবাহিনী পাতাটিতে আপনার সম্পাদনা মোটামুটি ভালই হয়েছে, আশা করি ফরাসি সেনাবাহিনীর ইতিহাস অংশটুকুও অনুবাদ করবেন। ধন্যবাদ। এগিয়ে যান!! কোন একটি নিবন্ধ তৈরি শুরু করলে কেবল ঐ নিবন্ধটি পরিপূর্ণ করতে মনোযোগ দিবেন। একসাথে কয়েকটি নিবন্ধ তৈরি করে ফেলে রাখলে পরে সেগুলো সম্পাদনা করার উৎসাহ কমে যায়। ধন্যবাদ!! Shahidul Hasan Roman (আলাপ) ১২:৩৯, ৩০ জুলাই ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

টেমপ্লেট অনুবাদ সম্পাদনা

ভাইয়া টেমপ্লেট:Infobox Mine এইটা একটু বাংলায় অনুবাদ করলে ভালো হয়। আর টেমপ্লেট অনুবাদ করার নিয়মটা যদি একটু বলতেন, তাহলে আপনাকে বারবার বলতে হবে না :) আবীর আলাপ ১০:২১, ৪ আগস্ট ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আবীর ভাই, আফতাব আগেই করে ফেলেছে, ব্যবহার করে দেখুন। আর পার্থক্যটুকু দেখলেই বুঝবেন যে কিভাবে অনুবাদ করতে হয়। আর একটু ভুল করবেন, পরে তা থেকে শিখে নতুন কিছু করবেন। এভাবেই উইকি অভিযাত্রা চলতে থাকে। কোনো কিছু করতে পিছপা হবেন না। উইকির একটা নিয়মই তো আছে, উইকিপিডিয়া:সাহসী হোন। -মেরাজ (আলাপ) ১০:৫৭, ৪ আগস্ট ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

পাতা অপসারণ প্রসঙ্গে সম্পাদনা

বিশ্বসাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরী পাতাটি কেন অপসারণ করা হলো? SHIMUL ALAM (আলাপ) ২০:২১, ১৩ আগস্ট ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

প্রিয় সুধী, আপনার তৈরি বিশ্বসাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরী নিবন্ধটি উইকির নীতিমালা অনুযায়ী উল্লেখযোগ্য নয় বিধায় তা মুছে ফেলা হলো। এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য এই পাতাটি পড়তে পারেন। আরোও কিছু জানার থাকলে আমাকে আলাপ পাতায় জানাতে পারেন। ধন্যবাদ, আপনার উইকিযাত্রা শুভ হোক। -মেরাজ (আলাপ) ০২:২৫, ১৪ আগস্ট ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

পাতা অপসারণ প্রসঙ্গে সম্পাদনা

অামার ব্যবহৃত ও সম্পাদিত পাতা টি মুছে ফেলার কারন সম্পর্কে অামি অবগত হতে ইচ্ছুক। মাজু মিয়া (আলাপ) ০৩:৫৫, ১৭ আগস্ট ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

প্রিয় সুধী, আপনার তৈরি নিবন্ধটি উইকির নীতিমালা অনুযায়ী উল্লেখযোগ্য নয় বিধায় তা মুছে ফেলা হলো। এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য এই পাতাটি পড়তে পারেন। আরোও কিছু জানার থাকলে আমাকে আলাপ পাতায় জানাতে পারেন। ধন্যবাদ, আপনার উইকিযাত্রা শুভ হোক। - মেরাজ (আলাপ) ০৫:৪৩, ১৭ আগস্ট ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

গঙ্গা তীরের সৌন্দর্য্যবর্ধন নিবন্ধ অপসারন প্রসঙ্গে সম্পাদনা

গঙ্গা তীরের সৌন্দর্য্যবর্ধন নিবন্ধটি তৈরি করা হয়েছে কলকাত শহরে হুগলি নদীর দুই তীরে পশ্চিমবঙ্গ সরকারের উদ্ধোগে সৌন্দর্য্যবর্ধন প্রসঙ্গে।এই প্রকল্পে এখনও হুগলি নদির তীরের বিভিন্ন অংশে কাজ চলছে। এই সৌন্দর্য্যবর্ধন এর কাজ সম্পর্কে খবরের কাগজে বহু নিবন্ধ বেড়িয়েছে। আমি নিবন্ধ তৈরির সময় বহু তথ্য সূত্র ও দিয়েছিলাম। প্রয়োজনে আপনার কাজেও তা উপথাপন করতে পাড়ি । তাই আমার অনুরোধ করছি এই নিবন্ধটি আবার ফিয়ে আনার জন্য । ইংরাজি ইউকিতে এই ধরনের বহু নিবন্ধ রয়েছে। যেমন - Sabarmati Butification Project.শুভেন্দু (আলাপ)

