বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

আপনি যদি উইকিপিডিয়ায় আরও greeniculture.com যোগ করতে থাকেন, তাহলে এটি উইকিপিডিয়ার স্প্যাম কালোতালিকায় যোগ করা হতে পারে। — Ahmad ১১:৫২, ১৬ জুলাই ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

সতর্কবার্তা প্রসঙ্গে সম্পাদনা

আমার উল্লেখিত ওয়েবসাইটটি রেফারেন্স সহকারে তথ্য উল্লেখ করা রয়েছে। আপনি কি আদৌ পড়ে দেখেছেন কোনো লিংক? আপনি যেটা অযৌক্তিক মনে করতে পারেন, সেটা বাতিল করতে পারেন। স্প্যাম তালিকায় যুক্ত করার অর্থ কি? উক্ত তথ্যসূত্রের লেখাগুলোর কোনো একটি অযৌক্তিক, মিথ্যা তথ্যপূর্ণ বা ব্যবহারকারীদের জন্যে অনুপযুক্ত মনে হলে দেখাতে পারেন। আপনার খুশিমতো বাতিল করবেন, সেটা তো পলিসির মধ্যে পড়ে না। Haalimi (আলাপ) ১৩:১৫, ১৬ জুলাই ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

আমি অনির্ভরযোগ্য উৎস কারণ দেখিয়ে বাতিল করেছি, আমার খুশিমতো বাতিল করিনি। অতএব আর যোগ করবেন না। — Ahmad ১৩:২২, ১৬ জুলাই ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

আপনি বোধহয় তাইলে লেখাগুলোর রেফারেন্স তথ্য না দেখেই মন্তব্য করে বসলেন। আচ্ছা, ধন্যবাদ আপনার পরামর্শের জন্যে। আপনার রুজি রোজগারের প্ল্যাটফর্ম। এরকম নৈতিক থাকবেন চিরকাল।

Haalimi (আলাপ) ১৩:৫৫, ১৬ জুলাই ২০১৯ (ইউটিসি) হালিমীউত্তর দিন

Community Insights Survey সম্পাদনা

RMaung (WMF) ১৪:১৮, ৬ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

Reminder: Community Insights Survey সম্পাদনা

RMaung (WMF) ১৫:০৫, ২০ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

Reminder: Community Insights Survey সম্পাদনা

RMaung (WMF) ১৮:৫৭, ৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন