বাগদী সৈণ্য সম্পাদনা

প্রাচীণ বাংলা অঞ্চলের বাগদী জনগোষ্ঠী থেকে সংগ্রিহীত এক বিশেষ সৈণ্য বাহিনী। প্রাচীণ বাংলার বকদ্বীপ এদের প্রধাণ আবাস ছিল। সাহসিকতা এবং ক্ষিপ্রতার জন্য যোদ্ধা হিসেবে বাগদী সৈণ্যদের বিশেষ কদর ছিল। আলেক্সেন্ডারের ভারত আগমনের সমকালে প্রাচীণ গঙ্গারিদ্ধি রাজার ১০,০০০ বাগদী সৈণ্য ছিল বলে জানা যায়। গুপ্ত এবং পাল রাজাদের সৈণ্য বাহিণীতে বাগদী সৈণ্য ছিল বলে জানা যায়। আচার্য হরপ্রসাদ শাস্ত্রী লেখা থেকে জানা যায় সেন রাজাদের রাজ বাহিণীতেও পর্যাপ্ত পরিমাণ বাগদী সৈণ্য ছিল।

উৎপত্তি: বকদ্বীপ>বকডী/বাকদী?>বাগদী

Habib arch ১৭:০২, ৭ ফেব্রুয়ারি ২০০৯ (UTC)হাবীব