নিবন্ধ ফিরিয়ে আনার ব্যাপারে অপসারণকারী প্রশাসক মহীন ভাইয়ের সাথে কথা বলার অনুরোধ করছি। ধন্যবাদ। -মেরাজ (আলাপ) ১৫:২০, ১৯ আগস্ট ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ঃ গঙ্গা তীরের সৌন্দর্য্যবর্ধন নিবন্ধটি ফিরিয়ে আনার জন্য ধন্যবাদ। আমি নিবন্ধটিতে তিনটি তথ্য সূত্র যোগ করেছি। আপনি দেখতে পাড়েন। আমার মনে হয় এখন নিবন্ধটি থেকে অপসারনের প্রস্তাবনাটি সরিয়ে ফেলা উচিত। শুভেন্দু (আলাপ)

আপনার জন্য এক ক্যান ডায়েট কোক! সম্পাদনা

  এই প্রচন্ড গরমের মাঝেও আপনি বাংলা উইকিপিডিয়ায় অসংখ্যা সম্পাদনা করেই চলছেন। তাই আপনার প্রশান্তির জন্য এক ক্যান ডায়েট কোক!! – রোমান (আলাপ) ১০:৫৬, ২৪ আগস্ট ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
কোকের জন্য অনেক ধন্যবাদ, কিন্তু এখন আমি ডায়েটেই আছি :) -মেরাজ (আলাপ) ০৯:২২, ২৪ আগস্ট ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

কুমিল্লা রেলওয়ে স্টেশন সম্পাদনা

ভাই আমি ট্রেনের সময়সূচী যোগ করেছি। মানুষের সুবিধার্থে যা করে মানুষ বুঝ তে পারে এই স্টেশনে কি কি ট্রেন চলাচল করে। ধন্যবাদ। Tanzim7890 (আলাপ) ১১:৫২, ২৪ আগস্ট ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আপনার আলাপ পাতায় দেখুন। -মেরাজ (আলাপ) ১২:১৯, ২৪ আগস্ট ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

মহানগর প্রভাতী এক্সপ্রেস সম্পাদনা

অন্য ভাষার Wikipedia তে এধরনের অনেক পৃষ্ঠা রয়েছে। যদি কোনো ভুল থাকে তাহলে সংশোধন করতে পারতেন। আমি আপনাকে অনুরোধ করিছি মহাগনগর প্রভাতি এক্সপ্রেস পৃষ্ঠাটি ফিরিয়ে আনার জন্য। — Tanzim7890 (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

এই নামে তো কোনো নিবন্ধ আমি অপসারণ করি নি। -মেরাজ (আলাপ) ১২:১৯, ২৪ আগস্ট ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর সম্পাদনা

ভাই আমি নামটি পরিবর্তন করতে পারছি না দয়া করে নামটি সংশোধন করে দিন।ধন্যবাদ। -— Tanzim7890 (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

  করা হয়েছে -মেরাজ (আলাপ) ০৪:২৯, ৪ সেপ্টেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

শাহতাজ মনিরা হাশেম সম্পাদনা

ভাই আপনি এই পেজ টি কেন ডিলেট করলেন. আপনাকে অধিকার দিয়ে কি উইকি কি ভুল করেছে। আর নিজেরে কি মনে করেন। আপনারে তো চিনলাম না. নিজে যা জানেন সেটার সব ঠিক মনে করবেন না। পেজটি আবার চালু করেন। কারো অবদান কে অস্বীকার করতে পারবেন না . যে পেজ ডিলেট করলেন তার অবশই যোগ্যতা আছে. ধন্যবাদ। -— Shoreful (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

প্রিয় সুধী, পূর্বে এ নিবন্ধটি অপসারণ প্রস্তাবনায় আলোচনার মাধ্যমে মুছে ফেলা হয়েছে। তাই পাতাটি আবার মুছে ফেলা হয়েছে।
আর উইকিপিডিয়ায় ভদ্রতা বজায় রাখুন। ভদ্রতা পাতায় ব্যবহারকারীদের একে অন্যের সাথে ব্যবহার কেমন হওয়া উচিত এবং কিভাবে কোন সমস্যা হলে সেটা নিয়ে কাজ করা উচিত তার বর্ণনা আছে। ধন্যবাদ। -মেরাজ (আলাপ) ০৪:২৯, ৪ সেপ্টেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

সহমত শরিফুলের সাথে কাজী মুহাম্মদ হোসাইনুর রশীদ (আলাপ) ১২:২৭, ৪ অক্টোবর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নামক পাতাটি মোছার কারণ কি??? সম্পাদনা

এই পাতাটি মোছার বিস্তারিত কারণ জানতে চাচ্ছি ।বার বার এটি কেন মোছা হচ্ছে? -— Zubair Ahosan (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা নীতিমালা অনুসারে নিবন্ধটি মুছে ফেলা হচ্ছে। ধন্যবাদ। -মেরাজ (আলাপ) ০৭:১২, ৩০ সেপ্টেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

জালাল উদ্দিন আল কাদেরী পাতাটি কেন অপসারণ করা হল? সম্পাদনা

এটা কেন অপসারণ করা হলো তার বিস্তারিত কারণ বলুন। কাজী মুহাম্মদ হোসাইনুর রশীদ (আলাপ) ০৩:৩৭, ৪ অক্টোবর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

জনাব ইব্রাহিম হোসেন মেরাজ ভাই আমাকে আল্লামা জালাল উদ্দিন আল কাদেরী পাতাটি কেন অপসারণ করা হল তার কারণ আমি জানতে চাচ্ছি। কাজী মুহাম্মদ হোসাইনুর রশীদ (আলাপ) ০৫:১২, ৪ অক্টোবর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

প্রিয় সুধী, উক্ত পাতাটির মুছে ফেলার সময়কালীন অবস্থায় বিষয়বস্তুর গুরুত্ব নির্দেশ করছে না। কোনো তথ্যসূত্র সঠিক ভাবে ছিলো না। দয়া করে খেলাঘরে পরীক্ষা নিরীক্ষা করে, সম্পূর্ণ অবস্থা নিবন্ধ লিখুন। আর চেষ্টা করবেন নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে লিখবেন। ধন্যবাদ। -মেরাজ (আলাপ) ১৬:১২, ৪ অক্টোবর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি মানে বুঝি নাই। বুঝিয়ে বলেন। বিস্তারিত কারণ বলুন। -কাজী মুহাম্মদ হোসাইনুর রশীদ (আলাপ) ১২:১৪, ৬ অক্টোবর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

কাজী মুহাম্মদ হোসাইনুর রশীদ ভাই, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, যাচাইযোগ্যতা, মৌলিক গবেষণা নয়, নির্ভরযোগ্য উৎস; দয়া করে এই পাতাগুলো পড়ুন ও তা মেনে নিবন্ধ লেখার চেষ্টা করুন। এই চারটি পাতা অনুসারে নিবন্ধ লিখলে উইকিতেই আপনার নিবন্ধ কখনোই মুছে ফেলা যাবে না।
মুছার সময় কোনো সূত্র ছিলো না, এবং তা আগেও একবার মুছে ফেলা হয়েছিলো। ফলে নিবন্ধটি উইকির সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিমালা উল্লেখযোগ্যতা অনুযায়ী মুছে ফেলা হয়েছিলো। ধন্যবাদ। -মেরাজ (আলাপ)

পাতা অপসারণ প্রসঙ্গে সম্পাদনা

মোঃ শাহীন আক্তার পাতাটি কেন অপসারণ করা হলো জানতে চাই? - — Shahinaktercmt (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা (ব্যক্তি) নীতিমালা অনুসারে নিবন্ধটি মুছে ফেলা হয়েছে। -মেরাজ (আলাপ) ১৪:৩৪, ১৪ অক্টোবর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ইসলামপুর গ্রাম সম্পাদনা

পাতাটি কেন অপসারণ করা হলো? আমি নিবন্ধ তৈরির সময় বহু তথ্য সূত্র ও বহিঃসংযোগ দিয়েছিলাম। আপনি সেগুলো দেখছিলেন? আর যদি দেখে মুছে থাকেন তাহলে প্রশ্ন প্রায় দুইশত বছর পুরনো একটি গ্রামের ইতিহাস ঐতিহ্য কি উইকিপিডিয়ায় থাকতে পারেনা?

বাংলা উইকিপিডিয়াতে আপনাকে স্বাগতম। বাংলাতে সাধারণত অনুল্লেখ্য গ্রামের নিবন্ধ মুছে ফেলা হয়। আপনি নতুন নিবন্ধ তৈরি বা সম্পাদনা করার পূর্বে উপরের স্বাগতম বার্তায় দেয়া পাতাগুলো পড়ে নেবার অনুরোধ জানাচ্ছি। তাহলে কি করতে হবে বা কি লেখা যাবে আর কি লেখা যাবে না, সে বিষয়ে আপনি একটি সম্যক ধারণা পাবেন। ধন্যবাদ। -মেরাজ (আলাপ) ১৪:৩৪, ১৪ অক্টোবর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

Rupali Alo সম্পাদনা

অামার ব্যবহৃত ও সম্পাদিত পাতা টি মুছে ফেলার কারণ সম্পর্কে অামি অবগত হতে ইচ্ছুক। কেননা পরবর্তী সময়ে শতর্ক থেকে কাজ করতে চেষ্টা করব।

আপনার উত্তর পেলে চির কৃতজ্ঞ থাকব — PrinceDhaka (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা নীতিমালা অনুসারে উক্ত নিবন্ধটি অপসারণ করা হয়েছে। ধন্যবাদ। -মেরাজ (আলাপ) ০৪:৩৩, ১০ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

শারীরিক অন্তরঙ্গতা সম্পাদনা

@মেরাজ ভাই, শারীরিক অন্তরঙ্গতা পাতাটিতে আন্তঃউইকি সংযোগ দিন। প্রতিভা মনির (আলাপ) ১৩:২২, ৬ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

  করা হয়েছে ।- মেরাজ (আলাপ) ১৩:৩৯, ৬ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আবেগীয় অন্তরঙ্গতা সম্পাদনা

@মেরাজ ভাই, আবেগীয় অন্তরঙ্গতা পাতাটির ইংরেজি সংস্করণের সাথে মিলিয়ে দিন, (emotional intimacy)। প্রতিভা মনির (আলাপ) ১৩:৫৮, ৬ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

মিশনারী পজিশন সম্পাদনা

@মেরাজ ভাই, মিশনারী পজিশন পাতাটির আন্তঃউইকি সংযোগ দিয়ে দিন। প্রতিভা মনির (আলাপ) ০৩:১৮, ৭ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

কমল হাসন এবং শ্রুতি হাসন সম্পাদনা

@মেরাজ ভাই, কমল হাসন (দেখুন) এবং শ্রুতি হাসন পাতাটিতেও আন্তঃউইকি সংযোগ প্রয়োজন। প্রতিভা মনির (আলাপ) ০৫:৩৭, ৭ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

প্রানিজ যৌনাচার সম্পাদনা

@মেরাজ ভাই, প্রাণিজ যৌনাচার পাতাটিতে আন্তঃউইকি সংযোগ দিয়ে দিন। প্রতিভা মনির (আলাপ) ০৯:৩১, ৯ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ অপসারণ সম্পাদনা

আপনি এই মুহূর্তে আমার তৈরিকৃত মির্জাখীল উচ্চ বিদ্যালয় পাতাটি অপসারণ করেছেন।উচ্চ বিদ্যালয় দিয়ে আরও পাতা আছে।তাই আমি উক্ত শিরোনামে পাতাটি তৈরি করেছিলাম। যেমন এই শিরোনামেও তো পাতা আছে। সাতকানিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়।তাই আমি জানতে চাই কারণটা।Ripon ০৯:৫০, ৯ নভেম্বর ২০১৭ (ইউটিসি)

উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/গাউছিয়া রহমানিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা এখানে আলোচনার মাধ্যমে উক্ত নিবন্ধটি অপসারণ করা হয়েছে। আগে এই দুটি উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতাউইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা (সংস্থা ও কোম্পানি) নীতিমালার কারণে মুছে হয়েছিলো। এখনো কোনো নির্ভরযোগ্য ২য় উৎস ছিলো না, আরোও জানতে পড়ুন- WP:PRIMARY। ধন্যবাদ। -মেরাজ (আলাপ) ০৪:৩৯, ১০ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ইসরায়েলী রন্ধনশৈলী সম্পাদনা

@মেরাজ ভাই, ইসরায়েলী রন্ধনশৈলী পাতাটি অপসারণ করে দিন, কারণটা ঐ পাতাটিতে আমি উল্লেখ করেছি। প্রতিভা মনির (আলাপ) ১৩:৩৩, ১৪ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

@মেরাজ ভাই, এখন লাগবেনা, ফেরদৌস ভাই ঠিক করে দিয়েছেন, ইজরায়েলী রন্ধনশৈলীকে ইসরায়েলী রন্ধনশৈলী পাতায় পুনর্নির্দেশিত করেছেন। প্রতিভা মনির (আলাপ) ১৩:৪০, ১৪ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

"মোঃ আব্দুস সাত্তার" শিরোনামের নিবন্ধটি অপসারণের কারণ জানতে আগ্রহী সম্পাদনা

আসসালামুয়ালাইকুম ভাই, আশা করি ভালো আছেন। উইকিপিডিয়াতে নিবন্ধ লেখক হিসেবে আমার আগমন অল্প কিছুদিন হল। আমি এবছরের শুরুতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুস সাত্তার স্যারকে নিয়ে একটি নিবন্ধ রচনা করেছিলাম। সর্বপ্রথমে রচনাটির শিরোনাম দিয়েছিলাম প্রফেসর ড. মোঃ আব্দুস সাত্তার। তো নিবন্ধটি প্রকাশের অল্প কিছুদিনের মাথায় সেটি অপসারিত হয়। এবং মোঃ আব্দুস সাত্তার শিরোনামে দুই লাইনে নিবন্ধটি প্রদর্শিত হতে থাকে। এরপর আমি মোঃ আব্দুস সাত্তার নামে দৃশ্যমান নিবন্ধটি সম্পাদনা করে আগের রূপে নিয়ে আসি। কিছুদিন পর আবারো সেটি অপসারিত হয়ে পূর্বের ন্যায় দুই লাইনে প্রদর্শিত হতে থাকে। আমি ভেবেছিলাম হয়তো তথ্যসুত্র যোগ না করার কারণে আমার নিবন্ধটি বারবার মুছে ফেলা হচ্ছে। পরবর্তীতে তথ্যসূত্র হিসেবে দুইটি লিঙ্ক যুক্ত করে পুনরায় নিবন্ধটি আপলোড করেছিলাম। দুঃখের ব্যাপার, আমাকে একরাশ হতাশায় ডুবিয়ে আবারো আমার আর্টিকেলটি রিমুভ করা হয়েছে। ভাইয়া, আমি আগেই বলে রেখেছি যে এখানে আমার আগমন অল্পকিছুদিন হল। নিয়মকানুন সম্পর্কে সম্পূর্ণ অবগতও নই আমি। নীতিমালাগুলো দূর্বোধ্য বাংলায় লিখিত, একারণে ঠিকমত বুঝতেও পারছিনা। এই অবস্থায় আপনার শরণাপন্ন হয়েছি। আশা করি নিবন্ধটি অবিকৃত অবস্থায় প্রকাশ করবার রাস্তা প্রদর্শন করে বাধিত করবেন। জানিনা এখানে প্রশ্নোত্তর কিভাবে করতে হয়, কিভাবেই বা সমস্যার সমাধান পাওয়া যায়। বিকল্প হিসেবে আমার মেইল এড্রেসটি দিয়ে রাখলাম sababadorjust@gmail.com ভালো থাকবেন। --Sabab Ador (আলাপ) ০৬:০৫, ২২ নভেম্বর ২০১৭ (ইউটিসি) মোঃ তাসিম আল সাবাব, ২২শে নভেম্বর ২০১৭, বেলা ১২টা ০৫উত্তর দিন

ওয়ালাইকুম আস সালাম। উক্ত নিবন্ধটি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে না লেখার কারণে তা লুকিয়ে রাখা হয়েছে এবং পুনলিখন করতে বলা হয়েছে। উইকিপিডিয়া:নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, উইকিপিডিয়া:কোনো মৌলিক গবেষণা নয়, উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা (ব্যক্তি) এই তিনটি নীতিমালা পাতা একটু পড়ুন, তাহলে বুঝতে পারবেন। আর কোথায় সমস্যা হচ্ছে, বা কোনটি বুঝতে পারছেন না; তা এখানে বা মেইলে বা অন্য কারোও আলাপ পাতায় সাহায্য চাইতে পারেন। ধন্যবাদ। -মেরাজ (আলাপ) ২০:৩১, ২২ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আমার তিনটি পেজ কেষ্ট মুখার্জী,আরাধনা, অনুরাগ অপসারিত করা হয়েছে। যার ইংরেজি উইকিপিডিয়ায় ইংরেজি পেজ বহাল আছে কিন্তু আমি যতেষ্ঠ লিংক দিয়ে কাজ করেছি। কোন মেসেজ ছাড়া পাতাগুলি অপসারিত হয়েছে, যদি বলেন কারন কি তা হলে আমার বুঝতে সুবিধা হত।

"Ibrahim Husain Meraj/সংকলন ০৩"-এর ব্যবহারকারী পাতায় ফিরুন।